
16/08/2025
✈ CEO’s Message to the Travel Industry ✈
From: Sakiat Amin Chowdhury, CEO – FlyDBT Travel Solution
ফ্লাইট এক্সপার্ট বন্ধ হয়ে যাওয়ার ফলে আমাদের ট্রাভেল ইন্ডাস্ট্রি বড় ধাক্কা খেয়েছে। এখন একে অপরকে প্রতিযোগী ভেবে নিচে টেনে নামানোর সময় নয়—এটা একে অপরের পাশে থাকার সময়।
আমরা যদি মিলেমিশে কাজ করি, ইন্ডাস্ট্রি আবার আগের অবস্থায় ফিরবে এবং সবার ব্যবসা বাড়বে। মনে রাখুন—
> অন্যের ক্ষতি করে নিজের উন্নতি হয় না, বরং সবাই ক্ষতিগ্রস্ত হয়।
OTA হোক বা ট্রাভেল এজেন্সি—আমরা সবাই একই ইন্ডাস্ট্রির অংশ। প্রতিযোগিতা হোক দক্ষতা ও সেবার মানে, না যে একে অপরকে পিছিয়ে দেওয়ার মাধ্যমে।
যদি সত্যিই মনে করেন কেউ সমস্যায় আছে, তাহলে তার পাশে দাঁড়ান, সাহায্যের হাত বাড়ান।
একসাথে এগিয়ে গেলে আমরা ইন্ডাস্ট্রিকে অন্য এক উচ্চতায় নিয়ে যেতে পারব।
আমরা একসাথে এগিয়ে যাব, সুস্থ প্রতিযোগিতার মাধ্যমে।