03/04/2025
ঈদ পরবর্তী আনন্দ ভ্রমণ ২০২৫
ঈদের ৩য় দিন
বৃহস্পতিবার
★
হঠাৎ করে কেন জানি ঘুরতে মন চাচ্ছে তাও আবার অনেক দিন পর নিজের ইচ্ছেমতো।
আর তার সাথে একটু তাল মিলালো শামিম ভাই। ঘুরাঘুরি প্রিয় কথা ট্যুরস এণ্ড ট্রাভেলস এর শিমুল ভাই তো আছেনই তাকে বলা মাত্রই বাকি ভাইদের রাজি করিয়ে ফেলল।
বের হলাম ৩.৩০ এর দিক। বিন্নাকুড়ি,শুলাকুড়ি, দিঘির পাড় হয়ে উপজাতিদের এলাকা, হস্ত ও কুটির শিল্পের কারখানা হয়ে একেবারে দোখলা।
পাশেই বাংলাদেশের সংবিধান ১ম যে জায়গাটায় বসে রচনা করা হয় জাতীয় চার নেতার সে স্থান দর্শন করে চুনিয়া কটেজে আড্ডা। সেখানে বাংলাদেশের নামকরা সিনেমা সালমাহ অভিনীত সবশেষ সিনেমা আনন্দ অশ্রুর শুটিং স্পট ঘুরে মধুপুর গড়ের মধ্য দিয়ে রসুলপুর।
হালকা বিরতির পর কালিবাড়িতে নাস্তার বিরতি।
লেংড়া বাজারে ওই কিরে ওই কিরে?
মধু মধু
রসমালাই
(তরমুজ) আর 'র' চা।
আলহামদুলিল্লাহ মুক্তাগাছা এসে আরো কিছুটা সময় আড্ডা।
দিনটি ভালো লেগেছে অসম্ভব। কথা ট্যুরস এণ্ড ট্রাভেলস এর অনার রাশিদুল আলম শিমুল ভাই, রাসেল ভাই,উসমান ভাই,খাইরুল ভাই,বাদল ভাই,খোকন,শামিম ভাই সকলের আন্তরিকতায় আমরা সকলে মুগ্ধ হয়েছি।
ধন্যবাদ আপনাদের এত সুন্দর একটা বিকেল উপহার দেয়ার জন্য।
সামনে আবার হবে ইনশাআল্লাহ ❣️
(রাকিবুল ইসলাম তালুকদার)
Kotha Tours & Travels
Rakibul Islam Talukdar
#রাশিদুল_আলম_শিমুল
Rashidul Alam Shimul Md Khokon Md Shamim Islam মোঃ উসমান গনি Asadullah Al Rasel Badol Sarker