Radiobd.com

Radiobd.com simple happy man.. i like travel the country

26/07/2025

মা বাবাদের জন্য,স্পেশালি মায়েদের জন্য:

🔴প্লিজ আপনারা বাচ্চাদের হেফাজতের আমলে ঢিল দিবেন না।😢

💔আপনার সন্তান যত বড় হোক,বুড়া বুড়ি হয়ে যাক বাচ্চাদের সকাল সন্ধ্যার নাস্তার মত হেফাজতের আমল,আল্লাহর কাছে নিরাপত্তা চেয়ে দুয়া করতে ভুইলেন না।প্লিজ।
আল্লাহর থেকে বড় হেফাজতকারী আর কেউ নাই।

🔹আপনার সন্তান যেন আল্লাহ ও তাঁর আজ্ঞাবহ ফেরেশতাদের নিরাপত্তা বলয়ে থাকে তা নিশ্চিত করবেন।ঘরে থাকুক,বাইরে থাকুক এই আমলে কখনই ছাড় দিয়েন না।

🔴সকালে উঠতে পারেন নাই, খেতে দিতে পারেন নাই বাচ্চাকে স্কুলে লেট হয়ে যাচ্ছে তবু আমলে ঢিল দিয়েন না।আয়াতুল কুরসী,তিন ক্বুল পড়ে ফু দিয়ে আল্লাহর হাওলাদে দিয়ে তারপর আসবেন।
প্লিজ!
©


21/07/2025
21/07/2025

—জীবন কতটা অনিশ্চিত!নিরাপত্তা বলে সত্যিই কিছুই নেই, যদি না আল্লাহ নিরাপদ রাখেন।😢

💔যেখানে ছুটির শেষে থাকার কথা ছিলো হাসি, খেলাধুলা আর দৌড়ঝাঁপ—
সেখানে আজ ছড়িয়ে আছে কান্না, র*ক্ত আর আতঙ্ক।

🥀ছোট ছোট হৃদয়ে দাগ কেটে গেল এক ভয়াবহ স্মৃতি, যা হয়তো অনেকদিন থাকবে।

হয়তো তার ভাই বল নিয়ে খেলার জন্য দাড়িয়ে ছিল, হয়তো তার মা খাবার প্লেট সাজিয়ে রেখেছিল, হয়তো তার বাবা অফিস থেকে চকলেট নিয়ে বাসায় ফেরার অপেক্ষায় ছিল৷ সব শেষ করে দিয়ে সব মায়া ত্যাগ করে সে চলে গেল৷ এটাই নিয়তি, এটাই ত্বাকদীর৷

মৃত্যুর কোনো সময় নেই, বয়স নেই। সব সময় আমাদের কবরে যাওয়ার প্রস্তুতি নিতে হবে কারন আমাদের এক মিনিটের ভরসা নাই৷ এক মিনিট পর আমরা কই থাকবো তা আমরা কেউ জানি না৷ জানে শুধু আল্লাহ তাই ফিরে আসুন রবের দিকে...🙂

আমরা আল্লাহর কাছে দু'আ করি—
যাতে তিনি আহতদের দ্রুত শিফা দান করেন, নিহতদের শাহাদাতের মর্যাদা দেন, এবং তাদের পরিবারকে এই কঠিন সময়ে সবর ও ধৈর্য দান করেন।

إِنَّا لِلّهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ
"নিশ্চয়ই আমরা আল্লাহরই জন্য এবং নিশ্চয়ই তাঁরই দিকে প্রত্যাবর্তনকারী।" (সূরা বাকারা ২:১৫৬)


20/07/2025

দোআ মানে শুধু চাওয়া নয়,
এটা একান্ত নির্ভরতা।
আল্লাহর সামনে নিজের অক্ষমতা স্বীকার করা।
আর সেই দরজায় মাথা নত করে বলা—
“হে আল্লাহ, আমি পারি না… আপনি পারেন।”

স্টেজে বা মাইকের সামনে আমরা যতই বাহাদুরি করি, যতই বক্তৃতা দেই আসলে সত্যিকার অর্থে আমাদের সর্বোচ্চ ক্ষমতা এই দোআ পর্যন্তই...

ছবির মানুষটি অনেক কিছু করেছেন গত এক বছরে৷ ফলাফল পজেটিভ নেগেটিভ যাই হোক! যতই নিজেরা সফলতার দাবি জানাক৷ আসল কথা হচ্ছে আল্লাহ চাইছে তাই। যত কিছুই করি, আমাদের তো আর দোআ আর চেস্টা করা ছাড়া আসলেও কিছু করার নেই৷

এই ছবিটা আমাদের জন্য খুব কঠিন কিন্তু সহজ একটা শিক্ষা....🙂

12/07/2025
11/07/2025
07/07/2025
03/07/2025
28/06/2025

আপনি কি জানেন অশুদ্ধ তিলাওয়াতের কারণে নামাজ বাতিল হয়ে যায়?

🔹মিসেস রেহানা একদিন এক ইসলামিক লেকচারে এমনটাই শুনতে পান।নামাজে ভুল তিলাওয়াত করলে নামাজ বাতিলও হয়ে যেতে পারে। মনে মনে চিন্তাও করছিলেন"আমি তো চেস্টা করেই যাচ্ছি,কিন্তু সময় কোথায়!সংসার, কাজ আর পরিবার-সবই তো সবার আগে!"

🥀আবার সেইসাথে কাজ করে একরাশ সংকোচ। এই বয়সে কোথায় শিখবো,কিভাবে শিখবো!

🔸আপনি হয়তো অনেক ব্যস্ত—পড়াশোনা, পরীক্ষার প্রস্তুতি, প্রকল্প—সব কিছুতেই ডুবে আছেন। কিন্তু কখনো কি ভেবেছেন, এই ব্যস্ততার মাঝে আপনার সত্যিকারের শান্তি কোথায়?

🥀দিনশেষে নামাজে দাঁড়িয়ে আপনার হৃদয় প্রশান্ত হচ্ছেনা।কারণ আপনার অন্তর সেসবের কোনো অর্থই জানেনা!এবং দিনের পর দিন আপনি অভ্যস্ত হয়ে গেছে ভুল তিলাওয়াতে।যা পুরো নামাজের সৌন্দর্যই বদলে দিচ্ছে।

🔹আবার ধরুন যখন আপনি কারো সাথে কথা বলছেন এবং অপর প্রান্তের মানুষটা অনবরত ভুল উচ্চারণ করে যাচ্ছেন, তখন খুব স্বাভাবিকভাবেই আপনার মেজাজ খারাপ হয়ে যায়।

🥀হ্যাঁ, এমনটা সবার সাথেই ঘটে।আমাদের কথার ভুল উচ্চারণে আমরা অনেক সময় বিব্রতও বোধ করি। তাহলে একটু ভাবুন—যখন আমরা আল্লাহর সামনে দাঁড়িয়ে নামাজে অনর্গল ভুল তিলাওয়াত করি, সেটা কেমন হবে?

উদাহরণ গুলো নিজের সাথে মিলে যাচ্ছে, তাইনা?

🔹আমরা জানি আপনি সব সামলিয়ে নিজের জন্য সময় বের করতে হিমসিম খাচ্ছেন।

🌟তাই আপনাদের জন্যই Bloom With Quran School এর এবারের আয়োজন,

🌺"তিলাওয়াতে শুদ্ধতা,নামাজে প্রশান্তি" 🌺
নামাজে মনোযোগ আর তিলাওয়াতে শুদ্ধতা – দুটোই থাকছে এক কোর্সে।

📍যা থাকছে কোর্সে:
🔹সূরা ফাতিহা সহ মোট ৭টি সূরা
(ফাতিহা,ফিল,কাউসার,লাহাব,ইখলাস,ফালাক্ব,নাস)
🔹নামাজের দুয়া
🔹কোর্স ডিউরেশন:৭সপ্তাহ,মোট ৭টি ক্লাস
🔹সময়: প্রতি শুক্রবার (রাত ৮টা)
🔹ক্লাস ডিউরেশন:দেড় ঘন্টা (রেকর্ড থাকবে)

📍রেজিষ্ট্রেশন ফি:৩০০টাকা
🔹ডিসকাউন্ট ফি:২৫০টাকা

🔸BKash:01731337000(পার্সোনাল)
🔸রেফারেন্স:Quran

পেমেন্টের স্ক্রিনশট Bloom With Quran School এর ইনবক্সে পাঠিয়ে রেজিষ্ট্রেশন ফর্ম সংগ্রহ করতে হবে।

📍ডিসকাউন্টে ভর্তির লাস্ট ডেট: ৬ই জুলাই

🌺শুরু করুন আজই-পরিশুদ্ধিতার পথে এটাই হোক আপনার প্রথম পদক্ষেপ ইন শা আল্লাহ।

Address

Mymensingh

Website

Alerts

Be the first to know and let us send you an email when Radiobd.com posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share