
16/08/2025
নেত্রকোনা টু কক্সবাজার
💰ইভেন্ট ফিঃ ৩৫০০৳ জনপ্রতি (১রুমে ৪জন)
💰কাপল ফিঃ ৮৫০০ ৳ ২ জন (১রুমে ২জন)
🕘 সময় ৩ রাত ২ দিন (১১ ই সেপ্টেম্বর রোজ বৃহস্পতিবার বিকাল ৫ টায় নেত্রকোনা সদর থেকে)
১/যেখান থেকে উঠতে পারবেন।
২/নেত্রকোনা বাসস্ট্যান্ডে
৩/রামপুর
৪/কেন্দুয়া
৫/আঠারবাড়ি
৬/নান্দাইল চৌরাস্তা
৭/কিশোরগঞ্জ
৮/ভৈরব
যা_যা_দেখবোঃ
★ কক্সবাজার সমুদ্র সৈকত;
★ কলাতলী বীচ;
★ সুগন্ধা বীচ;
★ লাবণি বীচ;
★ ইনানী বীচ;
★ হিমছড়ি পাহাড়;
★ ঝিনুক মার্কেট;
★ বার্মিজ মার্কেট
★ কাকরা বীচ।
✅ ইভেন্ট ফি-তে যা যা থাকছে-
✔ নেত্রকোনা টু কক্সবাজার চেয়ার কোচ সিটের
বাস।
✔এক রাত হোটেলে থাকার খরচ।
✔ ২ দিনে ৫ বেলা খাবার।
✔ কাঁপলদের জন্য আলাদা রুম।
✔ ডাবল বেডের রুমে ৪ জন করে।
✔ ২৪ ঘন্টা নিরাপত্তা ব্যবস্থা।
❌যা যা থাকছে না---
✅ ইনানি, হিমছড়ি মেরিন ড্রাইভ যাওয়া আসা চান্দের গাড়ি ভাড়া
খাবারের মেন্যুঃ
===========
১ম দিনঃ-
সকালঃ ডিম খিচুড়ি অথবা পরোটা,সবজি,ডাল, ডিম।
দুপুরঃ সাদা ভাত, সামুদ্রিক মাছ, ভর্তা,সবজি,ডাল মিক্স সালাদ।
রাতঃ- মোরগ পোলাও
২য় দিনঃ-
সকালঃ-ডিম খিচুড়ী , ,ডাল,।
দুপুরঃ-সাদা ভাত, মুরগি, ভর্তা,সবজি,সালাদ, ডাল।
#যারা আমাদের সাথে যাচ্ছেন অথবা যারা যেতে আগ্রহী তারা সবাই বেশি বেশি করে পোস্টটি শেয়ার করে দিবেন তাহলে আপনার ফ্রেন্ড এবং আত্মীয়-স্বজনরা দেখে যেতে আগ্রহী হবেন।
>>>ছেলে, মেয়ে, কাপল, ফ্যামিলি সহ সকল ধরণের মানুষ অংশগ্রহণ করতে পারবেন আমাদের এই টুরে