
11/04/2025
"মুসলিম মুসলিমের উপর হামলা — অন্তর কম্পিত হবেই!"
গাজার প্রতিটি ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে হাজারো স্বপ্ন, আর প্রতিটি শিশুর কান্নায় প্রতিধ্বনিত হচ্ছে মানবতার বেদনা।
আজ আমরা যেন শুধু খবরের শিরোনামে সীমাবদ্ধ না থাকি। অন্তর থেকে প্রার্থনা করি, সচেতন হই, এবং সামর্থ্য অনুযায়ী পাশে দাঁড়াই।
গাজা এখনো রক্তাক্ত।
গাজা এখনো কাঁদছে।
গাজা এখনো প্রতিরোধ করছে।
“তোমরা একে অপরের ভাই, তাই তোমরা নিজেদের মাঝে শান্তি স্থাপন করো।” — (সহিহ বুখারী)
আসুন, অন্তর দিয়ে কাঁদি, দোয়া করি, এবং আওয়াজ তুলি — মানবতার পক্ষে, গাজার জন্য।