
14/10/2024
সরাসরি অস্ট্রেলিয়া থেকে ভিসা প্রসেসিং করুন,
মাইগ্রেশন এজেন্সি রেজিস্ট্রেশন অথরিটি লাইসেন্স নংঃ MR - 13095735
মধ্যস্থতাকারী প্রতিষ্ঠান ছাড়াই বাংলাদেশ প্রতিনিধির সাথে কথা বলে ভিসা প্রসেসিং করিয়ে নিতে পারেন।,,,,,,,,,,,,,,,,
সরাসরি অস্ট্রেলিয়া থেকে ভিসা প্রসেসিং করে বাংলাদেশে ও ভারতীয় নাগরিকদের ভিসা প্রদান করে থাকে।
সরাসরি অস্ট্রেলিয়ান আইনজীবীরা ভিসা প্রসেসিং করে থাকে তাই ভিসার রেসিও ১০০% হয়ে থাকে।
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
যেহেতু,
অস্ট্রেলিয়া থেকে সরাসরি ভিসা প্রসেসিং করা হয়।
এক মাসের মধ্যে এম্বাসি ফেইস করানো হয়।
মোট খরচ ১০ লক্ষ ৫০ হাজার টাকা *******************ভিসা পাওয়ার পরে ৫০% টাকা দিতে হবে। অস্ট্রেলিয়া পৌঁছানোর পরে বাকি ৫০% টাকা দিতে হবে।
প্রয়োজনীয় কাগজপত্র
১/পাসপোর্টের ফটোকপি
২/NID কার্ডের ফটোকপি
৩/ছবি ২ কপি ব্যাকগ্রাউন্ড সাদা
৪/ শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট ফটোকপি।
ট্রেনিং এর সার্টিফিকেট (যদি থাক) বিদেশ ফেরত থাকলে ভিসা কপি এক্সিট এন্টি ইয়ারপোর্ট সিলসহ কপি ইত্যাদি।
৫/ ব্যাংক স্টেটমেন্ট কপি।
৬/ সিভি।