21/06/2025
🕋সৌদি হজ ও উমরাহ মন্ত্রণালয়ের নতুন উমরাহ নিয়মাবলি (১৪৪৭ হিজরি/২০২৫-২৬)🕋
আপনার সুবিধার জন্য, আগের নিয়মগুলোকে ⛔ লাল সংকেত
এবং নতুন নিয়মগুলোকে ✅ সবুজ সংকেত বোঝানো হলো:
1️⃣
⛔ আগে শুধুমাত্র ভিসা পাওয়া যেত।
✅ এখন শুধুমাত্র ভিসা ইস্যু করা হবে না — অন্যান্য সেবা সহ নিতে হবে।
2️⃣
⛔ আগে ১-২ রাতের হোটেল বুকিং করলেই হতো।
✅ এখন পুরো যাত্রা সময়ের জন্য হোটেল বুকিং বাধ্যতামূলক।
3️⃣
⛔ আগে অনুমোদনবিহীন হোটেলেও থাকা যেত।
✅ এখন অনুমোদিত নয় এমন হোটেল বুক করলে ভিসা ইস্যু হবে না।
4️⃣
⛔ আগে পরিবহন ছাড়া ভিসা নেওয়া যেত।
✅ এখন পরিবহন ব্যবস্থা ছাড়া ভিসা দেওয়া হবে না।
5️⃣
⛔ আগে একাই সফর করা যেত।
✅ এখন গ্রুপ ছাড়া সফর সম্পূর্ণ নিষিদ্ধ।
6️⃣
⛔ আগে একই গ্রুপে শুধু ফ্লাইট বা পরিবহন ছিল একসাথে, হোটেল ছিল আলাদা।
✅ এখন একই যানবাহনের যাত্রীদের একই হোটেলে থাকতে হবে।
7️⃣
⛔ আগে ১ জন হোক বা ৫০ জন, সবার ভিসা ফি ছিল এক।
✅ এখন যাত্রীর সংখ্যা ও গাড়ির মান অনুযায়ী ভিসা ফি ভিন্ন হবে।
8️⃣
⛔ আগে শিশুদের জন্য হোটেল ও পরিবহন খরচ লাগতো না।
✅ এখন শিশুদের ভিসাও হোটেল ও পরিবহন সহ নিতে হবে, না হলে ভিসা দেওয়া হবে না।
9️⃣
⛔ আগে মক্কা ও মদিনার জন্য আলাদা ভাউচার করা যেত।
✅ এখন পুরো গ্রুপের পরিকল্পনা অনুযায়ী একক (ইউনিফায়েড) ভাউচার তৈরি হবে।
🔟
⛔ আগে শুধু টিকিট বুকিং দেখালেই ভিসা হতো।
✅ এখন নিশ্চিত (কনফার্মড) টিকিট ছাড়া ভিসা ইস্যু হবে না।
1️⃣1️⃣
⛔ আগে ভ্রমণের আগে বা পরে ভাউচার পরিবর্তন করা যেত।
✅ এখন অনুমোদনের পর ভাউচারে কোনো পরিবর্তন করা যাবে না।
1️⃣2️⃣
⛔ আগে স্থানীয় (ইকামা হোল্ডার) আত্মীয়দের সঙ্গে হোটেলে থাকতে পারতো।
✅ এখন স্থানীয় (ইকামা হোল্ডার) কেউ হোটেলে থাকতে পারবে না।
1️⃣3️⃣
⛔ আগে ভাউচারে উল্লেখিত হোটেল না পেলে বিকল্প হোটেলে থাকা যেত।
✅ এখন শুধু ভাউচারে উল্লেখিত হোটেলেই থাকা বাধ্যতামূলক।
⚠️ এসব নিয়ম মেনে চলা সকল এজেন্সি, ক্লায়েন্ট এবং যাত্রীদের জন্য বাধ্যতামূলক। নিয়ম ভঙ্গ করলে জরিমানা, কোম্পানি বন্ধ বা ভবিষ্যতে ভিসা নিষেধাজ্ঞা দেওয়া হতে পারে।
➡️ সৌদি সরকারের পক্ষ থেকে যদি কোনো অতিরিক্ত চার্জ আরোপ করা হয়, তাহলে তা আলাদাভাবে পরিশোধ করতে হবে।
শুভেচ্ছান্ত
Nawar Tours & Travels নাওয়ার ট্যুরস & ট্রাভেলস