Ashik Travel & Tourism

Ashik Travel & Tourism We Provide ..
> Air Ticket
> Visa Processing
> Hajj/Umrah
> Medical Visa Service

16/12/2024
05/12/2024

Your dream vacation is waiting.

শ্রীলঙ্কা

1. কলমে্বা-ক্যানি্ড-নুয়ারা এলিয়া-গালে্প

৬ রাত ৭ দিন
৯৬,০০০/

2. কলম্বো-ক্যান্ডি-নুয়ারা এলিয়া
৪ রাত ৫ দিন
৮৮,৬০০০/-

3. শ্রীলঙ্কা কলম্বো-ক্যান্ডি

৩ রাত ৪ দিন
৭৯,০০০/-

4. শ্রীলঙ্কা কলম্বো

২ রাত ৩ দিন
৭২,০০০/-

আমাদের সাথে যোগাযোগ মাধ্যম:
📲 +880 1645245071, +8801886775115.
⭕অফিসের ঠিকানাঃ
নরসিংদী সদর বাসাইল শাপলা চত্বরে হাসান টাওয়ার নিচ তলায় ,

Your dream vacation is waiting.কলম্বো-ক্যান্ডি-নুয়ারা এলিয়া         ৪ রাত  ৫ দিন        ৮৮,৬০০০/-   আমাদের সাথে যোগাযোগ ...
04/12/2024

Your dream vacation is waiting.

কলম্বো-ক্যান্ডি-নুয়ারা এলিয়া
৪ রাত ৫ দিন
৮৮,৬০০০/-

আমাদের সাথে যোগাযোগ মাধ্যম:
📲 +880 1645245071, +8801886775115.

⭕অফিসের ঠিকানাঃ
নরসিংদী সদর বাসাইল শাপলা চত্বরে হাসান টাওয়ার নিচ তলায় ,

নিজের উদ্যোগে কানাডা ভিসার আবেদন: ধাপে ধাপে গাইডকানাডা ভিসার জন্য দালালের উপর নির্ভর না করে নিজেই আবেদন করতে চাইলে সঠিক ...
29/11/2024

নিজের উদ্যোগে কানাডা ভিসার আবেদন: ধাপে ধাপে গাইড

কানাডা ভিসার জন্য দালালের উপর নির্ভর না করে নিজেই আবেদন করতে চাইলে সঠিক তথ্য এবং নির্দেশনা জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে সহজ ও পরিপূর্ণ গাইড দেওয়া হলো, যা আপনাকে সঠিকভাবে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে সাহায্য করবে।

১. প্রাথমিক প্রস্তুতি

✅ IRCC (Immigration, Refugees and Citizenship Canada) ওয়েবসাইটে যান: IRCC অফিশিয়াল সাইট https://www.canada.ca/en/immigration-refugees-citizenship.html

✅ GCKey অ্যাকাউন্ট তৈরি করুন এবং লগইন তথ্য সংরক্ষণ করুন।

২. অ্যাপ্লিকেশন শুরু

✅ আপনার GCKey অ্যাকাউন্টে লগইন করে "Apply to come to Canada" সিলেক্ট করুন।

✅ "Visitor Visa, Study and Work Permit" নির্বাচন করুন এবং প্রয়োজনীয় প্রশ্নগুলোর উত্তর দিন।

৩. ডকুমেন্ট আপলোড

প্রয়োজনীয় নথি আপলোড করতে হবে:

✅ পূরণকৃত আবেদন ফর্ম (IMM5257)

✅ পাসপোর্ট কপি

✅ ব্যাংক স্টেটমেন্ট ও সলভেন্সি

✅ ভ্রমণ পরিকল্পনা, হোটেল বুকিং বা ইনভাইটেশন লেটার

✅ সাম্প্রতিক পাসপোর্ট সাইজ ছবি

✅ পরিবার সম্পর্কিত তথ্য (IMM5245 ফর্ম)

✅ কর্মসংস্থান সম্পর্কিত তথ্য বা NOC

৪. পেমেন্ট

✅ ভিসা ফি: 100 CAD

✅ বায়োমেট্রিক ফি: 85 CAD

✅ অনলাইনে ক্রেডিট/ডেবিট কার্ডের মাধ্যমে মোট 185 CAD পরিশোধ করুন।

৫. বায়োমেট্রিক এবং আবেদন প্রক্রিয়া

✅ পেমেন্টের পর VFS গ্লোবাল থেকে অ্যাপয়েন্টমেন্ট নিন।

✅ বায়োমেট্রিক সম্পন্ন করুন।

৬. ফলাফল ও পাসপোর্ট জমা

✅ GCKey অ্যাকাউন্টে আপডেট চেক করুন।

✅ ভিসা অনুমোদনের পর VFS-এ পাসপোর্ট জমা দিন এবং ভিসাসহ পাসপোর্ট সংগ্রহ করুন।

৭. পুনরায় আবেদন (প্রয়োজনে)

✅ রিজেকশন হলে কারণ বুঝে নতুন করে আবেদন করুন।

✅ বায়োমেট্রিক পুনরায় দিতে হবে না (১০ বছরের জন্য বৈধ)।

প্রয়োজনীয় লিংকসমূহ:

✅ কানাডা ভিসার তথ্য https://www.canada.ca/en/immigration-refugees-citizenship/services/visit-canada.html

✅ অনলাইনে আবেদন https://www.canada.ca/en/immigration-refugees-citizenship/services/application.html

✅ VFS গ্লোবাল সেবা https://www.vfsglobal.ca/Canada/Bangladesh/

এই নির্দেশনা অনুসরণ করলে আপনি সহজেই কানাডা ভিসার আবেদন সম্পন্ন করতে পারবেন।

🕋 মাত্র ২৪ ঘন্টায় ভিসা দিচ্ছি🕋আশিক ট্রাভেল এন্ড ট্যুরিজম এর পরিবারের সদস্য হয়ে সার্ভিস গ্রহণ করুন। আল্লাহর রহমতে সকলের ব...
11/11/2024

🕋 মাত্র ২৪ ঘন্টায় ভিসা দিচ্ছি🕋
আশিক ট্রাভেল এন্ড ট্যুরিজম এর পরিবারের সদস্য হয়ে সার্ভিস গ্রহণ করুন। আল্লাহর রহমতে সকলের বিশ্বাস, সার্ভিস,ও ভালোবাসা নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি আলহামদুলিল্লাহ। 🤲

আমাদের সাথে যোগাযোগ মাধ্যম:
📲 +880 1645245071, +8801886775115.

⭕অফিসের ঠিকানাঃ
নরসিংদী সদর বাসাইল শাপলা চত্বরে হাসান টাওয়ার নিচ তলায় ,

যারা ই-পাসপোর্ট করতে চান তাদের জন্য সম্পূর্ন গাইড লাইনঃ০১. ই পাসপোর্ট করতে কখনোই কোন অবস্থাতেই কোন দালালের সরনাপন্ন হবেন...
10/11/2024

যারা ই-পাসপোর্ট করতে চান তাদের জন্য সম্পূর্ন গাইড লাইনঃ

০১. ই পাসপোর্ট করতে কখনোই কোন অবস্থাতেই কোন দালালের সরনাপন্ন হবেন না। সত্যি বলতে পাসপোর্ট করতে দালালের প্রয়োজন নেই।তাই নিজের টা নিজে করুন।

০২. আপনারা নিজের টা অবশ্যই নিজে পারবেন। আপনার পরিবারেরটাও আপনি পারবেন।

০৩. এম আর পি থেকে ই পাসপোর্ট করা আর নতুন ভাবে ই পাসপোর্ট করার ফর্মালিটি একই। এম আর পি পাসপোর্ট থাকলে শুধু এর ডাটা গুলো ভুল না করে সঠিক ভাবে নতুন আবেদনে উল্লেক্ষ করুন।

০৪. একটা বিষয় মাথায় রাখবেন ই পাসপোর্ট করতে যে সাপরটিং পেপার লাগে তা অবশ্যই আবেদনের পূর্বেই নিজের কাছে সংগ্রহে রাখুন, জেনো কোন অবস্থাতেই আপনার আবেদিন টা পরিপূর্ণ করতে কোন রকম ঝামেলায় পড়তে না হয়।

★কি কি ডকুমেন্ট লাগবে?

(ক) আপনার বয়স যদি ১৮ থেকে ২০বছরের মাঝে হয়, তবে NID অথবা ১৭ ডিজিটের ভেরিফাইড Birth Certificate. আর ২০ বছরের উপর হলে অবশ্যই NID লাগবে।
(খ) পুরাতন পাসপোর্ট থাকলে তার যে পেইজে ডাটা রয়েছে সেই পাতাটির ফটোকপি।
(গ) যারা বিবাহিত তাদের কাবিন নামার কপি।
(ঘ) ১৮ বছরের নিচে হলে বাবা মা এর NID এর কপি।
(অ) ৬ বছর পর্যন্ত বাচ্চাদের ক্ষেত্রে গ্রে বেকগ্রাউন্ডের উপর পাসপোর্ট সাইজের ২ কপি ছবি।
(আ) ১৫ বছরের নিচের বাচ্চাদের জন্য তাদের বাবা মা এর পাসপোর্ট সাইজের ছবি।
ই পাসপোর্টের জন্য এই সব কাগজের কোন কিছুই সত্যায়িত করার প্রয়োজন নেই।
তবে যেদিন এপয়েন্টমেন্ট তারিখে আপনারা পাসপোর্ট অফিসে যাবেন সেদিন এই সকল কপির মুল সেট টি অবশ্যই সাথে নিয়তে হবে।

★এবার আসি আবেদনের ব্যপারে।

০১. প্রথমেই একটি বৈধ ই মেইল আইডি থেকে epassport.gov.bd এই ঠিকানায় গিয়ে নির্দেশনা মোতাবেক আপনার একটা account খুলুন। একাউন্ট খুলতে আপনার একটা সচল বৈধ মোবাইল নাম্বার ব্যবহার করুন যা সব সময় আপনার নিজের কাছে থাকবে।account খোলার সময় একটা password use করতে হবে । তা যত্ন সহ সংরক্ষন করুন।

০২. আপনার একটা account থেকেই আপনি আপনার নিজের ও আপনার পরিবারের সদস্যদের জন্য আবেদন করতে পারবেন।

০৩. এবার আপনার আবেদন গুলো নির্ভয়ে আস্তে আস্তে সময় নিয়ে (প্রয়োজন হলে দুই তিন দিন ) পুরন করুন। এটা পুরন করতে গিয়ে প্রতিটা ষ্টেপে "Save and Continue" নির্ভয়ে চাপুন আর পরবর্তী ধাপে এগিয়ে যান। কেননা এখানে ভুল হলেও আপনি তা শুদ্ধ করার সুযোগ পাবেন। এভাবে একে একে আপনার সব গুলো আবেদন পত্র গুলো পুরন করুন। একটা বিষয় খেয়াল রাখবেন আবেদন পত্র পুরনের শেষ ধাপে "Confirm and Submit" অপশন আসবে। এই খানে ক্লিক করার আগে আপনি এতক্ষন যা পুরন করেছেন তা দারি কমা সহ পুঙ্খানুপুঙ্খ ভাবে চেক করে নিন। প্রয়োজন হলে এই ড্রাফটের একটা কপি প্রিন্ট করে নিয়ে ভালো ভাবে এর ইনফরমেশন গুলো যচাই করে নিন। আপনি এই অবস্থায় আপনার কম্পিউটার থেকে বেরিয়ে গেলেও অসুবিধা নেই । আপনার এতোক্ষন কাজের সব কিছুই সেইভ হয়ে থাকবে।
সব কিছু ঠিক থাকলে "Confirm and Submit" বাটনে ক্লিক করুন। ব্যাস আপনার আবেদন এর কাজ শেষ। এই পর্যায়ে আপনার কাছে আপনি কবে পাসপোর্ট অফিসে গিয়ে ছবি উঠাবন, আঙ্গুলের ছাপ দিবেন, চোখের আইরিশ ফিতে পারবেন তার এপয়েন্টমেন্ট এর শিডিউল চাইবে, তখন আপনি আপনার সুবিধামত এপয়েন্টম্যান্ট নিন। আর এই এপয়েন্টমেন্ট শিট এর একটি কপি প্রিন্ট করে নিন। এবার আপনার আবেদনের ৩ পাতার মুল কপিটি প্রিন্ট করে রাখুন।

নাম লেখার ব্যপারে অনেকেই একটা সমস্যায় ভুগেন যেমন কারো নাম যদি হয় A.Z.M. ZUBAIDUR RAHMAN হয় তবে তিনি Sure Name এর ক্ষেত্রে লিখবেন RAHMAN. আর Given Name এ লিখবেন AZM ZUBAIDUR . এখানে কোন Dot ba ফোটা ব্যবহার করা যাবেনা।

আর মনে রাখবেন আপনার শিক্ষা সার্টিফিকেটে আপনার নাম যেভাবেই লিখা থাকুক তাতে কিছুই আসে যায়না। আপনি আপনার আবেদনে নাম লিখবেন আপনার NID অনুযায়ী।

এবার আপনি নির্দিষ্ট ব্যাংক কে আপনার পাসপোর্ট এর ফী জমা দিন। মনে রাখবেন আপনার আবেদনে যেভাবে নাম লিখেছেন ব্যাংক এর জমার স্লিপ এর নামও ঠিক হুবুহু একই যেনো হয়। ব্যাংক এ টাকা জমা দেওয়ার পর ব্যাংক আপনাকে এটা স্লিপ দিবে, যেখানে একটা রেফারেন্স নাম্বার থাকবে। এই রেফারেন্স নাম্বার টা আপনার মুল আবেদনের ৩য় পাতায় নির্ধারিত জায়গায় যত্নি নিয়ে নিরভুল্ভাবে লিখুন। আর ৩য় পাতার নিচে আপনি সাক্ষর ও তারিখ দিন।
এবার পর্যায়ে ক্রমে উপর থেকে নিচের দিকে ব্যাংক জমার স্লিপ, এপয়েন্টমেন্ট লেটার, মুল আবেদন পত্র, নিজের NID এর কপি, পুরাতন পাসপোর্ট এর ফটোকপি, (যদি থাকে), স্ত্রী এর NID কপি, কাবিন নামার ফটোকপি একসাথে করে একটা সেট বানিয়ে স্টেপ্লার করে সংরক্ষন করুন আর নিশ্চিন্তে এপয়েন্টমেন্ট দিনের জন্য অপেক্ষা করুন।

দ্বিতীয় ধাপ: আগে থেকে নির্ধারণ করা তারিখে পাসপোর্ট অফিসে দেখা করবেন সেই প্রিন্ট করা পত্রগুলো ও ব্যাংকে টাকা জমা দেওয়ার রশিদ নিয়ে। পরে বিভিন্ন ভাবে আবেদন পত্রগুলো ও জাতীয় পরিচয়পত্র চেক করে পত্রগুলোর উপর ছিল মেরে দিয়ে একটি কক্ষে যেতে বলবে। সেখানে যাওয়ার পর ছবি তুলবে হাতের ফিঙ্গার প্রিন্ট ও চোখের লেন্স নেয়া হবে। পরে পাসপোর্ট ভেলিভারির একটি স্লিপ দেওয়া হবে। পরে বাড়িতে পুলিশ ভেরিফিকেশন হবে। ও ভেরিফিকেশন সম্পন্ন করা হবে।

ব্যাংক ফিঃ
ওয়ান ব্যাংক,প্রিমিয়ার ব্যাংক,সোনালী ব্যাংক,ট্রাস্ট ব্যাংক, ব্যাংক এশিয়া,ঢাকা ব্যাংক

৪৮ পেজ ৫ বছর মেয়াদে ৪০২৫/- ২১ দিনে
৪৮ পেজ ৫ বছর মেয়াদে ৬৩২৫/- ৭/১০ দিনে জরুরি ডেলিভারিতে
৪৮ পেজ ৫ বছর মেয়াদে ৮৬২৫/- ২ দিনে
সুপার এক্সপ্রেস ডেলিভারিতে

৪৮ পেজ ১০ বছর মেয়াদে ৫৭৫০/- ২১ দিনে
৪৮ পেজ ১০ বছর মেয়াদে ৮০৫০/- ৭/১০ দিনে জরুরি ডেলিভারিতে
৪৮ পেজ ১০ বছর মেয়াদে ১০৩৫০/- ২ দিনে
সুপার এক্সপ্রেস ডেলিভারিতে

তৃতীয় ধাপ: পাসপোর্ট সংগ্রহ
পাসপোর্ট ভেলিভারি স্লিপের তারিখ অনুযায়ী আবার পাসপোর্ট অফিসে দেখা করবেন। ফিঙ্গারপ্রিন্ট চেক করে ই-পাসপোর্ট বুঝিয়ে দেয়া হবে।

বিশেষ দ্রষ্টব্য: ও লক্ষনীয় বিষয়
১: কোন ভূল ও মিথ্যা তথ্য দিবেন না।
২: ভূল বা মিথ্যা ঠিকানা ব্যবহার করবেন না।
৩: পাসপোর্ট সংক্রান্ত কোন সমস্যা হলে দ্রুত পাসপোর্ট অফিসে যোগাযোগ করবেন
৪: পুলিশ ভেরিফিকেশনে ঘুষ চাইলে পাসপোর্ট তদন্ত কর্মকর্তাকে তাৎক্ষণিক জানান
৫: পাসপোর্ট অফিসে কোন সমস্যা হলে সেখানে দায়িত্বরত পুলিশ, আনসার, সেনাবাহিনী বা অন্য কর্মকর্তাদের জিজ্ঞাসীত করেন তারাই বলে দিবে আপনাকে কি করতে হবে কোন কক্ষে যেতে হবে। সুতরাং কারো সাথে অভদ্র আচরণ করবেন না।

ই-পাসপোর্ট আবেদনের জন্য যা প্রয়োজন:
১: আপনার বাসার বিদ্যুৎ বিলের ফটোকপি
২: আপনার জাতীয় পরিচয়পত্র

পুলিশ ভেরিফিকেশন যা দেখতে চাইতে পারে:
১: আপনার ও আপনার বাবা মায়ের জাতীয় পরিচয়পত্র
২: পাসপোর্ট আবেদনে যে পেশা দিয়েছেন তার প্রমাণ। যেমন স্টুডেন্ট দিলে স্টুডেন্ট আইডি কার্ড।
৩: বিদ্যুৎ বিলের ফটোকপি বা বিদ্যুৎ বিল কার্ডে রিচার্জ করলে কার্ডের ফটোকপি।

09/11/2024

ইউৱোপেৱ কোন দেশে ট্রাভেল কৱতে চান ?

09/11/2024

15 ই নভেম্বর আমাদের কর্মসূচি সফল হোক ❤️🇪🇺
দিল্লি নয় ঢাকা হোক সকল ইউরোপীয় এম্বাসি 🇧🇩

ব্রেকিং নিউজ।ইউএস বাংলা এয়ারলাইন্স লিমিটেডে এইচএসসি পাশে ৩৫,০০০/- বেতনে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ।বিস্তারিত ও আবেদন...
08/11/2024

ব্রেকিং নিউজ।
ইউএস বাংলা এয়ারলাইন্স লিমিটেডে এইচএসসি পাশে ৩৫,০০০/- বেতনে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ।
বিস্তারিত ও আবেদনের লিঙ্ক পাবেন ১ম কমেন্টে

Address

Shapla Chattar Bazar, Hosen Tawar, Basail
Narsingdi

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ashik Travel & Tourism posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ashik Travel & Tourism:

Share

Category