
01/08/2025
সঠিক মানের ভালো হজ কাফেলা বাছাই করবেন কিভাবে?
পবিত্র হজ বা ওমরাহ পালনে যাওয়ার আগে যেসব বিষয় গুলি খুঁজে দেখবেন –
১। অনেক বছরের হজ কাফেলা পরিচালনার অভিজ্ঞতা আছে কিনা?
২। নিজস্ব স্থায়ী অফিস আছে কিনা?
৩। হজের বিষয়ে মাসআলা-মাসায়েল গুলি সঠিক সহিহভাবে সুন্নী আক্বিদায় বিস্তারিত জানেন এরকম স্থায়ী গাইড আছেন কিনা?
৪। কাফেলাতে শুধু মুফতি বা আলেম থাকলেই হবে না। তিনি হজ বিষয়ে অভিজ্ঞ কিনা এবং হজ বিষয়ে বিস্তারিত মাসআলা মাসায়েল জানেন কিনা। কারণ হজের অভিজ্ঞতা ভিন্ন।
৫। কাফেলার সাথে সেই অভিজ্ঞ গাইড সব সময়ে সাথে থাকবেন কিনা?
৬। সেই অভিজ্ঞ গাইড সাথে থেকে প্রথম ওমরাহ টি করাবেন কিনা?
৭। ওমরাহ বা হজে যাওয়ার আগে আপনাকে যথাযথ বিস্তারিত হজ ও ওমরাহ ট্রেনিং দিবে কিনা?
৮। তাঁদের নিজস্ব স্থায়ী ট্রেনিং সেন্টার আছে কিনা?
৯। ট্রেনিং দিলে সেই আলোকে তাঁদের নিজের প্রকাশিত নোট আকারে হজের বই আছে কিনা?
১০। আগের কাফেলাগুলিতে তাঁদের সেবা কেমন ছিলো খোঁজ নেওয়া।
১১। হজ ও ওমরাহ বিষয়ে তাঁদের ভিডিও আছে কিনা? থাকলে সেগুলি দেখে একটা ধারণা পাবেন কিছুটা।
১২। মক্কা-মদীনা শরীফের ধর্মীয় ঐতিহাসিক স্থান গুলি বিস্তারিত বর্ণনা আলোচনা করে যিয়ারত করাবে কিনা?
মোটামুটি এগুলি দেখে শুনে গেলে আপনি মোটামুটি ভালো সঠিক একটা হজ বা ওমরাহ করে আসতে পারবেন।
আলহামদুলিল্লাহ আমাদের উপরিউক্ত সবগুলি আছে।
আমরা হজের জন্য ৫ দিন এবং ওমরাহ গ্রুপের জন ২ দিন ব্যাপি মালটিমিডিয়ার মাধ্যমে বিশেষ ট্রেনিং প্রদান করি এবং আমাদের প্রকাশিত নিজস্ব বই আছে।
আমরা প্রায় ৭০ থেকে ৭৫ টা স্থানে যিয়ারতের ব্যবস্থা করে থাকি আলহামদুলিল্লাহ।
সেপ্টেম্বর ও অক্টোবর গ্রুপের ওমরাহ বুকিং এবং ২৬ সালের হজ বুকিং চলছে।
বিস্তারিত জানতে কল করুন বা হোয়াটসএ্যাপ ম্যাসেজ দিন এই নাম্বারে - 01842-825057