
21/08/2025
ভারতীয় ভিসা করার জন্য প্রয়োজনীয় কাগজপত্র
👉মূল পাসপোর্ট
ন্যূনতম ৮ মাস মেয়াদ থাকতে হবে।
👉জাতীয় পরিচয়পত্র (NID) এর ফটোকপি
রঙিন ছবি
সাইজ: ২ ইঞ্চি × ২ ইঞ্চি
ব্যাকগ্রাউন্ড: সাদা
👉ইউটিলিটি বিলের ফটোকপি
যেমন: বিদ্যুৎ বিল, গ্যাস বিল, পানি বিল ইত্যাদি।
👉পেশার প্রমাণপত্র (যা প্রযোজ্য হবে)
চাকরিজীবী হলে: NOC (No Objection Certificate)
ব্যবসায়ী হলে: আপডেট ট্রেড লাইসেন্স
কৃষক হলে: জমির পর্চা
শিক্ষার্থী হলে: স্টুডেন্ট আইডি কার্ড
👉আর্থিক সচ্ছলতার প্রমাণ
ব্যাংক স্টেটমেন্ট (কমপক্ষে ৬ মাসের)
অথবা ডলার এন্ডোর্সমেন্ট (কমপক্ষে ১৫০ মার্কিন ডলার সমপরিমাণ)
অথবা SBI ট্রাভেল কার্ড
👉পূর্বের ভিসার কপি (যদি থাকে)
👉লস্ট পাসপোর্ট সংক্রান্ত ডকুমেন্টস (যদি প্রযোজ্য হয়)
জিডি কপি
নোটারি কপি
লস্ট সার্কুলেশন (আগারগাঁও পাসপোর্ট অফিস বা নিজ এলাকার পাসপোর্ট অফিস থেকে পাওয়া যাবে)
👉পাসপোর্টের তথ্য পরিবর্তনের প্রমাণপত্র
যেমন নাম, বাবার নাম, মায়ের নাম বা বয়স পরিবর্তন হলে
এর জন্য কোর্ট এফিডেভিট প্রয়োজন (এডভোকেটের মাধ্যমে করা যাবে)
👉মেডিকেল পেপারস (যদি ভিসা টাইপ অনুযায়ী প্রয়োজন হয়)