
02/09/2025
আলহামদুলিল্লাহ, আল আকসা হজ্জ গ্রুপ এর ৩৪ জনের আরেকটি উমরাহ্ টিম আজ বিকেল ৪ টায় সৌদি আরবের উদ্দেশ্যে রওনা দিলো। ইতিমধ্যে ৪০ জনের একটি গ্রুপ মক্কা শরীফে অবস্থান করছেন। আজ সাথে আছেন দেশ বরন্য আন্তর্জাতিক ইসলামী আলোচক মাওলানা আব্দুল কুদ্দুস সিদ্দিকি (হাফিঃ) সাহেব। সহ যাত্রী হিসেবে আছেন রংপুরের কৃতি সন্তান বিশিষ্ট চিকিৎসক আলহজ মোঃ রফিকুল ইসলাম সাহেব ও তাঁর পরিবারবর্গ এবং বিশিষ্ট ব্যবসায়ী হাজী মন্সুর আলী সাহেব, গাজীপুর থেকে। সকলের কাছে দোয়া চাই আল্লাহ যেন তাঁদেরকে সহি সালামতে উমরাহ্ করার তৌফিক দান করেন। আমিন