M.L Prince of Neserabad Tourist Ship

M.L Prince of Neserabad Tourist Ship Tourist Vessel Name: M.L Prince of Neserabad.
� 24 person bed Capacity,
� 2 Common Bathroom.

🐅🌿সুন্দরবনে এ্যাডভেঞ্চার ও রোমাঞ্চকর ট্যুর🍀🐯📢মাত্র ৫৫০০/- টাকায় (বিটুবি) সুন্দরবনে প্রিমিয়াম ট্যুর করুন। (শর্ত প্রযোজ্য)...
07/04/2025

🐅🌿সুন্দরবনে এ্যাডভেঞ্চার ও রোমাঞ্চকর ট্যুর🍀🐯
📢মাত্র ৫৫০০/- টাকায় (বিটুবি) সুন্দরবনে প্রিমিয়াম ট্যুর করুন। (শর্ত প্রযোজ্য)
🍗♨️ স্পেশাল বারবিকিউ নাইট তো থাকবেই।

⛵শিপের নামঃ এম এল প্রিন্স অব নেছাড়াবাদ,
🛏️ ২০ জনের বেড ক্যাপাসিটি নন এসি ট্যুরিষ্ট বোট।
🚽 ২টি কমন বাথরুম।
📢ভ্রমনকালঃ ২ দিন ১ রাত সুন্দরবনের গভিরে।

👉ভ্রমনের স্থানঃ
📢 ১রাত ২দিন-(রায়েন্দা/শরনখোলা টু সুন্দরবন টু রায়েন্দা/শরনখোলা)- বাজেট ট্যুর

🌿আলি-বান্দা ইকো-ট্যুরিজম সেন্টার,
🐅সুপতি ফরেষ্ট অফিস,
🦌কটকা অভয়ারণ্য,
🌳⛱️জামতলা সি-বিস,
🗼জামতলা ওয়াচ টাওয়ার,
🐅কটকা অফিস পাড় হরিনের অভয়ারণ্য, 🦌
🛶ক্যানেল ক্রুজিং (যদি হাতে সময় থাকে)
🌿কচিখালি অভয়ারণ্য,
🐊কচিখালি অফিস সাইড ছোন বন🌾
⛱️ ডিমের চড় সি-বিস/আইল্যান্ড,
🛶 কচিখালি ক্যানেল ক্রুজিং (যদি হাতে সময় থাকে এবং খালে পানি থাকে তাহলে যে কোন একটি ক্যানেল ক্রুজিং)

# # এই সকল ট্যুর স্পট নদীর জোয়ার-ভাটার উপর নির্ভর করে আগে পরে হতে পারে বা পরিবর্তন হতে পারে।

🐅🌿সুন্দরবনের🌿🐅 প্রাকৃতিক সৌন্দর্যকে কাছ থেকে উপলব্ধি করতে প্রাইভেট ট্যুরিষ্ট বোটের কোন বিকল্প নাই। তাই আসুন.......

# সমুদ্র সৈকত/বিস্ ভ্রমনের সুযোগ,
# ছোট বড় দ্বীপ/আইল্যান্ড ভ্রমন
# ফরেষ্ট ট্রেকিং (এ্যাডভেঞ্চার),
# খেলাধুলা,
# প্রতিদিন তিন বেলা ভিন্ন ভিন্ন সুস্বাদু খাবার,
# প্রতিদিন দুইবার নাস্তা,
# প্রতিদিন ৩-৪ বার চা/কফির ব্যবস্থা,
# রাতে বারবিকিউ নাইট,
# জাহাজের ক্যাবিনে রাত্রীযাপন,
# ১ জন ফরেষ্ট আর্ম গার্ড
#১-২ জন দক্ষ ট্যুর গাইড
# সুদক্ষ কেটারিং এর ব্যবস্থা
# অভিজ্ঞ বাবুর্চি/ সেফ
# বিশুদ্ধ খাবার জল
# বনের খালে ক্যানেল ক্রুজিং এর জন্য ছোট ট্রলার/দেশি নৌকা।

📢বিস্তারিত জানতে সরাসরি কল করুনঃ
মোবাইলঃ 01568235127 (What's app)
What's app: 01732-124162

👉সুন্দরবন ভ্রমনের জন্য এম এল প্রিন্স আব নেছারাবাদ শিপের-📢 ডিসেম্বর এবং জানুয়ারি মাসের বুকিং চলছে৷ দ্রুত বুকিং করুন।
08/12/2024

👉সুন্দরবন ভ্রমনের জন্য এম এল প্রিন্স আব নেছারাবাদ শিপের-
📢 ডিসেম্বর এবং জানুয়ারি মাসের বুকিং চলছে৷ দ্রুত বুকিং করুন।

⛵প্রিন্স আব নেছারাবাদ শিপে চলছে 🐅সুন্দরবনের গভিরে এ্যাডভেঞ্চার ট্যুর। ゚
29/11/2024

⛵প্রিন্স আব নেছারাবাদ শিপে চলছে
🐅সুন্দরবনের গভিরে এ্যাডভেঞ্চার ট্যুর।








🌿🐅সুন্দরবন ভ্রমন🐅🌿 🌿🦌সাতক্ষীরা থেকে এ্যাডভেঞ্চার ট্যুর করুন🌿🦌📢৭০০০_টাকা থেকে শুরু_সুন্দবন_ভ্রমণ>আপনি_কি_অ্যাডভেঞ্চার_করত...
28/11/2024

🌿🐅সুন্দরবন ভ্রমন🐅🌿
🌿🦌সাতক্ষীরা থেকে এ্যাডভেঞ্চার ট্যুর করুন🌿🦌
📢৭০০০_টাকা থেকে শুরু_সুন্দবন_ভ্রমণ

>আপনি_কি_অ্যাডভেঞ্চার_করতে_ভালোবাসেন?
তাহলে সুন্দরবন_ট্যুর আপনার জীবনে নতুন এক অভিজ্ঞতা তৈরী করবে,
আমাদের ভ্রমণ গুলো হবে সাতক্ষীরা রেঞ্জ দিয়ে মুন্সীগঞ্জ থেকে। আমরা সপ্তাহের যে কোন দিন ১২/১৬ এবং ১৮-২৪ জন হলে ট্যুর পরিচালনা করি এছাড়া ও প্রতি বৃহস্পতিবার রাতে ঢাকা থেকে রওন হয়ে সাতক্ষীরার মুন্সিগন্জ সুন্দরবন ঘাট থেকে ( শুক্রবার শনিবার রবিবার) এই ৩ দিন ২ রাত বনের গভীরে থাকার ট্যুর আয়োজন করি।

✅জনপ্রতি ফ্রিঃ
# জন প্রতি ৬৫০০/- (২রাত ২দিনের ট্যুর)
# জন প্রতি ৭৫০০/- থেকে ৮০০০/- (৩ দিন ২রাতের ট্যুর)।

সাতক্ষীরা টু সুন্দরবন টু সাতক্ষীরা।
২ রাত ৩ দিনের (শুক্রবার, শনিবার, রবিবার )

★আপনি চাইলে ফুল বোট রিজার্ভ করে প্রাইভেট ভ্রমণ করতে পারেন।
★আবার আমাদের নির্ধারিত তারিখে গ্রুপের সাথে এড হতে পারেন।
★আপনি আপনার নিজের মতো করে প্যাকেজ করে নিতে পারবেন।

📢বিঃদ্রুঃ
# এ্যাডভেঞ্চার ট্যুর হবার কারনে ট্যুরের সিডিউল খুব নন ষ্টপ/টাইট থাকবে।
# যে কোন সময় সিডিউল বা দিক পরিবর্তন হতে পারে বনের পরিবেশের উপর নির্ভর করে।
# ২-৩ ঘন্টা একটা টাকা জঙ্গল+সমুদ্র+কাঁদা দিয়ে হাটার মন-মানসিকতা থাকতে হবে।
# ট্যুর গাইড/দল নেতার কথা মেনে চলতে হবে এবং নিচের নিয়মাবলি মেনে চলতে হবে।

⚓ সাতক্ষীরা রেঞ্জে ৩ দিনে সুন্দরবনে আমাদের সাথে যেসব অ্যাডভেঞ্চার স্পটগুলো ভ্রমণ করবেনঃ
🐅বালুকাময় মান্দারবাড়িয়া সমুদ্র সৈকত।
🦌দুবলার চর।
🌿নিল কমল।
🌱পুটনির দ্বীপ।
🐊বঙ্গবন্ধু আইল্যান্ড।
🐍হিরোন পয়েন্ট।
🌿আড়পাঙ্গাসিয়া নদী।
🐅দোবেকি ইকো ট্যুরিজম।
🕊️কাগা দোবেকি স্টেশন।
⛵কলাগাছিয়া ইকো ট্যুরিজম।
🐅আকাশ-নিলা ইকোপার্ক
🌳পুস্পকাটি ফরেস্ট স্টেশন।
🐅বনের ভেতরে থাকা অসংখ্য ছোট ছোট ক্যানেল।
🟥বিঃ দ্রঃ অবশ্যই মনে রাখবেন আবহাওয়া ও বন বিভাগের অনুমতি সাপেক্ষে কিছু স্পট যোগ বিয়োগ ও আগে পরে হতে পারে। বনের আবহাওয়া যে কোন সময় পরিবর্তন হয়ে যায় তাই এই বিষয় নিয়ে কোন ঝামেলা করা যাবে না।

==সুন্দরবন পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ ফরেষ্ট।
এখানে আপনি এক সাথে যে সকল সুযোগ-সুবিধাগুলো পাবেন ।
✒️আমাদের কাঠের তৈরি এবং স্টিলের তৈরি উন্নত মানের ট্যুরিস্ট ভ্যাসেল /বোট আপনাকে নিয়ে একদম বনের ছোট খাল দিয়ে চলাচল করবে এবং বোনের খুবই কাছ থেকেই পশু পাখি দেখতে পারবেন।
✒️ অনেকগুলো সমুদ্র সৈকত/বিস্
✒️ অনেকগুলো ছোট বড় দ্বীপ ভ্রমন
✒️ ফরেষ্ট ট্রেকিং
✒️ ১০০% এ্যাডভেঞ্চার ট্যুর
✒️ বনের খালে জাল দিয়ে মাছ ধরা(অনুমতি সাপেক্ষে)
✒️ খেলাধুলা
✒️ তিন বেলা ভিন্ন ভিন্ন সুস্বাদু খাবার
✒️ দুই বেলা হাল্কা নাস্তার ব্যবস্থা,
✒️ ৪-৫ বার চায়ের ব্যবস্থা,
✒️ ট্যুরিষ্ট বোট/শিপের ক্যাবিনে রাত্রীযাপন
✒️ নামাজের সময় নামাজের ব্যবস্থা থাকবে।
✒️ বাংলা সংস্কৃতিকে সাথে নিয়ে গান-বাজনার ব্যবস্থা
✒️ একটি রাতে বারবিকিউ নাইট(আলোচনা সাপেক্ষে)
✒️ ফরেষ্ট আর্ম গার্ড ১-২ জন
✒️ দক্ষ ট্যুর গাইড
✒️ কেটারিং এর ব্যবস্থা
✒️ অভিজ্ঞ বাবুর্চি/ সেফ
✒️ বিশুদ্ধ খাবার জল
✒️ খালে ঘুরে বেরাবার জন্য ছোট ট্রলার
✒️গাড়ি থেকে নেমেই সুন্দরবন দেখতে পাবেন।
✒️সুন্দরবনের বাহারি টাটকা মাছ খেতে পারবেন।
✒️সাতক্ষীরা রেঞ্জ দিয়ে ভ্রমন মানেই এ্যাডভেঞ্চার ট্যুর।
✒️দেশের এক মাত্র সড়ক পথে সুন্দরবন দর্শনের সুযোগ।
✒️সাতক্ষীরার স্পেশাল খাবর চুইঝাল-হাঁসের মাংস।
✒️বাংলাদেশের সর্ব দক্ষিন-পশ্চিমের সীমানা দিয়ে সুন্দরবনে প্রবেশ।

📢 ভ্রমণের শর্তঃ
✒️ এই ট্যুরে ধৈর্যশীল এবং কষ্ট সহিষ্ণুর কোন বিকল্প নেই।
✒️উজ্জল রঙ্গের, নতুন বা সুগন্ধি যুক্ত সাবান দিয়ে ধোয়া পোষাক নেওয়া যাবে না। সাইড সিনের সময় Camouflage পোষাক পরতে হবে।
✒️কোন প্রকার সুগন্ধি ব্যবহার বা নেওয়া যাবে না।
✒️কোন অবস্থাতে ল্যান্ডে সাইট সিন এর সময় যেকোনো ধরনের ধুমপান করা থেকে বিরত থাকতে হবে (ভ্যাপ বা সিগারেট কোনটিই নয়)।
✒️ সাইড সিনের সময় অতি প্রয়োজন না হলে কথা বলা যাবে না এবং কোন অবস্থাতে উচ্চস্বরে কথা বলা বা শব্দ করা যাবে না।
✒️জঙ্গলে নামার পর সু-শৃক্ষল এবং দলবদ্ধ থাকতে হবে৷ যত লোভনীয় কিছুই দেখুন দলছুট হওয়া যাবে না।
✒️গাছের ডাল, পাতা বা লতায় হাত দেওয়া বা ছেড়া যাবে না।
✒️পরিবেশের ক্ষতি হয় এমন কোন কাজ করা যাবে না। বন্য প্রাণির বিচরণে বিঘ্ন ঘটে এমন কিছু করা যাবে না।
✒️কোন প্রকার বর্জ্য শীপের নির্দিষ্ট স্থান ব্যাতিত যত্রতত্র ফেলা যাবে না।
✒️ আমাদের প্রতিষ্ঠান সুন্দরবন ভ্রমণে যে কোন ধরনের প্লাস্টিক বা পলি মোড়কের খাবার নেওয়া নিরুৎসাহিত করে। সেই কারণে ছোট প্লাস্টিক বোতলজাত পানি সফট ড্রিংকস পরিবেশন থেকে বিরত থাকে। সকলের জন্য ফেরত যোগ্য সহজে বহন করা যায় এমন স্থায়ী পানির পট সরবারহ করা হবে। এক্টিভেটিসের সময় সেই পানির পট রিফিল করে নিয়ে যেতে হবে।
✒️গাইড এবং নিরাপত্তা রক্ষীদের নির্দেশনা মেনে চলতে হবে।
✒️ ভ্রমণটিতে আমাদের ব্যাবসায়ীক উদ্দেশ্যের বাইরে আয়োজন করা হচ্ছে৷ তাই তুলনামূলক ব্যয়বহুল এই ট্যুরে নির্ধারিত টাকা থেকে ডিস্কাউন্টের সুযোগ নেই।
✒️ শীপে সিঙ্গেল রুম নেই বিধায় ২/৩/৪ এমন গ্রুপ করে আসলে অপরিচিত কারো সাথে রুম শেয়ার করা লাগবে না৷

==ভ্রমনকালে যা যা সাথে বহন করবেন:
টেলিটক সিম, কেডস, প্লাষ্টি/বার্মিজ বেলওয়ালা স্যান্ডেল, ব্রাশ, পেস্ট, সানব্লক লোশন, টর্চ লাইট, প্রয়োজনীয় ওষুধ, এবং অন্য কোন অপরিহার্য ব্যক্তিগত পন্য।

বি_দ্রঃ বনের গভীরে কিছু যায়গায় শুধু টেলিটক মোবাইল অপারেটরের নেটওয়ার্ক পাওয়া যাবে।

# # # বুকিং করার নিয়োম ও শর্তঃ
১) বুকিং এর সময় ৭০℅ টাকা প্রদান করিতে হইবে এবং সিপে ওঠার পূর্বে ৩০% টাকা প্রদান করে ভ্রমন শুরু করতে হবে।
২) ট্যুরটি ক্যান্সেল করিতে হইলে যাত্রার ২০ দিন পূর্বে ১০% সার্ভিস চার্জ কর্তন সাপেক্ষে ক্যান্সেল করিতে পারিবে৷
৩) যাত্রার ১০-১৫ দিন এর মধ্যে ক্যান্সেল করিলে মোট টাকার ৫০% কর্তন করা হবে৷
৪) যাত্রার ১-৫ দিনের মধ্যে ক্যান্সেল করিলে মোট টাকার ৭৫% কর্তন করা হবে।
৫) কোনো প্রকার জাতীয় দূর্যোগে যদি সকলের জন্য সুন্দরবন ভ্রমণ বন্ধ ঘোষণা হয় তবে ভ্রমণ তারিখের ১ দিন পূর্বে হইলেও ৯০% অগ্রীম টাকা ফেরত দেওয়া হইবে।
৬) বুকিং করতে হলে সকল ভ্রমন সদস্যদের ভোটার আইডি কার্ড অথবা জন্ম-নিবন্ধন এর ফটোকপি বুকিং এর সময় জমা দিতে হবে এবং বিদেশী অতিথিদের পাসপোর্ট এর ফটোকপি জমা দিতে হবে।
৭) বিদেশি অতিথিদের ক্ষেত্রে ফরেষ্ট রেভিনিউ এবং ভ্যাট ও সার্ভিস চার্চ বাবদ প্রতিদিন ৩৬৬৬/- টাকা করে ৩দিনের ট্যুরের জন্য মোট ১১০০০/- টাকা মুল প্যাকেজের সাথে যোগ হবে।
৮) বাচ্চাদের ক্ষেত্রে বুকিং পলিসি হচ্ছেঃ
১। ০-৩ বছরের মধ্যে ফ্রি
২। ৩-৭ বছরের ভিতরে ৫০% টাকা পে করতে হবে এবং বাবা-মায়ের সাথে বেড সেয়ার করতে হবে।
৩। যদি কোন বাচ্চা একটি বেড নেয় তাহলে তাকে ফুল প্যাকেজ রেট পে করতে হবে।
৪। একটি কাপল বেডে একটি বাচ্চার অধিক বেড সেয়ার করতে পারবে না, একাধিক বাচ্চা হলে ৩ বেডের রুম নিতে হবে।

📢 বিস্তারিত জানতে সরাসরি কল করুন।
যোগাযোগঃ 01781217357
E-mail: [email protected]
4 no BIWTA Lonch Ghat, Old Station Road Market, Khulna.

বিঃদ্রঃ যে কোন ধরনের ড্রোন অথবা ভিডিও ক্যামের এবং আগ্নেয় অস্র সুন্দরবনে বহণ শাস্তিযোগ্য অপরাধ। কেউ তা অগোচরে বহন করলে আমাদের প্রতিষ্ঠান তার দ্বায় নিবে না। তবে অনুমতি সাপেক্ষ নির্দিষ্ট ফি দিয়ে ড্রোন এবং ভিডিও ক্যামেরা ব্যবহার করা যাবে।

28/11/2024

🐅সুন্দরবন ভ্রমনের বাজেট ট্যুরের জন্য বিশেষ শিপ।
⛵এম এল প্রিন্স আব নেছারাবাদ,
🛏️ ২৪ জনের বেড ক্যাপাসিটি নন এসি ট্যুরিষ্ট শিপ।
🚽 ২ টি কমন বাথরুম।

⛵এ্যাডভেঞ্চার ট্যুর, ফটোগ্রাফি ট্যুর, গবেষনা, সার্ভে, ফিল্মমোগ্রাফি ইত্যাদি ট্যুরের জন্য বুকিং করতে পারেন।

📢 প্যাকেজ রেটঃ জন প্রতি ৭৫০০/-
📢 ২৪ জনের জন্য ফুল রিজার্ভ করলে বিশেষ ডিসকাউন্ট থাকবে।

📢 খুলনা টু সুন্দরবন টু খুলনা
📢 মোংলা টু সুন্দরবন টু মোংলা,
📢 মুন্সীগঞ্জ টু সুন্দরবন টু মুন্সিগঞ্জ(সাতক্ষীরা)
📢 রায়েন্দা টু সুন্দরবন টু রায়েন্দা (বাগেরহাট)
📢 যেকোন রুটের জন্য বুকিং করতে পারেন।

📢যোগাযোগঃ ☎️01568235127







Address

Munshigonj Forest Office, Munshigonj, Shamnogor
Satkhira
9400

Alerts

Be the first to know and let us send you an email when M.L Prince of Neserabad Tourist Ship posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share