
23/07/2025
🔥 "আগুনটা শুধু জেট প্লেনে না, জ্বলছে আমাদের ভবিষ্যৎ…"
উত্তরার মাইলস্টোন স্কুলে পড়েছিল স্বপ্ন,
শিক্ষার ভিতরে বাজছিল শিশুদের হাসির শব্দ,
আর আকাশে ওড়ার অনুশীলনে
নেমে এলো ধ্বংসের মৃত্যুপুরী।
একটা যুদ্ধবিমান এসে যেন গিলে খেলো
একটি প্রজন্মের সম্ভাবনা…
বুকে আগুন নিয়ে দৌড়াচ্ছে মা,
কোলে শিশুর ছেঁড়া ব্যাগ…
বাবা পাগলের মতো খুঁজছে তার ছেলের জুতা।
এদিকে বাইরে…
🚫 রিক্সাওয়ালা বলে ১০০ টাকা না দিলে যাবে না,
🚫 সিএনজিওয়ালা বলে মিটারে যাবে না,
💧 ২ লিটার পানির দাম এখন ৬০০ টাকা,
কিন্তু একটা শিশুর জীবন?
তার কোনো দাম নেই কারও কাছে!
📢 কোথাও নেই জবাবদিহিতা,
📢 নেই প্রস্তুতি, নেই নিরাপত্তা
শুধু রাজনীতি, মিথ্যা আশ্বাস আর
মোমবাতির শোক মিছিল…
তুমি বলো ভাই,
এটা কি কেবল দুর্ঘটনা?
নাকি একেকটা ইচ্ছাকৃত অবহেলা?
🖤 আজকে ওরা পোড়েছে, কাল কে পোড়াবে?!
,
,
#বাংলাদেশ_কাঁদে #সচেতনতা #শিক্ষার_বিনিময়ে_মৃত্যু #জবাব_চাই #উত্তরা_বিমান_দুর্ঘটনা