07/01/2025
পবিত্র উমরাহ পালন নিয়ে কিছু অভিজ্ঞতা শেয়ার করছি। হয়তো কারো কাজে লাগতে পারে।
১. উমরাহ সফরে সামান্য খরচ বাঁচানোর জন্য কেউ ট্রানজিট বিমানে যাবেন না। ডিরেক্ট বিমানে সামান্য/১০ হাজার খরচ বেশি হলেও আপনার ভ্রমণ চমৎকার এবং ক্লান্তি বিহীন হবে।
২. ঢাকা/চট্টগ্রাম টু জেদ্দা/মদিনা এবং জেদ্দা/মদিনা টু ঢাকা/চট্টগ্রাম বিমানে যাবেন। যাওয়া এবং আসা জেদ্দা -জেদ্দা হলে ভ্রমনে কিছুটা কষ্ট পাবেন।
৩. এজেন্সির সাথে শুধু টাকা নিয়ে দরকষাকষি করবেন না বরং সব বিষয় গুলো বুঝে শুনে যাবেন। আপনাকে মাথায় রাখতে হবে , কম টাকায় ভাজা মচমচে হয় না।
৪. ফেরার সময় বিমান টিকিটে পর্যাপ্ত ব্যাগেজ রাখবেন নচেৎ এয়ারপোর্টে বিপদে/বিব্রতকর অবস্থায় পড়বেন।
৫. বিভিন্ন এজেন্সির লোভনীয় অফারে হয়তো ১০,০০০/২০,০০০ টাকার কমের প্যাকেজ খুঁজবেন, কিন্তু মক্কা এবং মদিনায় আবার অহেতুক সেই ১০,০০০/২০,০০০ টাকা বাড়তি খরচ হয়ে যাবেই।
৬. খাবার প্যাকেজ এর অন্তর্ভুক্ত না রেখে নিজ ব্যবস্থায় রাখুন। প্যাকেজ এ খাবার বাবদ ৮/১০ হাজার টাকা লাগবে কিন্তু নিজ স্বাধীন ব্যবস্থাপনায় ১০/১২ হাজার লাগলেও খাবার তৃপ্তি এবং বৈচিত্র পাবেন। মক্কা -মদীনায় প্রতিটি হোটেল জোনের পাশেই বাংগালী হোটেল বিদ্যমান।
৭. এজেন্সির প্যাকেজ অন্তর্ভুক্ত জিয়ারাহ ব্যাতীত অন্য কোথাও ভ্রমণ করতে চাইলে নিজে শেয়ারিং বা একক ভাবে দরদাম করে গাড়ি নিবেন। যা মক্কা মদীনায় খুবই সহজলভ্য।
মোট কথা হলো, একটু জেনে বুঝে উমরাহ সফরে যাওয়ার চেষ্টা করবেন। আল্লাহর সন্তুষ্টির জন্য এবাদত করতে গিয়ে পদে পদে ভোগান্তির চেয়ে একটু বুঝে শুনে ওমরাহ পালন করুন।
আল্লাহ আমাদের সবাইকে সঠিক ভাবে উমরাহ পালনের তৌফিক দান করুন। আমীন।
Send a message to learn more