Arabian Air Travels BD -AATB

Arabian Air Travels BD -AATB Umrah Package and Air Ticket Seller
উমরাহ প্যাকেজ ও এয়ার টিকেট বিক্রেতা

07/01/2025

পবিত্র উমরাহ পালন নিয়ে কিছু অভিজ্ঞতা শেয়ার করছি। হয়তো কারো কাজে লাগতে পারে।
১. উমরাহ সফরে সামান্য খরচ বাঁচানোর জন্য কেউ ট্রানজিট বিমানে যাবেন না। ডিরেক্ট বিমানে সামান্য/১০ হাজার খরচ বেশি হলেও আপনার ভ্রমণ চমৎকার এবং ক্লান্তি বিহীন হবে।
২. ঢাকা/চট্টগ্রাম টু জেদ্দা/মদিনা এবং জেদ্দা/মদিনা টু ঢাকা/চট্টগ্রাম বিমানে যাবেন। যাওয়া এবং আসা জেদ্দা -জেদ্দা হলে ভ্রমনে কিছুটা কষ্ট পাবেন।
৩. এজেন্সির সাথে শুধু টাকা নিয়ে দরকষাকষি করবেন না বরং সব বিষয় গুলো বুঝে শুনে যাবেন। আপনাকে মাথায় রাখতে হবে , কম টাকায় ভাজা মচমচে হয় না।
৪. ফেরার সময় বিমান টিকিটে পর্যাপ্ত ব্যাগেজ রাখবেন নচেৎ এয়ারপোর্টে বিপদে/বিব্রতকর অবস্থায় পড়বেন।
৫. বিভিন্ন এজেন্সির লোভনীয় অফারে হয়তো ১০,০০০/২০,০০০ টাকার কমের প্যাকেজ খুঁজবেন, কিন্তু মক্কা এবং মদিনায় আবার অহেতুক সেই ১০,০০০/২০,০০০ টাকা বাড়তি খরচ হয়ে যাবেই।
৬. খাবার প্যাকেজ এর অন্তর্ভুক্ত না রেখে নিজ ব্যবস্থায় রাখুন। প্যাকেজ এ খাবার বাবদ ৮/১০ হাজার টাকা লাগবে কিন্তু নিজ স্বাধীন ব্যবস্থাপনায় ১০/১২ হাজার লাগলেও খাবার তৃপ্তি এবং বৈচিত্র পাবেন। মক্কা -মদীনায় প্রতিটি হোটেল জোনের পাশেই বাংগালী হোটেল বিদ্যমান।
৭. এজেন্সির প্যাকেজ অন্তর্ভুক্ত জিয়ারাহ ব্যাতীত অন্য কোথাও ভ্রমণ করতে চাইলে নিজে শেয়ারিং বা একক ভাবে দরদাম করে গাড়ি নিবেন। যা মক্কা মদীনায় খুবই সহজলভ্য।
মোট কথা হলো, একটু জেনে বুঝে উমরাহ সফরে যাওয়ার চেষ্টা করবেন। আল্লাহর সন্তুষ্টির জন্য এবাদত করতে গিয়ে পদে পদে ভোগান্তির চেয়ে একটু বুঝে শুনে ওমরাহ পালন করুন।
আল্লাহ আমাদের সবাইকে সঠিক ভাবে উমরাহ পালনের তৌফিক দান করুন। আমীন।

Send a message to learn more

31/12/2024
উমরাহ লাইভ - পর্ব ৪
19/12/2024

উমরাহ লাইভ - পর্ব ৪

এছাড়াও উমরার সফরে খাবারের সাথে পানি দেয়া হয় না বিধায় সবাইকে বলা হয়ে থাকে মসজিদ থেকে জমজমের পানি বোতলে ভরে রেখে নিয়মিত পান করতে, কারণ এই জমজম কেবল এখানেই পাওয়া যাবে, দুনিয়ার অন্যকোথাও নাই। রাত-তো কেটেই গিয়েছে প্রায় তাই ফজর পড়ে ঘুমানোর প্ল্যান করলাম, কিন্তু ফজরের পরে আমাদের বয়ঃবৃদ্ধ হাজী সাহেবানদের কথা ও জজবা দেখে আতকে উঠার উপক্রম। তারা ফজরের পর বলতেছে- বাবা, আমাদেরকে এখন সারা শহর (মদীনা) ঘুরিয়ে দেখাও? যিনি বলতেছেন তিনি বয়সের ভারে ঠিকমতো নিজেই চলাফেরা করতে পারে না কিন্তু তার জোশ নওজোয়ানদের চেয়েও ঢের বেশি (!) আমি অনুনয় করে বললাম- সবই আমরা ধীরেসুস্থ্যে দেখবো, কিন্তু আজকের দিনটা বিশ্রাম, নামাজ ও সাদামাটাভাবে কাটাই। কথাটি তাদের মনঃপুত না হলেও অভিজ্ঞতার আলোকে দেখা যায়- আমরা যখন নতুন নতুন বা প্রথমবার আসি, তখন মনে চায় সব দেখে ফেলি মুহুর্তের মধ্যেই। কিন্তু বিশাল ঐতিহ্যপূর্ণ এই শহর একবারে সব দেখে ফেলার চক্করে শরীর অসুস্থ হয়ে পড়ে কোনকিছুই না দেখতে পারার ঝুঁকি রয়ে যায় (এবং এটা ঘটেছেও এই সফরে যা পরবর্তী আলোচনায় আসবে)।

দিনটি কেটে গেলো মসজিদে নামাজ আদায় করে, নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায় হাজির হয়ে সালাম পৌছে দেয়ার মাধ্যমে। গভীর রাতে একেবারে নিরিবিলি যেভাবে নবীজির রওজায় সালাম পেশ করা গিয়েছে এখন বিভিন্ন নামাজের পর ভিন্ন চিত্র। প্রচুর লোকসমাগম। আরেকটি দৃষ্টিকটূ দৃশ্য হলো- এই মহামানবের সামনে সারা দুনিয়ার সমস্ত ইসলামিক স্কলার হতে শুরু করে সকল আল্লাহওয়ালাগণ যে পরিমান বিনয় ও আদবের সহিত নিজেকে পেশ করে, ঠিক তার উল্টো চিত্র দেখা যায় বিভিন্ন দেশের হাজীদের মধ্যে। গুটিকয়েক মানুষ ছাড়া অধিকাংশ মানুষ ব্যস্ত লাইভ ভিডিও করায়, রিলস বানানোতে। পৃথিবীর ইতিহাসে সর্বশ্রেষ্ঠ মানুষটির সামনে আছি, অথচ তার প্রতি ভ্রুক্ষেপ নেই; অধিক ফোকাস মোবাইলে, ভিডিও-ফটো ক্যাপচারে, লাইভ ভিডিও স্ট্রিমিংয়ে (!) কোথায় আছি, কার সামনে দাড়িয়েছি? এখানের প্রতিটি কদম ভেবেচিন্তে ফেলা উচিত, সেখানে উল্টো বেআদবীর সহিত পেশ হচ্ছি। নেকি কামাই করতে এসে, গুনাহ্ কামাই করে নিয়ে যাচ্ছি। অনেক স্কলারদের ব্যাপারে জানা যায় যে, তারা জোড়ে নিশ্বাস নিতেও ভয় পেতেন যেনো বেয়াদবী না হয়ে যায় (!) আর আমরাতো আদব কি জিনিস তা অনুধাবনিই করতে জানি না, পারি না। আপনাকে নবীজি দেখছে আর আপনি ব্যস্ত সেলফি তোলায় (!) লাইভ ভিডিও করায়? অথচ এগুলো করার জন্য সারা দুনিয়া পড়ে আছে (এমনকি ২৪ ঘন্টা টেলিভিশনেও প্রচারিত হচ্ছে ), আল্লাহপাক ক্ষমা করুন।

প্রবাদ আছে- বেয়াদবীর চেয়ে গায়রে হাজির ভালো। আগামীকাল জুমার দিন, জুমা আদায়সহ সকাল সকাল পাইকারী খেজুর মার্কেটে যাওয়ার প্ল্যান রয়েছে আমাদের। সেখানে এক আরব লোকের কান্ডে বিষ্মিত সবাই (!) এমন কান্ড আমাদের দেশের মানুষের মধ্যেও প্রচুর পরিমানে দেখা যায়....

নবীজির শহরে-০৪

উমরাহ গ্রুপ লাইভ -পর্ব ৩
17/12/2024

উমরাহ গ্রুপ লাইভ -পর্ব ৩

তবুও আমরা বড় একটা সফরে কিছু পয়সা সাশ্রয় করতে গিয়ে অনেক বড় ধরনের ভোগান্তি ক্রয় করে থাকি যা অনেকেই অনুধাবন করতে পারি না শুরুতে, আর পরে যখন বুঝি তখন উপায় থাকে না। বিমান থেকে নামার পরেও আরেকটি অপ্রীতিকর ঘটনার শিকার হলাম (!) বিষয়গুলোতে সতর্ক থাকলে হয়তো আপনারাও সাবধান হতে পারবেন। সেটি হলো আমরা বিমান থেকে নামার পর সবাই যখন বের হলাম, তখন আমাদের বয়ঃবৃদ্ধ হাজী সাহেবানদের অধিকাংশই স্কেলেটর সিড়িতে উঠে অভ্যুস্থ নন। একদিকে মানুষের যাওয়ার তাড়াহুড়া, অপরদিকে তারা সিড়ির সামনে দাড়িয়ে ভয়ে দোদুল্যমান (কি করবে বুঝে উঠতে পারছে না)। একটু হিম্মত দিয়ে আমার সাথে সাথে কয়েকজনকে উঠাতে পারলেও আমরা উঠে যাওয়ার পরেও একজন কোনক্রমেই উঠতে পারছে না। যখন সে উঠার চেষ্টা করেছে তখন সিড়ির যে অংশটা উচু হয়ে উপরে উঠে যায় সেটির মাঝখানে পা দিয়ে পেছনে থাকা অন্যান্য নারীদের গায়ের উপর গিয়ে পড়ে চলন্ত সিড়িতে। আল্লাহপাক হেফাজত না করলে নির্ঘাত মাথায়, শরীরে বড় ধরনের চোট পেতো। এসব থেকে প্রতিকার পেতে হলে তাদেরকে দেশ থেকে স্কেলেটরে চড়িয়ে প্রাকটিস করিয়ে আনা, নয়তো বেশি সময় লাগলেও লিফটের জন্য অপেক্ষা করা। আর হজ উমরার সফরে অধিকাংশই গ্রামীন সমাজের মানুষ বেশি পরিলক্ষিত হয় যারা সচরাচর এসব দেখে অভ্যুস্থ নন। তবে এখানে যে যাত্রীটার সাথে ঘটেছে সে শহুরে মানুষ হলেও অভ্যুস্থ নন ব্যবহার করে।

আমরা ইমিগ্রেশন শেষ করে লাগেজ বেল্ট থেকে লাগজ সংগ্রহ করে নিলাম। কিছু লাগেজ মিসিং দেখাচ্ছে কিন্তু পরে দেখলাম কোন অবিবেচক লাগেজটা নীচে নামিয়ে রেখেছে অন্য পাশে, অথচ একজনের জন্য উচিত নয় আরেকজনের লাগেজে হাত দেয়া বা নামিয়ে রাখা। যেহেতু আমাকে হোটেলসহ যাবতীয় ম্যানেজমেন্টে যোগাযোগ রক্ষা করা আবশ্যক তাই বেশি দাম নিলেও এয়ারপোর্ট থেকে সিম নিয়ে নিলাম। সেইম জিনিস এয়ারপোর্টের বাহিরে এলাকায় দাম কম। মিনিমাম ৪০ রিয়াল সিমের দাম। এতে ৫ জিবি ইন্টারনেট ও ১০০ মিনিট দেয়া থাকে। আমার যেহেতু আরো বেশি পরিমান টকটাইম ও নেট প্রয়োজন তাই আরো বড় প্যাকেজ কিনে থাকি (এছাড়াও যেখানেই যাই ল্যাপটপ সাথে থাকে, কাজ করা লাগে)। তবে সৌদিতে নেটওয়ার্ক সমস্যা থাকলেও দাম অত্যন্ত ব্যয়বহুল। এবারতো হোটেলের ওয়াইফাই দিয়েই কাজ সেরেছি অনেক, যেটা সচরাচর স্পীড পাওয়া যায় না (আর প্রত্যেকে হোটেলেই কিন্তু ওয়াফাই রয়েছে ফ্রী। সুতরাং হারিয়ে হেলেও যেকোন হোটেলের ওয়াইফাই ব্যবহার কর যোগাযোগ রক্ষা করা সহজ হয়।

আমরা এয়ারপোর্ট থেকে বেরিয়ে আমাদের ভিসা কোম্পানীর নাম জিজ্ঞাসা করলে সেখানে তাদের প্রতিনিধি আমাদের গাড়ীটি দেখিয়ে দিলো। যারা ট্রান্সপোর্ট ছাড়া যায় তারা কিন্তু এই সুবিধাটি পাবে না, বরং ফ্রী মনে করে ব্যবহার করলে জরিমানা চলে আসে। তাদেরকে যেতে হয় আলাদা ভাড়া দিয়ে ট্যাক্সী কিংবা বাসে। সবার ব্যাগট্যাগ বাসের ইনবক্সে রেখে ছুটলাম প্রানের মদীনার পথে। শীতল বাতাসে প্রাণ জুড়িয়ে যাবার উপক্রম। এছাড়াও মদীনায় আবহাওয়া পরিবেশ সবকিছুই অন্যরকম। হোটেলে পৌছে আমাদের জন্য নির্ধারিত রুমে সবাইকে উঠিয়ে দিলাম। গরম গরম খাবারও রেডি ছিলো আমাদের জন্য। আগেই বলে রাখা হয়েছিলো। যেহেতু রাত হয়ে গেছে তাই সবাইকে রেস্ট নিয়ে ফজরের নামাজে যাওয়ার তাগাদা দিলাম। কিন্তু এতো কাছে প্রিয় নবী সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাম করতেছেন যে প্রচন্ড ক্লান্তি থাকা স্বত্তেও তার রওজায় সালাম দিয়ে আসার আগ পর্যন্ত শান্তি পাচ্ছিলাম না। তাই আমরা নওজোয়ান তিনজন একসাথে চলে গেলাম নবীজির রওজায়। গভীর রাতে একেবারেই ফাঁকা থাকে তাই সুযোগটি ভরপুর কাজে লাগালাম। একবারে মন না ভরায়, আবার ঘুরে এসে সালাম পৌছে দিলাম। যারা আমাদের কাছে বলেছে এবং যাদের সাথে সুসম্পর্ক রয়েছে তাদের সবার পক্ষ থেকে সালাম পৌছে দিলাম। এছাড়াও উমরার সফরে খাবারের সাথে পানি দেয়া হয় না বিধায় সবাইকে বলা হয়ে থাকে মসজিদ থেকে জমজমের পানি বোতলে ভরে রেখে নিয়মিত পান করতে, কারণ এই জমজম কেবল এখানেই পাওয়া যাবে, দুনিয়ার অন্যকোথাও নাই। রাত-তো কেটেই গিয়েছে প্রায় তাই ফজর পড়ে ঘুমানোর প্ল্যান করলাম, কিন্তু ফজরের পরে আমাদের বয়ঃবৃদ্ধ হাজী সাহেবানদের কথা ও জজবা দেখে আতকে উঠার উপক্রম। তারা ফজরের পর বলতেছে- বাবা....

নবীজির শহরে-০৩

17/12/2024

আমাদের মুয়াল্লিম সাহেবের লাইভ আপডেট

06/12/2024

আমাদের ১১ ডিসেম্বর উমরাহ প্যাকেজ এর হোটেলের নাম অনেকেই জানতে চেয়েছিলেন তাদের‌ জানাচ্ছি।
মক্কায় আইমান আল হিজরা
মদীনায় বাইতি হোটেল।

আলহামদুলিল্লাহ ৪০ জন‌ এর প্যাকেজ ক্লোজ।

আলহামদুলিল্লাহ আমাদের এগারো ডিসেম্বর যাত্রা ২৪ শে ডিসেম্বর ফেরা প্যাকেজটি হোটেল বুক করা হয়েছে মক্কায় মাত্র ৬০০ মিটার দ...
01/12/2024

আলহামদুলিল্লাহ আমাদের এগারো ডিসেম্বর যাত্রা ২৪ শে ডিসেম্বর ফেরা প্যাকেজটি হোটেল বুক করা হয়েছে মক্কায় মাত্র ৬০০ মিটার দূরত্ব মদিনাতে ২০০ মিটার দূরত্ব। প্যাকেজ মূল্য ১ লাখ ৫৫ হাজার টাকা।

20/10/2024

১৭ নভেম্বর ১৩০,০০০/-
১৫ ডিসেম্বর ১৫৫,০০০/-

Send a message to learn more

বয়স্ক, শিশু, নারী ও অসুস্থদের বিষয়টি লক্ষ্য রেখে আরামদায়ক ও মানসম্মত একটি প্যাকেজ রেডি করা হয়েছে। সুবিধা, মান, সিজন ভেদে...
19/10/2024

বয়স্ক, শিশু, নারী ও অসুস্থদের বিষয়টি লক্ষ্য রেখে আরামদায়ক ও মানসম্মত একটি প্যাকেজ রেডি করা হয়েছে। সুবিধা, মান, সিজন ভেদে খরচ উঠানামা করে তন্মধ্যে ডিসেম্বর থেকে রমজান পর্যন্ত সব কিছুর চাহিদা বেশি থাকে)। নিম্নে বিস্তারিত তুলে ধরা হলো।

ডিসেম্বরের (সম্ভাব্য ১৪-১৯) উমরা গ্রুপ
প্যাকেজের অন্তর্ভূক্ত:-
- রির্টান এয়ার টিকেট (ডিরেক্ট ফ্লাইট)
- ওমরাহ্ ই-ভিসা (+ হেলথ ইনস্যুরেন্স)
- মক্কা হোটেল: ৫০০-৭০০ মিটার (রায়েদ আল খায়ের বা ইমার আল মানার বা সমমান)
- মদিনার হোটেল: ১০০-৩০০ মিটার (সালসাবিল/প্যারাডাইস/ আবরাজ তাবা / তাজ ওয়ার্দ বা সমমান)
(প্রতিরুমে ৪-৫ জন শেয়ারিং, স্বামী-স্ত্রী প্রাইভেট রুম নিলে অতিরিক্ত খরচ যোগ হবে এবং আমাদের টার্গেট বাজেটের মধ্যে এই হোটেলগুলোর যেটি সহজে পাবো সেটি নেয়ার প্ল্যান রয়েছে)
- সকল ট্রান্সপোর্ট (জেদ্দা – মক্কা - মদিনা)
- মক্কা, মদিনা ঐতিহাসিক স্থানসমূহ (জিয়ারা, রিয়াদুল জান্নাহ)
- ৩ বেলা বাঙালি খাবার।
- অভিজ্ঞ গাইড

- প্যাকেজের অন্তর্ভূক্ত নয়ঃ-
১) সকল ব্যক্তিগত খরচ
২) জেদ্দা, তায়েফ, বদর বা প্যাকেজে উল্লেখ নেই এমন খরচাদি (তবে নিজ খরচে যাত্রীরা আগ্রহ প্রকাশ করলে ব্যবস্থা করা যাবে)।

ডিসেম্বরের (সম্ভাব্য ১৪-১৯) উমরা
ফুল প্যাকেজ খাবারসহ জনপ্রতি ১৫৫,০০০/- (২ বছর ও ১২ বছরের কম বয়সী শিশুদের ক্ষেত্রে এয়ারলাইনস পলিসি অনুযায়ী ছাড় পেলে তা সুষম বন্টন করা হবে)। খাবার না নিলে ১০ হাজার কমে ১৪৫,০০০/-
মক্কা মদীনায় জিয়ারার স্থান সমূহ:
🔲মক্কা-
★ জাবালে নূর
★ জাবালে সুর
★ আরাফার ময়দান
★ মিনা
★ মুজদালিফা
★ জামারাহ
🔲মদীনা-
★ওহুদ পাহাড়/ময়দান/প্রান্তর
★ মসজিদে কুবা
মসজিদে জু’মা
★ মসজিদে সাবআ
★ মসজিদে কিবলাতাইন
★ জান্নাতুল বাকী
****
🕋🕋 প্যাকেজের অন্তর্ভূক্ত নয়ঃ-
১) সকল ব্যক্তিগত খরচ এবং খাবার
২) জেদ্দা, তাইয়েফ, বদর সফর
(তবে এইসব জায়গায় যেতে চাইলে গাড়ির ব্যবস্থা করে দেয়া যাবে )

🔹 মক্কার দর্শনীয় স্থান সমূহ
💠 জান্নাতুল মোয়াল্লা
💠 মসজিদে জিন
💠 মসজিদে সাজারাহ
💠 গারে হেরা
💠 গারে সোওর
💠 আরাফাহ ময়দান
💠 জাবালে রহমত
💠 মিনা
💠 মোযদালিফা
💠 মাজবাহে ইসমাঈল
💠 জামায়াহ ( শয়তানের পাথর মারার স্থান)
💠 নবীজির বাড়ি
💠 আবু জাহেলের বাড়ি
💠জাবালে আবি কুবাইস( চাঁদ দ্বিখন্ডিত করার স্থান)
🔹 মদিনার দর্শনীয় স্থান সমূহ
💠 মসজিদে গামামা
💠 মসজিদে বেলাল
💠 মসজিদে আবু বকর
💠 মসজিদে আলী
💠 মসজিদে কুবা
💠 জান্নাতুল বাকী
💠 খন্দক পাহাড়
💠 উহুদ পাহাড়
💠 মসজিদে জুমআ
💠 সাত মসজিদ
💠 মসজিদে কিবলাতাঈন
যোগাযোগ :
☏ ০১৭০৫১৩৩৩০০ (Whatsapp )
☏ ০১৯১২৯৫৮১২৪ ,০১৯১৪৩৪৫৬৯০

অভিজ্ঞ ও আন্তরিক মুয়াল্লিমের তত্ত্বাবধানে স্পেশাল উমরা (বৃদ্ধ -নারী -শিশু বিশেষ করে যারা হাটা হাটিতে দুর্বল তাদের জন্য )...
17/10/2024

অভিজ্ঞ ও আন্তরিক মুয়াল্লিমের তত্ত্বাবধানে স্পেশাল উমরা (বৃদ্ধ -নারী -শিশু বিশেষ করে যারা হাটা হাটিতে দুর্বল তাদের জন্য )
উমরাহ গ্রুপ* (ডিরেক্ট ফ্লাইট )
ডিসেম্বর মাঝামাঝি মক্কায় ৫০০-৬০০ মিটারের মধ্যে ৩ স্টার মানের হোটেলে এবং মদীনায় (মারকাজিয়ায়) ১০০-৩০০ মিটারের মধ্যে থ্রী স্টার মানের হোটেল হবে।
খাবার সহ প্যাকেজ-১,৫৫,০০০/- (এক লাখ পঞ্চান্ন হাজার)
এটায় পাসপোট ও এডভান্স বুকিং দিতে হবে।
🕋🕋 প্যাকেজের অন্তর্ভূক্ত :-
***
♦ রির্টান এয়ার টিকেট
(যাওয়া -আসা ডাইরেক্ট )
☞ ওমরাহ্ ই-ভিসা।
☞ হেলথ ইনস্যুরেন্স।
- মক্কা হোটেল: ৫০০-৬০০ মিটার (রায়েদ আল খায়ের বা সমমান)
- মদিনার হোটেল: ১০০-৩০০ মিটার (সালসাবিল/প্যারাডাইস/সমমান)
(প্রতিরুমে ৪-৫ জন শেয়ারিং, স্বামী-স্ত্রী প্রাইভেট রুম নিলে অতিরিক্ত খরচ যোগ হবে)
☞ সকল ট্রান্সপোর্ট (জেদ্দা – মক্কা - মদিনা)
☞ মক্কা, মদিনা ঐতিহাসিক স্থানসমূহ (জিয়ারা, রিয়াদুল জান্নাহ)
মক্কা মদীনায় জিয়ারার স্থান সমূহ:
🔲মক্কা-
★ জাবালে নূর
★ জাবালে সুর
★ আরাফার ময়দান
★ মিনা
★ মুজদালিফা
★ জামারাহ
🔲মদীনা-
★ওহুদ পাহাড়/ময়দান/প্রান্তর
★ মসজিদে কুবা
মসজিদে জু’মা
★ মসজিদে সাবআ
★ মসজিদে কিবলাতাইন
★ জান্নাতুল বাকী
****
🕋🕋 প্যাকেজের অন্তর্ভূক্ত নয়ঃ-
১) সকল ব্যক্তিগত খরচ এবং খাবার
২) জেদ্দা, তাইয়েফ, বদর সফর
(তবে এইসব জায়গায় যেতে চাইলে গাড়ির ব্যবস্থা করে দেয়া যাবে )
যোগাযোগ :
☏ ০১৭০৫১৩৩৩০০ (Whatsapp )
🔹 মক্কার দর্শনীয় স্থান সমূহ
💠 জান্নাতুল মোয়াল্লা
💠 মসজিদে জিন
💠 মসজিদে সাজারাহ
💠 গারে হেরা
💠 গারে সোওর
💠 আরাফাহ ময়দান
💠 জাবালে রহমত
💠 মিনা
💠 মোযদালিফা
💠 মাজবাহে ইসমাঈল
💠 জামায়াহ ( শয়তানের পাথর মারার স্থান)
💠 নবীজির বাড়ি
💠 আবু জাহেলের বাড়ি
💠জাবালে আবি কুবাইস( চাঁদ দ্বিখন্ডিত করার স্থান)
🔹 মদিনার দর্শনীয় স্থান সমূহ
💠 মসজিদে গামামা
💠 মসজিদে বেলাল
💠 মসজিদে আবু বকর
💠 মসজিদে আলী
💠 মসজিদে কুবা
💠 জান্নাতুল বাকী
💠 খন্দক পাহাড়
💠 উহুদ পাহাড়
💠 মসজিদে জুমআ
💠 সাত মসজিদ
💠 মসজিদে কিবলাতাঈন

16/10/2024

উমরা প্যাকেজ: ২০ অক্টোবর ১১০,০০০/-, ২২ অক্টোবর ১২০,০০০/-, ১৭ নভেম্বর ১৩০,০০০/-, ২৫ নভেম্বর ১৫০,০০০/- ফুল প্যাকেজ খাবারসহ। মান, সুবিধা, সিজন অনুযায়ী খরচ উঠানামা করে। কমেরটা কমেরই, বেশিরটা বেশিই। কে কোন সার্ভিস দিচ্ছে এটা বিবেচনা করতে হবে। ঢালাওভাবে সবগুলোকে এক মনে করলে হবে না।

Send a message to learn more

Address

Dargahpara
Sirajganj
6770

Telephone

+8801912958124

Website

Alerts

Be the first to know and let us send you an email when Arabian Air Travels BD -AATB posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Arabian Air Travels BD -AATB:

Share

Category