Bijit online service point

Bijit online service point ইন্ডিয়ান ভিসা প্রসেসিং, পাসপোর্ট অনলাইনে আবেদন ও বিমানের টিকেটের জন্য যোগাযোগ করুন।

আসুন সবাই মিলে বিমানের এমডি সাহেব'কে সমাধান দিয়ে দেই।প্রথম সমাধান- বিমানের কালো বি*ড়াল বের করেন।২য় সমাধান- বিমানকে প্রাই...
03/07/2024

আসুন সবাই মিলে বিমানের এমডি সাহেব'কে সমাধান দিয়ে দেই।
প্রথম সমাধান- বিমানের কালো বি*ড়াল বের করেন।
২য় সমাধান- বিমানকে প্রাইভেট কোম্পানির মাধ্যমে ম্যানেজমেন্ট করুন।
৩য় সমাধান- জনাব এমডি সাহেব বিমান পরিচালনার অভিজ্ঞতা অর্জন করতে হবে।
শূন্য অভিজ্ঞতা নিয়ে বিমানের এমডি কিভাবে হলেন আপনি?
সর্বশেষ বলতে চাই,কাজী এয়ার আর হাশেম এয়ারের মত এজেন্সিগুলো হাজার হাজার টিকেট হাতিয়ে নিচ্ছে!এদের থামান আগে মিয়া।
#সংগৃহীত

ইন্ডিয়ান টুরিস্ট ভিসা করতে কি কি লাগে?সর্বপ্রথম দরকার ভারতীয় টুরিস্ট ভিসার আবেদন পত্র।বৈধ পাসপোর্ট এবং পাসপোর্টের মেয়...
13/06/2024

ইন্ডিয়ান টুরিস্ট ভিসা করতে কি কি লাগে?
সর্বপ্রথম দরকার ভারতীয় টুরিস্ট ভিসার আবেদন পত্র।
বৈধ পাসপোর্ট এবং পাসপোর্টের মেয়াদ সর্বনিম্ন ৬ মাস থাকতে হবে।
আবেদনকারীর সদ্যতোলা ২”×২” সাদা ব্যাকগ্রাউন্ড এর ছবি।
ভোটার আইডি কার্ড বা অনলাইন জন্ম নিবন্ধন।
বর্তমান ঠিকানার প্রমাণস্বরূপ গ্যাস/পানি/বিদ্যুৎ বিলের ফটোকপি।
যেকোনো প্রয়োজনে ওয়াটসাপে যোগাযোগ করুন +8801643466244

ইন্ডিয়ান ভিসা রিজেক্ট এর সম্ভাব্য কারণ সমূহ: ১)"লস্ট পাসপোর্ট" , সবথেকে বেশি সমস্যা।  ২)NID/ পাসপোর্ট নাম আলাদা বা বানা...
07/06/2024

ইন্ডিয়ান ভিসা রিজেক্ট এর সম্ভাব্য কারণ সমূহ:

১)"লস্ট পাসপোর্ট" , সবথেকে বেশি সমস্যা।
২)NID/ পাসপোর্ট নাম আলাদা বা বানান ভুল।
৩)সিঙ্গেল নামের পাসপোর্ট ।
৪)অন্য দেশ থেকে ডিপর্ট স্ট্যাম্প ।
৫)পূর্বে ভারতে গিয়ে "ওভার স্টে" করা।
৬)এমন কোনো তথ্য যেটা ধারণার উপর দেওয়া ।
৭)এছাড়াও কোন ডিপার্টমেন্ট জব , সেই ডিপার্টমেন্ট ছাড়পত্র দিচ্ছে কিনা।
৮)পুলিশ / আর্মি / জার্নালিস্ট প্রফেশন।
৯) এজেন্ট ব্যাংক স্টেটমেন্ট।
১০ ) অরিজিনাল প্রেসক্রিপশন ও ডাক্তারের রেকোমেন্ডেশন লেটার না দেওয়া ( মেডিক্যাল ভিসা তে প্রয়োজন হয়। )
১১) ডবল এন্ট্রি ভিসার ক্ষেত্রে , VFS Global Appointment ছাড়া সাবমিট করা।
১২) ট্রানজিট ভিসার ক্ষেত্রে হোটেল বুকিং/ অন্য কান্ট্রি কনফার্ম ভিসা / ফ্লাইট টিকিট না দেওয়া।
১৩) মেডিক্যাল ভিসায় রেস্ট্রিকশন আছে এমন স্টেট এন্ট্রি নেওয়া। ( সিকিম / অরুণাচল প্রদেশ, লাদাখ)
১৪) পুরানো ছবি দিলে ও 2 x 2 মাপের ছবি ব্যবহার না করলে।
১৫ ) সব পুরানো পাসপোর্ট ( অ্যানালগ, MRP, E-passport যুক্ত না করলে।
১৬ ) কোনো ধরনের ফেক ডকুমেন্ট ব্যবহার করলে।
১৭) বাংলাদেশের কোর্টে , ক্রিমিনাল মামলা থাকলে।
১৮ ) যে হসপিটালের নাম মেডিক্যাল ভিসায় উল্লেখ আছে FRRO চেঞ্জ অফ্ হসপিটাল না করে অন্য হসপিটালে ট্রিটমেন্ট নিলে, পাসপোর্ট ব্ল্যাক লিস্ট হবে।

29/05/2024

যেনে রাখুন ,ইন্ডিয়ান ভিসা রিজেক্ট এর সম্ভাব্য কারণ সমূহ --------

১)"লস্ট পাসপোর্ট" , সবথেকে বেশি সমস্যা।
২)NID/ পাসপোর্ট নাম আলাদা বা বানান ভুল।
৩)সিঙ্গেল নামের পাসপোর্ট ।
৪)অন্য দেশ থেকে ডিপর্ট স্ট্যাম্প ।
৫)পূর্বে ভারতে গিয়ে "ওভার স্টে" করা।
৬)এমন কোনো তথ্য যেটা ধারণার উপর দেওয়া ।
৭)এছাড়াও কোন ডিপার্টমেন্ট জব , সেই ডিপার্টমেন্ট ছাড়পত্র দিচ্ছে কিনা।
৮)পুলিশ / আর্মি / জার্নালিস্ট প্রফেশন।
৯) এজেন্ট ব্যাংক স্টেটমেন্ট।
১০ ) অরিজিনাল প্রেসক্রিপশন ও ডাক্তারের রেকোমেন্ডেশন লেটার না দেওয়া ( মেডিক্যাল ভিসা তে প্রয়োজন হয়। )
১১) ডবল এন্ট্রি ভিসার ক্ষেত্রে , VFS Global Appointment ছাড়া সাবমিট করা।
১২) ট্রানজিট ভিসার ক্ষেত্রে হোটেল বুকিং/ অন্য কান্ট্রি কনফার্ম ভিসা / ফ্লাইট টিকিট না দেওয়া।
১৩) মেডিক্যাল ভিসায় রেস্ট্রিকশন আছে এমন স্টেট এন্ট্রি নেওয়া। ( সিকিম / অরুণাচল প্রদেশ, লাদাখ)
১৪) পুরানো ছবি দিলে ও 2 x 2 মাপের ছবি ব্যবহার না করলে।
১৫ ) সব পুরানো পাসপোর্ট ( অ্যানালগ, MRP, E-passport যুক্ত না করলে।
১৬ ) কোনো ধরনের ফেক ডকুমেন্ট ব্যবহার করলে।
১৭) বাংলাদেশের কোর্টে , ক্রিমিনাল মামলা থাকলে।
১৮ ) যে হসপিটালের নাম মেডিক্যাল ভিসায় উল্লেখ আছে FRRO চেঞ্জ অফ্ হসপিটাল না করে অন্য হসপিটালে ট্রিটমেন্ট নিলে, পাসপোর্ট ব্ল্যাক লিস্ট হবে।

ঢাকা ক্যান্টনমেন্ট - কলকাতা (চিৎপুর ষ্টেশন) মৈত্রী এক্সপ্রেস ট্রেন এবং ঢাকা ক্যান্টনমেন্ট - নিউ জলপাইগুড়ি ষ্টেশন পর্যন্ত...
27/05/2024

ঢাকা ক্যান্টনমেন্ট - কলকাতা (চিৎপুর ষ্টেশন) মৈত্রী এক্সপ্রেস ট্রেন এবং ঢাকা ক্যান্টনমেন্ট - নিউ জলপাইগুড়ি ষ্টেশন পর্যন্ত মিতালী এক্সপ্রেস ট্রেন এর নিম্নোক্ত নতুন ভাড়া আগামী ১৫/০৬/২০২৪ ইং রোজ শনিবার হইতে কাযর্কর হবে।


#

দিল্লি যাওয়ার জন্য আর যেতে হবে না কলকাতা 🥹দক্ষিণ দিনাজপুরের হিলির সীমান্তে বালুরঘাট মহকুমা থেকে চালু হলো দিল্লিগামী সরা...
20/05/2024

দিল্লি যাওয়ার জন্য আর যেতে হবে না কলকাতা 🥹

দক্ষিণ দিনাজপুরের হিলির সীমান্তে বালুরঘাট মহকুমা থেকে চালু হলো দিল্লিগামী সরাসরি ট্রেন।

গত ১৬ এপ্রিল ভারতীয় রেল চালু করেছে 'ফারাক্কা এক্সপ্রেস'। এই ট্রেন বালুরঘাট স্টেশন থেকে যাবে সরাসরি রাজধানী দিল্লি। ফলে কেবল দিল্লিই নয়, ভারতের পশ্চিমাঞ্চলে যারা ভ্রমণে বা কাজে যান, তাদের সুবিধা হলো। সপ্তাহে সাতদিনই মিলবে পরিষেবা। দু’টি ট্রেনের একটি চারদিন অন্যটি সপ্তাহে তিনদিন চলবে বলে খবর।

যারা পশ্চিম ভারত, দিল্লি,রাজস্থান,হিমাচল, পাঞ্জাব কিংবা জম্মু-কাশ্মীরে যাওয়ার প্ল্যান করেছেন, চাইলে ব্যবহার করতে পারবেন এই ট্রেনই।


15/05/2024

ঘরে বসে ইন্ডিয়ান টুরিস্ট ভিসার আবেদন করতে ওয়াটসাপে বা ইমেইল করে পাঠিয়ে দিন।
১/ পাসপোর্ট কপি
২/ জাতীয় পরিচয় পত্র
৩/বিদ্যুৎ বিলের কাগজ
৪/ট্রেড লাইসেন্স/ NOC সার্টিফিকেট
৫/ ১ কপি (২*২) সাইজ ছবি ব্যাকগ্রাউন্ড সাদা।
বি.দ্র. এখানে ইন্ডিয়ান টুরিস্ট ভিসা, মেডিকেল ভিসা ও ডাবল এন্ট্রি ভিসা এছাড়া যেকোনো দেশের এয়ারটিকেট ঘরে বসেই ক্রয় করতে পারবেন।
বিজিত সূত্রধর
WhatsApp-+8801731333607
[email protected]

Address

Sylhet

Telephone

+8801731333607

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bijit online service point posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Bijit online service point:

Share