25/05/2024
একাদশ শ্রেণিতে ভর্তি আবেদনের নীতিমালা প্রকাশিত হয়েছে
# অনুরোধ
> আপনারা নিশ্চয় জানেন যে আমরা এখন ট্রাভেলস এর কাজ অগ্রাধিকার ভিত্তিতে করছি। সুতরাং একাদশে ভর্তির আবেদন করতে চাইলে নিম্নের নিয়ম অনুযায়ী টাকা ও ডকুমেন্টস দিবেন। আমরা আবেদন করে দেব।
একাদশ শ্রেণিতে ভর্তি আবেদনের সহজ ও সঠিক পদ্ধতি এবং আবেদন পরবর্তী করনীয় সহ ভর্তি সংক্রান্ত যাবতীয় সকল বিষয় দেখুন এখানে আমাদের এই পোষ্টে।
# সময় সূচি
অনলাইনে আবেদন ২৬/০৫/২০২৪ থেকে ১১/০৬/২০২৪ খ্রি. পর্যন্ত।
আবেদনে চান্সপ্রাপ্তদের মেধা তালিকা প্রকাশ করবে ২৩/০৬/২০২৪ খ্রি. রাত ৮.০০ টায়।
কলেজে চূড়ান্ত ভর্তি হতে হবে ১৫/০৭/২০২৪ থেকে ২৫/০৭/২০২৪ খ্রি. এর মধ্যে।
কলেজে ক্লাস শুরু ৩০জুলাই ২০২৪ থেকে।
নোট- যারা আবেদনের অগ্রীম বুকিং দিয়েছেন আমরা সবার ফাইল রেডি করে রেখেছি কোন ঝামেলা ছাড়াই সবার আগে আবেদন করব। যারা এখনও অগ্রীম বুকিং দেন নাই সময় থাকতে ডকুমেন্টস ও টাকা নিয়ে দোকানে আসুন অথবা টাকা বিকাশ করে ডকুমেন্টস হোয়াটসআপ বা ফেসবুক এর ইনবক্সে দিন। আমরা কোন ঝামেলা ছাড়া আবেদনের সকল কাজ করে দেব। তবে কেউ অগ্রীম বুকিং দিতে না চাইলেও আবেদন শুরু হলে দোকানে আসলে বা অনলাইনে যোগাযোগ করলে আবেদন করে দেব।
# ভূমিকা
> সিলেটের এমসি, মদন, সরকারি কলেজ, সরকারি মহিলা কলেজ, দক্ষিণ সুরমা সহ বাংলাদেশের যে কোন কলেজে একাদশে ভর্তি আবেদনের যাবতীয় বিষয় নিয়ে এই প্রতিবেদনে আলোচনা করা হবে। তাই সংশ্লিষ্ট সবাইকে মনযোগ দিয়ে পুরো প্রতিবেদনটি পড়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। পুরো লেখা ভালো করে পড়লে অবইশ্য সকল বিষয় ভালো করে অবগত হতে পারবেন। পোস্ট এর লেখা না পড়ে, বুঝার চেষ্টা না করে কমেন্ট বা ইনবক্স না করার জন্য বিনীত অনুরোধ করছি। আবেদন করার পূর্বে আমাদের কাছে না এসে, আবেদন করার পরে এ সংক্রান্ত কোন জটিলতা সৃস্টি করে আমাদের কাছে আসবেন না।
# আপনার করনীয়-
> কলেজে ভর্তির জন্য সঠিকভাবে অনলাইন এর মাধ্যমে প্রাথমিক আবেদন করতে হবে > প্রয়োজনে কলেজের চয়েজ লিস্ট সংযুজন বিয়োজন করতে হবে > প্রাথমিক আবেদনের ফলাফল জানতে হবে আপনি কোন কলেজে চান্স পেয়েছেন > নিশ্চায়ন ফি প্রদান করতে হবে রকেট/টেলিটক/বিকাশ/সোনালি ই-সেবা/টেপ ইত্যাদি মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে > অটোমাইগ্রশনের ফলাফল জানতে হবে > কলেজে চুড়ান্ত ভর্তির জন্য কলেজ কর্তৃক নির্ধারিত ফি রকেট/টেলিটক/বিকাশ/সোনালি ই-সেবা/টেপ ইত্যাদি মোবাইল ব্যাংকিং/অনালাইন এর মাধ্যমে পরিশোধ করতে হবে > প্রয়োজনীয় কাগজ পত্র ও ছবি নিয়ে কলেজে গিয়ে চুড়ান্ত ভর্তি কার্যক্রম শেষ করতে হবে > এমসি ও মদন মোহন কলেজ, সিলেট সরকারি কলেজ সহ কয়েকটি কলেজে চান্স পাইলে কলেজে না গিয়ে চুড়ান্ত ভর্তি কার্যক্রম অনলাইনের মাধ্যমে শেষ করতে হবে > ক্লাসে যেতে হবে। আর এসব সকল কাজ আমাদের মাধ্যমে সঠিক পদ্ধতিতে দোকানে এসে অথাব ঘরে বসে করতে পারবেন। আমরা আমাদের বাস্থব অভিজ্ঞপ্তার আলোকে সব কাজ করে দেব।
# আবেদনের সকল ধাপ চার্ট/বোর্ড এর তারিখ অনুযায়ী সম্পন্ন করতে হবে। মনে রাখতে হবে এ টু জেড সকল কার্যক্রম নিজ দায়ীত্ত্বে সঠিক পদ্ধিতিতে ও সঠক সময়ে সম্পন্ন করাতে হবে। এতে আমরা আন্তরিকভাবে সহযোগীতা করব।
# আবেদন করতে যা যা লাগবে-
> এসএসসি এডমিট কার্ডের স্পস্ট ফটোকপি অথবা রোল, রেগিঃ নম্বর।
> সচল একটি মোবাইল নাম্বার ও কোটা থাকলে তার তথ্য।
> এসএসসিতে প্রাপ্ত জিপিএ এবং একাদশ শ্রেণিতে কোন গ্রুপে ও কোন ভার্শনে ভর্তি হবেন তা।
> মিনিমাম জিপিএ অনুযায়ী পছন্দক্রম অনুসারে সর্বনিম্ন ০৫ টি ও সর্বোচ্চ ১০ টি কলেজের নাম।
> সরকারি ফি + মোবাইল ব্যাংকিং চার্য + আমাদের সার্ভিস চার্য।
# নোটঃ
> পোস্ট এর সকল লিখা ভালো করে পড়ে কলেজ লিস্ট, কলেজের ভর্তি খরচ, যাতায়াত ইত্যাদি বিবেচনা করে পরিবারের সবার সাথে পরামর্শ করে প্রয়োজনে সিনয়র শিক্ষার্থী ও শিক্ষক মন্ডলির সাথে পরামর্শ করে সঠিক সিদ্ধান্ত নিবেন। যাতে করে আমাদের দোকানে এসে বা অনলাইনে যোগাযোগ করে ভর্তি সংক্রান্ত কাজে কোন ঝামেলা না হয়। বিশেষ করে কলেজ এর চয়েজ লিস্ট গুরুত্ত্ব সহকারে এমনভাবে নির্বাচন করবেন যাতে চান্স পান ও চান্স পাবার পর ভর্তি হোন।
# দৃস্টি আকর্ষণ করছি
> উক্ত বিষয়ে যদি আপনার আবেদন করার যোগ্যতা থাকে ও আমাদের দোকান থেকে আবেদন করতে চান, তাহলে দোকানে আসবেন অথবা ডকুমেন্টশ ইনবক্সে/হোয়াটসআপে দিয়ে টাকা বিকাশ করবেন অথবা নিয়ম মেনে নিম্নের যে কোন মাধ্যমে যোগাযোগ করবেন। আমরা আবেদনের সকল ধাপ সঠিক পদ্ধতিতে সম্পন্ন করে দেব। প্রতি বছর সঠিক পদ্ধতিতে ও যথা সময় আবেদনের সকল ধাপ শেষ না করার কারণে অনেকে ভর্তি হতে পারেন না। তাই সঠিক সিদ্ধান্ত নিয়ে সঠিকভাবে আবেদনের সকল ধাপ সম্পন্ন করার জন্য বিশেষভাবে পরামর্শ দিচ্ছি।
# জরুরী ঘোষনা
> আবেদন কার্যক্রম আমাদের দোকান থেকে না করে অন্য মাধ্যমে করে বিভিন্ন প্রকার জটিলতা সৃস্টি করে অনেকে আমাদের সরনাপন্ন হয়ছেন প্রতিবার। তখন ইচ্ছা থাকা সত্ত্বেও আমাদের পক্ষে জটিলতা নিরসন করা সম্ভব হয় নাই। সুতরাং আবেদন কার্যক্রম ভেবে চিন্তে শুরু করার জন্য বিশেষভাবে পরামর্শ দিচ্ছি। আমাদের দোকান থেকে সঠিক পদ্ধতিতে আবেদন করে, আমাদের কাস্টমার লিস্টে নাম তোলে সার্বিক সহযোগিতার পথকে সুগম করুন।
# # একাদশ শ্রেণির ভর্তির সকল কার্যক্রম আমাদের দোকান থেকে নিম্নের পদ্ধতি অনুস্বরন করে অতি সহজে ও সঠিক পদ্ধতিতে করতে পেরবেন।
# আবেদন করুন/সেবা নিন আমাদের দোকানে এসে অথবা ঘরে বসে
> আবেদন করতে শেষ সময়ের অপেক্ষা না করে উল্লেখিত ডকুমেন্ট ও টাকা নিয়ে আমাদের দোকানে আসুন অথবা টাকা বিকাশ করে ডকুমেন্টস হোয়াটসআপ বা ফেসবুক এর ইনবক্সে দিন। আমরা আপনার আবেদন করে আবেদনের যাবাতীয় ডকুমেন্টস প্রিন্ট করে রাখব এবং আপনাকে সফট কপি পিডিএফ/জেপিইজি/ এসএমএস দেব।
# আমাদের দোকানের নাম:
′তাহসিন ট্রাভেলস এজেন্ট এন্ড কম্পিউটার"
# আমাদের সেবা সমূহ:
ট্রাভেলস ও অনলাইন জগতের বিশ্বস্থ প্রতিষ্ঠান।
# আমাদের সেবা সমূহ
> এয়ার টিকেট, ভিসা প্রসেসিং, ই-পাসপোর্ট, ম্যানপাওয়ার, ওমরাহ্ প্যাকেজ, গামকা মেডিকেল স্লিপ, অনলাইন ইত্যাদি।
> আমাদের নিয়মিত আয়োজন গামকা মেডিকেল স্লিপ, NID কার্ড, ই-পাসপোর্ট, অনলাইন, ছবি প্রিন্ট, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন, জন্ম সনদ, লাইসেন্স, TIN সার্টিফিকেট, স্টেশনারী, বিকাশ, নগদ, রকেট, টেপ, চা পাতা ইত্যাদি সহ
সিলেট শিক্ষা বোর্ড ও জাতীয় বিশ্ববিদ্যালয় এর আওতাধীন রেজিসট্রেশন কার্ড, এডমিট কার্ড, ট্রান্সক্রিপ্ট, সনদ পত্র, সামায়ীক সনদ (প্রভিশনাল সার্টিফিকেট) নাম সংশুধন ও উত্তোলন, ভর্তির বাতিল এর আবেদন সহ বিভিন্ন আবেদন করা হয়।
# আমাদের ঠিকানা:
> বিল্ডিং এর নাম- গোল্ডেন টাওয়ার, দোকান নম্বর- ৮২, নীচ তলা, প্রবেশের সময় হাতের বাম পাশে, এয়ারপোর্ট রোড, আম্বরখানা, সিলেট। বাংলাদেশের যে কোন প্রান্ত থেকে ′সিলেট" এসে ′আম্বরখানা পয়েন্ট" এ আসলেই হবে। আম্বরখানা পয়েন্ট এর পাশেই আমাদের দোকান।
# দোকানের সময় সূচি:
> ঈদের ছুটি বাদে সকল সরকারি ছুটির দিন সহ শনি থেকে বৃহস্পতি বার সকাল ৯.০০ টা থেকে রাত ০৯ টা পর্যন্ত খোলা, শুক্র বার আছরের নমাজের পর থেকে রাত ০৯ টা পর্যন্ত খোলা এবং প্রতি ওয়াক্ত আযানের সাথে সাথে নামাজের জন্য দোকান বন্ধ করে, নামাজ পড়া শেষে আবার খোলা হয়। পবিত্র মাহে রমজান মাসে সকাল ১০ টা থেকে ইফতারের ৩০ মিনিট পূর্ব পর্যন্ত দোকান খোলা। ইফতার বা তারাবীর পরে আর দোকান খোলা হয়না।
# হোয়াটসআপ নম্বর: 01768035951
> নোটঃ হোয়াটসআপ নাম্বারে কল রিসিভ করা হয় না। তাই কল না দিয়ে ম্যাসেজ, ভয়েছ ও ডকুমেন্ট দিবেন।
# আমাদের মোবাইল নাম্বার:
> মোঃ জামিল উদ্দিন : 01748823452
> মোঃ নজরুল ইসলাম : 01765554417
নোটঃ হোয়াটসআপ ও ফেসবুক মেসেঞ্জারে ম্যসেজ দিয়ে রিপ্লাই না পেলে এবং বিশেষ জরূরী কিছু হলে নামাজের সময় বাদে মোবাইলে সকাল ০৯.০০ টা থেকে রাত ০৯ টা পর্যন্ত কল দিবেন।
# আমাদের এজেন্ট নাম্বার
বিকাশ এজেন্ট: 01516742084
নগদ এজেন্ট: 01516742084
রকেট এজেন্ট: 015171605354
টেপ এজেন্ট: 01748823452
নোটঃ নির্ধারিত টাকা ক্যাশ আউট করে পাঠিয়ে পিন নাম্বার অর্থাৎ যে নাম্বার থেকে টাকা পাঠিছেন ঐ নাম্বারের লাস্ট ৪ ডিজিট বলবেন।
# এজেন্ট নাম্বারে ক্যাশআউট করতে সমস্যা হলে:
বিকাশ পার্সনাল: 01748823452
নগদ পার্সনাল: 01765554417
রকেট পার্সনাল: 01553981854-6
টেপ পার্সনাল: 01765554417
নোট- পার্সনাল নাম্বারে (খরচ সহ) সেন্ড মানি/ক্যাশ ইন করে টাকা পাঠিয়ে পিন নাম্বার অর্থাৎ যে নাম্বার থেকে টাকা পাঠিছেন ঐ নাম্বারের লাস্ট ৪ ডিজিট বলুন।
# আমাদের ফেসবুক পেজ
> আমাদের ফেসবুক পেজ এ লাইক না দিয়ে থাকলে সকল তথ্যের জন্য এখনই লাইক দিয়ে আমাদের সাথে জয়েন করে আমাদের পোস্ট গুলো পড়ে লাইক, কমেন্ট শেয়ার করে এক্টিভ থাকুন। আশা করি সব তথ্য পাবেন।
> আমাদের ফেসবুক পেজ এর নামঃ
তাহসিন ট্রাভেলস এজেন্ট এন্ড কম্পিউটার
> লিংকঃ
www.facebook.com/tahsinent
বিঃ দ্রঃ আমাদের সেবা সমূহের আপডেট পেতে আমাদের ফেসবূক পোস্ট ও হোয়াটসআপ স্ট্যাটাস নিয়মিত লক্ষ রাখুন।
ধন্যবাদ, দোয়া ও শুভকামনা রইল।
Send a message to learn more