তাহসিন ট্রাভেলস এজেন্ট এন্ড কম্পিউটার

  • Home
  • Bangladesh
  • Sylhet
  • তাহসিন ট্রাভেলস এজেন্ট এন্ড কম্পিউটার

তাহসিন ট্রাভেলস এজেন্ট এন্ড কম্পিউটার Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from তাহসিন ট্রাভেলস এজেন্ট এন্ড কম্পিউটার, Travel Company, Sylhet.

25/05/2024

একাদশ শ্রেণিতে ভর্তি আবেদনের নীতিমালা প্রকাশিত হয়েছে

# অনুরোধ
> আপনারা নিশ্চয় জানেন যে আমরা এখন ট্রাভেলস এর কাজ অগ্রাধিকার ভিত্তিতে করছি। সুতরাং একাদশে ভর্তির আবেদন করতে চাইলে নিম্নের নিয়ম অনুযায়ী টাকা ও ডকুমেন্টস দিবেন। আমরা আবেদন করে দেব।

একাদশ শ্রেণিতে ভর্তি আবেদনের সহজ ও সঠিক পদ্ধতি এবং আবেদন পরবর্তী করনীয় সহ ভর্তি সংক্রান্ত যাবতীয় সকল বিষয় দেখুন এখানে আমাদের এই পোষ্টে।

# সময় সূচি
অনলাইনে আবেদন ২৬/০৫/২০২৪ থেকে ১১/০৬/২০২৪ খ্রি. পর্যন্ত।
আবেদনে চান্সপ্রাপ্তদের মেধা তালিকা প্রকাশ করবে ২৩/০৬/২০২৪ খ্রি. রাত ৮.০০ টায়।
কলেজে চূড়ান্ত ভর্তি হতে হবে ১৫/০৭/২০২৪ থেকে ২৫/০৭/২০২৪ খ্রি. এর মধ্যে।
কলেজে ক্লাস শুরু ৩০জুলাই ২০২৪ থেকে।

নোট- যারা আবেদনের অগ্রীম বুকিং দিয়েছেন আমরা সবার ফাইল রেডি করে রেখেছি কোন ঝামেলা ছাড়াই সবার আগে আবেদন করব। যারা এখনও অগ্রীম বুকিং দেন নাই সময় থাকতে ডকুমেন্টস ও টাকা নিয়ে দোকানে আসুন অথবা টাকা বিকাশ করে ডকুমেন্টস হোয়াটসআপ বা ফেসবুক এর ইনবক্সে দিন। আমরা কোন ঝামেলা ছাড়া আবেদনের সকল কাজ করে দেব। তবে কেউ অগ্রীম বুকিং দিতে না চাইলেও আবেদন শুরু হলে দোকানে আসলে বা অনলাইনে যোগাযোগ করলে আবেদন করে দেব।

# ভূমিকা
> সিলেটের এমসি, মদন, সরকারি কলেজ, সরকারি মহিলা কলেজ, দক্ষিণ সুরমা সহ বাংলাদেশের যে কোন কলেজে একাদশে ভর্তি আবেদনের যাবতীয় বিষয় নিয়ে এই প্রতিবেদনে আলোচনা করা হবে। তাই সংশ্লিষ্ট সবাইকে মনযোগ দিয়ে পুরো প্রতিবেদনটি পড়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। পুরো লেখা ভালো করে পড়লে অবইশ্য সকল বিষয় ভালো করে অবগত হতে পারবেন। পোস্ট এর লেখা না পড়ে, বুঝার চেষ্টা না করে কমেন্ট বা ইনবক্স না করার জন্য বিনীত অনুরোধ করছি। আবেদন করার পূর্বে আমাদের কাছে না এসে, আবেদন করার পরে এ সংক্রান্ত কোন জটিলতা সৃস্টি করে আমাদের কাছে আসবেন না।

# আপনার করনীয়-
> কলেজে ভর্তির জন্য সঠিকভাবে অনলাইন এর মাধ্যমে প্রাথমিক আবেদন করতে হবে > প্রয়োজনে কলেজের চয়েজ লিস্ট সংযুজন বিয়োজন করতে হবে > প্রাথমিক আবেদনের ফলাফল জানতে হবে আপনি কোন কলেজে চান্স পেয়েছেন > নিশ্চায়ন ফি প্রদান করতে হবে রকেট/টেলিটক/বিকাশ/সোনালি ই-সেবা/টেপ ইত্যাদি মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে > অটোমাইগ্রশনের ফলাফল জানতে হবে > কলেজে চুড়ান্ত ভর্তির জন্য কলেজ কর্তৃক নির্ধারিত ফি রকেট/টেলিটক/বিকাশ/সোনালি ই-সেবা/টেপ ইত্যাদি মোবাইল ব্যাংকিং/অনালাইন এর মাধ্যমে পরিশোধ করতে হবে > প্রয়োজনীয় কাগজ পত্র ও ছবি নিয়ে কলেজে গিয়ে চুড়ান্ত ভর্তি কার্যক্রম শেষ করতে হবে > এমসি ও মদন মোহন কলেজ, সিলেট সরকারি কলেজ সহ কয়েকটি কলেজে চান্স পাইলে কলেজে না গিয়ে চুড়ান্ত ভর্তি কার্যক্রম অনলাইনের মাধ্যমে শেষ করতে হবে > ক্লাসে যেতে হবে। আর এসব সকল কাজ আমাদের মাধ্যমে সঠিক পদ্ধতিতে দোকানে এসে অথাব ঘরে বসে করতে পারবেন। আমরা আমাদের বাস্থব অভিজ্ঞপ্তার আলোকে সব কাজ করে দেব।

# আবেদনের সকল ধাপ চার্ট/বোর্ড এর তারিখ অনুযায়ী সম্পন্ন করতে হবে। মনে রাখতে হবে এ টু জেড সকল কার্যক্রম নিজ দায়ীত্ত্বে সঠিক পদ্ধিতিতে ও সঠক সময়ে সম্পন্ন করাতে হবে। এতে আমরা আন্তরিকভাবে সহযোগীতা করব।

# আবেদন করতে যা যা লাগবে-
> এসএসসি এডমিট কার্ডের স্পস্ট ফটোকপি অথবা রোল, রেগিঃ নম্বর।
> সচল একটি মোবাইল নাম্বার ও কোটা থাকলে তার তথ্য।
> এসএসসিতে প্রাপ্ত জিপিএ এবং একাদশ শ্রেণিতে কোন গ্রুপে ও কোন ভার্শনে ভর্তি হবেন তা।
> মিনিমাম জিপিএ অনুযায়ী পছন্দক্রম অনুসারে সর্বনিম্ন ০৫ টি ও সর্বোচ্চ ১০ টি কলেজের নাম।
> সরকারি ফি + মোবাইল ব্যাংকিং চার্য + আমাদের সার্ভিস চার্য।

# নোটঃ
> পোস্ট এর সকল লিখা ভালো করে পড়ে কলেজ লিস্ট, কলেজের ভর্তি খরচ, যাতায়াত ইত্যাদি বিবেচনা করে পরিবারের সবার সাথে পরামর্শ করে প্রয়োজনে সিনয়র শিক্ষার্থী ও শিক্ষক মন্ডলির সাথে পরামর্শ করে সঠিক সিদ্ধান্ত নিবেন। যাতে করে আমাদের দোকানে এসে বা অনলাইনে যোগাযোগ করে ভর্তি সংক্রান্ত কাজে কোন ঝামেলা না হয়। বিশেষ করে কলেজ এর চয়েজ লিস্ট গুরুত্ত্ব সহকারে এমনভাবে নির্বাচন করবেন যাতে চান্স পান ও চান্স পাবার পর ভর্তি হোন।

# দৃস্টি আকর্ষণ করছি
> উক্ত বিষয়ে যদি আপনার আবেদন করার যোগ্যতা থাকে ও আমাদের দোকান থেকে আবেদন করতে চান, তাহলে দোকানে আসবেন অথবা ডকুমেন্টশ ইনবক্সে/হোয়াটসআপে দিয়ে টাকা বিকাশ করবেন অথবা নিয়ম মেনে নিম্নের যে কোন মাধ্যমে যোগাযোগ করবেন। আমরা আবেদনের সকল ধাপ সঠিক পদ্ধতিতে সম্পন্ন করে দেব। প্রতি বছর সঠিক পদ্ধতিতে ও যথা সময় আবেদনের সকল ধাপ শেষ না করার কারণে অনেকে ভর্তি হতে পারেন না। তাই সঠিক সিদ্ধান্ত নিয়ে সঠিকভাবে আবেদনের সকল ধাপ সম্পন্ন করার জন্য বিশেষভাবে পরামর্শ দিচ্ছি।

# জরুরী ঘোষনা
> আবেদন কার্যক্রম আমাদের দোকান থেকে না করে অন্য মাধ্যমে করে বিভিন্ন প্রকার জটিলতা সৃস্টি করে অনেকে আমাদের সরনাপন্ন হয়ছেন প্রতিবার। তখন ইচ্ছা থাকা সত্ত্বেও আমাদের পক্ষে জটিলতা নিরসন করা সম্ভব হয় নাই। সুতরাং আবেদন কার্যক্রম ভেবে চিন্তে শুরু করার জন্য বিশেষভাবে পরামর্শ দিচ্ছি। আমাদের দোকান থেকে সঠিক পদ্ধতিতে আবেদন করে, আমাদের কাস্টমার লিস্টে নাম তোলে সার্বিক সহযোগিতার পথকে সুগম করুন।

# # একাদশ শ্রেণির ভর্তির সকল কার্যক্রম আমাদের দোকান থেকে নিম্নের পদ্ধতি অনুস্বরন করে অতি সহজে ও সঠিক পদ্ধতিতে করতে পেরবেন।

# আবেদন করুন/সেবা নিন আমাদের দোকানে এসে অথবা ঘরে বসে
> আবেদন করতে শেষ সময়ের অপেক্ষা না করে উল্লেখিত ডকুমেন্ট ও টাকা নিয়ে আমাদের দোকানে আসুন অথবা টাকা বিকাশ করে ডকুমেন্টস হোয়াটসআপ বা ফেসবুক এর ইনবক্সে দিন। আমরা আপনার আবেদন করে আবেদনের যাবাতীয় ডকুমেন্টস প্রিন্ট করে রাখব এবং আপনাকে সফট কপি পিডিএফ/জেপিইজি/ এসএমএস দেব।

# আমাদের দোকানের নাম:

′তাহসিন ট্রাভেলস এজেন্ট এন্ড কম্পিউটার"

# আমাদের সেবা সমূহ:
ট্রাভেলস ও অনলাইন জগতের বিশ্বস্থ প্রতিষ্ঠান।

# আমাদের সেবা সমূহ
> এয়ার টিকেট, ভিসা প্রসেসিং, ই-পাসপোর্ট, ম্যানপাওয়ার, ওমরাহ্ প্যাকেজ, গামকা মেডিকেল স্লিপ, অনলাইন ইত্যাদি।
> আমাদের নিয়মিত আয়োজন গামকা মেডিকেল স্লিপ, NID কার্ড, ই-পাসপোর্ট, অনলাইন, ছবি প্রিন্ট, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন, জন্ম সনদ, লাইসেন্স, TIN সার্টিফিকেট, স্টেশনারী, বিকাশ, নগদ, রকেট, টেপ, চা পাতা ইত্যাদি সহ
সিলেট শিক্ষা বোর্ড ও জাতীয় বিশ্ববিদ্যালয় এর আওতাধীন রেজিসট্রেশন কার্ড, এডমিট কার্ড, ট্রান্সক্রিপ্ট, সনদ পত্র, সামায়ীক সনদ (প্রভিশনাল সার্টিফিকেট) নাম সংশুধন ও উত্তোলন, ভর্তির বাতিল এর আবেদন সহ বিভিন্ন আবেদন করা হয়।

# আমাদের ঠিকানা:
> বিল্ডিং এর নাম- গোল্ডেন টাওয়ার, দোকান নম্বর- ৮২, নীচ তলা, প্রবেশের সময় হাতের বাম পাশে, এয়ারপোর্ট রোড, আম্বরখানা, সিলেট। বাংলাদেশের যে কোন প্রান্ত থেকে ′সিলেট" এসে ′আম্বরখানা পয়েন্ট" এ আসলেই হবে। আম্বরখানা পয়েন্ট এর পাশেই আমাদের দোকান।

# দোকানের সময় সূচি:
> ঈদের ছুটি বাদে সকল সরকারি ছুটির দিন সহ শনি থেকে বৃহস্পতি বার সকাল ৯.০০ টা থেকে রাত ০৯ টা পর্যন্ত খোলা, শুক্র বার আছরের নমাজের পর থেকে রাত ০৯ টা পর্যন্ত খোলা এবং প্রতি ওয়াক্ত আযানের সাথে সাথে নামাজের জন্য দোকান বন্ধ করে, নামাজ পড়া শেষে আবার খোলা হয়। পবিত্র মাহে রমজান মাসে সকাল ১০ টা থেকে ইফতারের ৩০ মিনিট পূর্ব পর্যন্ত দোকান খোলা। ইফতার বা তারাবীর পরে আর দোকান খোলা হয়না।

# হোয়াটসআপ নম্বর: 01768035951
> নোটঃ হোয়াটসআপ নাম্বারে কল রিসিভ করা হয় না। তাই কল না দিয়ে ম্যাসেজ, ভয়েছ ও ডকুমেন্ট দিবেন।

# আমাদের মোবাইল নাম্বার:
> মোঃ জামিল উদ্দিন : 01748823452
> মোঃ নজরুল ইসলাম : 01765554417
নোটঃ হোয়াটসআপ ও ফেসবুক মেসেঞ্জারে ম্যসেজ দিয়ে রিপ্লাই না পেলে এবং বিশেষ জরূরী কিছু হলে নামাজের সময় বাদে মোবাইলে সকাল ০৯.০০ টা থেকে রাত ০৯ টা পর্যন্ত কল দিবেন।

# আমাদের এজেন্ট নাম্বার
বিকাশ এজেন্ট: 01516742084
নগদ এজেন্ট: 01516742084
রকেট এজেন্ট: 015171605354
টেপ এজেন্ট: 01748823452
নোটঃ নির্ধারিত টাকা ক্যাশ আউট করে পাঠিয়ে পিন নাম্বার অর্থাৎ যে নাম্বার থেকে টাকা পাঠিছেন ঐ নাম্বারের লাস্ট ৪ ডিজিট বলবেন।

# এজেন্ট নাম্বারে ক্যাশআউট করতে সমস্যা হলে:
বিকাশ পার্সনাল: 01748823452
নগদ পার্সনাল: 01765554417
রকেট পার্সনাল: 01553981854-6
টেপ পার্সনাল: 01765554417
নোট- পার্সনাল নাম্বারে (খরচ সহ) সেন্ড মানি/ক্যাশ ইন করে টাকা পাঠিয়ে পিন নাম্বার অর্থাৎ যে নাম্বার থেকে টাকা পাঠিছেন ঐ নাম্বারের লাস্ট ৪ ডিজিট বলুন।

# আমাদের ফেসবুক পেজ
> আমাদের ফেসবুক পেজ এ লাইক না দিয়ে থাকলে সকল তথ্যের জন্য এখনই লাইক দিয়ে আমাদের সাথে জয়েন করে আমাদের পোস্ট গুলো পড়ে লাইক, কমেন্ট শেয়ার করে এক্টিভ থাকুন। আশা করি সব তথ্য পাবেন।

> আমাদের ফেসবুক পেজ এর নামঃ
তাহসিন ট্রাভেলস এজেন্ট এন্ড কম্পিউটার

> লিংকঃ
www.facebook.com/tahsinent

বিঃ দ্রঃ আমাদের সেবা সমূহের আপডেট পেতে আমাদের ফেসবূক পোস্ট ও হোয়াটসআপ স্ট্যাটাস নিয়মিত লক্ষ রাখুন।

ধন্যবাদ, দোয়া ও শুভকামনা রইল।

Send a message to learn more

24/05/2024

এয়ার টিকেট, ভিসা প্রসেসিং, ই-পাসপোর্ট, ম্যানপাওয়ার সহ নিয়মিত অন্যান্য সেবার সাথে অনার্স রিলজ স্লিপ, মাস্টার্সে ভর্তির আবেদন ও একাদশে ভর্তি আবেদনের অগ্রীম বুকিং করতে আমাদের অফিসে আসুন অথবা ইনবক্সে নক দিন।

সেবা নিন অতি সহজে আমাদের অফিসে এসে অথবা ঘরে বসে অনলাইনের মাধ্যমে।

# সুবিধা সমূহ
> অবিশ্বাস্য কম মূল্য।
> অন্তরিকতা ও বিশ্বস্থতার সাথে সেবা প্রদান।
> পরবর্তী করনীয় অনেক সাবলীভাবে বুঝিয়ে দেয়া।
> শুরু থেকে শেষ পর্যন্ত বিশেষ মনিটরিং।
> অফলাইন, অনলাইন ও মোবাইলে কাস্টমার সার্ভিস।
> নিজের ব্যবসা আমরা নিজে পরিচালনা করি তাই স্পেশাল সুবিধা।
> অফিস টাইম ছাড়াও আমাদের সেবা নেবার বিশেষ ব্যবস্থা।
> সম্মানিত কাস্টমারবৃন্দের মতামতকে অধিক গুরুত্ব দেয়া।
> এছাড়াও আছে অনেক সুবিধা সমূহ যা আপনাকে অবইশ্য মুগ্ধ করবে।
# শুধুমাত্র একবার সেবা নিয়ে যাচাই করার জন্য আমন্ত্রণ যানাই।

তাহসিন ট্রাভেলস এজেন্ট এন্ড কম্পিউটার

ট্রাভেলস ও অনলাইন জগতের বিশ্বস্থ প্রতিষ্ঠান।

# আমাদের সেবা সমূহ
> এয়ার টিকেট, ভিসা প্রসেসিং, ই-পাসপোর্ট, ম্যানপাওয়ার, ওমরাহ্ প্যাকেজ, গামকা মেডিকেল স্লিপ, অনলাইন ইত্যাদি।

ঠিকানা : গোল্ডেন টাওয়ার, অফিস নং- ৮২, নীচ তলা, এয়ারপোর্ট রোড, আম্বরখানা, সিলেট।

# মোবাইলঃ
মোঃ জামিল উদ্দিন- 01748823452
মোঃ নজরুল ইসলাম- 01765554417

WhatsApp : 01768035951

Fb: তাহসিন ট্রাভেলস এজেন্ট এন্ড কম্পিউটার, www.facebook.com/tahsinent

ধন্যবাদ, দোয়া ও শুভ কামনা সবার জন্য।

22/05/2024

একাদশে ভর্তি আবেদনের অগ্রীম বুকিং চলছে

# অনুরোধ
> আপনারা নিশ্চয় জানেন যে আমরা এখন ট্রাভেলস এর কাজ অগ্রাধিকার ভিত্তিতে করছি। সুতরাং একাদশে ভর্তির আবেদন করতে চাইলে নিম্নের নিয়ম অনুযায়ী টাকা ও ডকুমেন্টস দিবেন। আমরা আবেদন করে দেব।

সিলেট শহরের সরকারি মহিলা কলেজ, সরকারি এমসি কলেজ, সরকারি মদন মোহন কলেজ, সিলেট সরকারি কলেজ, দক্ষিন সুরমা সরকারি কলেজ সহ দেশের যে কোন কলেজে সঠিক পদ্ধতিতে ভর্তি আবেদনের অগ্রীম বুকিং চলছে

আবেদনের তারিখ, সঠিক পদ্ধতিতে ভর্তি আবেদনের অগ্রীম বুকিং, আবেদন করতে কি কি লাগে, চূড়ান্ত ভর্তি সহ যাবতীয় বিষয় বিস্তারিত দেখুন -

# দৃস্টি আকর্ষণ করছি-
> উল্লেখিত শিরোনামের সাথে সংশ্লিষ্ট সবাইকে পোস্টটি মনযোগ দিয়ে পড়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। উক্ত বিষয়ে যদি আপনার আবেদন করার যোগ্যতা থাকে ও আমাদের দোকান থেকে আবেদন করতে চান তাহলে আবেদন শুরুর অপেক্ষা না করে টাকা ও ডকুমেন্টস নিয়ে আমাদের দোকানে আসুন অথবা টাকা বিকাশ করে ডকুমেন্টস হোয়াটসআপ/ইনবক্সে দিন।আমরা যথা সময় আপনার আবেদন করে দেব এবং আপডেট জানাব।

# আবার বলছি
> এক কথায় সবসময় আমরা বলি, এখনও বলছি আমাদের অভিজ্ঞতা আছে, দোকান আছে, অবস্থান আছে। আপনি আবেদন করবেন, তাই আপনি ডকুমেন্ট ও টাকা নিয়ে আমাদের দোকানে আসুন। অথবা টাকা বিকাশ করে ডকুমেন্টস হোয়াটসআপ/ইনবক্সে দিন।আমরা আপনার আবেদন করে দেব। এখানে বেশি চিন্তা ভাবনা করার দরকার আছে বলে আমরা মনে করিনা।

>> সংশ্লিষ্ট সবাইকে সঠিক পদ্ধতিতে আবেদনের সকল ধাপ সম্পন্ন করার লক্ষে পোস্টটি ভালো করে পড়ার জন্য অনুরোধ করছি। কেননা প্রতি বছর সঠিক পদ্ধতিতে ও যথা সময় আবেদনের সকল ধাপ শেষ না করার কারণে অনেকে ভর্তি হতে পারেন না।

# জরুরী ঘোষনাঃ
> আবেদন কার্যক্রম আমাদের দোকান থেকে না করে অন্য মাধ্যমে করে বিভিন্ন প্রকার জটিলতা সৃস্টি করে অনেকে আমাদের সরনাপন্ন হয়ছেন প্রতিবার। তখন ইচ্ছা থাকা সত্ত্বেও আমাদের পক্ষে জটিলতা নিরসন করা সম্ভব হয় নাই। সুতরাং আবেদন কার্যক্রম ভেবে চিন্তে শুরু করার জন্য বিশেষভাবে পরামর্শ দিচ্ছি। আমাদের দোকান থেকে সঠিক পদ্ধতিতে আবেদন করে, আমাদের কাস্টমার লিস্টে নাম তোলে সার্বিক সহযোগিতার পথকে সুগম করুন। আশা করি অনেক উপকৃত হবেন।

# আবেদনের যাবতীয় কার্যক্রম সঠিক পদ্ধতিতে ও যথা সময় সম্পন্ন করতে পারবেন আমাদের দোকান ′তাহসিন ট্রাভেলস এজেন্ট এন্ড কম্পিউটার", গোল্ডেন টাওয়ার, দোকান নম্বর- ৮২, নীচ তলা, প্রবেশের সময় হাতের বাম পাশে, এয়ারপোর্ট রোড, আম্বরখানা, সিলেট থেকে। বাংলাদেশের যে কোন প্রান্ত থেকে ′সিলেট" এসে ′আম্বরখানা পয়েন্ট" এ আসলেই হবে। আম্বরখানা পয়েন্ট এর পাশেই আমাদের দোকান। অথবা টাকা বিকাশ করে ডকুমেন্টস হোয়াটসআপ/ইনবক্সে দিন। আমরা আপনার আবেদন করে দেব।

# সঠিক পদ্ধতিতে ভর্তি আবেদনের অগ্রীম বুকিং দেবার সহজ পদ্ধতি
>> ভর্তি আবেদনের ডকুমেন্টস ও টাকা নিয়ে আমাদের দোকানে আসুন অথবা টাকা বিকাশ করে ডকুমেন্টস হোয়াটসআপ/ ফেসবুক এর ইনবক্সে দিন। আমরা প্রাপ্তিস্বীকারপত্র দেব বা হোয়াটসআপে প্রাপ্তি স্বীকার করব। এবং যথা সময় আপনার আবেদন করে দেব ও আপডেট জানাব।

> ভর্তি আবেদনের ডকুমেন্ট ও টাকা অগ্রীম গ্রহন করে আমরা প্রপ্তি স্বীকারপত্র প্রদান করছি বা হোয়াটসআপে প্রাপ্তি স্বীকার করছি। সিরিয়েল অনুযায়ী আবেদন করব এবং সকল আপডেট জানাব।

> অনেকে দোকানে এসে ডকুমেন্ট ও টাকা অগ্রীম জমা দিচ্ছেন। আমরাও প্রপ্তি স্বীকারপত্র দিচ্ছি।

> আবার যারা দোকানে আসতে পারছেন না হোয়াটসাপ/ ফেসবুক এর ইনবক্সে ডকুমেন্ট ও টাকা বিকাশ/রকেট/নগদ এ অগ্রীম জমা দিচ্ছেন। আমরাও হোয়াটসআপ/ ইনবক্সে প্রপ্তি স্বীকারপত্র দিচ্ছি বা হোয়াটসআপে প্রাপ্তি স্বীকার করছি।

# অগ্রীম বুকিং এর উপকার
> কোন সংবাদ প্রকাশ হলে আমরা আপনাকে জানাব।
> অযথা সময় নস্ট করে বার বার এই সেই জিজ্ঞাসা করে অন্যকে বিরক্ত করা লাগবেনা।
> আবেদন কবে শুরু হবে, কবে শেষ হবে ইত্যাদি নিয়ে আপনাকে টেনশন করতে হবেনা।
> আবেদনের সকল প্রসেস আমরা সঠিক পদ্ধতিতে সম্পন্ন করার লক্ষে আগে থেকে আপনার ফাইল রেডি করে রাখব।
> আবেদন শুরু হলে সময় স্বল্পতার জন্য তাড়াহুড়ো করতে হবে না।
> দোকানে এসে অযথা ভীড়ের কারণে ঝামেলায় পড়তে হবে না।
> আমরা যথা সময় আবেদন করব আপনাকে কোন টেনশন করতে হবে না।
> নিরিবিলি পরিবেশে কলেজ সিলেক্ট সহ যে কোন সু-পরামর্শ নিশ্চিন্তে পাবেন।
> সিলেট শহরের কোন কলেজে কোন কোন বিভাগ আছে, মিনিমাম জিপিএ কত ও কয়টি করে আসন আছে তার তালিকা দেব।
> সার্ভার জটিলতা সহ যে কোন সমস্যা নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না।
> দোকানে আসতে চাইলে সঠিক দিক নির্দেশনা ও লকেশন মেপ দিতে পারব।
> এছাড়াও আছে অনেক অনেক উপকারী সুযোগ সুবিধা।

> তাই যে কোন ঝামেলা এড়াতে অগ্রীম বুকিং দিয়ে ভর্তি সংক্রান্ত টেনশন থেকে মুক্ত থাকুন। আমাদের কাস্টমার লিস্টে নাম তোল্লে ভর্তি সংক্রান্ত সকল সযোগ সুবিদা উপভোগ করার পথ সুগম হবে।

>> উল্লেখ্য যে অগ্রীম বুকিং না দিলেও আবেদন শুরু হলে দোকানে এসে অথাব অনলাইনে যোগাযোগ করে আমাদের মাধ্যমে আবেদন করতে পারবেন।

# সময় সূচি
অনলাইনে আবেদন ২৬/০৫/২০২৪ থেকে ১১/০৬/২০২৪ খ্রি. পর্যন্ত।
আবেদনে চান্সপ্রাপ্তদের মেধা তালিকা প্রকাশ করবে ২৩/০৬/২০২৪ খ্রি. রাত ৮.০০ টায়।
কলেজে চূড়ান্ত ভর্তি হতে হবে ১৫/০৭/২০২৪ থেকে ২৫/০৭/২০২৪ খ্রি. এর মধ্যে।
কলেজে ক্লাস শুরু ৩০জুলাই ২০২৪ থেকে।

# আবেদন করতে প্রয়োজন।
১) এসএসসি এডমিট কার্ডের স্পস্ট ফটোকপি/পিক।
২) সচল একটি মোবাইল নাম্বার।
৩) এসএসসিতে প্রাপ্ত জিপিএ এবং একাদশ শ্রেণিতে কোন গ্রুপে ভর্তি হবেন তা।
৩) মিনিমাম জিপিএ অনুযায়ী পছন্দক্রম অনুসারে সর্বনিম্ন ০৫ টি ও সর্বোচ্চ ১০ টি কলেজের নাম।
৫) সরকারি ফি + মোবাইল ব্যাংকিং চার্য + আমাদের সার্ভিস চার্য।

> আবেদনের অগ্রীম বুকিং দিতে উল্লেখিত ডকুমেন্ট ও টাকা নিয়ে আমাদের দোকানে আসুন অথবা টাকা বিকাশ করে ডকুমেন্টস হোয়াটসআপ বা ফেসবুক এর ইনবক্সে দিন অথবা নিয়ম মেনে নিম্নের যে কোন মাধ্যমে যোগাযোগ করুন। নিম্নে বিস্তারিত দেখুন-

# আবেদনের অগ্রীম বুকিং দিন/সেবা নিন আমাদের দোকানে এসে অথবা ঘরে বসে
> আবেদন করতে শেষ সময়ের অপেক্ষা না করে ডকুমেন্ট ও টাকা নিয়ে আমাদের দোকানে আসুন অথবা টাকা বিকাশ করে ডকুমেন্টস হোয়াটসআপ বা ফেসবুক এর ইনবক্সে দিন। আমরা আপনার আবেদন করে আবেদনের যাবাতীয় ডকুমেন্টস প্রিন্ট করে রাখব এবং আপনাকে সফট কপি পিডিএফ/জেপিইজি/ এসএমএস দেব।

# আমাদের দোকানের নাম:

′তাহসিন ট্রাভেলস এজেন্ট এন্ড কম্পিউটার"

# আমাদের সেবা সমূহ:
ট্রাভেলস ও অনলাইন জগতের বিশ্বস্থ প্রতিষ্ঠান।

# আমাদের সেবা সমূহ
> এয়ার টিকেট, ভিসা প্রসেসিং, ই-পাসপোর্ট, ম্যানপাওয়ার, ওমরাহ্ প্যাকেজ, গামকা মেডিকেল স্লিপ, অনলাইন ইত্যাদি।
> আমাদের নিয়মিত আয়োজন গামকা মেডিকেল স্লিপ, NID কার্ড, ই-পাসপোর্ট, অনলাইন, ছবি প্রিন্ট, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন, জন্ম সনদ, লাইসেন্স, TIN সার্টিফিকেট, স্টেশনারী, বিকাশ, নগদ, রকেট, টেপ, চা পাতা ইত্যাদি সহ
সিলেট শিক্ষা বোর্ড ও জাতীয় বিশ্ববিদ্যালয় এর আওতাধীন রেজিসট্রেশন কার্ড, এডমিট কার্ড, ট্রান্সক্রিপ্ট, সনদ পত্র, সামায়ীক সনদ (প্রভিশনাল সার্টিফিকেট) নাম সংশুধন ও উত্তোলন, ভর্তির বাতিল এর আবেদন সহ বিভিন্ন আবেদন করা হয়।

# আমাদের ঠিকানা:
> বিল্ডিং এর নাম- গোল্ডেন টাওয়ার, দোকান নম্বর- ৮২, নীচ তলা, প্রবেশের সময় হাতের বাম পাশে, এয়ারপোর্ট রোড, আম্বরখানা, সিলেট। বাংলাদেশের যে কোন প্রান্ত থেকে ′সিলেট" এসে ′আম্বরখানা পয়েন্ট" এ আসলেই হবে। আম্বরখানা পয়েন্ট এর পাশেই আমাদের দোকান।

# দোকানের সময় সূচি:
> ঈদের ছুটি বাদে সকল সরকারি ছুটির দিন সহ শনি থেকে বৃহস্পতি বার সকাল ৯.০০ টা থেকে রাত ০৯ টা পর্যন্ত খোলা, শুক্র বার আছরের নমাজের পর থেকে রাত ০৯ টা পর্যন্ত খোলা এবং প্রতি ওয়াক্ত আযানের সাথে সাথে নামাজের জন্য দোকান বন্ধ করে, নামাজ পড়া শেষে আবার খোলা হয়। পবিত্র মাহে রমজান মাসে সকাল ১০ টা থেকে ইফতারের ৩০ মিনিট পূর্ব পর্যন্ত দোকান খোলা। ইফতার বা তারাবীর পরে আর দোকান খোলা হয়না।

# হোয়াটসআপ নম্বর: 01768035951
> নোটঃ হোয়াটসআপ নাম্বারে কল রিসিভ করা হয় না। তাই কল না দিয়ে ম্যাসেজ, ভয়েছ ও ডকুমেন্ট দিবেন।

# আমাদের মোবাইল নাম্বার:
> মোঃ জামিল উদ্দিন : 01748823452
> মোঃ নজরুল ইসলাম : 01765554417
নোটঃ হোয়াটসআপ ও ফেসবুক মেসেঞ্জারে ম্যসেজ দিয়ে রিপ্লাই না পেলে এবং বিশেষ জরূরী কিছু হলে নামাজের সময় বাদে মোবাইলে সকাল ০৯.০০ টা থেকে রাত ০৯ টা পর্যন্ত কল দিবেন।

# আমাদের এজেন্ট নাম্বার
বিকাশ এজেন্ট: 01516742084
নগদ এজেন্ট: 01516742084
রকেট এজেন্ট: 015171605354
টেপ এজেন্ট: 01748823452
নোটঃ নির্ধারিত টাকা ক্যাশ আউট করে পাঠিয়ে পিন নাম্বার অর্থাৎ যে নাম্বার থেকে টাকা পাঠিছেন ঐ নাম্বারের লাস্ট ৪ ডিজিট বলবেন।

# এজেন্ট নাম্বারে ক্যাশআউট করতে সমস্যা হলে:
বিকাশ পার্সনাল: 01748823452
নগদ পার্সনাল: 01765554417
রকেট পার্সনাল: 01553981854-6
টেপ পার্সনাল: 01765554417
নোট- পার্সনাল নাম্বারে (খরচ সহ) সেন্ড মানি/ক্যাশ ইন করে টাকা পাঠিয়ে পিন নাম্বার অর্থাৎ যে নাম্বার থেকে টাকা পাঠিছেন ঐ নাম্বারের লাস্ট ৪ ডিজিট বলুন।

# আমাদের ফেসবুক পেজ
> আমাদের ফেসবুক পেজ এ লাইক না দিয়ে থাকলে সকল তথ্যের জন্য এখনই লাইক দিয়ে আমাদের সাথে জয়েন করে আমাদের পোস্ট গুলো পড়ে লাইক, কমেন্ট শেয়ার করে এক্টিভ থাকুন। আশা করি সব তথ্য পাবেন।

> আমাদের ফেসবুক পেজ এর নামঃ
তাহসিন ট্রাভেলস এজেন্ট এন্ড কম্পিউটার

> লিংকঃ
www.facebook.com/tahsinent

বিঃ দ্রঃ আমাদের সেবা সমূহের আপডেট পেতে আমাদের ফেসবূক পোস্ট ও হোয়াটসআপ স্ট্যাটাস নিয়মিত লক্ষ রাখুন।

ধন্যবাদ, দোয়া ও শুভকামনা রইল।

Send a message to learn more

17/05/2024

অনার্সে ভর্তির ১ম রিলিজ স্লিপের মধ্যেমে ৫টি কলেজে আবেদনের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে

# অনুরোধ
> আপনারা নিশ্চয় জানেন যে আমরা এখন ট্রাভেলস এর কাজ অগ্রাধিকার ভিত্তিতে করছি। সুতরাং রিলিজ স্লিপের আবেদন করতে চাইলে নিম্নের নিয়ম অনুযায়ী টাকা ও ডকুমেন্টস দিবেন। আমরা আবেদন করে দেব।

> ১ম রিলিজ স্লিপের আবেদন ২১.০৫.২০২৪ তারিখ থেকে শুরু হয়ে ০৬.০৬.২০২৪ তারিখ পর্যন্ত চলবে।

>> আমাদের দোকানে যারা রিলিজ স্লিপে আবেদনের অগ্রীম বুকিং দিয়েছেন সবাইকে সিরিয়েল অনুযায়ী সাংবাদটি জানিয়ে দেয়া হচ্ছে ও পরবর্তী করনীয় কি তাও জানানো হচ্ছে।

# ভূমিকা
> আমাদের দোকানে যারা রিলিজ স্লিপে আবেদনের অগ্রীম বুকিং দিবেন বা আবেদন করে আমাদের কাস্টমার লিস্টে নাম তোলবেন আপনাকে এ সংক্রান্ত যাবতীয় বিষয় যেমন- শুন্য আসনের তালিকা, কলেজ ও বিষয় চয়েজ, ফলাফল, চান্স পেলে কি করবেন আর চান্স না পেলে কি করবেন, চুড়ান্ত ভর্তি সহ যাবতীয় প্রসেস, রিলিজ স্লিপ কি, কিভাবে আবেদন করলে চান্স পাবার সম্ভাবনা বেশী ইত্যাদি অবহিত করা হবে এবং সব ধরনের সহযোগীতা করা হবে।

# দৃস্টি আকর্ষণ করছি-
> উল্লেখিত শিরোনামের সাথে সংশ্লিষ্ট সবাইকে পোস্টটি মনযোগ দিয়ে পড়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। উক্ত বিষয়ে যদি আপনার আবেদন করার যোগ্যতা থাকে ও আমাদের দোকান থেকে আবেদন করতে চান তাহলে আবেদন শুরুর অপেক্ষা না করে টাকা ও ডকুমেন্টস নিয়ে আমাদের দোকানে আসুন অথবা টাকা বিকাশ করে ডকুমেন্টস হোয়াটসআপ/ইনবক্সে দিন। আমরা যথা সময় আপনার আবেদন করে দেব এবং আপডেট জানাব।

> এক কথায় সবসময় আমরা বলি, এখনও বলছি আমাদের অভিজ্ঞতা আছে, দোকান আছে, অবস্থান আছে। আপনি আবেদন করবেন, তাই আপনি ডকুমেন্ট ও টাকা নিয়ে আমাদের দোকানে আসুন অথবা টাকা বিকাশ করে ডকুমেন্টস হোয়াটসআপ/ইনবক্সে দিন। আমরা আপনার আবেদন করে দেব। এখানে বেশি চিন্তা ভাবনা করার দরকার আছে বলে আমরা মনে করিনা।

> সংশ্লিষ্ট সবাইকে সঠিক পদ্ধতিতে আবেদনের সকল ধাপ সম্পন্ন করার লক্ষে পোস্টটি ভালো করে পড়ার জন্য অনুরোধ করছি। কেননা প্রতি বছর সঠিক পদ্ধতিতে ও যথা সময় আবেদনের সকল ধাপ শেষ না করার কারণে অনেকে ভর্তি হতে পারেন না।

# জরুরী ঘোষনাঃ
> আবেদন কার্যক্রম আমাদের দোকান থেকে না করে অন্য মাধ্যমে করে বিভিন্ন প্রকার জটিলতা সৃস্টি করে অনেকে আমাদের সরনাপন্ন হয়ছেন প্রতিবার। তখন ইচ্ছা থাকা সত্ত্বেও আমাদের পক্ষে জটিলতা নিরসন করা সম্ভব হয় নাই। সুতরাং আবেদন কার্যক্রম ভেবে চিন্তে করার জন্য বিশেষভাবে পরামর্শ দিচ্ছি। আমাদের দোকান থেকে সঠিক পদ্ধতিতে আবেদন করে, আমাদের কাস্টমার লিস্টে নাম তোলে সার্বিক সহযোগিতার পথকে সুগম করুন। আশা করি অনেক উপকৃত হবেন।

# আবেদনের যাবতীয় কার্যক্রম সঠিক পদ্ধতিতে ও যথা সময় সম্পন্ন করতে পারবেন আমাদের দোকান তাহসিন ট্রাভেলস এজেন্ট এন্ড কম্পিউটার", গোল্ডেন টাওয়ার, দোকান নম্বর- ৮২, নীচ তলা, প্রবেশের সময় হাতের বাম পাশে, এয়ারপোর্ট রোড, আম্বরখানা, সিলেট থেকে। বাংলাদেশের যে কোন প্রান্ত থেকে ′সিলেট" এসে ′আম্বরখানা পয়েন্ট" এ আসলেই হবে। আম্বরখানা পয়েন্ট এর পাশেই আমাদের দোকান।

# রিলিজ স্লিপে কারা আবেদন করতে পারবেন-
ক. যারা মেধা তালিকায় চান্স পাননি।
খ. যারা মেধা তালিকায় চান্স পয়েও ভর্তি হননি।
গ. এবছর ভর্তি হয়ে ভর্তি বাতিল করেছেন, সে সকল শিক্ষার্থী রিলিজ স্লিপে আবেদন করতে পারবেন।

# রিলিজ স্লিপে কারা আবেদন করতে পারবেন না-
ক. যারা পারাথমিক আবেদন করেন নাই।
খ. যারা প্রাথমিক আবেদন করেছেন, কিন্তু আবেদন প্রক্রিয়া সঠিকভাবে সম্পন্ন না করার করনে রিসিভড ম্যাসেজ পান নাই বা অনালাইনে রিসিভড দেখায় নাই।

# রিলিজ স্লিপে আবেদন করতে প্রয়োজনঃ
> প্রাথমিক ভর্তি আবেদনের রোল ও পিন নাম্বার/আবেদন ফরম।
> পছন্দক্রম অনুযায়ী ৫ টি কলেজের নাম (সিলেটের বাইরের কলেজ হলে অবইশ্য কলেজের বিভাগ, জেলা ও উপজেলার নাম উল্লেখ করতে হবে)।
> পছন্দক্রম অনুযায়ী বিষয় চয়েজ।
> কলেজ ও বিষয় চয়েজ এর ক্ষেত্রে আমরা হেল্প করার নিমিত্ত্বে আপনার স্থায়ী ও বর্তমান ঠিকানা এবং আপনার উদ্দেশ্য কলেজ না অনার্স তা বললে অনেক ভাল হবে।
> আমাদের দোকানের সার্ভিস চার্য।
উল্লেখ্য যে- আমাদের দোকান থেকে যারা আবেদন করেছেন বা কোন কারণে প্রাথমিক আবেদন ফরম বা রোল, পিন আমাদেরকে দিয়েছিলেন আপনারা ফরম বা রোল পিন দেওয়া লাগবেনা।
# পরামর্শ-
>> যেহেতু এখনও আপনি ভর্তি হতে পারেন নাই, সেহেতু ৫ টি কলেজ ও কোর্স এর চয়েজ এমনভাবে দিবেন যাতে করে চান্স পান এবং ভর্তি হতে পারেন। এ ক্ষেত্রে আপনি চাইলে আমাদের দীর্ঘ দিনের বাস্তব অভিজ্ঞতা শেয়ার করব এবং আপনাকে হেল্প করব যাতে আপনি চান্স পান ও ভর্তি হতে পারেন।

>> অনার্সে রিলিজ স্লিপে ভর্তি আবেদনের ডকুমেন্ট ও টাকা অগ্রীম গ্রহন করে আমরা রিসিট প্রদান করছি। রিসিট এর সিরিয়েল অনুযায়ী আবেদন করব ও ফলাফল সহ যে কোন আপডেট জানাব। তাই তাড়াতাড়ি বুকিং দিন।

>> অনেকে দোকানে এসে ডকুমেন্ট ও টাকা অগ্রীম জমা দিচ্ছেন। আমরা মেমো দিচ্ছি।

>> আবার যারা দোকানে আসতে পারছেন না হোয়াটসাপ/ ইনবক্সে ডকুমেন্ট ও বিকাশ/রকেট/নগদ এ টাকা অগ্রীম জমা দিচ্ছেন। আমরাও রিসিট এর সফট কপি দিচ্ছি এবং যারা পরিচিত অনেককে হোয়াটসআপে প্রাপ্তি স্বীকার করছি। আমাদের প্রদত্ব রিসিট বা প্রাপ্তি স্বীকার এর প্রমাণ যত্ন সহকারে রাখতে হবে। ভর্তি সংক্রান্ত যে কোন কাজে এগুলা অনেক কাজে লাগবে।

# অগ্রীম বুকিং এর উপকার (গুরত্ব সহকারে লক্ষ করুন)-
> রিলিজ স্লিপের আবেদন সংক্রান্ত নোটিশ বা কোন সংবাদ প্রকাশ হলে আমরা আপনাকে জানাব।
> অযথা সময় নস্ট করে বার বার এই সেই জিজ্ঞাসা করে অন্যকে বিরক্ত করা লাগবেনা।
> আবেদন কবে শুরু হবে, কবে শেষ হবে ইত্যাদি নিয়ে আপনাকে টেনশন করতে হবেনা।
> আবেদনের সকল প্রসেস আমরা সঠিক পদ্ধতিতে সম্পন্ন করার লক্ষে আগে থেকে আপনার ফাইল রেডি করে রাখব।
> কোন কলেজে কোন বিষয়ে কতটি আসন খালি আছে তা প্রকাশ হলে আমরা আপনাকে শুন্য আসনের তালিকা দেব। তা দেখে আপনি ৫ টি কলেজ ও বিষয়সমূহের নাম দিবেন। তার পরে
> ৫ টি কলেজ ও বিষয় চয়েজ এর ক্ষেত্রে আমাদের দীর্ঘ দিনের বাস্তব অভিজ্ঞতা শেয়ার করব, যা আপনার অনেক উপকারে আসবে।
> আবেদন শুরু হলে সময় স্বল্পতার জন্য তাড়াহুড়ো করতে হবে না।
> দোকানে এসে অযথা ভীড়ের কারনে ঝামেলায় পড়তে হবে না।
> আমরা যথা সময় আবেদন করব আপনাকে কোন টেনশন করতে হবে না।
> নিরিবিলি পরিবেশে কলেজ/সাবজেক্ট সিলেক্ট সহ যে কোন সু-পরামর্শ নিশ্চিন্তে পাবেন।
> সার্ভার জটিলতা সহ যে কোন সমস্যা নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না।
> দোকানে আসতে চাইলে সঠিক দিক নির্দেশনা ও লকেশন মেপ দিতে পারব।
> ক্লাশে যাবার পূর্ব পর্যন্ত ভর্তি সংক্রান্ত যে কোন সু-পরামর্শ।
> এছাড়াও আছে অনেক অনেক উপকারী সুযোগ সুবিধা।

> তাই যে কোন ঝামেলা এড়াতে অগ্রীম বুকিং দিয়ে রিলিজ স্লিপের আবেদন সংক্রান্ত টেনশন থেকে মুক্ত থাকুন।

>> উল্লেখ্য যে অগ্রীম বুকিং না দিলেও আবেদন শুরু হলে দোকানে এসে অথাব অনলাইনে যোগাযোগ করে আমাদের মাধ্যমে আবেদন করতে পারবেন।

# রিলজ স্লিপে আবেদনের অগ্রীম বুকিং দেবার সহজ পদ্ধতি
> রিলজ স্লিপের আবেদনের অগ্রীম বুকিং দিতে ডকুমেন্ট ও টাকা নিয়ে আমাদের দোকানে আসুন অথবা টাকা বিকাশ করে ডকুমেন্টস হোয়াটসআপে বা ফেসবুকের ইনবক্সে দেন। যা করা লাগে আমরা করব। আপনাকে কোন টেনশন করতে হবে না।

>>>>>> বিশেষভাবে অনুরোধ করছি দয়া করে আমরা যে পদ্ধতি বলেছি এর বাইরে কেউ অন্যভাবে আমাদেরকে বিরক্ত করবেন না।

Send a message to learn more

15/05/2024

অনার্সে ভর্তির রিলিজ স্লিপে আবেদনের অগ্রীম বুকিং চলছে আমাদের দোকানে

# অনুরোধ
> আপনারা নিশ্চয় জানেন যে আমরা এখন ট্রাভেলস এর কাজ অগ্রাধিকার ভিত্তিতে করছি। সুতরাং রিলিজ স্লিপের আবেদন করতে চাইলে নিম্নের নিয়ম অনুযায়ী টাকা ও ডকুমেন্টস দিবেন। আমরা আবেদন করে দেব।
# রিলিজ স্লিপে কারা আবেদন করতে পারবেন-
ক. যারা মেধা তালিকায় চান্স পাননি।
খ. যারা মেধা তালিকায় চান্স পয়েও ভর্তি হননি।
গ. এবছর ভর্তি হয়ে ভর্তি বাতিল করেছেন, সে সকল শিক্ষার্থী রিলিজ স্লিপে আবেদন করতে পারবেন।

# রিলিজ স্লিপে কারা আবেদন করতে পারবেন না-
ক. যারা পারাথমিক আবেদন করেন নাই।
খ. যারা প্রাথমিক আবেদন করেছেন, কিন্তু আবেদন প্রক্রিয়া সঠিকভাবে সম্পন্ন না করার করনে রিসিভড ম্যাসেজ পান নাই বা অনালাইনে রিসিভড দেখায় নাই।

# রিলিজ স্লিপে আবেদন করতে প্রয়োজনঃ
> প্রাথমিক ভর্তি আবেদনের রোল ও পিন নাম্বার/আবেদন ফরম।
> পছন্দক্রম অনুযায়ী ৫ টি কলেজের নাম (সিলেটের বাইরের কলেজ হলে অবইশ্য কলেজের বিভাগ, জেলা ও উপজেলার নাম উল্লেখ করতে হবে)।
> পছন্দক্রম অনুযায়ী বিষয় চয়েজ।
> কলেজ ও বিষয় চয়েজ এর ক্ষেত্রে আমরা হেল্প করার নিমিত্ত্বে আপনার স্থায়ী ও বর্তমান ঠিকানা এবং আপনার উদ্দেশ্য কলেজ না অনার্স তা বললে অনেক ভাল হবে।
> আমাদের দোকানের সার্ভিস চার্য।
উল্লেখ্য যে- আমাদের দোকান থেকে যারা আবেদন করেছেন বা কোন কারণে প্রাথমিক আবেদন ফরম বা রোল, পিন আমাদেরকে দিয়েছিলেন আপনারা ফরম বা রোল পিন দেওয়া লাগবেনা।
# পরামর্শ-
>> যেহেতু এখনও আপনি ভর্তি হতে পারেন নাই, সেহেতু ৫ টি কলেজ ও কোর্স এর চয়েজ এমনভাবে দিবেন যাতে করে চান্স পান এবং ভর্তি হতে পারেন। এ ক্ষেত্রে আপনি চাইলে আমাদের দীর্ঘ দিনের বাস্তব অভিজ্ঞতা শেয়ার করব এবং আপনাকে হেল্প করব যাতে আপনি চান্স পান ও ভর্তি হতে পারেন।

# অগ্রীম বুকিং এর উপকার (গুরত্ব সহকারে লক্ষ করুন)-
> রিলিজ স্লিপের আবেদন সংক্রান্ত নোটিশ বা কোন সংবাদ প্রকাশ হলে আমরা আপনাকে জানাব।
> অযথা সময় নস্ট করে বার বার এই সেই জিজ্ঞাসা করে অন্যকে বিরক্ত করা লাগবেনা।
> আবেদন কবে শুরু হবে, কবে শেষ হবে ইত্যাদি নিয়ে আপনাকে টেনশন করতে হবেনা।
> আবেদনের সকল প্রসেস আমরা সঠিক পদ্ধতিতে সম্পন্ন করার লক্ষে আগে থেকে আপনার ফাইল রেডি করে রাখব।
> কোন কলেজে কোন বিষয়ে কতটি আসন খালি আছে তা প্রকাশ হলে আমরা আপনাকে শুন্য আসনের তালিকা দেব। তা দেখে আপনি ৫ টি কলেজ ও বিষয়সমূহের নাম দিবেন। তার পরে
> ৫ টি কলেজ ও বিষয় চয়েজ এর ক্ষেত্রে আমাদের দীর্ঘ দিনের বাস্তব অভিজ্ঞতা শেয়ার করব, যা আপনার অনেক উপকারে আসবে।
> আবেদন শুরু হলে সময় স্বল্পতার জন্য তাড়াহুড়ো করতে হবে না।
> দোকানে এসে অযথা ভীড়ের কারনে ঝামেলায় পড়তে হবে না।
> আমরা যথা সময় আবেদন করব আপনাকে কোন টেনশন করতে হবে না।
> নিরিবিলি পরিবেশে কলেজ/সাবজেক্ট সিলেক্ট সহ যে কোন সু-পরামর্শ নিশ্চিন্তে পাবেন।
> সার্ভার জটিলতা সহ যে কোন সমস্যা নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না।
> দোকানে আসতে চাইলে সঠিক দিক নির্দেশনা ও লকেশন মেপ দিতে পারব।
> ক্লাশে যাবার পূর্ব পর্যন্ত ভর্তি সংক্রান্ত যে কোন সু-পরামর্শ।
> এছাড়াও আছে অনেক অনেক উপকারী সুযোগ সুবিধা।

> তাই যে কোন ঝামেলা এড়াতে অগ্রীম বুকিং দিয়ে রিলিজ স্লিপের আবেদন সংক্রান্ত টেনশন থেকে মুক্ত থাকুন।

>> উল্লেখ্য যে অগ্রীম বুকিং না দিলেও আবেদন শুরু হলে দোকানে এসে অথাব অনলাইনে যোগাযোগ করে আমাদের মাধ্যমে আবেদন করতে পারবেন।

# রিলজ স্লিপে আবেদনের অগ্রীম বুকিং দেবার সহজ পদ্ধতি
> রিলজ স্লিপের আবেদনের অগ্রীম বুকিং দিতে ডকুমেন্ট ও টাকা নিয়ে আমাদের দোকানে আসুন অথবা টাকা বিকাশ করে ডকুমেন্টস হোয়াটসআপে বা ফেসবুকের ইনবক্সে দেন। যা যা করা লাগে আপনার সাথে পরামর্শ করে আমরা করব। আপনাকে কোন টেনশন করতে হবে না।

>>>>>> বিশেষভাবে অনুরোধ করছি দয়া করে আমরা যে পদ্ধতি বলেছি এর বাইরে কেউ অন্যভাবে আমাদেরকে বিরক্ত করবেন না।

Send a message to learn more

14/05/2024

সূ-খবর! সূ-খবর!! সূ-খবর!!!
এখন আমরা ট্র্যাভেল্স সংশ্লিষ্ট সেবা অগ্রাধিকার ভিত্তিতে দিচ্ছি। তাই ট্র্যাভেলস সংশ্লিষ্ট কাজ যেমন- পাসপোর্ট, ভিসা প্রসেসিং, ম্যানপাওয়ার, এয়ার টিকেট ইত্যাদির জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন। ইন শা আল্লাহ আমরা সততা ও নিষ্ঠার সাথে সর্বোচ্চ সেবা দেয়ার চেষ্টা করবো। ধন্যবাদ।

সেবা নিন অতি সহজে আমাদের অফিসে এসে অথবা ঘরে বসে অনলাইনের মাধ্যমে।

# সুবিধা সমূহ
> অবিশ্বাস্য কম মূল্য।
> অন্তরিকতা ও বিশ্বস্থতার সাথে সেবা প্রদান।
> পরবর্তী করনীয় অনেক সাবলীভাবে বুঝিয়ে দেয়া।
> শুরু থেকে শেষ পর্যন্ত বিশেষ মনিটরিং।
> অফলাইন, অনলাইন ও মোবাইলে কাস্টমার সার্ভিস।
> নিজের ব্যবসা আমরা নিজে পরিচালনা করি তাই স্পেশাল সুবিধা।
> অফিস টাইম ছাড়াও আমাদের সেবা নেবার বিশেষ ব্যবস্থা।
> সম্মানিত কাস্টমারবৃন্দের মতামতকে অধিক গুরুত্ব দেয়া।
> এছাড়াও আছে অনেক সুবিধা সমূহ যা আপনাকে অবইশ্য মুগ্ধ করবে।
# শুধুমাত্র একবার সেবা নিয়ে যাচাই করার জন্য আমন্ত্রণ যানাই।

তাহসিন ট্রাভেলস এজেন্ট এন্ড কম্পিউটার

ট্রাভেলস ও অনলাইন জগতের বিশ্বস্থ প্রতিষ্ঠান।

# আমাদের সেবা সমূহ
> এয়ার টিকেট, ভিসা প্রসেসিং, ই-পাসপোর্ট, ম্যানপাওয়ার, ওমরাহ্ প্যাকেজ, গামকা মেডিকেল স্লিপ, অনলাইন ইত্যাদি।

ঠিকানা : গোল্ডেন টাওয়ার, অফিস নং- ৮২, নীচ তলা, এয়ারপোর্ট রোড, আম্বরখানা, সিলেট।

# মোবাইলঃ
মোঃ জামিল উদ্দিন- 01748823452
মোঃ নজরুল ইসলাম- 01765554417

WhatsApp : 01768035951

Fb: তাহসিন ট্রাভেলস এজেন্ট এন্ড কম্পিউটার, তাহসিন ট্রাভেলস এজেন্ট এন্ড কম্পিউটার

ধন্যবাদ, দোয়া ও শুভ কামনা সবার জন্য।

Send a message to learn more

Address

Sylhet

Opening Hours

Monday 09:00 - 21:00
Tuesday 09:00 - 21:00
Wednesday 09:00 - 22:00
Thursday 09:00 - 22:00
Friday 09:00 - 22:00
Saturday 08:30 - 21:00
Sunday 09:00 - 22:00

Telephone

+8801765554417

Alerts

Be the first to know and let us send you an email when তাহসিন ট্রাভেলস এজেন্ট এন্ড কম্পিউটার posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to তাহসিন ট্রাভেলস এজেন্ট এন্ড কম্পিউটার:

Share

Category