Adnan Tours & Travels

Adnan Tours & Travels মধ্যপ্রাচ্য ও ইউরোপের কাজের ভিসায় যেতে আমাদের সাথে যোগাযোগ করুন।

31/12/2024
আগ্রহীরা বয়স ও শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করুন। নিচের হোয়াটসআপে যোগাযোগ করুনঃ +8801315-627607
20/06/2024

আগ্রহীরা বয়স ও শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করুন। নিচের হোয়াটসআপে যোগাযোগ করুনঃ +8801315-627607

বাংলাদেশ থেকে বৈধ পথে শ্রমিক নিতে আগ্রহী ইউরোপইউরোপিয়ান ইউনিয়নের (ইইউ) সদস্য ফ্রান্স, ইতালি, স্পেন, হাঙ্গেরিসহ আরও কয়েকট...
14/06/2024

বাংলাদেশ থেকে বৈধ পথে শ্রমিক নিতে আগ্রহী ইউরোপ

ইউরোপিয়ান ইউনিয়নের (ইইউ) সদস্য ফ্রান্স, ইতালি, স্পেন, হাঙ্গেরিসহ আরও কয়েকটি দেশের জাতীয় নির্বাচনে দক্ষিণপন্থিরা জয়লাভ করেছে। ফলে ইইউর অভিবাসননীতি আরও বেশি রক্ষণশীল হবে এবং অবৈধ পথে অভিবাসন আরও কঠিন হবে বলে ধারণা করা হচ্ছে। এতে ইইউভুক্ত দেশগুলোতে বৈধ পথে শ্রমিক পাঠানোর পাশাপাশি অপ্রথাগত শ্রমিক বাজার যেমন পূর্ব ইউরোপের দেশগুলোতেও সম্ভাবনা খুঁজে দেখা দরকার।

ইউরোপ শ্রমিক নিতে আগ্রহী জানিয়ে সাবেক পররাষ্ট্রসচিব মো. শহীদুল হক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ইউরোপে বয়স্ক লোকের সংখ্যা বাড়ার কারণে শ্রমিক সংকট রয়েছে। তারা বাংলাদেশ থেকে বৈধ পথে শ্রমিক নিতে আগ্রহী। কিন্তু এর বিনিময়ে ওই দেশে যারা অবৈধ রয়েছেন, তাদের ফেরত নিতে হবে।’

অবৈধভাবে অবস্থানকারী বাংলাদেশিদের ফেরত আনার জন্য ইইউর সঙ্গে বাংলাদেশের যে ব্যবস্থা রয়েছে (এসওপি), সেটি ভালো কাজ করছে। এ কারণে বৈধ পথে শ্রমিক নেওয়ার যে মেকানিজম, ট্যালেন্ট পার্টনারশিপ প্রোগ্রাম, সেটিতে তারা বাংলাদেশকে অন্তর্ভুক্ত করেছে বলে তিনি জানান।

সাবেক এই আমলা জানান, এসওপি ভালো কাজ করার ফলে নরওয়ে, সুইজারল্যান্ড ও যুক্তরাজ্য (দেশগুলো ইইউর সদস্য নয়) সঙ্গে বাংলাদেশ নতুন করে এসওপি সই করেছে। এখন সার্বিয়ার সঙ্গে বড় আকারে শ্রমিক অভিবাসন নিয়ে আলোচনা চলছে।

নতুন বাজার
অভিবাসন একটি রাজনৈতিক স্পর্শকাতর ইস্যু এবং রক্ষণশীলরা বিষয়টি আদৌ পছন্দ করে না। ইউরোপে নার্স, কেয়ারগিভার, ট্রাক ড্রাইভারসহ বিভিন্ন পেশায় প্রচুর লোকের ঘাটতি রয়েছে। কিন্তু একই সঙ্গে বিদেশিদের এসব চাকরি দেওয়ার ক্ষেত্রে তাদের মনমানসিকতা কিছুটা নেতিবাচক।

মো. শহীদুল হক বলেন, ‘পূর্ব ইউরোপের প্রচুর লোক এখন পশ্চিম ইউরোপের ধনী দেশগুলোয় চাকরি করছে। এ কারণে পূর্ব ইউরোপের দেশগুলোয় আমাদের জন্য একটি সুযোগ তৈরি হয়েছে।’

পূর্ব ইউরোপের দেশগুলোয় শ্রমিক ঘাটতি আছে এবং দক্ষিণ এশিয়ার অন্য দেশ থেকে সেখানে লোক যাচ্ছে জানিয়ে সাবেক এই সচিব বলেন, ‘সেখানে ঠিকমতো যোগাযোগ করা হলে বাংলাদেশি শ্রমিকদের পাঠানো সহজ হতে পারে।’

শ্রমিক পাঠানোর চ্যালেঞ্জ
বাংলাদেশি শ্রমিকরা কর্মঠ, এমন সুনাম থাকলেও তারা খুব দ্রুত পেশা ও অবস্থান পরিবর্তন করেন বলে কিছুটা অভিযোগ আছে।

এ বিষয়ে শহীদুল হক বলেন, ‘মোটাদাগে বাংলাদেশি শ্রমিকদের একটি প্রবণতা হচ্ছে ইউরোপের কম ধনী দেশগুলোতে তারা চাকরি নিয়ে যায়। সেখানে পৌঁছানোর কিছুদিন পর তারা ধনী দেশগুলোতে পালিয়ে যায়। ফলে সুনামের ঘাটতি তৈরি হয়।’

নিজের অভিজ্ঞতা ও ইউরোপের দেশগুলোর কর্মকর্তাদের সঙ্গে আলোচনার আলোকে শহীদুল হক বলেন, ‘এ ক্ষেত্রে ইউরোপে নেপালের শ্রমিকদের সুনাম আছে। এ কারণে ইউরোপের দেশগুলো এখন নেপাল থেকে অধিক সংখ্যক শ্রমিক নিচ্ছে।’

মাত্র ৫ দিনে ওয়ার্ক পারমিট ও রেসিডেন্সি ভিসা দিবে আরব আমিরাতসংযুক্ত আরব আমিরাতের মানবসম্পদবিষয়ক মন্ত্রণালয় দেশটিতে ওয়া...
14/06/2024

মাত্র ৫ দিনে ওয়ার্ক পারমিট ও রেসিডেন্সি ভিসা দিবে আরব আমিরাত

সংযুক্ত আরব আমিরাতের মানবসম্পদবিষয়ক মন্ত্রণালয় দেশটিতে ওয়ার্ক পারমিট এবং রেসিডেন্সি ভিসা পাওয়ার আইনগত পদ্ধতি এক মাস থেকে কমিয়ে মাত্র ৫ দিনের মধ্যে সম্পন্ন করার ঘোষণা দিয়েছে।

খালিজ টাইমস জানিয়েছে, মন্ত্রণালয় মঙ্গলবার ১১ জুন সারা দেশে কোম্পানিগুলোর জন্য “ওয়ার্ক বান্ডেল” প্রক্রিয়া সম্প্রসারণের ২য় পর্বে এই ঘোষণা দিয়েছে। এটি এমন একটি প্ল্যাটফর্ম যা কোম্পানিগুলোকে কর্মীদের ভিসা এবং ওয়ার্ক পারমিট পরিচালনা সংক্রান্ত সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করার অনুমতি দিবে।

আট ধরনের কাজ এবং বসবাসের পদ্ধতি এখন থেকে এই “ওয়ার্ক বান্ডেল” এর মাধ্যমে সম্পন্ন করা যাবে। নতুন ওয়ার্ক পারমিট, ভিসা এবং কর্মসংস্থান চুক্তি প্রদান, এমিরেটস আইডি, রেসিডেন্সি এবং মেডিকেল পরীক্ষার পরিষেবা পাওয়া যাবে এর মাধ্যমে।

এছাড়াও এর ফলে একজন শ্রমিকের কর্মসংস্থান চুক্তি পুনর্নবীকরণ, এমিরেটস আইডি এবং রেসিডেন্সি নবায়ন, ওয়ার্ক পারমিট এবং বাসস্থান বাতিল করার প্রক্রিয়াও আগের তুলনায় অনেক সহজ হয়ে উঠবে। পরিষেবাগুলো শুধুমাত্র ‘ওয়ার্ক বান্ডেল‘ এর ওয়েবসাইট থেকে নেয়া যাবে।

বাংলাদেশি কর্মীদের জন্য বড় সুখবর দিল ওমান সরকারশিগগিরই চালু হতে যাচ্ছে বাংলাদেশের তৃতীয় বৃহত্তম শ্রমবাজার ওমান। প্রথম অব...
14/06/2024

বাংলাদেশি কর্মীদের জন্য বড় সুখবর দিল ওমান সরকার

শিগগিরই চালু হতে যাচ্ছে বাংলাদেশের তৃতীয় বৃহত্তম শ্রমবাজার ওমান। প্রথম অবস্থায় বাংলাদেশ থেকে ১২ ক্যাটাগরিতে দক্ষ কর্মী নেওয়ারও আশ্বাস দিয়েছে দেশটি। পাশাপাশি দেশটিতে থাকা ৯৬ হাজার অবৈধ বাংলাদেশি কর্মীকে বৈধতা দেওয়ার আশ্বাস দিয়েছে ওমান সরকার।

এর আগে গত বছরের ৩১ অক্টোবর থেকে বাংলাদেশি নাগরিকদের ভিসা দেওয়া বন্ধ ঘোষণা করে ওমান। মূলত ভিসার অপব্যবহার ও চাহিদার তুলনায় দ্বিগুণ কর্মী থাকার অভিযোগ দেখিয়ে সিদ্ধান্তটি নিয়েছিল ওমান সরকার। সেই থেকে বাংলাদেশিদের জন্য বন্ধ রয়েছে ওমানের শ্রমবাজার।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গত ৩০ মে ওমানের শ্রম মন্ত্রী ডা. মাহাদ বিন সাইদ বিন আলী বাওইনের সঙ্গে বৈঠক করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। বৈঠকে বন্ধ হয়ে যাওয়া শ্রমবাজার খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার বিষয়টি জানান ওমানের শ্রমমন্ত্রী। তিনি উল্লেখ করেন, বাংলাদেশিদের জন্য বিভিন্ন ক্যাটাগরিতে ভিসা দেওয়া হবে। এরই মধ্যে এ সংক্রান্ত প্রক্রিয়া শুরু করা হয়েছে। অন্যদিকে ওমানে অবস্থিত বিভিন্ন কোম্পানির বৈদেশিক নিয়োগ কর্তারাও বাংলাদেশ থেকে কর্মী নেওয়ার ব্যাপারে একমত হয়েছেন।

এ প্রসঙ্গে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী বলেন, ‘বাংলাদেশ থেকে ১২ ক্যাটাগরিতে লোক নেওয়ার আশ্বাস দিয়েছে ওমান। তারা দক্ষ কর্মী নিতে চায়। আমরা এ বিষয়ে আলোচনা করেছি। দক্ষ কর্মী যাওয়া শুরু করলে অদক্ষ কর্মীও যাওয়া শুরু করবে। পর্যায়ক্রমে সে ব্যবস্থা হবে।’

09/06/2024

সৌদি আরবে আরামকো প্রজেক্টে কাজে জয়েনের পূর্বে কর্মীদের ব্রিফিং। এ জাতীয় প্রজক্টে যেতে আমাদের হোয়াটসআপ নাম্বারে যোগাযোগ করুন।

হোয়াটসআপ- +8801315-627607

ছবিতে ডানপাশে মোঃ আল-আমিন হোসেন। সৌদিআরবে রেস্টুরেন্টে কর্মরত আছে। সে ৩ মাস হলো দক্ষতার সাথে কাজ করে যাচ্ছে। তার সুস্বাস...
09/06/2024

ছবিতে ডানপাশে মোঃ আল-আমিন হোসেন। সৌদিআরবে রেস্টুরেন্টে কর্মরত আছে। সে ৩ মাস হলো দক্ষতার সাথে কাজ করে যাচ্ছে। তার সুস্বাস্থের জন্য সকলের নিকট দোয়াপ্রার্থী।

সৌদি পোস্ট অফিসে চাকুরী করছে আমাদের প্রেরনকৃত কর্মী মোঃ রতন মিয়া। তার গ্রামের বাড়ি টাঙ্গাইলে। আলহামদুলিল্লাহ্ সে আজ ১ম ...
09/06/2024

সৌদি পোস্ট অফিসে চাকুরী করছে আমাদের প্রেরনকৃত কর্মী মোঃ রতন মিয়া। তার গ্রামের বাড়ি টাঙ্গাইলে। আলহামদুলিল্লাহ্ সে আজ ১ম মাসের বেতন পাঠাইছে। সে এপ্রিলের ২২ তারিখ থেকে কাজ শুরু করেছিলো। সবাই তার জন্য দোয়া করবেন।

সৌদি আরবে সরাসরি কম্পানির ভিসা এবং আবাসিক হোটেল, রেস্টুরেন্ট, কফি শপ এবং ইনডোর ক্লিনারে যেতে আমাদের সাথে যোগাযোগ করুনঃহো...
09/06/2024

সৌদি আরবে সরাসরি কম্পানির ভিসা এবং আবাসিক হোটেল, রেস্টুরেন্ট, কফি শপ এবং ইনডোর ক্লিনারে যেতে আমাদের সাথে যোগাযোগ করুনঃ

হোয়াটসআপঃ +8801315627607

অফিসঃ আদনান ট্যুরস এন্ড ট্রাভেলস,০২ নং শহীদ তজু সড়ক, তৃতীয় তলা, খালপাড়, মানিকগঞ্জ।

#সৌদিআরব #কম্পানিভিসা #নুনডটকম #নাদেক #আবাসিকহোটেল #রেস্টুরেন্ট #কফিশপ #ইনডোরক্লিনার

Address

Tangail

Telephone

+8801315627607

Website

Alerts

Be the first to know and let us send you an email when Adnan Tours & Travels posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share