
03/06/2025
আগামী ৫ জুন আরাফার ছিয়াম রাখলে দুই বছরের গুনাহ মাফ হবে, ইনশাআল্লাহ।
আবু কাতাদাহ (রাঃ) হ'তে বর্ণিত রাসূলুল্লাহ (ছাঃ) এরশাদ করেন, 'আরাফার দিনের ছিয়াম আমি আল্লাহর নিকট আশা করি যে, তা বিগত এক বছরের ও পরবর্তী এক বছরের গুনাহের কাফফারা হবে' (মুসলিম হা/১১৬২; মিশকাত হা/২০৪৪)
আগামী ৫ জুন, ২০২৫ (বৃহস্পতিবার) পবিত্র আরাফার দিন—এই দিন হাজীরা আরাফাতের ময়দানে সমবেত হবেন। হে মহান আল্লাহ হজ্জ কে সহজ ও নিরাপদ করুন।