কক্সবাজার এয়ারপোর্টের পেছনে নুনিয়ার ছড়া বিআইডব্লিউটিসি ঘাটথেকে উত্তর বাঁকখালী নদী হয়ে বঙ্গোপোসাগরে উঠবে জাহাজটি। এরপর মেরিন ড্রাইভের সাথে সমান্তরাল সমুদ্রপথ ধরে সেন্টমার্টিন পৌঁছাবে। কক্সবাজার এয়ারপোর্টের পেছনে নুনিয়ার ছড়া বিআইডব্লিউটিএ ঘাট। কক্সবাজারে হোটেল-মোটেল জোন থেকে নুনিয়ার ছড়া বিআইডব্লিউটিসি ঘাট দূরত্ব ৫ কিলোমিটার, পৌঁছাতে মোটামুটি ৩০ মিনিট সময় লাগবে।
কক্সবাজার বি আই ডব্লিও টি এ ঘাট থেকে ছাড়বে সকাল: ৭.০০ মিনিটে।
সেন্টমারটিন থেকে ছাড়বে বিকাল: ৩.৩০ মিনিটে।
উভয় দিক থেকে গন্তব্যে পৌছুতে সময় লাগবে ৫ ঘন্টা (+,-)
সিঙ্গেল কেবিন ব্যাতীত, প্রতিটি টুইন বেড, ভি আই পি ও ভি আই পি কেবিন ২ জন এর জন্য প্রযোজ্য, অতিরিক্ত জন প্রতি আলাদা টিকেট কেটে নিতে হবে।
ছোট বাচ্চা ৫ বছরের নিচে ফ্রি। অতিরিক্ত জন ফুল টিকেট লাগবে।
আপনার ফেরার (রিটার্ন) তারিখ টিকেট কাটার পূর্বেই উল্লেখ করতে হবে।
প্রতিবার যাত্রায় এম ভি কর্নফুলী এক্সপ্রেস এর পক্ষ থেকে থাকছে হালকা স্ন্যাকস/ নাস্তা।
সমুদ্র যাত্রা পথে ছোট বাচ্চা দের সব সময় সাবধানে ও কাছে রাখুন। নাস্তার খালি প্যাকেট, চিপস / জুস এর খালি প্যাকেট, কফি/ চা এর ওয়ান টাইপ কাপ সহ সকল ময়লা আবর্জনা পানিতে ও জাহাজের যেখানে সেখানে না ফেলে, ডাস্টবিন এ ফেলুন, প্রতিটি ফ্লোরেই পর্যাপ্ত ডাস্টবিন দেয়া আছে।
*The departure and arrival time of cruise ship can be affected by weather, air pressure, tidal times, technical problems and changes to
itineraries by the cruise lines.
Ticket Cancellation Policy:
Ticket cannot be cancelled or rescheduled or refunded within 24 hours prior to the Journey.
If a Passenger Travel one way then return ticket cannot be cancelled or refunded.
If a confirmed ticket is cancelled within 72 hours and up to 24 hours before the scheduled departure time, ticket cancellation
charges will be 50 per cent of the fare.
If a confirmed ticket is cancelled within 7 days and up to 5 days before the scheduled departure time, ticket cancellation
charges will be 30 per cent of the fare.
In general, if the ship is cancelled due to government order, bad weather, air pressure, tidal reasons or any technical problems, related issues, then from refund ticket 500 Taka will be cutoff from any seat ticket price per person and 20 per cent will be cutoff from any cabin ticket price.
Payment Method:
We only accept cash payment or bkash payment. (No Credit card or Debit card payment is acceptable) For bkash payment Clients have to pay bkash service charge.
For getting a ticket online we will send the ticket via email. For that clients have to pay 100 taka and bkash payment service charge.