Dipu The Traveller

Dipu The Traveller পৃথিবীর নতুন নতুন স্থানে যাওয়ার স্বপ্ন দেখি।
পথের ধারে নতুন গল্পের অপেক্ষা।

"সরাসরি গাছ থেকে সংগ্রহ করা নির্ভেজাল, ফরমালিনমুক্ত আম!"আমাদের বাগানের এই আমগুলো আপনার জন্যই তুলে রাখা হচ্ছে!দেখতেই পাচ্...
08/05/2025

"সরাসরি গাছ থেকে সংগ্রহ করা নির্ভেজাল, ফরমালিনমুক্ত আম!"

আমাদের বাগানের এই আমগুলো আপনার জন্যই তুলে রাখা হচ্ছে!
দেখতেই পাচ্ছেন — গাছের একদম তাজা, প্রাকৃতিকভাবে বড় হওয়া আম।

কেন আমাদের কাছ থেকে আম কিনবেন?

ফরমালিন ও ক্যামিক্যাল ফ্রি — পুরোপুরি নিরাপদ

গাছ থেকে পেরে সরাসরি পাঠানো হয়

টেস্টে অতুলনীয় মিষ্টি ও ঘ্রাণযুক্ত

সারা দেশে হোম ডেলিভারি সুবিধা

আপনি যদি প্রকৃত স্বাদের আসল আম খেতে চান, তাহলে Dipu The Traveller পেজের সাথেই থাকুন আজ থেকে।

09/04/2025

অথচ ইনভেস্টমেন্ট সামিটে কবে নির্বাচন হবে এবং কোন কোন আসনে কত কত ইনভেস্ট করা হবে সেসব আলোচনা হবার কথা ছিলো। কিন্তু তা হলো না।

বয়কট করলাম এইসব নির্বাচনি ইনভেস্টমেন্টের রোডম্যাপহীন এসব ফালতু সামিট।

বয়কট... বয়কট... বয়কট..

জীবনে ওঠানামা থাকবেই, কিন্তু বিশ্বাস আর ধৈর্য থাকলে আল্লাহ নিশ্চয়ই ভালো কিছু দান করেন। জীবনে সবকিছু ( মূলধন) হারানোর দু...
18/03/2025

জীবনে ওঠানামা থাকবেই, কিন্তু বিশ্বাস আর ধৈর্য থাকলে আল্লাহ নিশ্চয়ই ভালো কিছু দান করেন।
জীবনে সবকিছু ( মূলধন) হারানোর দুই বছর একদিন।

"পুরোনো পথ, নতুন অভিজ্ঞতা! বান্দরবান বারবার ডাকছে! ⛰️✨  "
12/03/2025

"পুরোনো পথ, নতুন অভিজ্ঞতা! বান্দরবান বারবার ডাকছে! ⛰️✨ "

"অগোছালো চুল, বেহিসাবি হাওয়া, আর একরাশ স্বাধীনতা!"
03/03/2025

"অগোছালো চুল, বেহিসাবি হাওয়া, আর একরাশ স্বাধীনতা!"

02/03/2025
20/02/2025

হাসনাত আব্দুল্লাহরা ছিলো বলেই খালেদা জিয়া জেল থেকে বের হইতে পারছে। আপনারা বুক ফুলায়ে রাজনীতি করতে পারতেছেন।

নইলে এখনও রাস্তায় - "জেলের ভেতর মা'কে আর থাকতে দেব না " বইলা মাতম করা লাগতো আর ধানক্ষেতে ঘুমানো লাগতো... 🙂

19/02/2025

ছাত্রদলের জন্য অভিশাপ থাকল!
কুয়েট এর ঘটনায় বিএনপি এর লীগের মতই আচরন, দলীয় সিদ্ধান্ত আর অবস্থান নেয়ার নিন্দা জানাই।

যুক্তি, পালটা যুক্তি, শিবির, এক্স শিবিরসহ যত কথাই বলা হোক -
সেটা ছাত্রদের কোপানর জাস্টিফিকেশন হয় না।

এহেন একটা দল যদি ক্ষমতায় আসে, তাহলে কি হবে সামনে?

মুজিব এর আদর্শ, জিয়ার আদর্শ, শিবির এর ধর্মের বাণীর ব্যাবসা আর ভারত তোষণ এসবের আগে দেশের স্বার্থ।

আমি দেশের পক্ষে - মেরুদন্ড কারো কাছে বন্ধক দেই নাই!

নিন্দা আর ঘেন্না জানাই গেলাম!

রাতের নদী ও নীরবতা"
11/02/2025

রাতের নদী ও নীরবতা"

Address

Thakurgaon

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dipu The Traveller posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share