05/07/2022
"মোটরসাইকেল হচ্ছে একটি সাইকেল যার মধ্যে মোটর লাগানো হয়েছে,
এখন আপনি সাইকেল নিয়ে কি সারাদেশ ঘুরতে পারবেন?
এখন যদি রিক্সার মধ্যে মোটর লাগিয়ে দিয়ে আপনি ঢাকা থেকে পঞ্চগড় যেতে চান তা কি সম্ভব হাইওয়ে থেকে তা মেনে নেওয়া যায়?
মোটরসাইকেল হচ্ছে স্বল্প দূরত্ব চলার জন্য বাহন যা সিটির মধ্যে বা নিকটবর্তী দূরত্ব যাওয়ার জন্য ব্যবহার করা হয়।
বিশ্বের বিশ্বের কোন দেশেই দূরের যাত্রার জন্য বা হাইওয়েতে মোটরসাইকেল এলাউ করে না,, "
--বাণীতে:-- ইলিয়াস কাঞ্চন
সূত্র ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন
গত ঈদে ৩৮ পার্সেন্ট দুর্ঘটনা মোটরসাইকেলে হয়েছে,
তার মানে মোট যাত্রীর প্রায় ৪০ ভাগ মানুষ বাস বাদ দিয়ে শুধুমাত্র মোটরসাইকেলে করে পাড়ি জমিয়েছেন!!
কিন্তু সুধী সমাজের কেউ প্রশ্ন করতে সাহস পেল না কেন এই ৪০ ভাগ মানুষ জীবনের ঝুঁকি নিয়ে দুই চাকার বাহন মোটরসাইকেলে করে এত দূরের রাস্তা পাড়ি দিতে বাধ্য হল?
আসলে আমি শুধু সমাজ বলতে স্বার্থন্বেষী সমাজ বুঝি
কারণ পরিবহন সেক্টরের এই সিন্ডিকেট আর অনিয়ম উশৃঙ্খলতা এই সুশীল সমাজের মানুষরাই তৈরি করেছে, আর প্রশ্ন করবেনই বা কিভাবে আপনার তো একজন আরেকজনের আত্মীয় বিয়াই বিয়াইন ভাই ভায়েরা চাচা ভাতিজা মামা ভাগিনা,
আসলে পরিবহন সেক্টর মালিক তো আপনারাই হাতে গোনা কয়েকজন,
গত ঈদে আপনাদের মন মত সিন্ডিকেট চালাতে পারেন নাই,
মোটরসাইকেল ওয়ালারা আপনাদের পিছে বোম্বাই মরিচ লাগায় দিছে 😡
তাই এবার আপনাদের জ্বলতেছে নিচ দিয়া😡😡
আমি বাইক চালানো ছেড়ে দেব যদি আপনি পরিবহন খাতকে নিরাপদ ও সিন্ডিকেট মুক্ত করেন,
আমি কেন দুই চাকার বাহনের উপর ভরসা করব যদি আপনি আমাকে ঝামেলা মুক্তভাবে বাড়ি যাওয়ার ব্যবস্থা করে দেন?
পৃথিবীর কোন দেশে আছে যে কোন উৎসবের সময় এইভাবে মানুষকে বাধ্য কইরা ভাড়া বাড়াইয়া মানুষের থেকে বেশি টাকা আদায় করা?
টাকা কি আপনার বাপেরা কামাই কইরা মানুষের পকেটে দিয়ে গেছেন?
আরে ভাই আপনি কি বুঝবেন আপনি তো ব্যক্তিগত গাড়ি ব্যবহার করেন।
আপনার গাড়িতে তো এসি ও আছে, কোটি টাকার গাড়ি,
লোকাল বাসে চড়ছেন কখনো?
এই গরমের মধ্যে একটা বাসের মধ্যে গিজগিজ করা মানুষ থাকে একজনের গায়ের উপর আরেকজন থাকে একটু কম টাকায় টাইম মত পৌঁছানোর জন্য তিন ঘন্টা আগে বাসা থেকে বের হই,
ঈদ আসলে এই লোকাল বাস গুলোই 40 সিটের বাস ৫০-৬০ জন যাত্রী নিয়ে সেই আপনার পঞ্চগড় ঠাকুরগাঁও চলে যায়, তাও আবার দ্বিগুণ বা তিন গুন ভাড়া নিয়ে কারণ আপনার পরিবার সেক্টর অনেক ভালো,
আপনি আপনার ঘুষখোর কর্মকর্তা এর ঘুষ নেওয়া বন্ধ করুন
২০০- ৫০০ টাকা ঘুষ খাইয়া রাস্তায় ড্রাইভার লাইসেন্স ছাড়া চলতে দেওয়া বন্ধ করুন,
আমার দেশের কর্মকর্তা তো পৃথিবীর সবচেয়ে সস্তা কর্মকর্তা তারা ৫ টাকা পর্যন্ত ঘুষ খায় অথচ এখন কাউকে ভিক্ষা দিলেও দশ টাকা দিতে হয়,
একজন রিক্সাওয়ালা, একজন বাদাম বিক্রেতা, ঝালমুড়ি বিক্রেতা, ডিম বিক্রেতা এমনকি যে লোকটা ফ্লাক্সে করে ৫ টাকা কাপ চা বিক্রি করে সেই লোকটা পর্যন্ত আপনাদেরকে ঘুষ দেয়, দেয় না দিতে হয়। আপনাদের কাছ থেকে ভালো কিছু কিভাবে আশা করবে সাধারণ মানুষ।
,
এসির নিচে বইসা বইসা সাধারণ মানুষ নিয়ে লেকচার দেন,
আপনাদের লেকচারে সাধারণ মানুষের ঘরে ভাত আসে না,
আর তারা আপনাদের মত দুর্নীতিও করতে পারেন না,
,,
হয়তো সেদিন আর বেশি দূর নাই যেদিন জনগণ শ্রীলঙ্কার মত করে সুখী সমাজকে উত্তর দিবে,
post credit : Gazi Roni
Hridoy hasan