
07/08/2025
দয়া করে িফান্ডেবল টিকেট কাটার আগে ভিসা নিশ্চিত করুন।
কখনো কখনো সৌদি মন্ত্রণালয় কোনো পূর্বঘোষণা ছাড়া (নুসুক মাসার) সিস্টেম হঠাৎ করে বন্ধ করে দেয় । এর ফলে উক্ত সিস্টেমে কোনো কার্যক্রম পরিচালনা করা যায় না। সিস্টেমটি কখন পুনরায় সচল হবে, তাও নিশ্চিতভাবে বলা যায় না।
আবার কখনো কখনো সার্ভার জনিত সমস্যায় ভিসা লং টাইম পেন্ডিং এ থাকে।
তাই সকলকে বিশেষভাবে অনুরোধ করছি কোনো গ্রুপ বা নন রিফান্ডেবল টিকিট ধরার ক্ষেত্রে আগে ভিসা নিশ্চিত করুন। তা না হলে মহামসিবতের মধ্যে পড়ে যাবেন।
আল্লাহ তাআলা সকলকে হেফাজত করুন। আমীন