Finzeo Capital

  • Home
  • Finzeo Capital

Finzeo Capital Business Migration. RCBI. Study Abroad. Second Passport. Start- Up Visa. Trade Finance. Digital Nomad Visa.

কেন SUV প্রোগ্রাম?কানাডার স্টার্ট-আপ ভিসা প্রোগ্রাম উদ্ভাবনী উদ্যোক্তাদের জন্য একটি দুর্দান্ত সুযোগ, যা স্থায়ীভাবে কানা...
25/04/2025

কেন SUV প্রোগ্রাম?
কানাডার স্টার্ট-আপ ভিসা প্রোগ্রাম উদ্ভাবনী উদ্যোক্তাদের জন্য একটি দুর্দান্ত সুযোগ, যা স্থায়ীভাবে কানাডায় বসবাস, ব্যবসা সম্প্রসারণ এবং পরিবারের ভবিষ্যত নিশ্চিত করার সহজ ও নির্ভরযোগ্য পথ সরবরাহ করে।

কানাডার স্টার্ট-আপ ভিসা (SUV) প্রোগ্রামের সুবিধা
1. স্থায়ী বাসিন্দা (PR) হওয়ার সুযোগ:
• আবেদনকারী, জীবনসঙ্গী এবং ২২ বছরের নিচে নির্ভরশীল সন্তানদের জন্য সরাসরি PR সুবিধা।
2. ওয়ার্ক পারমিট সুবিধা:
• আবেদনকারী ও তার পরিবারের জন্য ৩ বছরের ওয়ার্ক পারমিট, PR প্রক্রিয়া চলাকালীনই কাজের সুযোগ।
3. সহজ যোগ্যতা শর্ত:
• ন্যূনতম বয়সের কোনো বাধ্যবাধকতা নেই।
• ভাষার দক্ষতার জন্য CLB ৫ (IELTS-এ প্রতিটি বিভাগে ৫)।
• Business Incubator বা অন্য স্বীকৃত সংস্থা থেকে Letter of Support।
4. কানাডার সামাজিক সুবিধা:
• সন্তানদের জন্য ১২ শ্রেণী পর্যন্ত বিনামূল্যে শিক্ষা।
• পরিবারের জন্য বিনামূল্যে স্বাস্থ্যসেবা।
5. উচ্চ সাফল্যের হার:
• অনুমোদনের হার ৯৪% এবং ২০২৩ সালে ৩৫০০ জন PR পেয়েছেন।
6. ব্যবসায়িক সহায়তা:
• ভেঞ্চার ক্যাপিটাল, এঞ্জেল ইনভেস্টর এবং বিজনেস ইনকিউবেটরের মাধ্যমে পরামর্শ ও নেটওয়ার্কিং সুবিধা।
7. নাগরিকত্বের পথে সহজ সুযোগ:
• নির্দিষ্ট সময় কানাডায় বসবাসের পর নাগরিকত্বের জন্য আবেদন করার সুযোগ।

WhatsApp Message: 01919-320114

𝘿𝙝𝙖𝙠𝙖 𝙊𝙛𝙛𝙞𝙘𝙚 :
Commercial Clove
56/C , RD 130
Gulshan 1

𝘾𝙖𝙣𝙖𝙙𝙖 𝙊𝙛𝙛𝙞𝙘𝙚 :
Alexandre Bernier, avocat
187, Place d’Youville
Montreal, Quebec
Canada H2Y 2B2

“ডেনমার্কে আসার আগে অবশ্যই জানুন: সম্পূর্ণ রিয়েলিটি গাইডলাইন দেওয়ার চেষ্টা করেছি।” (চাকরি, খরচ, পরিবার, বাসা, ভার্সিটি,...
24/04/2025

“ডেনমার্কে আসার আগে অবশ্যই জানুন: সম্পূর্ণ রিয়েলিটি গাইডলাইন দেওয়ার চেষ্টা করেছি।” (চাকরি, খরচ, পরিবার, বাসা, ভার্সিটি, প্রস্তুতি সব কিছু নিয়ে রিয়েল এক্সপেরিয়েন্স)

কিছু প্রশ্নে :
“ভাই, ডেনমার্কে আসলে কি কাজ পাওয়া যায়?”
“বাসা পাওয়া কতটা কঠিন?”,
“স্টুডেন্ট হয়ে টিকে থাকা যায় কি না?”,
“পরিবার নিয়ে এলে কি বিপদ হবে?”
সবার মেসেজে আলাদা করে উত্তর দেওয়া সম্ভব হয় না।
তাদের জন্যই এই পোস্ট।

ইউরোপ মানেই সুখ-স্বপ্নের জীবন না! ডেনমার্কে এসে চট করে চাকরি, ফ্ল্যাট, আর সুখী সংসারের ছবি সব কিছু বাস্তব জীবনে অনেক কঠিন। তাই যারা নতুন আসতে চান বা পরিকল্পনা করছেন, তাদের জন্য এই লেখাটা।

একটা রিয়েল গাইডলাইন – চোখ খুলে দেওয়ার মতো।

১. চাকরি পাওয়া: শুরুতেই না বুঝলে ঝামেলা পাক্কা!

ডেনমার্কে কাজ পেতে ২-৩ মাস তো ন্যূনতম ধরে নিন, কারও কারও ৫-৬ মাসও লেগে যায়। আবার কারও কারও আসার পর পরই জব হয়ে যেতে পারে। ডিপেন্ড নিজের উপর। আপনি কতোটা গুরুত্ব দিয়ে, সোর্স জেনে বুঝে জব খুঁজতেছেন।

আর এই সময়ে প্রতিমাসে খরচ:
• বাসা ভাড়া: ৩৫০০ – ৫৫০০ DKK
• খাবার: ২০০০ – ২৫০০ DKK
• ট্রান্সপোর্ট, মোবাইল, সিপিআর, আনুষঙ্গিক: ২০০০ DKK (এখানে আরও বেশিও লাগতে, CPR এর একটা কাহিনী আছে)

মোট খরচ: ৭,৫০০ – ৯,০০০ DKK (প্রতি মাসে প্রায় দেড় লাখ বাংলাদেশি টাকা)। তিন মাসের বেকাপ না থাকলে জীবন দুর্বিষহ হয়ে উঠতে পারে। তিন মাসের খরচ হিসাব করলে দাঁড়ায় ২৫,০০০ – ২৮,০০০ DKK (বাংলাদেশি টাকায় ৪-৫ লাখ)

২. কিভাবে চাকরি খুঁজবেন? (প্র্যাকটিক্যাল টিপস)

অনলাইন জব সাইট:
• jobindex.dk – সবচেয়ে জনপ্রিয় সাইট
• jobnet.dk – সরকারি জব পোর্টাল (CPR লাগবে)
• workindenmark.dk – আন্তর্জাতিকদের জন্য
• studenterguiden.dk – স্টুডেন্টদের পার্টটাইম জব
• LinkedIn, Indeed.dk – প্রফেশনাল জবের জন্য

অফলাইন কৌশল:
• হাতে CV নিয়ে রেস্টুরেন্ট, দোকান, ক্যাফেতে দিয়ে আসুন
• পরিচিত কারও রেফারেন্সে চেষ্টা করুন
• ডেলিভারি সার্ভিসে (Wolt, Just Eat) অ্যাপ্লাই করুন

সফল হতে যা দরকার:
• ড্যানিশ স্টাইলের পেশাদার CV
• ইংরেজি কমিউনিকেশন স্কিল
• কোনো কাজকে ছোট না ভাবার মানসিকতা
• সোশ্যাল কানেকশন— মানুষের সাথে ভালো ব্যবহার করলে কাজ আসবেই।

৩. পরিবারসহ আসলে কেমন পরিস্থিতি?

পরিবারসহ ডেনমার্কে আসা একদিকে আনন্দ, অন্যদিকে বড় চ্যালেঞ্জ:
• ভাড়ার জন্য বড় বাসা পাওয়া কঠিন এবং অনেক বেশি খরচ
• সিপিআর ডেলেতে গেলে স্কুল/হেলথ বেনিফিট পেতে সমস্যা
• কাজ না থাকলে মানসিক চাপ অনেক বেশি
• একলা উপার্জনে পরিবার চালানো কঠিন— ১ জনের আয় যথেষ্ট নয়।

পরামর্শ:
পরিবার নিয়ে আসার আগে নিজে এসে সেটআপ করে, বাসা/চাকরি নিশ্চিত করে তারপর পরিবারের ভিসা প্রসেস করা সবচেয়ে নিরাপদ ও বুদ্ধিদীপ্ত সিদ্ধান্ত।

৪. কোন ভার্সিটিতে আসবেন? পাবলিক ভার্সিটি বেস্ট চয়েস!

Top-ranked Danish Public Universities (আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য):
1. University of Copenhagen (KU) – সবচেয়ে নামকরা
2. Aarhus University – গবেষণায় অত্যন্ত সমৃদ্ধ
3. Aalborg University – প্র্যাকটিক্যাল লার্নিং সিস্টেম
4. Roskilde University – গ্রুপ ও প্রকল্প ভিত্তিক পড়াশোনা
5. University of Southern Denmark (SDU) – দক্ষতা নির্ভর কোর্স
6. Copenhagen Business School (CBS) – বিজনেস ও ইকোনমিক্সে ওয়ার্ল্ড ক্লাস

কেন পাবলিক ভার্সিটি বেস্ট?
• টিউশন ফি কম
• স্কলারশিপের সুযোগ
• ইউরোপ-জুড়ে রিকগনিশন
• পড়াশোনার শেষে ওয়ার্ক পারমিট সুবিধা

প্রাইভেট ভার্সিটিতে পড়াশোনা চালিয়ে যাওয়া কঠিন হয় যদি চাকরি না পান। সেভিংস থাকলেও দ্রুত ফুরিয়ে যায়। তাই প্রাইভেট ভার্সিটিতে না এসে পাবলিকে আসেন।

৫. হেল্প কোথায় পাবেন?
• Bangladeshi Association of students and Alumni in Denmark (BASAD). (Facebook গ্রুপ) — প্রশ্ন করুন, অভিজ্ঞতা শেয়ার করুন
• Bangladeshi in Denmark — ভাই-ব্রাদারদের একটা কমিউনিটি
• কোনো পরিচিত থাকলে আগেই জানান—বাসা/চাকরিতে অনেক হেল্প পাবেন
• ফ্রি কনসালটেশন চেক করুন ডেনমার্কের অফিশিয়াল সাইটে:
• nyidanmark.dk
• studyindenmark.dk

৬. আসার আগে চেকলিস্ট (মাস্ট ফলো):
• ৩-৪ মাসের খরচ সেভ করে আনুন (৫–৬.৫ লাখ টাকা)
• সিভি প্রস্তুত করে আনুন
• ইংরেজি ভালোভাবে শিখে আসুন
• নিজের থাকার জায়গা ঠিক করে আসুন
• মানসিকভাবে সব ধরনের কাজের জন্য প্রস্তুত থাকুন
• দালাল বা ইউটিউবারদের মিথ্যা গ্ল্যামার না দেখে বাস্তবতা জেনে আসুন।

ডেনমার্কে আসা মানেই ইউরোপের স্বপ্ন নয়, এটা যুদ্ধ।
সঠিক প্রস্তুতি, রিসার্চ, এবং বাস্তবতা বুঝে এলে আপনি জয়ী হবেন। নইলে অনেকেই এসে ফিরে যেতে বাধ্য হন, মন ভেঙে যায়, পরিবার কষ্ট পায়।সতর্ক থাকুন। প্রস্তুত থাকুন। নিজের স্বপ্ন নিজেই গড়ুন।

Collected:

18/04/2025

**🎉 Exciting News! 🎉**

Thrilled to share that I’ve taken a bold step toward securing my future through Finzeo Capital ! 🌍✈️ This incredible opportunity opens doors to global mobility, new possibilities, and a brighter tomorrow.

Grateful for this journey and excited for what’s ahead! 🚀

Would love to hear your thoughts or experiences—drop a comment below! 👇😊

---

😊

I don’t need another passport… I need peace of mind.That’s what a client told me recently.And it stuck with me.Because t...
13/04/2025

I don’t need another passport… I need peace of mind.

That’s what a client told me recently.

And it stuck with me.

Because that’s exactly what I’ve been hearing over and over again — not in those exact words, but in intention.
A few years ago, people explored second citizenship for luxury travel, lifestyle upgrades, or better education options.

Today, the conversation has changed. Now it’s:

👉 “What happens to my business if policy changes overnight?”
👉 “What if my family needs to move quickly for safety or opportunity?”
👉 “Where can I build something that lasts, no matter which way the world tilts?”

Here’s what I’ve been seeing on the ground:

🔹 A growing number of BD investors are moving away from slow, uncertain U.S. routes like EB-5…
and instead choosing Grenada citizenship — which opens the door to the E-2 visa for the U.S.
It’s quicker. Legal. Treaty-backed. And gives them control to act when it matters.

🔹 European countries are quietly shutting doors.
Portugal has removed real estate from its Golden Visa.
Ireland has closed its investor program entirely.
It’s no longer about minimum investment — it’s about meaningful contribution. So alternatively D2, D7, GV Fund , Donation in the artistic route are the call of the day.

🔹 Most importantly, I’m seeing a shift in mindset:
This isn’t about having an exit.

It’s about creating options.
It’s about building a life that isn’t limited by one government, one economy, or one policy change.

A second citizenship or Residency isn’t a backup plan.
It’s how you design a more resilient future.

And in uncertain times, that clarity… is everything.

পরিবার নিয়ে ইউরোপে আসতে চাইলে এই চারটি দেশ দেখতে পারেন। 🇩🇰🇧🇻🇫🇮🇸🇪১। ডেনমার্ক: ডেনমার্কে অনেক আগে থেকেই বাংলাদেশীদের যাতায়...
11/04/2025

পরিবার নিয়ে ইউরোপে আসতে চাইলে এই চারটি দেশ দেখতে পারেন। 🇩🇰🇧🇻🇫🇮🇸🇪

১। ডেনমার্ক: ডেনমার্কে অনেক আগে থেকেই বাংলাদেশীদের যাতায়াত। দেশটি পৃথিবীর সুখী দেশ গুলোর মধ্যে অন্যতম। সুখী হবার পিছনে অনেক গুলো কারণ রয়েছে তার মধ্যে রয়েছে সোশাল সিকিউরিটি, বসবাসের পরিবেশ, নিরাপত্তা সহ আরো অনেক কিছু। এই দেশটিতে স্টুডেন্টরা চাইলে তাদের পরিবারের সদস্যদের নিয়ে আসতে পারেন। সুবিধাজনক বিষয় হলো আপনারা সবাই একসাথেই এপ্লিকেশন করতে পারবেন। ভিসা হলে একসাথে ফ্লাই করতে পারবেন। 🇩🇰

২। নরওয়ে: নরওয়ে নর্ডিকের দেশ গুলোর মধ্যে অন্যতম। এই দেশটিতে বেশ কিছু পাবলিক ভার্সিটি আছে যেগুলোতে আপনি মাস্টার্স, পিএইচডি লেভেলে আসতে পারবেন। ডেনমার্কের মতো নরওয়েতে ও ফ্যামেলি নিয়ে আসার ব্যাবস্থা আছে। নরওয়েতে ভিসা রিজেকশনের হার ৫% বলা চলে। সত্যি বলতে সচারাচর এরা স্টুডেন্টদের ভিসা এপ্লিকেশন রিজেক্ট করে না। 🇧🇻

৩। ফিনল্যান্ড: এই দেশটিতেও নরওয়ে এবং ডেনমার্কের মতো ফ্যামেলি নিয়ে আসার সুযোগ রয়েছে। আপনার যদি একাডেমিক রেজাল্ট ভালো থাকে তাহলে স্কলারশিপ পাওয়া ও সম্ভাবনা রয়েছে। বিগত ৩-৪ বছরে প্রচুর বাংলাদেশী ফিনল্যান্ডে পারি জমিয়েছে। নরওয়ে, ডেনমার্কের তুলনায় ফিনল্যান্ডে পিআর পাওয়া কিছুটা সহজ। 🇫🇮

৪। সুইডেন: সুইডেন নর্ডিকের দেশ গুলোতে মধ্যে অন্যতম। শিক্ষা, চিকিৎসা, প্রযুক্তিগত দিক থেকে ইউরোপের অনেক দেশের থেকে দেশটি এগিয়ে। সুইডেনে বাংলাদেশীরা ব্যাচেলর, মাস্টার্স এবং পিএইচডি লেভেল আসতে পারেন। যদিও টিউশন ফি বেশি তবে আপনার একাডেমিক রেজাল্ট ভালো থাকলে স্কলারশিপ পেতে পারেন। 🇸🇪

কোন দেশে কিভাবে আবেদন করবেন, কি কি ডকুমেন্টস লাগবে ইত্যাদি বিষয়ে বিস্তারিত জানতে inbox করেন বা আগের পোস্ট গুলো ফলো করেন

With the delegates of Passport Legacy.
11/02/2025

With the delegates of Passport Legacy.

31/12/2024
31/12/2024

Address


Opening Hours

Monday 10:00 - 19:00
Tuesday 10:00 - 19:00
Wednesday 10:00 - 19:00
Thursday 10:00 - 19:00
Saturday 10:00 - 17:00
Sunday 10:00 - 19:00

Telephone

+8809614500990

Alerts

Be the first to know and let us send you an email when Finzeo Capital posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Finzeo Capital:

Shortcuts

  • Address
  • Telephone
  • Opening Hours
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Travel Agency?

Share

Ensuring You Future

At Finzeo Capital Inc. we provide our clients not only with paths to citizenship and residency through legal and government approved investment programs but also ensuring security, safety and transformation of life. Whether you are seeking visa-free travel, security for your future, or tax efficient investment planning, we are honored to serve you and welcome you into our global family.

Acquiring a second citizenship is a life-changing endeavor, so we take it very seriously.

There is a lot of thought, due-diligence and decision making involved, which could be stressful. But that is why we are here. We listen to all of your concerns or doubts and answer all your questions.

We don’t only provide you with our citizenship/residency expertise and guidance, we also provide you with peace of mind and a smooth, stress-free journey towards global citizenship.