09/08/2025
🇧🇦🇧🇦 বসনিয়া ও হার্জেগোভিনা সম্পর্কে আজকের গুরুত্বপূর্ণ তথ্য, যারা আবেদন করবেন তথ্যগুলো আপনাদের জেনে রাখা উচিত ! 🇧🇦🇧🇦
🇧🇦🇧🇦 এটি একটি ইউরোপের বলকান কান্ট্রি ! এটি এখনো ইউরোপ ইউনিয়নের সদস্য লাভ করেনি, তবে ২০১৬ সালে ইউরোপ ইউনিয়নের সদস্যের জন্য আবেদন করেছিল ! ২০২২ সালে প্রার্থীর মর্যাদা লাভ করে, ২০২৪ সালের মার্চ মাসে আনুষ্ঠানিকভাবে আলোচনা শুরু হয়। 🇧🇦🇧🇦
🇧🇦🇧🇦 বসনিয়া ও হার্জেগোভিনা দক্ষিণ-পূর্ব ইউরোপের বলকান উপদ্বীপের একটি দেশ। এর গ্রামাঞ্চলে মধ্যযুগীয় গ্রাম, নদী এবং হ্রদ, এবং খাড়া দিনারিক আল্পস রয়েছে। জাতীয় রাজধানী সারায়েভোতে একটি সুসংরক্ষিত পুরাতন এলাকা, বাশারশিজা রয়েছে, যেখানে ষোড়শ শতাব্দীর গাজী হুসরেভ-বে মসজিদের মতো নিদর্শন রয়েছে। অটোমান-যুগের ল্যাটিন সেতু হল আর্চডিউক ফ্রাঞ্জ ফার্ডিনান্ডের হত্যার স্থান, যা প্রথম বিশ্বযুদ্ধের সূত্রপাত করেছিল। 🇧🇦🇧🇦
🇧🇦🇧🇦 বসনিয়া ও হার্জেগোভিনা এর বেসিক সর্বনিম্ন সেলারি হয়ে থাকে ৪৮০ ইউরো থেকে শুরু হয়! স্কিল অনুযায়ী ৫০০/৬০০ ইউরো বা তারও বেশি হয়ে থাকে !এই দেশে ভালো কাজের সুযোগ আছে 🇧🇦🇧🇦
🇧🇦🇧🇦 এই দেশে ওয়ার্ক পারমিটে যাওয়া যায় কিনা?
জি এ দেশে ওয়ার্ক পারমিতে এপ্লাই করা যায় এবং ভিসা ও পাওয়া যায় ! অথেন্টিক মাধ্যমে এপ্লাই করতে পারলে পারমিট পেলে ভিসা পাওয়ার সম্ভাবনা 90%+ থাকে ! কারণ এই দেশের পারমিট ও কোম্পানির সকল অথেন্টিক ডকুমেন্টস মিনিস্ট্রি থেকে লিগালাইজেশন করে হার্ড কপি অ্যাম্বাসিতে সাবমিশন হয় ! সে ক্ষেত্রে আপনার ডকুমেন্টস দুই নাম্বার বা ফেইক হওয়ার সুযোগ নেই ! যার কারণে ভিসা পাওয়ার চান্স অনেক বেশি থাকে ! 🇧🇦🇧🇦
🇧🇦🇧🇦 কোন কোন দেশ থেকে এপ্লাই করলে সহজে ভিসা পাওয়া যাবে ?
মালয়েশিয়া কাতার দুবাই ও সৌদি আরব থেকে এপ্লাই করলে ইজিলি ভিসা পাওয়া যায় ! বাংলাদেশ থেকে এপ্লাই করলে দিল্লি যেতে হয়, এবং ডাবল এন্ট্রি ভিসা নিয়ে এম্বাসি ফেইস করতে হয় ! 🇧🇦🇧🇦
বসনিয়া ও হার্জেগোভিনার প্রতিবেশী দেশগুলো হলো ক্রোয়েশিয়া, সার্বিয়া, এবং মন্টিনিগ্রো। বসনিয়ার উত্তর ও পশ্চিমে ক্রোয়েশিয়া, পূর্বে সার্বিয়া এবং দক্ষিণ-পূর্বে মন্টিনিগ্রো অবস্থিত।🇧🇦🇧🇦
এদেশের ভিসা প্রসেসিং হতে কেমন সময় লাগে ?
উত্তর : 4/6 + মাস এভারেজ লেগে থাকে 🇧🇦🇪🇺
খরচ কেমন হতে পারে ?
উত্তর : ৯/১০ লক্ষ টাকা 🇪🇺🇧🇦
এই দেশ সম্পর্কে আরও কোন প্রশ্ন থাকলে আমাদের এখানে করতে পারেন ! 🇧🇦✅
আমরা খুব শীঘ্রই এই দেশ নিয়ে কাজ শুরু করতে যাচ্ছি সবার জন্য শুভকামনা রইল ❤️🇪🇺
ইউরোপ এর আপডেট তথ্য পেতে ফলো করুন আমাদের পেজ এবং গ্রুপ: Europe Icon Travel
𝐄𝐮𝐫𝐨𝐩𝐞 𝐈𝐜𝐨𝐧 𝐓𝐫𝐚𝐯𝐞𝐥 𝐂𝐨𝐧𝐬𝐮𝐥𝐭𝐚𝐧𝐜𝐲 - 𝐄𝐢𝐓𝐜
যারা কপি পোস্ট মারবেন অবশ্যই একটু লিখে দিয়েন কোথা থেকে কপি করতেছেন !