23/07/2024
এত মৃত্যুর main কারণ অনেকেই জানে না। সোজা সহজ ভেবে দেখুন। বাংলাদেশের 1972 সালের সংবিধানের 29(1) অনুচ্ছেদে বলা হয়েছে "প্রজাতন্ত্রের চাকরিতে চাকরি বা পদের ক্ষেত্রে সকল নাগরিকের জন্য সুযোগের সমতা থাকবে"। যাইহোক, অনুচ্ছেদ 29(3)(a) এর অধীনে, রাষ্ট্র "প্রজাতন্ত্রের সেবায় তাদের পর্যাপ্ত প্রতিনিধিত্ব সুরক্ষিত করার উদ্দেশ্যে ... যে কোন অনগ্রসর অংশের পক্ষে বিশেষ বিধান করতে পারে"।
হাইকোর্টের 5 জুনের আদেশ দেশের রিজার্ভেশন নীতি কীভাবে কাজ করেছে তার একটি সারাংশ সরবরাহ করে। সিস্টেমটি 5 সেপ্টেম্বর, 1972-এ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল, মুক্তিযোদ্ধাদের জন্য 30% সরকারি ও আধা-সরকারি পদ এবং 10% মহিলাদের জন্য সংরক্ষিত। 1975 সালের আগস্টে বাংলাদেশের প্রতিষ্ঠাতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পর, তবে, কোটা কার্যকরভাবে 1996 পর্যন্ত হিমায়িত করা হয়েছিল - যখন হাসিনা প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হন। মুক্তিযোদ্ধা কোটার সুবিধা পরবর্তীতে তাদের ছেলে-মেয়েদের জন্য বাড়ানো হয়।
2018 সালে কোটা প্রত্যাহারকে আদালতে চ্যালেঞ্জ করা হয়। ৫ জুনের আদেশে, হাইকোর্ট সরকারের সিদ্ধান্তকে স্বেচ্ছাচারী বলে রায় দেয় - এবং মুক্তিযোদ্ধা এবং তাদের বংশধররা দেশের নাগরিকদের মধ্যে সবচেয়ে পিছিয়ে থাকা অংশগুলির মধ্যে একটি।
মন খারাপ করা ঘটনা সতর্ক থাকুন জীবনে জরুরি জানা দরকার দেখুন এক নজরে সব খবর জনপ্রিয়,
জেলারখবর,
আজকের খবর,
খবর,
বাংলানিউজ,
পশ্চিমবঙ্গ,
বাংলা লাইভনিউজ,
এক নজরে সব খবর,
সারা বাংলার বাছাই করা খবরের আপডেট,
moneynews,
taka,
latestnewsinbangla,
বিশ্বের সর্বশেষ খবর,
প্রতিবেদন,
বিশ্লেষণ,
সাক্ষাৎকার,
ভিডিও,
অডিও,
ধনী হবার সহজ উপায়,
জীবনে সাফল্যের রহস্য,
রাজবংশী,
দেশী,
বাংলা, ।
#উত্তরবঙ্গ
Viral news, WESTBENGAL news, top news, বাংলা খবর, bangla khabor, bangla news, bengali news, bengali informative,bengali INFORMATION, bengali knowledge, জ্ঞান, সতর্ক থাকুন, bangladeshi, bengali, bangali, newslive, today news, আজকের খবর, ajker khabor, viral খবর,
Village news, gramer news, গ্রামের খবর,শহরের খবর, sahorer news, saharer khabor,city news,live news,live khabor, করেছে,
আমরা যে ঘটনা এড়িয়ে যাই কিন্তু সেটাই যে সমাজের আয়না আর আমাদের ও শিক্ষা নিতে হয় সাবধান হতে হয়, জানতে হয়, জীবন সমাজ কি ভেবে সঠিক পথে পরিচালিত করতে হয়,টাকা বা বড়লোক হলেই মানুষ হওয়া যায় না, মানুষ হওয়া ta সবার জন্য আগে, আমারা যাতে মানুষ হিসেবে আমাদের তোমাদের তৈরি করতে পারি দেশের জন্য কিছু করতে পারি, family এর জন্য ফলাফলসমূহ কাজ করতে পারি, টাকা income কিভাবে করতে পারি, টাকার বিনিময়ে guide support , বড়লোক হবার চেষ্টা তার জীবনে সত্যি হবে সেটা নিয়ে আমার কোন support, সামাজিক জীব আমরা সমাজ সুন্দর করতে সব ধর্মের প্রতি আমার জীবন শ্রদ্ধা করি, সবাই মিলে এক হয়ে মিলেমিশে থাকা সবাইকে ভালোবাসা, সবার বিপদে পাশে দাঁড়ানো এগুলো আমাদের কর্তব্য , এই জন্য ই তো আমরা মানুষ =মান আর হুস, আমাদের নৈতিক দায়িত্ব পালন করতে হবে সেটা অবশ্যই সবাইকে মনে সব সবাই রাখতে হবে, পালন করতে হবে এক ভালো মানুষ হিসেবে জীবন সেটাই,কেউ যদি যে কোনো ভুল পথে যায় তাকে সঠিক ভাবে ফিরিয়ে জীবনের অবিচ্ছেদ্য সত্যের সোজা পথ দেখানো, সেটাই আমার INDIAN bengali voice এর চেষ্টা, কাউকে দুঃখ বা miss lead করা নয়, কোনো ভুল তথ্য দিলে মাফ করবেন বলবেন comments করবেন পাশে থাকবেন, নমস্কার l