
13/07/2025
"মেঘে ঢাকা পাহাড়, কুয়াশায় ভেজা সকাল—বর্ষার ছোঁয়ায় জেগে ওঠে এক নতুন জগৎ।"
লেপচাজগত যেন বর্ষায় এক স্বপ্নপুরী — মেঘের চাদরে মোড়া, কুয়াশায় ভেজা সবুজ পথ আর দূরে হিমালয়ের অলস ছায়া। যারা প্রকতি প্রেমী, দম্পতি, নিরিবিলি খোঁজেন তারা বর্ষার লেপচাজগতের অপরূপ সৌন্দর্য উপভোগ করতে পারবেন।
☔🌄প্রথম দিন: আগমন ও লেপচাজগতে যাত্রা
পিকআপ পয়েন্ট: এনজেপি রেলস্টেশন / বাগডোগরা বিমানবন্দর / শিলিগুড়ি
গাড়িতে যাত্রা: ~৩.৫ থেকে ৪ ঘণ্টা (রোহিনী ভিউ পয়েন্ট, কার্শিয়ং, ঘুম হয়ে)
হোমস্টে চেক-ইন করে স্নান সেরেই বসে পড়বেন গরম গরম খাবার খেতে।
বিকেল:
পাহাড়ি ট্রেইলে হেঁটে ঘোরা
সন্ধ্যা:
চা-কফি, পাকোড়া সহ বৃষ্টির শব্দে মুগ্ধ হওয়া
রাত:
ঘরোয়া রাতের খাবার
কুয়াশা ঢাকা রাতের নির্জনতায় ঘুম
🌙 লেপচাজগতে রাত্রীযাপন
☔🌄দ্বিতীয় দিন: স্থানীয় দর্শন ও প্রকৃতি উপভোগ
সকালের চা খেতে খেতে সৌন্দর্য উপভোগ, আবহাওয়া ভালো থাকলে কাঞ্চনজঙ্ঘা দর্শন করেই ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পরবো দার্জিলিং ৭ পয়েন্ট ট্যুর এর জন্য।
দুপুরে ৩টের মধ্যে ফিরে ফ্রেশ হয়ে বসে পড়বেন গরম খাবার খেতে।
সন্ধ্যা:
বৃষ্টির মাঝে চা আর গরম গরম পাকোড়া
হোমস্টেতে ছোট্ট বনফায়ার (যদি আবহাওয়া সহায়ক হয়)
🌙 লেপচাজগতে রাত্রীযাপন
☔🌄তৃতীয় দিন: বিদায়
সকাল:
শেষবারের মত পাহাড়ের শীতল হাওয়ায় হাঁটা
ব্রেকফাস্ট করে হোমস্টে থেকে চেক-আউট
ফেরার যাত্রা: সীমানা ভিউ পয়েন্ট, জরপোখরি, গোপালধারা, মিরিক ঘুরে এনজেপি / বাগডোগরা / শিলিগুড়ি ড্রপ।
---
🍛খাবার মেনু :
লাঞ্চ - ভাত, ডাল, ঝুড়ি আলু ভাজা, সবজি, এগ কারি
স্ন্যাকস - চা, ভেজ পাকোড়া
ডিনার - রুটি/ভাত, চিকেন কষা, সবজি
ব্রেকফাস্ট - লুচি, তরকারি/ রুটি তরকারি/ আলুর পরোটা
💰 ব্যয়ের ধারণা (প্রতি ব্যক্তি): ১৫জুলাই থেকে ২০ সেপটেম্বর পর্যন্ত-
২,৮০০ জনপ্রতি ( ৮ জনের গ্রুপ হলে)
২,৯০০ জনপ্রতি ( ৭ জনের গ্রুপ হলে)
৩,১৫০ জনপ্রতি ( ৬ জনের গ্রুপ হলে)
৩,৪৫০ জনপ্রতি ( ৫ জনের গ্রুপ হলে)
৩,৯০০ জনপ্রতি ( ৪ জনের গ্রুপ হলে)
৪,৬৫০ জনপ্রতি ( ৩ জনের গ্রুপ হলে)
৬,২০০ জনপ্রতি ( ২ জনের গ্রুপ হলে)
---
🎒 কি কি নিয়ে যাবেন (বর্ষার জন্য):
রেইনকোট বা ছাতা
গ্রিপ যুক্ত স্লিপ-প্রুফ জুতো
হালকা গরম জামা
পাওয়ার ব্যাংক, টর্চ
ক্যামেরা (কুয়াশা ও বর্ষার দৃশ্যের জন্য)