Fantasy Holidays

Fantasy Holidays All india Trusted Travel House. Since 2011.

06/09/2025
🔸মাত্র 5❾➈❾/- টাকায় ❼ দিনের হরিদ্বার মুসৌরী দেরাদুন গ্রুপ টুর -  нσωяαн тσ нσωяαн☎️ 9851754972 (Call/Whatsapp) 🔸Date - ...
04/09/2025

🔸মাত্র 5❾➈❾/- টাকায় ❼ দিনের হরিদ্বার মুসৌরী দেরাদুন গ্রুপ টুর - нσωяαн тσ нσωяαн

☎️ 9851754972 (Call/Whatsapp)

🔸Date - 29th Nov to 05th Dec 2025
🔹Double Sharing - 6499/-
🔹Triple Sharing - 5999/-

🔸Fantasy Holidays সাথে এই বার চলুন ইতিহাস, ধর্মস্থান, প্রাকৃতিক সৌন্দর্য সহ একাধিক সৌন্দর্য এবং মেলবন্ধনের সন্ধানে উত্তরাখন্ডের এই অঞ্চলে।

🟡𝐍𝐢𝐠𝐡𝐭𝐬𝐭𝐚𝐲𝐬 -
𝐇𝐚𝐫𝐢𝐝𝐰𝐚𝐫 𝟑𝐧, 𝐌𝐨𝐮𝐬𝐬𝐮𝐫𝐢𝐞 (Same day Sightseeing)

🟡কিভাবে পরিকল্পনা করবেন -
🔸প্রথম দিন - হরিদ্বার স্টেশন থেকে হরিদ্বার হোটেল এবং গঙ্গা ঘাট ও আরতি দর্শন । রাত্রিবাস হরিদ্বার হোটেলে।

🔸দ্বিতীয় দিন - হরিদ্বারের স্থানীয় দর্শনীয় স্থান গুলি ভ্রমণ করবো। রাত্রিবাস হরিদ্বার হোটেলে।

🔸তৃতীয় দিন - হরিদ্বার থেকে হৃষিকেশ, লক্ষণঝুলা, রামঝুলা, নীলকণ্ঠ সহ আরো বহু দর্শনীয় স্থান ভ্রমণ করে হরিদ্বারে রাত্রিযাপন।

🔸চতুর্থ দিন - হরিদ্বার থেকে মুসৌরীতে যাবো পথে মুসৌরীর সাইটসিন দেখে নিয়ে আসবো দেরাদুনে। সেখানে দেহরাদুনের কিছু সাইটসিন দেখে রাতের ট্রেনে ধরে রওনা দেবো বাড়ির পথে।

🟡আমরা যা দেব -
🔸স্লিপার ক্লাস ট্রেন টিকিট।
🔸সমস্ত গাড়ির ব্যবস্থা (সরকারি নিয়ম অনুযায়ী পিকআপ এবং লোকাল সাইটসিন হবে অটোতে)।
🔸খাবারের ব্যবস্থাপনা (প্রথম দিনের ইভনিং স্ন্যাকস থেকে শেষ দিনের লাঞ্চ)।
🔸আমাদের পরিচালিত Standard হোটেলে থাকার সমস্ত ব্যবস্থা।
🔸সুদক্ষ ম্যানেজার অথবা ড্রাইভার সর্বদা থাকবে।
🔸সমস্ত উল্লেখিত দ্রষ্টব্য স্থান ভ্রমণ।
🔸সুন্দর আতিথেয়তা।

🔹তাই আর দেরি না করে বেছে নিন আপনার পছন্দের পরিকল্পনা 𝗙𝗮𝗻𝘁𝗮𝘀𝘆 𝗛𝗼𝗹𝗶𝗱𝗮𝘆𝘀 এর সাথে।

💥বুকিং নেওয়া হচ্ছে।💥
ⒻⓄⓇ ⒷⓄⓄⓀⒾⓃⒼ ⒸⓄⓃⓉⒶⒸⓉ ⓊⓈ
FANTASY HOLIDAYS GROUP
📲9851754972
📲8777345090
🔴www.fantasyholidays.in

03/09/2025

মানালি আপডেট।।
মানালি নিয়ে কিছু কথা আপনাদের জানানোর উদ্দেশ্যে এই পোস্ট। ২৬ আগষ্ট এর মেঘভাংগা বৃষ্টির পর মানালি সহ কুলু - মানালি হাইওয়ের কিছু ধংসের ছবি আমরা সবাই দেখেছি। তারপর BRO এবং হিমাচল প্রশাসন এর সক্রিয়তায় গাড়ি চলাচল আবার শুরু হয়েছিল।

কিন্তু আবার গত ৩ দিন একনাগাড়ে বৃষ্টির কারনে রাস্তার কাজ বন্ধ হয়েছে,বিয়াস নদী বিপদসীমার উপরে বইছে। কিন্তু ইলেক্ট্রিসিটি আছে, মোবাইল নেটওয়ার্ক আছে। আগামীকাল থেকে বৃষ্টি হবেনা বলছে হাওয়া অফিস। আপনারা সবাই জানেন যেকোনো পাহাড়ি জায়গায় অতিরিক্ত বৃষ্টির কারনে ধস, রাস্তা বন্ধ হয়। ইলেক্ট্রিসিটি, নেটওয়ার্ক সমস্যা হয়, দৈনন্দিন জীবন এ সমস্যা হয়।

কিন্তু পাহাড়ের মানুষ এগুলোতে অভ্যস্ত। সেইজন্য আমাদের সমতলের মানুষের সাথে পাহাড়ি মানুষের এত ডিফারেন্স। পাহাড়ে প্রকৃতির সাথে অনেক লড়াই করে বাচতে হয়। বৃষ্টি থামলে ৭/১০ দিনের মধ্যেই BRO রাস্তা গাড়ি চলাচলের উপযোগী করে দেবে, হিমাচল প্রশাসন এবিং স্থানীয় মানুষের সহায়তায়।

এবার আসি ফেসবুকে গুজব রটানো কিছু মানুষের প্রসঙ্গে। আর আছে রিলস এর ভিউ বাড়ানোর লক্ষে কিছু মানুষের ভুলভাল তথ্য দিয়ে ভিডিও বানানো প্রসঙ্গে। আমি নিজে ১২ বছর পাহাড় নিয়ে কাজ করছি, বিশেষ করে হিমাচল, কাশ্মীর, সিকিম, উত্তরাখণ্ড রাজ্য নিয়ে। সব জায়গায়তেই আমাদের নিজেদের হোটেল আছে। এই মুহুর্তে মানালি তে ২৪ টা রুম নিয়ে হোটেল চলছে, ওখানে ৯ জন স্টাফ ও আছে। এই ভিডিও তাদের ই করা৷ কোথাও কি মনে হচ্ছে ওরা আতংকিত ? ওরা খেতে পাচ্ছে না ? বিপদে আছে ? না তারা ভালই আছে। খাচ্ছে - ঘুরছে আর পরিস্থিতি দেখে আমাদের জানাচ্ছে।

দয়াকরে গুজবে কান দেবেন না, গুজব ছড়াবেন না। কোথাও কি হিমাচল প্রশাসন থেকে নোটিস দিয়ে বলেছে বাইরের গেস্ট আগামী দিনে আর আসবেন না ? ৪ টে রুম নিয়ে হোমস্টে চালানো, ১ বছর মানালিতে থাকা কিছু ব্যক্তির ভিউ বাড়ানোর ভিডিও থেকে আপনারা কেন আতংকিত হবেন ? ট্যুরিজম ব্যবসা থেকে তারা যা ইনকাম করে তার থেকে বেশি ইনকাম তারা করে এই ফেসবুক থেকে। এটা বোঝেন না ? আমাদের মত অনেকেই আছেন যারা ১২/১৫/২০ বছর হিমাচল নিয়ে কাজ করছি, কখনো দেখছেন আমরা টেনশনে আছি ?

আমরা জানি মানালি আবার তার নিজস্ব জায়গায় ফিরে আসবে ৭ থেকে ১০ দিনের মধ্যে। ম্যক্সিমাম ১৫ দিন। আপাতত যাদের ৭ দিনের মধ্যে প্ল্যান আছে, তাদের এড়িয়ে যাওয়াই ভাল। পরিস্থিতির দিকে লক্ষ রাখুন। ফেসবুকে রিলস এর ভিউ বাড়ানোর ভিডিও দেখে আতংকিত হবেন না।

♦️এবার রাজস্থান ✳️ফ্যান্টাসি হলিডেজ আপনাদের জন্য নিয়ে এসেছে রাজস্থান গ্রুপ ট্যুর। 🍁৮ই ডিসেম্বর 🍁হাওড়া থেকে হাওড়া 🍁১৩ ...
01/09/2025

♦️এবার রাজস্থান

✳️ফ্যান্টাসি হলিডেজ আপনাদের জন্য নিয়ে এসেছে রাজস্থান গ্রুপ ট্যুর।

🍁৮ই ডিসেম্বর
🍁হাওড়া থেকে হাওড়া
🍁১৩ রাত্রি ১৪ দিন

✨প্যাকেজ মূল্য ✨
২৪ হাজার টাকা জন প্রতি (ডাবল শেয়ারিং )
২৩ হাজার টাকা জন প্রতি (ট্রিপিল শেয়ারিং)

❇️প্যাকেজের অন্তর্ভুক্ত থাকছে ❇️
✅যাওয়া আসা স্লিপার ক্লাসের ট্রেন টিকিট।
✅ডিলাক্স মানের হোটেলে পরিবার পিছু রুম।
✅সম্পূর্ণ খাওয়া-দাওয়া।
✅সম্পূর্ণ গাড়ির ব্যবস্থা।
✅সমস্ত দর্শনীয় স্থান ঘুরে দেখা।
✅অভিজ্ঞ ট্যুর ম্যানেজার দ্বারা ট্যুর পরিচালনা।
✅অভিজ্ঞ ড্রাইভার।

আমাদের বুকিং চলছে দ্রুত গতিতে। তাই আর দেরি না করে তাড়াতাড়ি যোগাযোগ করুন আমাদের সাথে এবং আপনার আসনটি সংরক্ষিত করে নিন।

📲9851754972
📲8777345090

31/08/2025

হরিদ্বার - মুসৌরি ট্যুর
৬ রাত্রি ৭ দিন
মাত্র ৫৯৯৯/-
হাওড়া থেকে হাওড়া

আজ সকালের মানালি ম্যাল। গত ৫/৬ দিন পর আজ মানালিতে ঝকঝকে রোদ। ইলেক্ট্রিসিটি কাল থেকেই চলে এসেছে। মোবাইল নেটওয়ার্ক ফিরে এস...
28/08/2025

আজ সকালের মানালি ম্যাল।

গত ৫/৬ দিন পর আজ মানালিতে ঝকঝকে রোদ। ইলেক্ট্রিসিটি কাল থেকেই চলে এসেছে। মোবাইল নেটওয়ার্ক ফিরে এসেছে। হিমাচল সরকারের পক্ষ থেকে গতকাল থেকেই রাস্তার কাজ শুরু হয়ে গেছে।

অযথা আতংকিত হবেন না। গুজবে কান দেবেন না, গুজব ছড়াবেন না। পরিস্থিতির উপর নজর রাখুন। জুলাই/আগষ্ট মাসে পাহাড়ে এই ধরনের ঘটনা নতুন নয়, প্রায় প্রতিবছর এমন ই হয়। আশা করা যায় আগামী ৭/১০ দিনের মধ্যে গাড়ি চলাচলের উপযোগী রাস্তা তৈরি হয়ে যাবে।

♦️Fantasy Holidays Annual Business Development Meets 2025❤️Head Office এর মহারথীদের সম্মান জানাতে পেরে আমরা কৃতজ্ঞ। আপনা...
28/08/2025

♦️Fantasy Holidays Annual Business Development Meets 2025

❤️Head Office এর মহারথীদের সম্মান জানাতে পেরে আমরা কৃতজ্ঞ। আপনাদের অক্লান্ত পরিশ্রমে আজকে সকলের কাছে পৌঁছে গেছে Fantasy Holidays. ফ্যন্টাসি হলিডেস এর পক্ষ থেকে সকলকে জানাই ভালবাসা এবং শুভেচ্ছা।।

Subrata Mukherjee ( General  Manager Of Fantasy Holidays Group) বিচক্ষণতা, বুদ্ধি, শ্রম, আবেগ, ভালবাসা দিয়ে Fantasy Holi...
27/08/2025

Subrata Mukherjee ( General Manager Of Fantasy Holidays Group)

বিচক্ষণতা, বুদ্ধি, শ্রম, আবেগ, ভালবাসা দিয়ে Fantasy Holidays Group কে এগিয়ে নিয়ে চলেছে। এই বিশেষ দিনে কোম্পানির পক্ষ থেকে সম্মাননা প্রদান করা হল। এই ভাবেই সমবেতভাবে এগিয়ে চলুক অশ্বমেধের ঘোড়া।

Happy Ganesh Chaturthi 🙏
27/08/2025

Happy Ganesh Chaturthi 🙏

Address

Kolkata
743331

Alerts

Be the first to know and let us send you an email when Fantasy Holidays posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Fantasy Holidays:

Share

Category