03/09/2025
মানালি আপডেট।।
মানালি নিয়ে কিছু কথা আপনাদের জানানোর উদ্দেশ্যে এই পোস্ট। ২৬ আগষ্ট এর মেঘভাংগা বৃষ্টির পর মানালি সহ কুলু - মানালি হাইওয়ের কিছু ধংসের ছবি আমরা সবাই দেখেছি। তারপর BRO এবং হিমাচল প্রশাসন এর সক্রিয়তায় গাড়ি চলাচল আবার শুরু হয়েছিল।
কিন্তু আবার গত ৩ দিন একনাগাড়ে বৃষ্টির কারনে রাস্তার কাজ বন্ধ হয়েছে,বিয়াস নদী বিপদসীমার উপরে বইছে। কিন্তু ইলেক্ট্রিসিটি আছে, মোবাইল নেটওয়ার্ক আছে। আগামীকাল থেকে বৃষ্টি হবেনা বলছে হাওয়া অফিস। আপনারা সবাই জানেন যেকোনো পাহাড়ি জায়গায় অতিরিক্ত বৃষ্টির কারনে ধস, রাস্তা বন্ধ হয়। ইলেক্ট্রিসিটি, নেটওয়ার্ক সমস্যা হয়, দৈনন্দিন জীবন এ সমস্যা হয়।
কিন্তু পাহাড়ের মানুষ এগুলোতে অভ্যস্ত। সেইজন্য আমাদের সমতলের মানুষের সাথে পাহাড়ি মানুষের এত ডিফারেন্স। পাহাড়ে প্রকৃতির সাথে অনেক লড়াই করে বাচতে হয়। বৃষ্টি থামলে ৭/১০ দিনের মধ্যেই BRO রাস্তা গাড়ি চলাচলের উপযোগী করে দেবে, হিমাচল প্রশাসন এবিং স্থানীয় মানুষের সহায়তায়।
এবার আসি ফেসবুকে গুজব রটানো কিছু মানুষের প্রসঙ্গে। আর আছে রিলস এর ভিউ বাড়ানোর লক্ষে কিছু মানুষের ভুলভাল তথ্য দিয়ে ভিডিও বানানো প্রসঙ্গে। আমি নিজে ১২ বছর পাহাড় নিয়ে কাজ করছি, বিশেষ করে হিমাচল, কাশ্মীর, সিকিম, উত্তরাখণ্ড রাজ্য নিয়ে। সব জায়গায়তেই আমাদের নিজেদের হোটেল আছে। এই মুহুর্তে মানালি তে ২৪ টা রুম নিয়ে হোটেল চলছে, ওখানে ৯ জন স্টাফ ও আছে। এই ভিডিও তাদের ই করা৷ কোথাও কি মনে হচ্ছে ওরা আতংকিত ? ওরা খেতে পাচ্ছে না ? বিপদে আছে ? না তারা ভালই আছে। খাচ্ছে - ঘুরছে আর পরিস্থিতি দেখে আমাদের জানাচ্ছে।
দয়াকরে গুজবে কান দেবেন না, গুজব ছড়াবেন না। কোথাও কি হিমাচল প্রশাসন থেকে নোটিস দিয়ে বলেছে বাইরের গেস্ট আগামী দিনে আর আসবেন না ? ৪ টে রুম নিয়ে হোমস্টে চালানো, ১ বছর মানালিতে থাকা কিছু ব্যক্তির ভিউ বাড়ানোর ভিডিও থেকে আপনারা কেন আতংকিত হবেন ? ট্যুরিজম ব্যবসা থেকে তারা যা ইনকাম করে তার থেকে বেশি ইনকাম তারা করে এই ফেসবুক থেকে। এটা বোঝেন না ? আমাদের মত অনেকেই আছেন যারা ১২/১৫/২০ বছর হিমাচল নিয়ে কাজ করছি, কখনো দেখছেন আমরা টেনশনে আছি ?
আমরা জানি মানালি আবার তার নিজস্ব জায়গায় ফিরে আসবে ৭ থেকে ১০ দিনের মধ্যে। ম্যক্সিমাম ১৫ দিন। আপাতত যাদের ৭ দিনের মধ্যে প্ল্যান আছে, তাদের এড়িয়ে যাওয়াই ভাল। পরিস্থিতির দিকে লক্ষ রাখুন। ফেসবুকে রিলস এর ভিউ বাড়ানোর ভিডিও দেখে আতংকিত হবেন না।