17/05/2025
|| বাঙালির 'দার্জিলিং' মাত্র 3299/- মাথা পিছু ||
🧑🦱 রাহুল - এ ভাই মনটা কেমন দার্জিলিং - দার্জিলিং করছে।
🙋অরূপ - আমিও সেটাই ভাবছিলাম এই বর্ষায় যদি কম খরচে একটা দার্জিলিং টুর করা যেত!
👱 পূজা - যা বলেছিস, শুনেছি বর্ষায় পাহাড়ের মায়াবী সৌন্দর্য উপভোগ করতে অনেকেই পাহাড়ে ছুটছে।
🧑🦱 রাহুল - কোথায় শুনলি?
👱 পূজা - আমার এক আত্মীয় গত বছর The Hornbill Tour & Travels এর সাথে বর্ষায় পাহাড়ের মায়াবী সৌন্দর্য উপভোগ করে এসেছে তারাই এবারেও যাবে বলছিলেন, ৯ জনের গ্রুপ বানিয়ে যাচ্ছে ওনারা এবারেও 3 দিন 2 রাতের NJP to NJP / শিলিগুড়ি থেকে শিলিগুড়ি মাত্র 3299/- টাকায় তার মধ্যে থাকা ,খাওয়া, ঘোরাঘুরি, এমনকি শেষের দিনের বাড়তি পাওনা মিরিক ঘুড়িয়ে শিলিগুড়ি/ NJP ড্রপ।
🙋অরূপ - তাহলে আর দেরি কেন এবারে বর্ষায় পাহাড়ের স্বাদ নিতেই হবে।
👱 পূজা - অবশ্যই, The Hornbill Tour & Travels এর ফেসবুক পেজে গিয়ে দেখে আয় ওনারা এবারেও বর্ষার দার্জিলিং এর Advertisement দিয়েছে।
🧑🦱 রাহুল - Plan Final এনাদের রিভিউ দেখে এলাম এনাদের পেজে, অসাধারণ। তাড়াতাড়ি গ্রুপ বানিয়ে বেরিয়ে পরি চল।
📱 Contact - 099320 74665
#দার্জিলিং_প্ল্যান_02_রাত্রি_03_দিন || : ট্রেনেই ফ্রেশ হয়ে নিন। তাতে খানিক সময় বাঁচে। এনজেপি/ শিলিগুড়ি নেমে The Hornbil Tour & Travels এর গাড়িতে চেপে বসুন। শিলিগুড়ি পেরিয়ে সেবক রোড হয়ে সবুজের সমারোহ সাথে প্রকৃতিক সৌন্দর্য এবং তিস্তা নদীর অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে এগিয়ে চলুন কার্শিয়াং রোড হয়ে দার্জিলিং এর পথে । রাস্তায় খানিকক্ষণ ব্রেক নিয়ে চেখে দেখতে পারেন পাহাড়ের মোমো, নুডুলস, এবং স্বাদে গন্ধে অতুলনীয় দার্জিলিং চা। ব্রেক সেরে আবার গাড়িতে চেপে বসুন। গাড়ি দিলারাম, সোনাদা, জোড় বাংলো হয়ে খানিকক্ষণে বেশ কয়েকটা জ্যাম পেরিয়ে টুকটুক করে পৌঁছে যাবেন দার্জিলিং , ম্যালে পৌঁছে মাত্র 7-8 মিনিটের হাঁটা পথে The Hornbil Tour & Travels এর Associates Hotel এ পৌঁছে ফ্রেশ হয়ে লাঞ্চ করে বেড়িয়ে পড়ুন ম্যালের দিকে, সঙ্গে ছাতাটা নিতে ভুলবেন না কিন্তু! দিনের আলো থাকতে উঠে পড়ুন মহাকাল মন্দিরে একবার কষ্ট করে উঠে পড়লে ভালোই লাগবে। আসে পাশের অজস্র পাইনের গাছ এবং নানান পাহাড়ি পাখিদের সুমধুর সুর আপনাকে মুগ্ধ করবেই করবে, খানিকটা সময় কাটিয়ে নেমে এসে ম্যালে একটা ফাঁকা বেঞ্চ দেখে বসে পড়তে পারেন কিংবা Glenary's বা Keventers এ গিয়ে কিছু খানাপিনা করে আসতে পারেন । কখন যে ঘণ্টা খানেক পেরিয়ে গেছে বুঝতে পারবেন না। রুমে ফিরে ডিনার করে ঘুমিয়ে পরুন। অনেকটা ধকল গেছে আজ। কাল চাইলে সকালে চাইলে টাইগার হিলটা ঘুরে দেখতে পারেন (আবহাওয়ার উপর নির্ভর করে) অথবা একটু ভালো করে ঘুমিয়ে নিতে পারেন।
: সকালে ব্রেকফাস্ট করে গাড়ি নিয়ে বেড়িয়ে পড়ুন। প্রথমেই দেখে নিন ঘুম মনেস্ট্রি আর বাতাসিয়া লুপ। তারপর একে একে দেখে নিন জাপানিজ টেম্পেল, পিস প্যাগোডা, HMI, Zoo, টি গার্ডেন, রোপ ওয়ে ইত্যাদি, সময়ে যতটা কুলাবে আর কী। হোটেলে ফিরে লাঞ্চ। তারপর আর এক চক্কর ম্যালের দিকে। দিন ফুরোলে, মন খারাপ, কাল নীচে নেমে যেতে হবে যে.
: ঘুম থেকে উঠে চা খেয়েই হাঁটা লাগাতে পারেন ম্যালের ঐতিহ্যবাহী Glenary's এ ইংরেজি Breakfast করতে অথবা হোটেলে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়ুন। পথে যেতে যেতে দেখে নিন লেপচাজগৎ, সীমানা ভিউ পয়েণ্ট, গোপালধারা টি এস্টেট, মিরিক লেক। প্রায় সারাদিন লেগে যাবে। ড্রাইভারকে বলে কোথাও একটা ভালো জায়গায় লাঞ্চটা করে নেবেন।
#খরচের_ধারণা : দেখে নেওয়া যাক 2 রাত্রির 3 দিনে 4-9 জন এ কত খরচ হবে মাথাপিছু 👇
09 জন: ₹3299/-
08 জন : ₹3699/-
07 জন : ₹4199/-
06 জন : ₹4,799/-
05 জন : ₹5299/-
04 জন : ₹5,699/-
03 জন ₹ 6199/-
02 জন ₹ 6999/-
( রেট ভ্যালিড 17ই জুন থেকে 7ই সেপ্টেম্বর পর্যন্ত )।
🤳CONTACT- 9932074665(Call/WhatsApp)
➡️ অন্তর্ভুক্ত : 1. সমস্ত থাকা খাওয়া, প্রথম দিন লাঞ্চ থেকে শেষ দিন ব্রেকফাস্ট।
2. পিক আপ ড্রপ সাইট সিইং এর সমস্ত গাড়ি (সুমো / বোলেরো)।
3. ফ্যামিলি ওয়াইজ রুম ।
4. ভায়া মিরিক ড্রপ এর মধ্যেই আছে।
🙏 বুকিং এর পর Cancel করলে বুকিং amount ফেরত দেওয়া হবেনা।
দার্জিলিং অফবিট ---
#তাকদা, #তিনচুলে, #রামপুরিয়া #শিটং #লেপচাজগৎ #লামাহাটা #আহালদারা #মিরিক কালিম্পং অফবিট ----- #লাভা #রিশপ #কোলাখাম #লোলেগাও #ইচ্ছেগাও #কফেরগাও
ছুটি ম্যানেজ করুন আর ফোন করুন The Hornbill Tour & Travels এর উত্তরবঙ্গের ( Tourist Resource Person) কে। সে আপনার পছন্দ শুনে নিয়ে আপনার মনের মতো করে বানিয়ে দেবে প্ল্যান। ব্যাস, এর পর শুরু করুন ব্যাগ গোছানো।
©® Dibakar Sarkar