Breathe Fresh Tour House

Breathe Fresh Tour House Breathe Fresh Tour House is a Ministry of Tourism, Govt. of India approved Travel Agency and tour operating company.

It has national level membership of IATO and ABTO.We operate in LADAKH, KASHMIR, UTTARAKHAND, SIKKIM, DOOARS , NORTH BENGAL, LAKSHADWEEP.

Good morning from our stay in Prini...
13/07/2025

Good morning from our stay in Prini...


চিরকাল পাহাড় ই আমায় আকৃষ্ট করেছে , দাপিয়ে বেরিয়েছে এতো কাল আমার মনের জঠর ।। কিন্তু একি দেখছি ?.আমার দুদিকে খালি জলরাশি ত...
12/07/2025

চিরকাল পাহাড় ই আমায় আকৃষ্ট করেছে , দাপিয়ে বেরিয়েছে এতো কাল আমার মনের জঠর ।। কিন্তু একি দেখছি ?.আমার দুদিকে খালি জলরাশি তার গায়ের রং অবর্ণনীয়।। নীল , কোথাও সবুজ, কোথাও বা পান্না আবার কোথাও এক ফালি হালকা হংকং ব্লু ।।

The beauty of Lakshadweep lies in its untouched, serene, and mesmerizing natural charm. It's one of the least explored but most breathtaking destinations in India

October group is full
7th December we are departing from here.

Connect fast to join..few seats left


শুরু হলো আর EK Off-beat হিমাচল ট্রিপ ২২ জন চললাম হিমাচলের পথে প্রান্তরেএমন কিছু দ্রষ্টব্য Location এ, যা কিনা প্রকৃত অর্...
11/07/2025

শুরু হলো আর EK Off-beat হিমাচল ট্রিপ

২২ জন চললাম হিমাচলের পথে প্রান্তরে
এমন কিছু দ্রষ্টব্য Location এ, যা কিনা প্রকৃত অর্থে nature's pet 🌿


Mountain calling and I must ....চললাম ..Monsoon in the Mountains is an experience that stirs every sense — the scent of ...
11/07/2025

Mountain calling and I must ....
চললাম ..

Monsoon in the Mountains is an experience that stirs every sense — the scent of wet pine, the sight of mist-kissed peaks, and the sound of distant thunder rolling across valleys. Here's a brief exploration of what makes it so magical:
It's like a A Poetic Encounter with Nature .

The rains awaken the hills — ferns unfurl, moss blankets the stones, and wildflowers burst into color. The entire landscape transforms into a lush green dream.

Mountains wear clouds like shawls. Valleys disappear into thick veils of fog, and peaks peek through like secret guardians of the sky.

Rainfall in the mountains is not just weather — it’s music. The patter on tin roofs, the gurgle of swollen streams, and the sudden hush before a downpour — it all feels like nature’s orchestra ....

----- From the desk of Moumita Mukherjee


We ARE DOING THIS IN JANUARY 2026... A GRAND EGYPT TRIP....The Bahariya Desert (also known as Bahariya Oasis) is one of ...
10/07/2025

We ARE DOING THIS IN JANUARY 2026...
A GRAND EGYPT TRIP....

The Bahariya Desert (also known as Bahariya Oasis) is one of Egypt’s hidden gems — a breathtaking blend of surreal landscapes, ancient ruins, and natural wonders. Located about 370 km southwest of Cairo, it lies in the Western Desert of Egypt and serves as a gateway to some of the most stunning desert scenery in the world.

🌵 Why You Should Visit the Bahariya Desert

1. Gateway to the White Desert

White Desert National Park is nearby — famous for its chalk rock formations shaped by wind erosion into bizarre and beautiful sculptures (think mushrooms, sphinxes, icebergs).

The contrast between black volcanic hills and the pristine white chalk is otherworldly.

2. The Black Desert

Named for its black volcanic hills and iron-rich rocks scattered across golden sands.

Offers a stark, dramatic contrast to the nearby White Desert — perfect for photography and exploration.

3. Crystal Mountain

A natural rock formation studded with sparkling quartz crystals.

Often considered a geological marvel — it's like stumbling upon nature’s treasure chest.

4. Ancient Tombs & Mummies

Valley of the Golden Mummies — discovered in the 1990s, believed to house over 10,000 Roman-era mummies.

Tombs of nobles like Banentiu and Zed-Amun-ef-ankh give a glimpse into the Greco-Roman period in Egypt.

5. Hot and Cold Springs

Natural hot springs like Bir Sigam and cold springs like Ain Bishmu offer a relaxing and refreshing stop amid the desert journey.

6. Stargazing & Desert Camping

With virtually no light pollution, Bahariya offers some of the best stargazing in Egypt.

Desert camping here under the Milky Way is an unforgettable experience.

7. Local Bedouin Culture

Warm, welcoming communities offer authentic Egyptian desert hospitality.

Come, Be the BEDUION in BAHARIA

CALL TO JOIN ☎️ 082400 03658


সময় স্বতন্ত্র - বড়ো ইচ্ছে করলো এই নিয়ে লিখতে। শরীরটা খুব একটা ভালো নয় তাই কফি  কাপ সহযোগে জানলার পাশে। এমন সকাল ও আস...
09/07/2025

সময় স্বতন্ত্র -

বড়ো ইচ্ছে করলো এই নিয়ে লিখতে। শরীরটা খুব একটা ভালো নয় তাই কফি কাপ সহযোগে জানলার পাশে। এমন সকাল ও আসে । চুপ চাপ বসে থাকলেই প্রচুর স্মৃতি , কথা , মুহূর্ত মনে ভিড় করে আসে। আজ এমন কিছু কথা মনে করিয়ে দিলো, কতো মানুষের কথা , কতগুলো মানুষের টুকরো, টাকরা স্মৃতি।
সময় কারুর নয় , সে বড়ো ই স্বতন্ত্র।

সময়, বয়স এবং সুযোগ—এই তিনটি জীবনের অমূল্য সম্পদ। কিন্তু দুঃখের বিষয়, এগুলো কারোর জন্যই অপেক্ষা করে না। ঠিক যেমন নদীর স্রোত একবার চলে গেলে তা আর ফিরে আসে না, তেমনি বয়স আর সুযোগও চলে গেলে আর সহজে ফিরে আসে না। তাই জীবনে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়া অত্যন্ত জরুরি। বা সঠিক সময় সঠিক সুযোগ। সুযোগ ছেলের হাতে র নারু নয়, কেউ তুলে দেবে না , আমাদের নিজেদের কেই নিজেদের সুযোগ খুঁজে বা তৈরি করে নিতে হবে , কখন সিচুয়েশনের সাথে লড়াই করেই।। Situation cannot be at your side always , you need to lead it to your side.

Zindegi na milegi dobara - চলচিত্র টি আমার পছন্দের প্রথম তালিকায় । অনেক গুলি করণের একটা হলো বাঁচতে শেখা টাকে ভিজ্যুয়ালাইজ করানো। হৃত্বিক রোশন যখন ক্যাটরিনা কাইফ কে বলছে যে আমি বছরে একবার ঘুরতে যায় তাই সব বছর হয়না। কারণ আমি খুব , খুব ইনকাম করবো টিল ৪০ তারপর ঘুরবো। তখন মেয়েটি বলে - "How do you know you will live upto 40?" I loved that line. We do not know what's going to happen tomorrow how can we vouch for years. বা এমন ও হতে পারে বেঁচে থেকেও বেড়ানো র মতন অবস্থায় থাকলাম না। অনেক টাকা , প্রচুর অবসর কিন্তু শরীর সাথে নেই।।
প্রাণ থাকলেই যদি বেড়ানো যেতো তাহলে তো কোনো চিন্তা ই থাকতো না । আমি কর্ম সূত্রে প্রচুর বেড়াই। কিন্তু তাও মনে হয় আর ঘুরে নিতে হবে , Muscles গুলো বিদ্রোহ করার আগে হিমালয়ে কে মন প্রাণ নিক্রে দেখে নিতে হবে, অনেক গুলো ট্রেক করে নিতে হবে নিজের সাধ্য মতন।

সময় বড় ই স্বতন্ত্র। সময় কারুর নয় ।

আমি যখন একটু কঠিন ,কঠিন ট্রিপ গুলো করি তখন অনেকেই বলে থাকেন - তোমার সাথে আরো আগে কেনো পরিচয় হয় নি। এখন কেউ তারা ৬০, কেউ ৬৫ আবার কেউ ৭৫. তাদের মন প্রাণ জুড়ে পাহাড়, হিমালয়ে , তাদের চোখে স্বপ্ন কিন্তু শরীরের অঙ্গ , প্রত্যঙ্গ গুলি বড্ডো complaining হয় ওঠেছে। তাই ইচ্ছে গুলো কে ভিতরে দাবিয়ে রাখতে হয়। যদি আরো আগে, কেউ ওনাদের স্বপ্ন গুলির সাথে পরিচয় করাতো তাহলে হয়তো কিছুটা আরো দেখতে পারতেন।।

আমি এই ক্ষেত্রে একটু স্বার্থপর। নিজের মতন করে পৃথিবী টাকে, নিজের সাধ্যের (শারীরিক ও অর্থনৈতিক) মধ্যে আমি দেখতে কোনো সময় নষ্ট করিনা।। নিজের কর্মসূচি র ট্রিপ ও থাকে নিজের পছন্দের জায়গা , পাহাড় ই মুখ্য ভূমিকায়।। এক গতে বাঁধা ঘোরা আমার এক্কেবারে napasand । এবং আমি দেখেছি মানুষ কে ভালো খাবার দিলে যেমন সে বোঝে , খায় , উপলব্ধি করে তেমন ভালো ঘোরানো, ভালো একটা ট্যুর প্ল্যান ও মানুষ শুধু একসেপ্ট করে না , এনজয় করে। ভালো সিনেমা র যেমন নিজস্ব একটা অডিয়েন্স আছে ভালো ট্রাভেলার দের ও একটা নিজস্ব চিন্তা ভাবনা আছে। তারা একটু অন্যরকম দেখতে , কই মাছের।মতন বিপরীত স্রোতে যেতে পছন্দ করে। প্রকৃতি , পরিবেশ কে ভালবেসে ঘুরতে বেরোয়।।এটা আমার পার্সোনাল এক্সপেরিয়েন্স।

যাক - যা বলছিলাম , যদি জীবন টা বেঁচে থাকার মতন করে বেঁচে থাকতে চান তবে সময় কে স্ন্মান করুন। অপেক্ষা , সঠিক সময়ের অপেক্ষা কিন্তু আপনার মন , শরীর, মননের অনেকটাই ক্ষয় করছে।।

পারবেন তো এই নষ্ট করে দেওয়া সময় কে ভবিষ্যতে জাস্টিফাই করতে ??

----- From the desk of Moumita Mukherjee

ফুকতার কে ফিরে দেখা - ছোট গল্পে- জানস্কার- পূর্নে ক্যাম্পের দিন রাত্রি - স্বপ্ন যখন বাস্তব  ......কিছু পাহাড়-বিলাসী মানু...
08/07/2025

ফুকতার কে ফিরে দেখা -

ছোট গল্পে- জানস্কার-
পূর্নে ক্যাম্পের দিন রাত্রি -

স্বপ্ন যখন বাস্তব ......

কিছু পাহাড়-বিলাসী মানুষ,যারা পাহাড়ের ধমনী শিরা উপশিরা খুঁজে গিয়ে ক্লান্তি তে ঝিমিয়ে পরে না , বরঞ্চ আরো উদ্দীপিত হয় ওঠে, তারা আসে কখনো নদী কে অনুসরণ করে, গিরিবর্ত্ম পার হয়ে, এই পথে। আজকের দ্রষ্টব্য পাদুম থেকে পূর্নি বা পূর্নে গ্রাম, ফুকতার ট্রেকিং এর বেস ক্যাম্প সাইট। আমার চেনা সেইরকম কজন কে নিয়ে ...।। পূর্নে যাবার পথে যা দেখলাম তা চোখের সীমানা ছাড়িয়ে মনের আঙিনায় বাসা বেঁধেছে।।

আমাদের প্রথম দ্রষ্টব্য ছিলো গ্যালওয়া রিঙ্গা , পাঁচ ধ্যানি বুদ্ধ , বিভিন্ন মুদ্রায় একটি সুবিশাল পাথরে খোদিত।পাশে বয়ে চলেছে পান্না সবুজ সারাপ চু। অদ্ভুত প্রশান্তি চারিপাশে , উলটোদিকে নদী, সামনে পাঁচ ধ্যান মগ্ন বুদ্ধ , ঘাড় ফেরালেই হৈমন্তিকা পপলারের সারি আর তার মাথার উপর নীল, জমাট নীল চাঁদোয়া ।। অসাধারন পরিবেশ ও তার আবেদন।।

ধূসর, বাদামি,কালো পাহাড়ের ঢালজোড়া ভাঁজ এসে মিশছে নদীর কিনারে। সবুজনীল নদীর নেশায় মাতোয়ারা সে।গাড়ি চলেছে সারাপ চু কে অনুসরণ করে। বরফ গলছে একটু একটু করে মিশছে পান্না নীল সারাপের গা য়ে এসে। তার বরফ কঠিন বর্ম গলে যাচ্ছে একটু একটু করে,দুর্বার বেগে মিশে যেতে চাইছে বহতা নদীর সাথে। হিমবাহ না,আসলে পাহাড়ের মন গলছে।

এবার বিরতি পাহাড়িয়া নদীর বুকের কাছে। চোখের সামনে ফেনিল সারাপ বহু রঙ্গে বয়ে চলেছে অবিরাম আমাদের সব কথা ঢাকা পড়ে যাচ্ছে ওর যাবার কোলাহলে।সর্পিল,আঁকাবাঁকা পথ বেয়ে ধাবমান কোন অসীমের টানে । আমি সামনে থাকতে তোমার অন্য কোনো বিষয় কথা বলার সাহস কি করে হয় , আমার প্রাণোচ্ছল গতি র দাবি তোমায় স্তব্দ করে দেওয়ার জন্য কি যথেষ্ট নয় ---- আবেদন টা ঠিক যেন এইরকম।।তার শরীর জুড়ে তোলপাড় , তচনচিয়া জলরাশি।

আবার পথ চলা। পাহাড়ি পথে চলা মানে ই কিন্তু দ্রস্ট্যবের মধ্যে থাকা।।কেউ যদি এক জায়গা থেকে গাড়িতে বসে থেকে পৌঁছনো র অপেক্ষা করতে থাকে তাহলে তার পাহাড়িয়া পথে যাওয়া টাই বেকার সময় নষ্ট। পাহাড়ের ভাঁজে ভাঁজে চমক ,এ জানালা ও জানালা র দিয়ে দৃষ্টি ক্রিস ক্রস খেলা । মাঝে মধ্যে খেলনা বাটি র গ্রাম গুলো তে বিরতি।। সহজিয়া আন্তরিকতায়, মেঠো সারল্যে ভেসে যাওয়া।অমোঘ সেই টান। উপেক্ষা করা যায়না।সে ডাকে সাড়া দিয়ে ছুটে যেতে ইচ্ছে হয়, একবার না বারবার! সেইরকম ই এক গ্রামের চেয়ে ও ভিরান জায়গা য় আমাদের লাঞ্চ break ।লাঞ্চ এর মেনু খুব সাধারণ - আলুপরাঠা তবে লাঞ্চ লোকেশন টা মার কাটারী ।

তখন মহাসমারোহে বিকেলে নামছে , জানস্কারী পাহাড়ের খাঁজে খাঁজে। পূর্নে তে পৌঁছে দেখি আমাদের ক্যাম্প almost ready। পুরো trekkers ক্যাম্প , কোন বিলাসিতা নেই।সাদা সাপটা অথচ ঠান্ডা কে টেক্কা দিতে সিদ্ধহস্ত। ভিতরে দুজন করে শুতে পারবে , মাটি তে বিস্তার, দেয়া আছে minus 30 to 35 deg centrigrade কে পাল্লা দিয়ে শরীর গরম রাখার মতন sleeping ব্যাগ। আমাদের শয়ন কক্ষের পাশে দুটি বড়ো ক্যাম্প। একটি kitchen tent ও এর একটি dining টেন্ট। অতি সাধারণ , খাবার যায়গা টেন্টে শুধু ই একটি table তাতে খাবার সাজানো যে যার মতো নিয়ে খাও। ক্যাম্প site দেখে বেশ কিছুজন আনন্দে উচ্ছাসিত।। স্বপ্নে ভেবেছিলেন কোনসমায় আকাশ এর তলায় , পাহাড় ঘেরা চত্বরে , এইকম ভাবে দিন রাত্রি কেটে যাবে।আজ স্বপ্নের ডানা উড়ানে।

সন্ধ্যা নামলো চাঁদের অনুমতি নিয়ে, ঠান্ডা র কামড় প্রখর না হলে ও জানান দিচ্ছে।। মাথার ওপরে তারাদের বাসরঘর , এক আকাশ তারা । দিনভর তার শরীর জুড়ে নীল,আরো ঘন নীল বসন আর রাত্রি হলেই তার কালো রেশমের শাড়িতে হাজার তারার সলমাজরি । চোখ ফেরানো দায়। মিষ্টি ও রাধা কোন একটা app দেখে প্ল্যানেট identify করছে, মাথার ওপরে আকাশ গঙ্গা। পাহাড়ি অন্ধকার ফুঁড়ে চাঁদের আলোয় ক্যাম্প সাইট উদ্ভাসিত। গোল করে বসে , আগুনকে সাক্ষী রেখে চলছে গানের আসর। একের পর এক - ব্রজ র গান , পবিত্র দা আর সুভাষের সঙ্গত, টিঙ্কু দি গান, স্নেহা অসাধারণ আবৃত্তি আর উত্তাপ। জীবনে এমন রাত অন্যের স্বপ্নে আসে যাঁরা ধারণ করেছিলাম নিজ মধ্যে। । ওই কড়া ঠান্ডা কে জব্দ করে আমাদের indomitable spirit এর জোশ হাই ।

রাতের খাওয়া র ডাক পড়লো। ডাইনিং ক্যাম্পে । দিম দিমে আলো , একে অপরের মুখ দেখা দায় তা আবার টুপি, মাফলার এ ঢাকা। তার মধ্যে গরম গরম রুটি/ভাত , ডাল, ফুলকপির তরকারি দিয়ে সাঙ্গ হলো রাতে র খাবার ।

রোমাঞ্চকর বেডরুম । জ্যাকেট, টুপি , ট্রাকস পরে স্লীপিং ব্যাগ এ সিঁধতে হবে। সে এক memorable অভিজ্ঞতা।সবাই হাম হাম গুড়ি গুড়ি করে ক্যাম্পে ঢুকলাম। মিঠু দি দের camp এ এক সাথে সাত জন গুতোগুতি করে ঢুকেছে।চলছে একের পর এক গান। , আবৃত্তি ,mashup। আর আমরা খোলা আকাশের তোলা য় ক্যাম্প বাড়িতে শুয়ে শুয়ে চাঁদমাখা রাতে উপভোগ করছি নিঃশব্দে সেই আবেশ ।

সকালে উঠে আমার প্রাপ্তি - শর্মিষ্ঠা দি , ব্রজ , মিঠু দি জড়িয়ে ধরে বলল -" মৌমিতা, এইরকম একটা রাত উপহার দেবার জন্য তোমায় অসংখ্য ধন্যবাদ"

----- From the page of Travel Diary by Moumita Mukherjee


Count down BEGINS....Three days to go...Inside REMOTE HIMACHAL .....OFF THE TRACK ..Again..গতে বাঁধা পথের বাইরে...
07/07/2025

Count down BEGINS....
Three days to go...
Inside REMOTE HIMACHAL .....
OFF THE TRACK ..Again..

গতে বাঁধা পথের বাইরে...


এক রাশ নীল - পান্না জলরাশি র গল্প ।।Lakshadweep ২০১৮ সাল থেকে বহুবার গ্রুপ নিয়ে যাওয়া হয়েছে, কিন্তু প্রতি বারেই সেই প...
07/07/2025

এক রাশ নীল - পান্না জলরাশি র গল্প ।।

Lakshadweep ২০১৮ সাল থেকে বহুবার গ্রুপ নিয়ে যাওয়া হয়েছে, কিন্তু প্রতি বারেই সেই প্রথম বারের ভালোলাগা কাজ করে। সেই নোনা জলে মেশানো রঙিন গল্প ভরে যায় প্রত্যেকটা মুহূর্ত।।

ডিসেম্বর মাসের লাক্ষা দীপ ট্রিপে এইবারে অনেক গুলো দ্বীপ।। থাকছে কাভারাত্তি , বাঙ্গারাম, থিন্নাকারা, আগাত্তি তো বটেই।। এমন একটা জায়গায় থাকবো যার চৌরাই খুব বেশি হলে ৫০০ mtr। অর্থাৎ একটি ফালি জমি তার এপাস - ওপাস ফিরোজা রঙের জলরাশি।।

সানসেট ও সানরাইজ দেখতে কোত্থাও যেতে হবে না। কটেজে এর এক পাসে সানরাইজ আর রাস্তা পেরোলেই সানসেট। অভিনব এই অভিজ্ঞতার witness হতে পারেন আপনিও।।

আপনার পারমিশন , থাকা , খাওয়া , বেড়ানো , হাই স্পিড ক্র্যাফট বোট টিকিট সকল কিছু দায়িত্ব আমাদের।। শুধু মনস্থির করুন ,এ সুযোগ কিন্তু বারেবারে আসে না।।

আমরা ৭, ই ডিসেম্বর Agatti reach করছি।।

☎️ 082400 03658



Address

Howrah

Opening Hours

Monday 9am - 5pm
Tuesday 9am - 5pm
Wednesday 9am - 5pm
Thursday 9am - 5pm
Friday 9am - 5pm
Saturday 9am - 5pm

Telephone

+918240003658

Alerts

Be the first to know and let us send you an email when Breathe Fresh Tour House posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Breathe Fresh Tour House:

Share