03/07/2025
kolkata to Kashmir Indigo Flight
অমরনাথ 2025 যাত্রার আগে শ্রীনগর পরিস্থিতি
Dal Lake Bus
২০২৫ এ জুলাই মাসের ৩ তারিখ শুরু হবে অমরনাথ যাত্রা।
জুন মাসে শুরু হয়ে গেছে, শ্রীনগর থেকে কাটরা বন্দে ভারত রেল যাত্রা।
বন্দে ভারত রেল চড়ার অভিজ্ঞতা, সাথে অমরনাথ যাত্রার পূর্ববর্তী সময়ে, ২০২৫ জুন মাসের শ্রীনগর তথা কাশ্মীর পরিস্থিতি কেমন আছে দেখার জন্য পৌঁছে গিয়েছিলাম ।
২৫ শে জুন 2025 দুপুর 1:25 মিনিটে শ্রীনগর থেকে ভায়া চন্ডিগড়ের ফ্লাইট নিয়ে আমি পৌঁছে গিয়েছিলাম শ্রীনগর।
আজ প্রথম পর্বের ভিডিওতে শ্রীনগরে আমার বিমান মাধ্যমে পৌঁছানোর অভিজ্ঞতা, তারপরে ডাল লেকে ডাবল ডেকার বাসে করে বুলেভার্দ রোডে নিশাত বাগ পর্যন্ত আসা যাবার সম্পূর্ণ অভিজ্ঞতা আপনাদের সামনে তুলে ধরলাম।
আগামী দিনগুলোতে খবরের কাগজ পড়ে এবং নিউজ চ্যানেলে খবর দেখে কাশ্মীর যাওয়ার সিদ্ধান্ত টা আপনারা নিজেরাই নিন। পরিস্থিতি পর্যটকদের অনুকূলে থাকলে তবেই আপনারা যাবার সিদ্ধান্ত নেবেন।
বিধিবদ্ধ সতর্কীকরণ : ভারতবর্ষের বিভিন্ন জায়গার বর্তমান পরিস্থিতি বা ভ্রমণের পরিস্থিতি কেমন তা দেখানোর জন্য আমি ঘুরে বেড়াই। আমার এই ভিডিও আপনার কাশ্মীর যাবার সিদ্ধান্তর ব্যাপারে নিরপেক্ষ অবস্থান গ্রহণ করছে । সরকারি নির্দেশিকা মেনে, নিউজ চ্যানেল দেখে সিদ্ধান্তটা আপনারা নিজেরাই নিন।