Pintu chitrakar guide

Pintu chitrakar guide Explore India with me. Travelling is my passion & I love meeting people. I share all the authentic travel information you need to know.

That will help you plan your next vacation easily & fast. Stay with us for “Best Travel Information & Tips”.

03/07/2025

kolkata to Kashmir Indigo Flight
অমরনাথ 2025 যাত্রার আগে শ্রীনগর পরিস্থিতি
Dal Lake Bus

২০২৫ এ জুলাই মাসের ৩ তারিখ শুরু হবে অমরনাথ যাত্রা।
জুন মাসে শুরু হয়ে গেছে, শ্রীনগর থেকে কাটরা বন্দে ভারত রেল যাত্রা।

বন্দে ভারত রেল চড়ার অভিজ্ঞতা, সাথে অমরনাথ যাত্রার পূর্ববর্তী সময়ে, ২০২৫ জুন মাসের শ্রীনগর তথা কাশ্মীর পরিস্থিতি কেমন আছে দেখার জন্য পৌঁছে গিয়েছিলাম ।












২৫ শে জুন 2025 দুপুর 1:25 মিনিটে শ্রীনগর থেকে ভায়া চন্ডিগড়ের ফ্লাইট নিয়ে আমি পৌঁছে গিয়েছিলাম শ্রীনগর।

আজ প্রথম পর্বের ভিডিওতে শ্রীনগরে আমার বিমান মাধ্যমে পৌঁছানোর অভিজ্ঞতা, তারপরে ডাল লেকে ডাবল ডেকার বাসে করে বুলেভার্দ রোডে নিশাত বাগ পর্যন্ত আসা যাবার সম্পূর্ণ অভিজ্ঞতা আপনাদের সামনে তুলে ধরলাম।

আগামী দিনগুলোতে খবরের কাগজ পড়ে এবং নিউজ চ্যানেলে খবর দেখে কাশ্মীর যাওয়ার সিদ্ধান্ত টা আপনারা নিজেরাই নিন। পরিস্থিতি পর্যটকদের অনুকূলে থাকলে তবেই আপনারা যাবার সিদ্ধান্ত নেবেন।

বিধিবদ্ধ সতর্কীকরণ : ভারতবর্ষের বিভিন্ন জায়গার বর্তমান পরিস্থিতি বা ভ্রমণের পরিস্থিতি কেমন তা দেখানোর জন্য আমি ঘুরে বেড়াই। আমার এই ভিডিও আপনার কাশ্মীর যাবার সিদ্ধান্তর ব্যাপারে নিরপেক্ষ অবস্থান গ্রহণ করছে । সরকারি নির্দেশিকা মেনে, নিউজ চ্যানেল দেখে সিদ্ধান্তটা আপনারা নিজেরাই নিন।

03/07/2025

JKTDC Hotel Heemal || Srinagar Dal Lake View Best Hotel 2025 || শ্রীনগরে রুম থেকে ডাল লেক দেখা

OFFICIAL BOOKING WEBSITE
www.jktdc.co.in

Srinagar 📱 0194 250 2274
Jammu 📱 0191 254 9065

Corporate Office:
SRINAGAR - KASHMIR ,Tourist Reception Centre
Tel/Fax: 0194 - 2502274
EPBAX:
Tel: 0194 - 2502270, 2502271
Email: [email protected]

Regional Office:
Tourist Reception Centre
Residency Road Vir Marg, Jammu Tawi
Tele/Fax: 0191-2549065
EPBAX: 0191-2579554
Mobile: 9419212451
Email: [email protected], [email protected]












03/07/2025

শ্রীনগরে দুর্গা বাড়িতে ২০০ টাকায় থাকার ঠিকানা এবং হ্যাঁ সত্যি ৮০০ টাকায় ডবল বেডরুম। 85টি রুম যুক্ত দুর্গা বাড়ি প্রতাপ যাত্রী নিবাস।












30/06/2025

২০২৫ এ জুলাই মাসের ৩ তারিখ শুরু হবে অমরনাথ যাত্রা।
জুন মাসে শুরু হয়ে গেছে, শ্রীনগর থেকে কাটরা বন্দে ভারত রেল যাত্রা।

বন্দে ভারত রেল চড়ার অভিজ্ঞতা, সাথে অমরনাথ যাত্রার পূর্ববর্তী সময়ে, ২০২৫ জুন মাসের শ্রীনগর তথা কাশ্মীর পরিস্থিতি কেমন আছে দেখার জন্য পৌঁছে গিয়েছিলাম ।

২৫ শে জুন 2025 দুপুর 1:25 মিনিটে শ্রীনগর থেকে ভায়া চন্ডিগড়ের ফ্লাইট নিয়ে আমি পৌঁছে গিয়েছিলাম শ্রীনগর।

আজ প্রথম পর্বের ভিডিওতে শ্রীনগরে আমার বিমান মাধ্যমে পৌঁছানোর অভিজ্ঞতা, তারপরে ডাল লেকে ডাবল ডেকার বাসে করে বুলেভার্দ রোডে নিশাত বাগ পর্যন্ত আসা যাবার সম্পূর্ণ অভিজ্ঞতা আপনাদের সামনে তুলে ধরলাম।

আগামী দিনগুলোতে খবরের কাগজ পড়ে এবং নিউজ চ্যানেলে খবর দেখে কাশ্মীর যাওয়ার সিদ্ধান্ত টা আপনারা নিজেরাই নিন। পরিস্থিতি পর্যটকদের অনুকূলে থাকলে তবেই আপনারা যাবার সিদ্ধান্ত নেবেন।

বিধিবদ্ধ সতর্কীকরণ : ভারতবর্ষের বিভিন্ন জায়গার বর্তমান পরিস্থিতি বা ভ্রমণের পরিস্থিতি কেমন তা দেখানোর জন্য আমি ঘুরে বেড়াই। আমার এই ভিডিও আপনার কাশ্মীর যাবার সিদ্ধান্তর ব্যাপারে নিরপেক্ষ অবস্থান গ্রহণ করছে । সরকারি নির্দেশিকা মেনে, নিউজ চ্যানেল দেখে সিদ্ধান্তটা আপনারা নিজেরাই নিন।

Riddhima Tours and Travels 🧳 Pintu Chitrakar 📱 9933925956কালীপুজোর পূর্ববর্তী সময়ের ছুটিতে , চলুন ঘুরে আসি আগ্রা, মথুরা...
20/06/2025

Riddhima Tours and Travels 🧳
Pintu Chitrakar 📱 9933925956

কালীপুজোর পূর্ববর্তী সময়ের ছুটিতে , চলুন ঘুরে আসি আগ্রা, মথুরা, বৃন্দাবন, দিল্লী।

DATE
যাত্রা শুরু 13th Oct সোমবার, সন্ধ্যা রাত্রি।
এবং
পশ্চিমবঙ্গ পদার্পণ তারিখ 20th Oct সোমবার বিকেল বেলা।

Package Price 12900 Rs

(এরমধ্যে অন্তর্ভুক্ত আছে, স্লিপার ক্লাস ট্রেনের টিকেট আসা যাওয়া, প্রাতরাশ, মধ্যাহ্নভোজন , রাত্রিকালীন আহার, AC DOUBLE 🛏️ BED Stay , যাত্রা কালীন সময়ে অন্তর্বর্তী স্থানগুলো ঘোরার জন্য পরিবহন খরচ)
( এরমধ্যে অন্তর্ভুক্ত নেই , ট্রেনে যাতায়াত এর সময় খাওয়া-দাওয়া, দর্শনীয় স্থানে যে কোন রকমের প্রবেশ মূল্য, গাইডের খরচা, কুলির খরচ, প্যাকেজে উল্লিখিত অন্তর্ভুক্ত নেই এমন যেকোনও রকমের খরচ)

AC TRAIN TIC :: যে সমস্ত সদস্যগণ , AC TRAIN TIC ব্যবহার করে যাতায়াত করতে চান সে ক্ষেত্রে ২০০০ টাকা অতিরিক্ত লাগবে।।
অর্থাৎ প্যাকেজ হবে 14900 Rs.

Condition -- ফিরতি যাত্রা ট্রেনের টিকিট , যদি কোন কারণবশত, confirm না পাওয়া যায়, সেক্ষেত্রে seat booking amount সম্পূর্ণ ফেরত দেওয়া হবে। যেহেতু দুই মাস আগে ট্রেনের টিকেট কাটা হয়, এবং বর্তমানে ট্রেন টিকিটের প্রচুর চাহিদা, এবং আমার বিশেষ ব্যক্তিগত যোগাযোগ নেই, এবং আমি কোন রকমের কোন অসৎ উপায় অবলম্বন করে ট্রেনের টিকেট কাটার পক্ষপাতী নয়, তাই এই condition.
( পুজোর মাস তাই lower berth এর জন্য চেষ্টা করা হবে , কিন্তু গ্যারান্টি দিতে পারবো না )

ঋদ্ধিমা ট্যুরস এন্ড ট্রাভেলস পরিচালিত Agra Mathura Vrindavan Delhi Group Tour
ভ্রমণ পরিকল্পনা।

13th Oct সন্ধ্যার পরে Howrah থেকে যাত্রা শুরু।
( Bikaner or Garbha Exp )

14th Oct সকাল দুপুর বিকেল ট্রেনে সময় কেটে যাবে।
Night Stay @ Agra Stay
15th Oct Agra Fatehpur Sikri

16th Oct Mathura Vrindavan
17th Oct Mathura Vrindavan
18th Oct Mathura Vrindavan
Eve Mathura to Delhi Train

19th Oct Delhi Tour
Evening Train Delhi to Bengal 🚂 ( Jalianwalabagh or Poorva Exp )
20th Oct afternoon West Bengal

খাবারের হিসেব 🙏🙏
ট্রেনে কোন রকমের খাবার, কোম্পানি বহন করবে না।

ঋদ্ধিমা ট্যুর এন্ড ট্রাভেলস এর পক্ষ থেকে মাননীয় অতিথিবৃন্দদের জন্য খাবারের ব্যবস্থা
👇👇👇👇☑️☑️☑️☑️☑️
14th Oct Dinner Start
15th Oct Food
16th Oct Food
17th Oct Food
18th Oct Food
19th Oct Only Breakfast and Lunch ☑️☑️☑️☑️☑️☑️

ট্রেনে ❌❌❌❌❌❌
19th Oct রাত্রিকালীন আহার
20th Oct ট্রেন সকাল ও দুপুরের খাবার ( ঋদ্ধিমা ট্যুরস এন্ড ট্রাভেলস কোম্পানি বহন করবে না )❌❌❌❌❌

Visakhapatnam Tour Guide Visakhapatnam Tour Plan বিশাখাপত্তনম ভ্রমণ গাইড || সব থেকে কম খরচে গণপরিবহন ভাইজ্যাগ সম্পূর্ণ ভ...
16/06/2025

Visakhapatnam Tour Guide
Visakhapatnam Tour Plan বিশাখাপত্তনম ভ্রমণ গাইড || সব থেকে কম খরচে গণপরিবহন ভাইজ্যাগ সম্পূর্ণ ভ্রমণ

Visakhapatnam

আপনি কিভাবে পৌঁছবেন ?
______________________________________
হাওড়া থেকে, শালিমার অথবা সাঁতরাগাছি থেকে
বিশাখাপত্তনম যাওয়ার সরাসরি ট্রেন আছে।
সপ্তাহ শেষে যদি পরিকল্পনা করেন সেক্ষেত্রে,

১. সাঁতরাগাছি চেন্নাই এসি সুপারফাস্ট এক্সপ্রেস ( মঙ্গল ও শুক্রবার)
২. হাওড়া মাইসোর সুপারফাস্ট এক্সপ্রেস ( শুক্র)
৩. করমন্ডল সুপারফাস্ট এক্সপ্রেস (প্রতিদিন)

উপরোক্ত ট্রেন গুলো পেয়ে যাবেন।

স্লিপার ক্লাস ভাড়া 435 টাকা
3 AC ট্রেন টিকেট ভাড়া 1200 টাকা।

আমার মত পরিকল্পনা করতে পারেন
সে ক্ষেত্রে কি করবেন ?
_____________________________________
পুরী ভ্রমণ সম্পন্ন করে জগন্নাথ দেবের দর্শন করে আমি Puri Tirupati এক্সপ্রেস সন্ধ্যা 6 টা 25 মিনিটে ধরেছিলাম।।

এবং পরের দিন খুব ভোরবেলা পৌঁছে গিয়েছিলাম।

বিশাখাপত্তনম এ কোথায় থাকবেন ??
______________________________________
সবথেকে কম খরচে যদি থাকতে চান সেক্ষেত্রে, ভারতীয় রেলের RETIRING ROOM যা স্টেশনের মধ্যে অবস্থিত।
rr.irctc অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে, আপনার ট্রেন টিকিটের , ১০ সংখ্যার PNR নম্বর দিয়ে, একা হলে DORMITORY আর যদি দম্পতি বা দুই বন্ধু / বান্ধবী হন, সে ক্ষেত্রে এসি নন এসি ডাবল বেডরুম বুক করতে পারেন।
রেল স্টেশনের মধ্যে হওয়ার সুবিধা এটাই অনেক বেশি সুরক্ষিত। এবং ফেরার সময় ট্রেন ধরার জন্য তাড়াহুড়ো বা ট্রেন মিস হবার সম্ভাবনা শূন্য।

এছাড়া যদি বিশাখাপত্তনামে রামকৃষ্ণ বিচের সামনে থাকতে চান সেক্ষেত্রে আছে ।
ARVIND STAY 🏨
লিফটের ব্যবস্থা যুক্ত বিশাল একটি প্রপার্টি।
যিনি কর্তা উনার সাথে কথা বলেছিলাম, এই ভিডিওতে উনার প্রপার্টি একটুখানি দেখিয়েছি।
কর্তার নম্বর MOBILE 📱 7777884999

বিশাখাপত্তনম এ একদিনে কি কি দেখা যাবে , সকাল থেকে সন্ধ্যা বেলার মধ্যে নিম্নলিখিত জায়গা গুলি আপনারা পরিদর্শন করবেন
___________________________________________
1. রুসিকোন্ডা সমুদ্র সৈকত
2. থোতলাকুন্ডা সমুদ্র সৈকত।
3.থোতলাকুন্ডা বৌদ্ধিস্ট ধ্বংসাবশেষ।
4. কৈলাস গিরি পর্বত এবং রোপওয়ে অভিজ্ঞতা।
5. রামকৃষ্ণ সমুদ্র সৈকত
মধ্যাহ্নভোজনের পরবর্তী সময়ে নিম্নলিখিত জায়গা গুলো দেখতে হবে।
6. বিশাখাপত্তনম বন্দরের রূপ।
7. বিশাখাপত্তনম fishing Harbour
8. সাবমেরিন মিউজিয়াম
9. এয়ারক্রাফ্ট মিউজিয়াম
10. সেন্ট্রাল পার্ক সন্ধ্যা সাতটায় লাইট অ্যান্ড সাউন্ড শো।

উপরে উল্লেখিত জায়গা গুলি আমি, গণপরিবহন ব্যবহার করে,
A.অন্ধ্রপ্রদেশ পরিবহন নিগম বাস
B. সাধারণ মানুষ ব্যবহার করেছিলেন শেয়ার অটো
C. RAPIDO BYKE
সহযোগে ঘুরেছিলাম।

বিশাখাপত্তনম একদিনের ভ্রমণে আমার খরচ।
_______________________________________

হাওড়া থেকে স্লিপার ক্লাস ট্রেন টিকিট যাওয়া এবং আসা, আর তার সাথে ওখানে ঘোরা, বিভিন্ন দর্শনীয় স্থানে এন্ট্রি টিকেট, থাকার জায়গাতে ভাড়া ৫০০ টাকা ধরে।
একজনের খরচ 2670 টাকা।

উপরের বর্ণনায় যা যা আমি লিখলাম সেই সমস্ত জিনিসগুলো আপনারা সম্পূর্ণ ভিডিওতে দেখতে পাবেন।।

আপামোর বাঙালি পর্যটকের
বিশাখাপত্তনম যাত্রা শুভ হোক।

দুগ্গা দুগ্গা।













  AGRA আগামী আগস্ট মাস এবং পুজোর ছুটিতে শীতের ছুটিতে যারা আগ্রা ভ্রমনে যাবেন তাদের জন্য।পশ্চিমবঙ্গ থেকে আগ্রা গামী (যোধপ...
01/06/2025

AGRA

আগামী আগস্ট মাস এবং পুজোর ছুটিতে শীতের ছুটিতে যারা আগ্রা ভ্রমনে যাবেন তাদের জন্য।

পশ্চিমবঙ্গ থেকে আগ্রা গামী (যোধপুর এক্সপ্রেস, বিকানির এক্সপ্রেস, গান্ধীধাম গরবা এক্সপ্রেস, উদয়পুর সিটি অনন্যা এক্সপ্রেস ) UP এবং DOWN ট্রেনগুলি
৩০ শে জুলাই ৩১ শে জুলাই, ৪ আগস্ট ২০২৫ থেকে Agra Fort রেল স্টেশনের পরিবর্তে agra Idgah নামক স্টেশনে স্টপেজ হবে।
আগামী আগস্ট মাসে, পুজোর ভ্রমণে শীতের ভ্রমণে যে সমস্ত পর্যটক বন্ধুরা , আগ্রা বা রাজস্থান অভিমুখে ভ্রমণ করবেন তাদের জন্য এই সংবাদপত্রের ছবিটি শেয়ার করলাম।
এতদিন আগ্রা ফোর্ট রেল স্টেশনে নেমে খুব সহজেই আগ্রা তাজমহল বা পার্শ্ববর্তী জায়গাগুলোতে হোটেলে যাতায়াতের সুবিধা হতো।
বর্তমানে ঈদগা স্টেশনে হওয়ার কারণে, বেশ খানিকটা দূর থেকে আপনাদেরকে আগ্রার তাজমহল সংলগ্ন হোটেল গেস্ট হাউস এর দিকে আসতে হবে।
আবার ফিরতি যাত্রা সময়ও সকালবেলায়, বিজলি ঘর এলাকা, বা তাজমহল সংলগ্ন এলাকা থেকে আপনাদেরকে আগ্রা ফোর্ট নয় ঈদগাহ রেল স্টেশনে যেতে হবে ।
তথ্যসূত্র আনন্দবাজার পত্রিকা 1st June 2025

01/06/2025

Jatayu Earth 🌎 centre Kerala
ভারতের বৃহত্তম জটায়ু স্ট্যাচু

30/05/2025

Varkala Sea Beach Kerala || Trivandrum to Varkala train Vlog || Trivandrum Rail Retiring Room

Address

Kolkata

Telephone

+919933925956

Website

Alerts

Be the first to know and let us send you an email when Pintu chitrakar guide posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share