Utopia / ইউটোপিয়া

Utopia / ইউটোপিয়া This is a Travel Agency. You may book your tour packages in a very cheap rates.

23/07/2025

🔵আমাদের আয়োজনে ডুয়ার্স ট্যুর। বনফায়ার ও বার্বিকিউ এর মিশেলে ভেসে গেছে সন্ধ্যা। বনফায়ারের সেই উত্তাপ গায়ে মেখে ফুরফুরে মেজাজে আমাদের অতিথিরা। রইল এই ট্যুরের রিভিউ।

👉পুজোর বুকিং এর জন্য যোগাযোগ করুন।
✅ সিল্ক রুট, দার্জিলিং, নেপাল, ভুটান, কালিম্পং, ডুয়ার্স, পুরুলিয়া, গ্যাংটক, পেলিং, সিমলা, মানালি, লাহুল, স্পিতি, লে, লাদাখ, সাংলা, কল্পা, সারাহান, ছিটকুল, নৈনিতাল, মসৌরি, উটি, কাশ্মীর, আন্দামান, গোয়া, শিলং, চেরাপুঞ্জি, কাজিরাঙ্গা, অরুণাচল প্রদেশ, রাজস্থান, কেরালা, কর্ণাটক, ভাইজ্যাগ, ওড়িশা, নেতার হাট, রাচি, মধুপুর, গিরিডি, রাজগির, দেওঘর, জগদলপুর, থাইল্যান্ড, আফ্রিকা, বালি, মালয়শিয়া ইত্যাদি। বুকিং নম্বর -
☎️9614669952, 7384399622, 9046752848

💐Warm regards
🔵Team,
Utopia / ইউটোপিয়া

োপিয়া_TOUR_REVIEW

🔵 মাঝিধুরা, উত্তরবঙ্গের একটি রহস্যময় জগৎ। দার্জিলিঙ এর অফবিট হিসেবে এই লুকোনো রত্ন ইতিমধ্যেই পাহাড় প্রেমী, ভ্রমণ পিপাস...
22/07/2025

🔵 মাঝিধুরা, উত্তরবঙ্গের একটি রহস্যময় জগৎ। দার্জিলিঙ এর অফবিট হিসেবে এই লুকোনো রত্ন ইতিমধ্যেই পাহাড় প্রেমী, ভ্রমণ পিপাসুদের খুব পছন্দের তালিকায় চলে এসেছে। লেপচাজগতের কাছে অবস্থিত উত্তরবঙ্গের এই "পহেল গাঁও" রীতি মতো পর্যটন মানচিত্রে এখন "হট কেক।"
🔴 এবার পুজোয় আপনার গন্তব্য হতে পারে এই মাঝিধুরা। সাইট সিয়িং এর তালিকায় রাখতে পারেন - দার্জিলিঙ, বাতাসিয়া লুপ, রক গার্ডেন, লামাহাট্টা ইকো পার্ক, লেপচাজগৎ অথবা সুখিয়া পোখরী, সীমানা ভিউ পয়েন্ট, গোপাল ধারা টি এস্টেট, তাবাকোশি, বিজনবাড়ি, মিরিক লেক এবং নেপালের (অতিরিক্ত খরচ) কণ্যম, শ্রীঅন্তু পশুপতি মার্কেট ইত্যাদি।

🟢 খরচঃ ₹4,500/- জন প্রতি ( 8 জন)
🟣 প্যাকেজে থাকছেঃ শিলিগুড়ি/ এন জে পি থেকে রিজার্ভ গাড়িতে পিকআপ, ড্রপ, সাইট সিয়িং, হোমস্টেতে থাকা ও খাওয়ার ব্যবস্থা।

প্যাকেজ বুক করতে এই নম্বরে যোগাযোগ করুন -
📌 Utopia / ইউটোপিয়া
☎️ 096146 69952
☎️+917384399622
☎️+919046752848

🔵সুন্দরবন ভ্রমন ও ইলিশ উৎসব পালন!🔴ক্যানিং টু ক্যানিং              ☎️ 09614669952              ☎️ 07384399622*ভ্রমন সূচী ...
19/07/2025

🔵সুন্দরবন ভ্রমন ও ইলিশ উৎসব পালন!
🔴ক্যানিং টু ক্যানিং

☎️ 09614669952
☎️ 07384399622

*ভ্রমন সূচী 2 রাত্রি 3 দিন সুন্দরবন টুর*
🌳 Day 1 : সোনা খালি থেকে হোগোল নদী, গুমতি নদী, করতল নদী, নিতাই নদী হয়ে পৌঁছাবো গোসাবা হ্যামিলটন বাংলো, রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলো, বেকন বাংলো, গোসাবা দেখে দুর্গা দুয়ানি নদী, বিদ্যা নদী, পিচ খালি, গোমর নদী হয়ে পৌঁছাবো পাখিরালায়।
(নদী গুলোর দুপাশে দেখা যাবে - বাসন্তী গ্রাম, সোনাখালী গ্রাম, মসজিদ বাটি, চন্ডিপুর, গোসাবা, গদখালী, তবে সব জায়গায় নামা যাবে না)
🌳 Day 2 : সজনেখালি ওয়াচ টাওয়ার, সুধন্যখালি ওয়াচ টাওয়ার, পিরখালি, গাজিখালি, দেউল ভারানী, বনবিবি ভারানী, পঞ্চমুখানী, দোবাঁকী ওয়াচ টাওয়ার।
🌳 Day 3 : পাখির জঙ্গল, লোকনাথ মন্দির সাইট সিয়িং, ব্যাক টু সোনাখালী।

👉বি: দ্রঃ - প্রাকৃতিক দূর্যোগ বা অন্য কোনো বিশেষ পরিস্থিতি অনুযায়ী তৃতীয় দিনের প্রোগ্রাম প্রথম দিন হতে পারে।

🍗 খাদ্য তালিকাঃ
*প্রথম দিন*- লুচি, আলুরদম, মিষ্টি, চা/কফি।
*11:00 টায়*- আমুদি মাছ ভাজা, চা/কফি।
*দুপুরে* - ভাত, ডাল,ভাজা, ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক, ইলিশ পাতুরি, চিংড়ি মাছের মালাইকারি, চাটনি, পাঁপড়।
খাওয়ায় পর - ফল।
*সন্ধ্যা বেলা* - চিকেন পকরা, চা/কফি।
*রাত্রি বেলা* -মটন বিরিয়ানি, ডিমের কারি, স্যালাড।

*দ্বিতীয় দিন*- বেড টি, বিস্কিট।
*সকালে* - হিং এর কচুরি, ছোলার ডাল, মিষ্টি , চা/কফি।
*11:00 টায়* - লোটেমাছের চপ, চা/কফি।
*দুপুরে* - ভাত, ডাল, ভাজা, ইলিশ মাছের মাথা দিয়ে পুঁইশাক, বেগুন/দই ইলিশ, শরসে পাবদা, চাটনি, পাঁপড়।
*খাওয়ায় পরে* - ফল।
*সন্ধ্যা বেলা* - ভেজ পকরা/ভেজ চপ, চা/কফি।
*রাত্রি বেলা* - জিরা রাইস চিকেন কষা অথবা চিলিচিকেন, ফ্রাইড রাইস, স্যালাড।
*তৃতীয় দিন* - বেড টি, বিস্কিট।
*সকালে* - নান পুরি, চানামসলা, ডিম সেদ্ধ, চা/কফি।
*11:00 টায়* - ভেজ পাকোড়া, চা।
*দুপুরে* - ইলিশ বিরিয়ানি, চিকেন কষা/চিকেন চাপ, স্যালাড।
*নামার আগে* - *কোল্ড ড্রিঙ্কস*

📌Road Condition Update.......18/7/25==============================NH 10 is blocked at Berik Dara Bhuichaley Area due to ...
18/07/2025

📌Road Condition Update.......18/7/25
==============================
NH 10 is blocked at Berik Dara Bhuichaley Area due to landslides at around 11:30 am. Passengers travelling to Siliguri are advised to use alternative routes as it may take time for clearance.

17/07/2025

📌আমাদের আয়োজনে কলকাতা থেকে ১০ জনের গ্রুপের #সিটং ট্যুর। আর সিটং মানেই #কমলা_লেবুর_উপত্যকা। র #ইল সেই ট্যুরের অতিথিদের কাছ থেকে আমাদের ব্যবস্থাপনার খুঁটিনাটি। যারা পুজোর ছুটিতে ট্যুর প্ল্যান করছেন তারা নিশ্চিন্তে আমদের সাথে যোগাযোগ করতে পারেন।
োপিয়া_tour_review


🙏 Team, Utopia / ইউটোপিয়া
☎️Booking no. +917384399622 || +919614669952

14/07/2025

🔵আমাদের আয়োজনে নদিয়ার কৃষ্ণনগর থেকে ৫ (Mr. Debabrata Podder Mrs. Sumana Dutta Poddar Mr. Jagadish Dey, Ms. Oliva Dey and Tinni Podder) জনের গ্রুপ নিয়ে লামাহাট্টা ও লাটাগুড়ি ভ্রমণ। রইল লামাহাট্টা ও তার পার্শ্ববর্তী এলাকার সাইটসিইং এর ট্যুর রিভিউ। এই ট্যুরের জন্য Utopia / ইউটোপিয়া কে আপনাদের বিশ্বস্ত ভ্রমণ সংস্থা হিসেবে বেছে নেওয়ার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই।

🌸 ভানুভক্ত আচার্য্য জয়ন্তী | Bhanu Jayanti Special 🌸দার্জিলিং তো সবাই যায়নি। কিন্তু যারা গেছে, তারা নিশ্চয়ই মাল রোডের...
13/07/2025

🌸 ভানুভক্ত আচার্য্য জয়ন্তী | Bhanu Jayanti Special 🌸

দার্জিলিং তো সবাই যায়নি। কিন্তু যারা গেছে, তারা নিশ্চয়ই মাল রোডের মাঝে সোনালী রঙের এক সুন্দর মূর্তি দেখে অবাক হয়েছেন।
জানেন কি, সেই মূর্তিটি কাদের?

তিনি ভানুভক্ত আচার্য্য — নেপালি ভাষার 'আদিকবি'।
Nepali ভাষা ও সাহিত্য যার হাতে প্রথম সত্যিকারের জন্ম পেল।
আজ তাঁর জন্মদিন

📜 ভানুভক্ত আচার্য্য কে?

জন্ম: ১৩ জুলাই ১৮১৪, নেপালের চুন্ডি গ্রামে।

সম্মান: Nepali ভাষার প্রথম কবি, তাই 'আদিকবি'।

কৃতিত্ব:
✅ সংস্কৃত থেকে Nepali ভাষায় প্রথম রামায়ণ অনুবাদক।
✅ সহজ ভাষায় সাধারণ মানুষের কথা, ধর্ম, সাহিত্যকে পৌঁছে দিয়েছিলেন।
✅ তাঁর বিখ্যাত কবিতা 'ঘঁসি' আজও নেপালি সাহিত্যের মাইলস্টোন।

🗿 দার্জিলিংয়ের ভানুভক্তের মূর্তি

দার্জিলিং মাল রোডের মাঝে এই সোনালী মূর্তিটি দাঁড়িয়ে আছে।

১৯৯৬ সালে তৈরি, আর অবাক করা ব্যাপার হলো — এই মূর্তির কারিগরি কাজ হয়েছিল নদীয়ার কৃষ্ণনগরে।

মাল রোড গেলে অনেকেই এই মূর্তির সামনে ছবি তোলেন, কিন্তু খুব কমজনই জানেন এর পেছনের কাহিনী।

📅 ভানু জয়ন্তী

প্রতি বছর ১৩ জুলাই, নেপালি ক্যালেন্ডারে ২৯ আষাঢ়, পালিত হয় ভানু জয়ন্তী।

দার্জিলিং, সিকিম, কালিম্পং, নেপাল সহ ভারত-নেপালের সমস্ত নেপালি ভাষাভাষী মানুষ এই দিনটা শ্রদ্ধা আর ভালোবাসায় স্মরণ করেন।

দার্জিলিং মাল রোডের মূর্তির সামনে আজ সাজানো হয়েছে ফুলে ফুলে। চারপাশে সাংস্কৃতিক অনুষ্ঠান, কবিতা পাঠ, স্মরণসভা।

🌿 কেন ভানুভক্ত আজও প্রাসঙ্গিক?

ভানুভক্ত শুধু একজন কবি নন — তিনি নেপালি ভাষা, সাহিত্য, সংস্কৃতির মূর্ত প্রতীক। তাঁর হাত ধরেই সাধারণ মানুষ পেয়েছিল সাহিত্য আর ধর্মের সহজ ভাষা।

📌 আজ তাই তাঁর জন্মদিনে, জেনে রাখুন এই ইতিহাস। আর Darjeeling গেলে অবশ্যই ভানুভক্তের মূর্তির সামনে ছবি তুলতে ভুলবেন না। কারণ ছবি তো সবাই তোলে, কিন্তু গল্পটা জানে কজন?

শুভ ভানু জয়ন্তী।
Bhanu Bhakta Acharya — পাহাড়ের আত্মার কবি।
Himalayan Traveller Soumyanath Mukherjee



✍️ Akash Roy
©Bangalir Berano facebook group.

12/07/2025

🔵মোট 10 জনের গ্রুপ নিয়ে সুন্দরভাবে সম্পন্ন হলো - #দার্জিলিঙ এর আনাচে কানাচে প্রাকৃতিক সৌন্দর্যের খনির মধ্যে লুকিয়ে থাকা রত্ন যথাক্রমে #সিটং, #দাওয়াই_পানি ও #সোনাদা ট্যুর।

🔵আমাদের অতিথি স্বর্ণালী ম্যাডামের কাছ থেকে শুনে নেব এই ট্যুরের এ টু জেড।

🟣বিঃদ্রঃ
পুজোর বুকিং শুরু হয়ে গেছে। পুজোর ট্যুর বুক করতে
নিচে দেওয়া এই নম্বরে whatsapp বা কল করতে পারেন।

☎️+91 9614669952 এবং +91 7384399622

🙏টিম, োপিয়া
োপিয়া_TOUR_REVIEW

10/07/2025

১৯ মাসের শিশুকে নিয়ে দার্জিলিং ভ্রমণের গল্প।
কেমন ছিল সেই ভ্রমণ বৃত্তান্ত?
অকপট ঋজু - কুন্তলা, তুহিন - বিপাশা!

10/07/2025
08/07/2025

💥দুই রাত্রি তিন দিনের দার্জিলিং প্যাকেজ ট্যুরের ইতিকথা!
ভীষণ হৈ হুল্লোর করে চোখের পলকে দিনগুলো কেটে গেল।

🔵এই ট্যুরে আমাদের অতিথি বন্ধুদের কতটা কি পরিষেবা দিতে পেরেছি তা জানা নেই কিন্তু এক রাশ আনন্দ, হাসি, মজা এবং ট্রেস ফ্রী একটি পাহাড়ি সুখের ডালি একশ শতাংশ সাজিয়ে দেওয়ার চেষ্টা করেছি।

🟠যাতে আবার প্রতিদিনের কর্ম জীবনে একটি ট্যুর হয়ে উঠতে পারে এনার্জি বুস্টার।

💐আন্তরিক ধন্যবাদ জানাই Tuhin Pramanick , বন্যা প্রামানিক, Rizu Sarkar এবং Kuntala Dutta কে আমাদের উপর ভরসা করার জন্য।

🙏 টিম,
Utopia / ইউটোপিয়া

05/07/2025

🟣 চারখোল ভ্রমণের শেষ দিনে চেক আউটের মুহূর্তে আমদের অতিথিদের 'খদা' পড়িয়ে সংবর্ধনা জ্ঞাপন করা হলো।

Address

Krishnagar City

Telephone

+919614669952

Website

Alerts

Be the first to know and let us send you an email when Utopia / ইউটোপিয়া posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category