
24/08/2024
গত 11 আগস্ট রবিবার যে সমস্ত জল যাত্রী নবদ্বীপ থেকে পবিত্র গঙ্গাজল নিয়ে শিব নিবাস মন্দিরের বাবা ভোলানাথের জল অভিষেক করার উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিলেন তাদের জন্য আমরা এবছরও জলছত্রের আয়োজন করেছিল। এবছর আমরা আমাদের ষষ্ঠতম জলছত্র সম্পূর্ণ করলাম। এই ষষ্ঠতম জলছত্রে জলজাত্রীদের জন্য ছিল খিচুড়ি, আলুর দম,লেবু জল বা শরবত, জল, এছাড়া প্রাথমিক চিকিৎসা।।