20/11/2023
সরফরাজ খান (বাংলা: সরফরাজ খান, ফার্সি: সরফরাজ খান; c. 1700 – 29 এপ্রিল 1740), জন্ম মির্জা আসাদুল্লা, ছিলেন বাংলার নবাব। সরফরাজ খানের মাতামহ, বাংলার (বাংলা, বিহার ও উড়িষ্যা) নবাব মুর্শিদ কুলি খান তাকে সরাসরি উত্তরাধিকারী হিসেবে মনোনীত করেছিলেন কারণ সরাসরি উত্তরাধিকারী ছিল না। 1727 সালে মুর্শিদকুলির মৃত্যুর পর, সরফরাজ নবাবের মসনদে (সিংহাসনে) আরোহণ করেন। সরফরাজের পিতা, সুজা-উদ-দিন মুহম্মদ খান, তৎকালীন উড়িষ্যার সুবাহদার, এটি জানতে পেরে একটি বিশাল সৈন্যবাহিনী নিয়ে বাংলার নবাবদের রাজধানী মুর্শিদাবাদে পৌঁছান। পরিবারে দ্বন্দ্ব এড়াতে নবাবের দোহার বেগম সুজা-উদ-দীনকে মসনদে আরোহণ করতে বলেন সরফরাজ তার পিতার পক্ষে ত্যাগ করার পর। যাইহোক, পরিস্থিতির কারণে সুজা-উদ-দীন সরফরাজকে তাঁর উত্তরাধিকারী হিসাবে মনোনীত করেন এবং 1739 সালে সুজা-উস-দীনের মৃত্যুর পর, সরফরাজ খান আবার বাংলার (বাংলা, বিহার ও উড়িষ্যা) নবাব হিসেবে মসনদে আরোহণ করেন।