12/05/2025
দার্জিলিং ভ্রমণ – পাহাড়ের কোলে এক স্বপ্নের দিন
দার্জিলিং — মেঘে ঢাকা পাহাড়, চা-বাগানের সবুজ গালিচা আর কাঞ্চনজঙ্ঘার চোখজুড়ানো রূপ।
এই ভ্লগে আমরা পা রেখেছিলাম সেই শহরে, যেটাকে ভালোবেসে সবাই বলে ‘পাহাড়ের রাণী’।
যাত্রা শুরু: শিলিগুড়ি থেকে দার্জিলিংয়ের দিকে যাত্রা শুরু হতেই পাহাড়ি রাস্তার মোড়ে মোড়ে শুরু হয় প্রকৃতির মেলবন্ধন।
পথে টয় ট্রেনের ট্র্যাক, ঝরনা, আর ছোট ছোট পাহাড়ি গ্রাম আমাদের স্বাগত জানায়।
টাইগার হিলের ভোর: ভোরবেলা ৪টায় উঠে পৌঁছালাম টাইগার হিলে — সেখানে কাঞ্চনজঙ্ঘার গায়ে প্রথম সূর্যের আলো পড়ার সেই মুহূর্ত যেন চোখে জল এনে দেয়। সত্যিই, জীবনে একবার হলেও দেখা উচিত এই সৌন্দর্য।
ঘুম মনাস্টেরি ও চা-বাগান: তারপর ঘুরে এলাম ঘুম মনাস্টেরি — শান্ত, নিরিবিলি, আর আত্মিক।
চা-বাগানে পা রেখে মনে হলো, যেন সবুজের মাঝে হারিয়ে গেছি। স্থানীয় গাইড আমাদের চা-তৈরির পদ্ধতি ও ইতিহাসও সুন্দরভাবে ব্যাখ্যা করলেন।
মল রোডের বিকেল: বিকেলে হাঁটাহাঁটি করলাম মল রোডে। পাহাড়ি হাওয়া, ছোট ছোট দোকান, গরম চায়ের কাপ আর পাহাড়ি মিউজিক – এক অন্যরকম অনুভূতি।
দার্জিলিংয়ের খাবার: ভেটকি ফিশ কাটলেট, মোমো, থুকপা, আর গরম চায়ের স্বাদ – এক কথায় অসাধারণ!
এই পুরো অভিজ্ঞতা আপনার জন্য আমরা ক্যামেরাবন্দি করেছি। ভিডিওটি দেখে নিন, দার্জিলিং প্রেমে আপনি পড়বেনই।
ভিডিও দেখতে ভুলবেন না! শেয়ার করুন আর আপনার ভ্রমণপিপাসু বন্ধুদের ট্যাগ করুন।
#পাহাড়েরডায়রি
---
𝙑𝙞𝙙𝙚𝙤 𝘾𝙤𝙪𝙧𝙩𝙚𝙨𝙮 - 𝙎𝙖𝙣𝙠𝙝𝙖𝙘𝙝𝙞𝙡 𝙏𝙧𝙖𝙫𝙚𝙡𝙨 𝙈𝙖𝙧𝙠𝙚𝙩𝙞𝙣𝙜 𝙏𝙚𝙖𝙢.
𝘾𝙤𝙣𝙩𝙖𝙘𝙩 𝘿𝙚𝙩𝙖𝙞𝙡𝙨 - 8170000307 ( 𝐖𝐡𝐚𝐭𝐬𝐚𝐩𝐩 𝐚𝐯𝐚𝐢𝐥𝐚𝐛𝐥𝐞)
𝙈𝙖𝙞𝙡- [email protected]