Tahmid Travels-Indian Train Ticket Helpline BD

Tahmid Travels-Indian Train Ticket Helpline BD আমরা ভারতের অভ্যন্তরীন ট্রেনের টিকিট করে দেই খুব অল্প সময়ে এবং সর্বনিম্ন খরচে (৮০-২৫০ টাকা)।

আমরা ডোমেস্টিক ও ইন্টারন্যাশনাল বিমান টিকিট খুব কম খরচে বুক করে থাকি, এছাড়াও ভারতের অভ্যন্তরীন ট্রেনের টিকিট করে দেই খুব অল্প সময়ে এবং সর্বনিম্ন খরচে (৮০-২৫০ টাকা)।

*🌙🕋 ওমরাহ যাত্রীদের জন্য বিশেষ আপডেট!*✈️ বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর পক্ষ থেকে গুরুত্বপূর্ণ ঘোষণা 💼 🗓️১ আগস্ট ২০২৫ থেকে...
26/07/2025

*🌙🕋 ওমরাহ যাত্রীদের জন্য বিশেষ আপডেট!*
✈️ বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর পক্ষ থেকে গুরুত্বপূর্ণ ঘোষণা 💼

🗓️১ আগস্ট ২০২৫ থেকে
ওমরাহ যাত্রীদের টিকিট বুকিং হবে কেবলমাত্র নির্দিষ্ট ক্লাসে 👇

🔹 ইকোনমি ক্লাস: U ও A
🔹 বিজনেস ক্লাস: D ও C

✅ শুধুমাত্র এই শ্রেণীর টিকিটেই ওমরাহ যাত্রার অনুমোদন থাকবে
❌ অন্য কোনো ক্লাসে বুকিং করা যাবে না

📢 সকল সম্মানিত এজেন্ট ও যাত্রীদের উদ্দেশ্যে জানানো যাচ্ছে
👉 বুকিংয়ের সময় উপরের শ্রেণীগুলো অবশ্যই নিশ্চিত করুন
👉 নির্দেশ অমান্য করলে এজেন্ট নিজের দায়ে পড়বেন

21/07/2025

আমরা শোকাহত!

21/07/2025
যারা ব্রুনাই ভিসা জমা দেওয়ার জন্য চিন্তা করছেন তাদের জন্য নতুন সংযোজন হলো ভ্রমণ বিমা বা ট্রাভেল ইন্সুইরেন্স এইটা ছাড়া কো...
20/07/2025

যারা ব্রুনাই ভিসা জমা দেওয়ার জন্য চিন্তা করছেন তাদের জন্য নতুন সংযোজন হলো ভ্রমণ বিমা বা ট্রাভেল ইন্সুইরেন্স
এইটা ছাড়া কোন ফাইল জমা নিবে না।

সংগৃহীত

20/07/2025

আজকে প্রায় ২৬ জন যাত্রী নানাবিধ কারণে উমরা ভিসা ও টিকিট থাকার পরেও ফ্লাই করতে পারেনি এবং কেউ কেউ অফলোডও খেয়েছে। ৩০ জন সন্দেহভাজন হতে ২৬ জন যেতে পারেনি ৪ জন গিয়েছে (এই চারজনের মধ্যে আমার একটি যাত্রীও ছিলো সে জানালো)। প্রত্যেকেই সিঙ্গেল সিঙ্গেল উমরায় যাওয়ার চেষ্টা করেছিলো। সমস্যা অনেকগুলো, প্রত্যেকের আলাদা আলাদা কারণ ও সমস্যা। কারো বয়স সমস্যা, কারো নুসুক অনুমোদিত হোটেলের তথ্য নাই, কারো ওয়ান ওয়ে সৌদি এয়ারে টিকিট করা নিয়ে সমস্যা, কেউ যাওয়ার উপযুক্ত কারণ দর্শাতে পারেনি, কেউ ওপাশে যার কাছে যাবে তার তথ্য দিতে পারেনি ইত্যাদি।। গ্রুপের মধ্য হতেও চিহ্নিত করে বাদ দেয়া হয়েছে সন্দেহভাজন বা যাওয়ার উপযুক্ত মনে না হওয়ায়। সুতরাং রুলস মেনে চলুন, যাত্রার সমস্ত ডকুমেন্টস ও প্রমানাদি সাথে রাখুন, কোন অবৈধ চিন্তা থাকলে পরিহার করুন। কিছু মানুষের দূষিত চিন্তা ও কাজের ভোগান্তি অসংখ্য মানুষ ভোগ করছে। সৌদির লোকজনই কাজের অভাবে ঘুরছে, চাকরির মন্দায় জর্জরিত, সেখানে কীভাবে অবৈধভাবে থেকে গিয়ে সুবিধা করতে পারবেন তা বুঝে আসে না। কিছু মিডলম্যান দালাল চক্র ও অসাধু উদ্দেশ্য লালন করা যাত্রীদের কারণে ধর্মীয়ভাবে গুরুত্বপূর্ণ এই খাতটিও নষ্ট হবার উপক্রম। আগে নেপাল, দুবাই বা অন্য দেশের জন্য অফলোড দেখা যেতো, এখন সৌদির ক্ষেত্রেও দেখা যাচ্ছে। জাতিগতভাবে কত দূষিত মানসিকতা আমাদের মধ্যে রয়েছে তা বলার ভাষা নেই। আমরাই আমাদের ক্ষতির কারণ।
সংগৃহীত

Arrival Card & Customs Declaration Formআমরা সাধারণত যে সব দেশ গুলো নিয়মিত ট্রাভেল করে থাকি তার মধ্যে কিছু কিছু দেশে ইমি...
06/05/2025

Arrival Card & Customs Declaration Form
আমরা সাধারণত যে সব দেশ গুলো নিয়মিত ট্রাভেল করে থাকি তার মধ্যে কিছু কিছু দেশে ইমিগ্রেশন লাইনে দাঁড়ানোর আগে এরাইভাল কার্ড ও কাস্টমস ডিক্লারেশন ফর্ম অনলাইনে ফিলাপ করতে হয়। এটি অনেকেই না জানার কারণে অনেক বিড়ম্বনার স্বীকার হতে হয়। বাংলাদেশে কিছু কিছু এয়ারলাইন্স বোর্ডিং পাস দেওয়ার ক্ষেত্রে এটা চেক করে থাকে। এ ছাড়া আপনি লম্বা লাইন ধরে যদি ইমিগ্রেশন অফিসারের ডেস্ক এর সামনে থেকে যদি ফেরত আসতে হয় তাহলে কেমন লাগবে?! সুতরাং ট্রাভেল করার সময় এই এরাইভাল কার্ড বা কাস্টমস ডিক্লারেশন ফর্ম যথাসময়ে ফিলাপ করে নিবেন।

নিছে কিছু দেশের Arrival Card & Customs Declaration Form এর অথেনটিক লিঙ্ক সাজিয়ে দিয়েছি আপনাদের জন্য। আশাকরি সবার উপকারে আসবে।

🇹🇭Thailand - https://tdac.immigration.go.th/arrival-card/ #/home

🇸🇬Singapore - https://eservices.ica.gov.sg/sgarrivalcard/fvipa

🇲🇾Malaysia - https://imigresen-online.imi.gov.my/mdac/main?registerMain

🇲🇻Maldives-
https://imuga.immigration.gov.mv/traveller

🇵🇭Philippine - https://etravel.gov.ph/

🇮🇩Indonesia - https://ecd.beacukai.go.id/

🇧🇳Brunei - https://www.imm.gov.bn/

যেকোন দেশের ভ্রমণ সংক্রান্ত যেকোনো ব্যাপারে পরামর্শ ও সেবা পেতে কল করুন অথবা WhatsApp করুন।
01711-218178

ঈদ মোবারক, ইসলামিক সেন্টার, ব্যাংকক, থাইল্যান্ড।
31/03/2025

ঈদ মোবারক, ইসলামিক সেন্টার, ব্যাংকক, থাইল্যান্ড।

২রা জানুয়ারি ২০২৫ থেকে বাংলাদেশী পাসপোর্টধারীদের জন্য ই-ভিসা সুবিধা চালু করবে থাইল্যান্ড !
18/12/2024

২রা জানুয়ারি ২০২৫ থেকে বাংলাদেশী পাসপোর্টধারীদের জন্য ই-ভিসা সুবিধা চালু করবে থাইল্যান্ড !

কলকাতা শালিমার স্টেশন যাবার সহজ উপায় :ঠিকই শুনেছেন কলকাতা শালিমার।  কি হলো নাম শুনেই ভ্রু কুঁচকে নিলেন কেনো ? 🙂 হ্যাঁ আপ...
17/09/2024

কলকাতা শালিমার স্টেশন যাবার সহজ উপায় :

ঠিকই শুনেছেন কলকাতা শালিমার। কি হলো নাম শুনেই ভ্রু কুঁচকে নিলেন কেনো ? 🙂
হ্যাঁ আপনাদের মত অনেকই এই স্টেশন টির নাম শুনলেই ভ্রু কুঁচকে নেয় । কিন্তু আজ আমি তিনটে উপায় বলবো যার মাধ্যমে আপনারা সহজেই পৌঁছে যাবেন শালিমার স্টেশন ।
আপনারা একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন যে আগের থেকে স্টেশনটাকে চালু করার এবং হাওড়া ও শিয়ালদহ স্টেশনের উপর চাপ কমানোর চেষ্টা চালাচ্ছে রেল।
কারণ পুরী বা ভেলোরের প্রায় সব ট্রেন ই এখন শালিমার দিয়েই যাচ্ছে। আর সব থেকে বড়ো ব্যাপার হলো একদম ফাঁকা শান্ত স্টেশন এটি। কিন্তু শুধু যাওয়ার অসুবিধার জন্য অনেকই এই স্টেশন টিকে এড়িয়ে যান।

🛑 আসুন তিনটে সহজ উপায় জেনে নি :-

১. শিয়ালদহ স্টেশন এর বাইরে থেকে প্রিপেড ট্যাক্সি নিয়ে নিতে পারেন
ভাড়া পড়বে :- ২২০-২৪০ টাকা

২. শিয়ালদহ স্টেশন থেকে হাওড়া স্টেশনের বাস ধরে নামতে হবে হাওড়া স্টেশন । ভাড়া পড়বে:- ১৫ টাকা
তারপর ওখান থেকে পায়ে হেঁটে রেলওয়ে মিউজিয়াম যেতে হবে, মিউজিয়ামের সামনে থেকে টোটো পাওয়া যায় শালিমার স্টেশন এর
ভাড়া পড়বে:- ৩০-৪০ টাকা

৩. এছাড়া ওলা উবের আছে বুক করতে পারেন ভাড়া পড়বে :- ৩০০-৩৫০ গাড়ির উপর নির্ভর করছে

৪. যারা একা যাবেন তাদের জন্য বলি ওলা উবের এর মত রাপিড বাইক বুক করতে পারেন
ভাড়া পড়বে :- ১০০ টাকা ।।

আজ এইটুকুই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন
ধন্যবাদ 🙏

Collected

17/09/2024

দর্শনা বর্ডার দিয়ে যেভাবে ইন্ডিয়া যাবেন...!
🔹️ ঢাকা বা দেশের যেকোনো জায়গা থেকে রওনা দিয়ে ভোর ৫:৩০ টায় দর্শনা চেকপোস্টে থাকুন। ৬ টায় অফিস চালু হবে।
🔹️ ঢাকা থেকে বিভিন্ন বাস যেগুলো ৫ টায় দর্শনা পৌঁছাবে সেটাতে যান। কমলাপুর থেকে বেনাপোল এক্সপ্রেস রাত ১১:১৫ টায় ছেড়ে দর্শনা থামে সকাল ৬ টায়।
🔹️ প্রথমেই বাসা থেকেই অনলাইনেই ট্যাক্স ১০০০ টাকা কাটুন। এখানে অনলাইন ট্যাক্স চালু আছে।
🔹️ সকালে তেমন ভিড় হয়না। কাস্টমস ইমিগ্রেশন নিজেই করুন। ৩০ মিনিটেই পারবেন।
🔹️ সময় লাগে বিজিবি চেকে। কোনো এক্সরে না থাকার কারণে একেবারে তন্ন তন্ন করে চিপায় চাপায় চেক করতে বেশ সময় লাগে। কোনো ধরনের ইনস্ট্যান্ট খাবার নিতে দিবেনা। রান্না, কেক, পানি, জুস ইত্যাদি।
🔹️ বিজিবি শেষ করে ভ্যানে ৪০ টাকা দিয়ে দ্রুত বিএসএফ গেট বটতলায় চলে যান। এখানেও সেইম চেক। অনেক সময় লাগে। এপার ওপার মিলে চেকেই দেড় ঘন্টা চলে যাবে।
🔹️ কোনো ইন্ডিয়ান রুপি নিলে সেগুলো কনভার্ট করে আনতে বাধ্য করবে। বাংলা টাকা যা নিবেন সত্য বলবেন।
🔹️ ওপারেও কাস্টমস ইমিগ্রেশন ৩০ মিনিটেই পারবেন। আর ব্রোকার ধরলে ১০ মিনিট। ৫০ রুপি করে নিবে।
🔹️ টাকা বা ডলার থাকলে এখানেই ভাঙান। কলকাতার চাইতে সব সময়ই ১-১.৫ টাকা বেশিই পাবেন। প্রচুর মানি চেঞ্জার আছে।
🔹️ এরপর ইন্ডিয়ান ৭:০৭ এ শিয়ালদার ট্রেন ধরুন। ভাড়া ৩০ রুপি।
আমি এতোগুলো পয়েন্ট বললাম এজন্যই যে আপনি যেনো ৭:০৭ এর ট্রেনটা ধরতে পারেন। এতে করে ১১টায় কোলকাতা পৌঁছাতে পারছেন এবং হোটেল পেতেও তেমন বেগ পেতে হবেনা।
🔹️ ট্রেন ধরার জন্য কোনো কাজ তাড়াহুড়া করবেননা। ৭:০৭ না পেলে ৭:৩২ রানাঘাট >> ৮:৪৮ শিয়ালদাহ পাবেন। ট্রেনের অভাব নাই।

>>খেয়াল করুন
১। এনওসি থাকলে অবশ্যই আনবেন।
২। মেডিকেলের সব কাগজ।
৩। টিকা আনলেও আনতে পারেন।
৪। ট্যাক্সের কপি অবশ্যই #কালার_প্রিন্ট করবেন।
৫। ইন্ডিয়ান কাস্টমস থেকে একটা গ্রীন কালারের ডিপার্চার স্লিপ দিবে, অবশ্যই সেটা দিলো কিনা দেখে নিন।
@ লিখা সংগৃহীত

24/02/2023

বাংলাদেশ 🇧🇩 - 🇮🇳 ভারত স্থল বন্দর : 🚗🚌🚛🚆

1. বেনাপোল Land Port.
BD side:বেনাপোল যশোর।
Indian side: Petrapole, Bongaon, 24-Parganas, West Bengal, India

2. বুড়িমারি Land Port.
BD side:বুড়িমারি,পাটগ্রাম, লালমনিরহাট।
Indian side: Changrabandha, Mekhaliganj, West Bengal, India

3. আখাউড়া Land Port.
BD side :.আখাউড়া ব্রাহ্মণবাড়িয়
Indian side: Ramnagar, Agartala, Tripura, India

4. ভোমরা Land Port.
BD side:ভোমরা,সাতক্ষীরা।
Indian side: Gojadanga, 24-Parganas, West Bengal, India

5. নকুগাঁও Land Port.
BD side: নালিতাবাড়ি শেরপুর।
Indian side: Dalu, Barangapara, Meghalaya, India

6. তামাবিল Land Port
BD side: তামাবিল,গোয়াইনঘাট,
সিলেট
Indian side: Dauki, Shillong, Meghalaya, India

7. দর্শনা Land Port.
BD side:দর্শনা ,চুয়াডাঙ্গা।
Indian side: Gede, Krishnanagar, West Benga, India

8. বেলনি Land Port.
BD side:বেলনি,পরশুরাম ফেনী
Indian side: Belonia, Tripura, India

9. গোবরাকুড়া Land Port.
BD side: হালুয়াঘাট ময়মনসিংহ।
Indian side: Gachhuapara, Tura, Meghalaya, India

10. রামগড় Land Port.
BD side: রামগড়, খাগড়াছড়ি
Indian side: Sabroom, Tripura, India.

11. সোনাহাট Land Port.
BD side: ভুরুঙ্গামারী কুড়িগ্রাম।
Indian side: Sonahat, Dhubri, Assam, India

12. Tegamukh. ভূষণছড়ি Land Port.
BD side: বরকল, রাঙামাটি।
Indian side: Demagri, Mizoram, India.

13. চিলাহাটি Land Port
BD side:চিলাহাটি,ডোবার নিলফামারী।
Indian side: Holdibari, Cooch Behar, West Bengal, India

14. সোনা মসজিদ Land Port.
BD side:সোনা মসজিদ,চাপাই নবাবগঞ্জ।ণ
Indian side: Mahadipur, Maldah, West Bengal, India

15. ধানুয়া Kamalpur Land Port.
BD side: বকশিগঞ্জ ,জামালপুর।
Indian side: Mohendragonj, Ampoti, Meghalaya, India

16. শিউলা Land Port.
BD side:শিউলা,বিয়ানীবাজার, সিলেট
Indian side: Sutarkandi, Karimganj, Assam

17. বেল্লা Land Port.
BD side: বেল্লা, চুনারুঘাট, হবিগঞ্জ
Indian side: Paharmura, Khoai, Tripura.

18. হিলি Land Port.
BD side: হিলি,হাকিমপুর,দিনাজপুর ।
Indian side: Hili, South Dinajpur, West Bengal, India

19. বাংলাবান্ধা Land Port.
BD side: তেতুলিয়া,পঞ্চগড়।
Indian side: Fulbari, Jalpaiguri, West Bengal, India

20. টেকনাফ Land Port.
BD side: Teknaf, Cox’s Bazar
Myanmar side: Mungdu, Myanmar

21. বিবিরবাজার Land Port.
BD side: Sadar Upazila, কুমিল্লা
Indian side: Srimantapur, Sunamura, Agartala, Tripura

22. বিরল Land Port.
BD side: বিরল,দিনাজপুর।
Indian side: Radhikapur (Goura), West Bengal, India

Proposed Land Ports

1. মুজিব নগর Land Customs Station
BD side: Mujibnagar, Meherpur
Indian side: Hridoypur, Chapra, Nadia, West Bengal

2. প্রাগপুর Land Customs Station
BD side: Daulatpur, Kushtia
Indian side: Shikarpur, Karimpur

Address

Khulna

Alerts

Be the first to know and let us send you an email when Tahmid Travels-Indian Train Ticket Helpline BD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Tahmid Travels-Indian Train Ticket Helpline BD:

Share

Category

Our Story

আমরা ভারতের অভ্যন্তরীন ট্রেনের টিকিট করে দেই খুব অল্প সময়ে এবং সর্বনিম্ন খরচে (৮0-২৫০ টাকা)।