
15/08/2025
🎉 ৩ বছরে Nakamura Travels-এর ফেসবুক জার্নি! ✈️
(আর অফলাইনে ১ বছরসহ মোট ৪ বছর)
এই চার বছরে আপনাদের ভালোবাসায় হাজার হাজার প্রবাসী ভাই-বোনের টিকিট কেটেছি। আমরা কখনো চেষ্টা কম করিনি। ১০০% দিয়ে কাজ করেছি — জাপানে একটি বিদেশি ট্রাভেল এজেন্সি হিসেবে পথচলাটা সহজ ছিল না, এখনো নয়।
🔹 বিমান বাংলাদেশ এখনো কিছু টিকিটের রিফান্ড দেয়নি — কিন্তু আমরাই স্টুডেন্ট ভাইদের আমাদের পক্ষ থেকে রিফান্ড দিয়ে দিয়েছি।
🔹 মাঝরাতে ফোন পেয়েছি— মা/বাবা মারা গেছেন, জরুরি দেশে যেতে হবে — আমরা রাত ২টায়ও টিকিট কেটে দিয়েছি।
🔹 আবার এমনও হয়েছে— কেউ নিজেরা অনলাইনে সস্তায় টিকিট কেটে বিমানবন্দরে গিয়ে জানতে পেরেছে ফ্লাই করতে পারবে না— তখন আমরা মানুষ হিসেবে পাশে দাঁড়িয়েছি, প্রফিটের চেয়ে মানবিকতাকে গুরুত্ব দিয়েছি।
আমরা জানি, একজন মানুষ যখন প্রিয়জনকে হারায় বা হঠাৎ দেশে যেতে হয়— তখন তার মাথায় অনেক কিছুই কাজ করে না। সেই সময় আমরা পাশে থাকার চেষ্টা করি।
আমরা শিখছি, পরিশ্রম করছি, আপনারা ভালোবাসছেন।
আমরাও মানুষ— ভুলত্রুটি হতে পারে। আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
আশা করি Nakamura Travels আপনাদের পাশে থাকবে সবসময়।
ইনশাআল্লাহ।
🙏 ধন্যবাদ সবাইকে,
Nakamura Travels পরিবার
📍জাপান থেকে ভালোবাসা
#৪বছরেরযাত্রা #জাপানপ্রবাসী #প্রবাসীদেরভরসা #প্রবাসীদেরগল্প #প্রবাসীদেরভালোবাসা #ভ্রমণেরসঙ্গী #ট্রাভেলস্টোরি #বাংলাদেশযাত্রা #মানবিকসেবা