28/03/2025
দাবানলে বিপর্যস্ত অঞ্চল হিসেবে 경복 এর 영남 এলাকায় বিদেশি কর্মীদের চাকরির সংক্রান্ত বিশেষ সুযোগ সুবিধা প্রদান করা হবে।
সম্প্রতি দক্ষিণ কোরিয়ার খিয়ংবোক (경북) এর ইয়ংনাম (영남) এলাকায় ভয়াবহ দাবানলের কারণে বিচার মন্ত্রণালয় উক্ত অঞ্চলকে বিশেষ বিপর্যয় অঞ্চল হিসাবে ঘোষণা করেছে। পাশাপাশি ওই এলাকায় বসবাসরত বিদেশীদের কে নিম্মক্ত সুযোগ-সুবিধা বৃদ্ধি করার পরিকল্পনা করেছে।
উক্ত এলাকাকে বিপর্যয় অঞ্চল হিসেবে ঘোষণার পর থেকে প্রস্তাবিত সুযোগ সুবিধা গুলো নিম্নরূপ:
১. যাদের রিলিজের মেয়াদ শেষ তাদের অতিরিক্ত সময় প্রদান করা হবে।
২. যারা ভিসা পরিবর্তন করতে চান তাদের সুযোগ সুবিধা প্রদান করা হবে ।
৩. চাকুরী পরিবর্তনে আইনের কিছুটা শিথিলতা আনা হবে।
৪. যাদের ভিসার মেয়াদ শেষ ভিসা রিনিউ করার ক্ষেত্রে অতিরিক্ত সময় প্রদান করা হবে।
৫. ভিসার মেয়াদ বাড়ানোর জন্য ফি ছার দেওয়া হবে।
বিভিন্ন পারমিটের জন্য ফি ছাড় যেমন থাকার মেয়াদ বাড়ানোর ক্ষেত্রে।
৬. বিপর্যয় অঞ্চল ঘোষণার পর থেকে যারা আইন লঙ্ঘন করেছেন তাদের ক্ষেত্রে ছাড় দেওয়া হবে এবং ভিসার মেয়াদ শেষ হলে অতিরিক্ত মেয়াদ দেওয়া হবে। যদি আইনের লঙ্ঘন দুর্যোগ এলাকা ঘোষণার তারিখের আগে শুরু হয় সেক্ষেত্রে আইনের ছার পাবে না।
উল্লেখ্য যে বিশেষ বিপর্যয় অঞ্চল ঘোষণা হওয়ার আগে থেকেই যারা ঐ অঞ্চলে ছিল তাদের ক্ষেত্রে এই সুযোগ-সুবিধা প্রযোজ্য হবে। নতুন করে যারা ঐ এলাকায় যাবে কিংবা ওই এলাকা থেকে যারা অন্য এলাকায় চলে গিয়েছে তারা এই সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হবেন ।