South Korea With imran

South Korea With imran First you learn
Then remove the ‘’L’’

দক্ষিণ কোরিয়ার ইয়াংওয়ান করপোরেশনের চেয়ারম্যান গি হাক সাংকে বাংলাদেশের নাগরিকত্ব দেয়া হয়েছে। অন্তর্বর্তী সরকারের প্...
09/04/2025

দক্ষিণ কোরিয়ার ইয়াংওয়ান করপোরেশনের চেয়ারম্যান গি হাক সাংকে বাংলাদেশের নাগরিকত্ব দেয়া হয়েছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আজ বুধবার (৯ এপ্রিল) বিনিয়োগ শীর্ষ সম্মেলনে তাকে এই সম্মানসূচক নাগরিকত্বের সনদ দেন।

প্রধান উপদেষ্টা ভালবাসা ছড়াচ্ছেন পৃথিবীর বুকে।

30/03/2025

আগামীকাল দক্ষিণ কোরিয়াতে ঈদ- উল- ফিতর অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। সবাইকে পবিত্র ঈদ-উল- ফিতরের শুভেচ্ছা।
ঈদ মোবারক ।

দাবানলে বিপর্যস্ত অঞ্চল হিসেবে 경복 এর 영남 এলাকায় বিদেশি কর্মীদের চাকরির সংক্রান্ত বিশেষ সুযোগ সুবিধা প্রদান করা হবে। সম্প...
28/03/2025

দাবানলে বিপর্যস্ত অঞ্চল হিসেবে 경복 এর 영남 এলাকায় বিদেশি কর্মীদের চাকরির সংক্রান্ত বিশেষ সুযোগ সুবিধা প্রদান করা হবে।

সম্প্রতি দক্ষিণ কোরিয়ার খিয়ংবোক (경북) এর ইয়ংনাম (영남) এলাকায় ভয়াবহ দাবানলের কারণে বিচার মন্ত্রণালয় উক্ত অঞ্চলকে বিশেষ বিপর্যয় অঞ্চল হিসাবে ঘোষণা করেছে। পাশাপাশি ওই এলাকায় বসবাসরত বিদেশীদের কে নিম্মক্ত সুযোগ-সুবিধা বৃদ্ধি করার পরিকল্পনা করেছে।

উক্ত এলাকাকে বিপর্যয় অঞ্চল হিসেবে ঘোষণার পর থেকে প্রস্তাবিত সুযোগ সুবিধা গুলো নিম্নরূপ:

১. যাদের রিলিজের মেয়াদ শেষ তাদের অতিরিক্ত সময় প্রদান করা হবে।

২. যারা ভিসা পরিবর্তন করতে চান তাদের সুযোগ সুবিধা প্রদান করা হবে ।

৩. চাকুরী পরিবর্তনে আইনের কিছুটা শিথিলতা আনা হবে।

৪. যাদের ভিসার মেয়াদ শেষ ভিসা রিনিউ করার ক্ষেত্রে অতিরিক্ত সময় প্রদান করা হবে।

৫. ভিসার মেয়াদ বাড়ানোর জন্য ফি ছার দেওয়া হবে।
বিভিন্ন পারমিটের জন্য ফি ছাড় যেমন থাকার মেয়াদ বাড়ানোর ক্ষেত্রে।

৬. বিপর্যয় অঞ্চল ঘোষণার পর থেকে যারা আইন লঙ্ঘন করেছেন তাদের ক্ষেত্রে ছাড় দেওয়া হবে এবং ভিসার মেয়াদ শেষ হলে অতিরিক্ত মেয়াদ দেওয়া হবে। যদি আইনের লঙ্ঘন দুর্যোগ এলাকা ঘোষণার তারিখের আগে শুরু হয় সেক্ষেত্রে আইনের ছার পাবে না।

উল্লেখ্য যে বিশেষ বিপর্যয় অঞ্চল ঘোষণা হওয়ার আগে থেকেই যারা ঐ অঞ্চলে ছিল তাদের ক্ষেত্রে এই সুযোগ-সুবিধা প্রযোজ্য হবে। নতুন করে যারা ঐ এলাকায় যাবে কিংবা ওই এলাকা থেকে যারা অন্য এলাকায় চলে গিয়েছে তারা এই সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হবেন ।

আমি রাফির হবু ভায়রা, জ্যাঠাসের পাশাপাশি আমাকেও ফলো দিয়ে পাশে থাকেন। 🌚
19/03/2025

আমি রাফির হবু ভায়রা, জ্যাঠাসের পাশাপাশি আমাকেও ফলো দিয়ে পাশে থাকেন। 🌚

দক্ষিণ কোরিয়ার (천안) ছনান সিটিতে  নির্মানাধীন হাইওয়ে ব্রিজ ধসে ঘটনাস্থলে ৩ জনের মৃত্যু।আজ  সকাল ৯টা ৪৯ মিনিটে দক্ষিণ কো...
25/02/2025

দক্ষিণ কোরিয়ার (천안) ছনান সিটিতে নির্মানাধীন হাইওয়ে ব্রিজ ধসে ঘটনাস্থলে ৩ জনের মৃত্যু।

আজ সকাল ৯টা ৪৯ মিনিটে দক্ষিণ কোরিয়ার 충남 천안시 서북구 입장면의 도림리의 এলাকায় একটি হাইওয়ের নির্মাণাধীন ব্রিজ ভেঙে পড়েছে । এই ঘটনায় তিনজন ঘটনাস্থলে মৃত্যুবরণ করে এবং অনেকে ব্রিজের নিচে চাপা পড়ে আছে। মৃত্যুর সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

দমকল কর্তৃপক্ষ ১৮টি উদ্ধার সরঞ্জাম এবং ৫৩ জন কর্মী মোতায়েন করেছে। আরও প্রাণহানির সম্ভাবনা থাকায় তারা অতিরিক্ত উদ্ধার কর্মী নিয়োগ করে উদ্ধার কার্যক্রম অব্যাহত রেখেছে।

Address

Seoul

Website

Alerts

Be the first to know and let us send you an email when South Korea With imran posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to South Korea With imran:

Share