Abroad Views

Abroad Views Global views will be shown here.

20/04/2025

City Tour by Walking of Lisbon in Portugal_Part-1

পর্তুগালে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম মাহফুজুল হক গত ৩১ মার্চ ২০২৫ তারিখে “প্যালাসিও দ্যা বেলেম”-এ  আয়োজিত এক আড়ম্ব...
04/04/2025

পর্তুগালে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম মাহফুজুল হক গত ৩১ মার্চ ২০২৫ তারিখে “প্যালাসিও দ্যা বেলেম”-এ আয়োজিত এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে পর্তুগালের মহামান্য রাষ্ট্রপতি প্রফেসর মারসেলো রেবেলো দ্য সূজা ’র নিকট তাঁর পরিচয় পত্র পেশ করেন।

রাষ্ট্রদূত মোটর শোভাযাত্রা সহযোগে “বাংলাদেশ ভবন” হতে প্রথমে প্রাসা দো ইম্পেরিও (জেরোনিমোস)-এ প্রথম গার্ড অব অনার গ্রহণ করেন। পরবর্তীতে “প্যালাসিও দ্যা বেলেম” প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে এবং এ সময় বাংলাদেশ ও পর্তুগালের জাতীয় সংগীত পরিবেশন করা হয়।

পর্তুগালের রাষ্ট্রপতির নিকট আনুষ্ঠানিকভাবে পরিচয়পত্র প্রদানকালে সিভিল হাউসের প্রধান ফার্নান্দো ফুর্তুয়োসো দে মেলো, রাষ্ট্রপতির কূটনৈতিক উপদেষ্টা মারিয়া আমেলিয়া মাইও দ্যা পাইভা, পররাষ্ট্র সচিব ড. নুনো সাম্পাইও এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের সেক্রেটারী জেনারেল রাষ্ট্রদূত ফ্রান্সিসকো রিবেইরো তেলেস উপস্থিত ছিলেন।

পরিচয়পত্র পেশের পর পর্তুগিজ রাষ্ট্রপতি ও বাংলাদেশের রাষ্ট্রদূতের মধ্যে এক সৌজন্য বৈঠক অনুষ্ঠিত হয়। রাষ্ট্রদূত এম মাহফুজুল হক পর্তুগালের রাষ্ট্রপতিকে বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন এবং মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস এবং মাননীয় পররাষ্ট্র ‍উপদেষ্টা মোঃ তৌহিদ হোসেন এর শুভেচ্ছা পৌঁছে দেন। পর্তুগালের মহামান্য রাষ্ট্রপতি প্রফেসর মারসেলো রেবেলো দ্য সূজা বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন এবং মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস এবং পররাষ্ট্র উপদেষ্টা মোঃ তৌহিদ হোসেন-কে তাঁর শুভেচ্ছা জানান। রাষ্ট্রপতি দুই দেশের মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ককে বিশেষ করে বাণিজ্য ও শিক্ষা ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও জোরদার করার ওপর আলোকপাত করেন। তিনি পর্তুগালের অর্থনৈতিক উন্নয়নে পর্তুগাল প্রবাসী বাংলাদেশিদের ভূমিকার প্রশংসা করেন। পর্তুগালে দায়িত্ব পালনের সময় তিনি রাষ্ট্রদূতকে সব ধরনের সহযোগিতা ও সমর্থনের আশ্বাস দেন।

রাষ্ট্রদূত বাংলাদেশ ও পর্তুগাল এর মধ্যেকার দ্বিপাক্ষিক সম্পর্কের গুরুত্বের কথা তুলে ধরেন এবং মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের পক্ষ থেকে পর্তুগিজ রাষ্ট্রপতিকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। পর্তুগালের মহামান্য রাষ্ট্রপতি প্রফেসর মারসেলো রেবেলো দ্য সোজা মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসকে পর্তুগাল সফরের জন্যও আমন্ত্রণ জানিয়েছেন।

#ইউরোপ #ভিসা

04/04/2025

🚨 পর্তুগালে অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানোর নতুন নীতি 🚨

পর্তুগাল সরকার অবৈধ অভিবাসীদের দ্রুত ফেরত পাঠানোর জন্য একটি নতুন ব্যবস্থা চালু করেছে। এই প্রক্রিয়াটি পাবলিক সিকিউরিটি পুলিশ (PSP)-এর অধীনে গঠিত বিদেশি ও সীমান্ত জাতীয় ইউনিট (UNEF) দ্বারা পরিচালিত হবে।

🔹 মূল লক্ষ্য:

অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানোর হার বৃদ্ধি করা (বর্তমানে মাত্র ৫%)।

স্বেচ্ছায় ফিরে যাওয়ার জন্য আর্থিক সহায়তা ও পুনর্বাসন সুবিধা দেওয়া।

নিরাপত্তা ঝুঁকি বা সহযোগিতার অভাবে জোরপূর্বক ফেরত পাঠানোর ব্যবস্থা।

অভিবাসন আইনের কাঠামো আরও শক্তিশালী করা।

🔹 গুরুত্বপূর্ণ বিষয়:
✅ স্বেচ্ছায় ফেরত যাওয়া: যারা সরকারের প্রস্তাবিত আর্থিক সহায়তা গ্রহণ করে নিজ দেশে ফিরে যেতে সম্মত, তাদের জন্য বিশেষ সুবিধা থাকবে।
✅ বাধ্যতামূলক ফেরত পাঠানো: যারা ফেরত যাওয়ার নিয়ম মানবে না, পালানোর ঝুঁকিতে আছে, বা নিরাপত্তার জন্য হুমকি – তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।
✅ মানবাধিকারের সুরক্ষা: সরকার আশ্বস্ত করেছে যে, সকল জোরপূর্বক ফেরত পাঠানোর ক্ষেত্রে আইনি নিরাপত্তা ও শিশুদের সুরক্ষা নিশ্চিত করা হবে।
✅ বিকল্প ব্যবস্থা: যারা ডিটেনশনে আছে, তাদের জন্য পর্যায়ক্রমিক রিপোর্টিং, ভৌগোলিক সীমাবদ্ধতা, বা বিশেষ শর্তে মুক্ত থাকার সুযোগ দেওয়া হতে পারে।

🚨 প্রভাব:

অবৈধ অভিবাসীদের জন্য কঠোর নিয়মাবলী।

বসবাসের জন্য আরও কঠিন শর্ত, নতুন আবেদনকারীদের জন্য জটিলতা।

অভিবাসন প্রত্যাখ্যান হলে সরাসরি ফেরত পাঠানোর ব্যবস্থা।

📢 অভিবাসন সংক্রান্ত যেকোনো আপডেট পেতে সরকারী সূত্র থেকে তথ্য সংগ্রহ করুন!

16/01/2024

বরফের দেশের তুষারপাত! দেখতে ভালই লাগে।

ইউরোপের বৃষ্টি!!

#ইউরোপ #বরফ বৃষ্টি!!

কি শীতততততত!
27/11/2023

কি শীতততততত!

22/09/2023

ইউরোপের দেশ মাল্টায় কোন কোন ভিসায় প্রবেশ করা যায়।

#মাল্টা #ভিসা

22/09/2023

ইউরোপের দেশ মাল্টা দেশ সম্পর্কে যা জানা দরকার।

#মাল্টা #ইউরোপ

20/09/2023

মাল্টায় সৌদি আরবের খেজুর।

#মাল্টা #খেজুর

ইউরোপের দেশ মাল্টাতেও খেজুর গাছ আছে। চিন্তার কিছু নাই, খেজুর খাওয়া যাবে। দেশী খেজুর।
09/09/2023

ইউরোপের দেশ মাল্টাতেও খেজুর গাছ আছে। চিন্তার কিছু নাই, খেজুর খাওয়া যাবে। দেশী খেজুর।

Address


Alerts

Be the first to know and let us send you an email when Abroad Views posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your business to be the top-listed Travel Agency?

Share