Hello Tour & Travels

Hello Tour & Travels Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Hello Tour & Travels, Tour Agency, Kuala Lumpur.

হ্যালো ট্যুর এবং ট্রাভেলস টিম আপনার ভ্রমণে পরিষেবা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ,
আমাদের রয়েছে সব ধরনের এয়ার টিকেট বাস টিকেট, রেন্ট এ কার, হোটেল বুকিং, ভিসা আবেদনে সহায়তা এবং অভ্যন্তরী ও ইন্টারন্যাশনাল প্যাকেজ ট্যুর,আমরাই দিচ্ছি ওয়ানস্টপ ট্যুর সলিউশন।

"মালয়েশিয়ার রাস্তায় বাংলাদেশের রঙ —ভালোবাসা, সম্মান আর বন্ধুত্বের এক অনন্য উদাহরণ। ❤️💚""দুই দেশের পতাকা, একসাথে উড়ছে...
10/08/2025

"মালয়েশিয়ার রাস্তায় বাংলাদেশের রঙ —
ভালোবাসা, সম্মান আর বন্ধুত্বের এক অনন্য উদাহরণ। ❤️💚"

"দুই দেশের পতাকা, একসাথে উড়ছে বাতাসে —
প্রধান উপদেষ্টার আগমনে মালয়েশিয়ার ভালোবাসার রঙে সেজেছে পুরো শহর। 🇧🇩🤝🇲🇾"

✈️ বিদেশে পড়াশোনা করার ১ বছর আগের প্রস্তুতির পূর্ণ গাইডলাইন✈️ বিদেশে পড়াশোনা করার ১ বছর আগের প্রস্তুতির পূর্ণ গাইডলাইন...
10/08/2025

✈️ বিদেশে পড়াশোনা করার ১ বছর আগের প্রস্তুতির পূর্ণ গাইডলাইন

✈️ বিদেশে পড়াশোনা করার ১ বছর আগের প্রস্তুতির পূর্ণ গাইডলাইন

🔎 ১. ডকুমেন্ট যাচাই ও সংশোধন

জন্মসনদ, এসএসসি, এইচএসসি, অনার্স/মাস্টার্স সার্টিফিকেটে নিজের ও পিতামাতার নামের বানান ভোটার আইডি, জন্মসনদ ও সার্টিফিকেটে মিলিয়ে নিন।যদি কোনো ভুল থাকে, সংশোধন অবশ্যই ১ বছর আগেই শুরু করুন, কারণ এটি সময়সাপেক্ষ।

📘 ২. পাসপোর্ট প্রস্তুত

পাসপোর্টে নাম, জন্মতারিখ, ঠিকানা সবকিছু জন্মসনদ ও সার্টিফিকেটের সাথে মিলিয়ে তৈরি করুন।পুরাতন পাসপোর্ট থাকলে তা নবায়ন করুন এবং তথ্য হালনাগাদ করুন।

📄 ৩. একাডেমিক সার্টিফিকেট ও ট্রান্সক্রিপ্ট সংগ্রহ

এসএসসি, এইচএসসি, অনার্স/মাস্টার্সের মূল সার্টিফিকেট ও নম্বরপত্র বোর্ড/বিশ্ববিদ্যালয় থেকে সংগ্রহ করুন।দুই সেট ফটোকপি নোটারি পাবলিক দিয়ে সত্যায়িত করুন।

🏛️ ৪. মন্ত্রণালয় সত্যায়ন (যদি দরকার হয়)

শিক্ষা মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একাডেমিক কাগজপত্র এটেস্টেশন করিয়ে রাখুন।কিছু দেশে ভেরিফিকেশন ছাড়া আবেদন গ্রহণ করে না।

📚 ৫. ইংরেজি পরীক্ষার প্রস্তুতি (IELTS/TOEFL)

আইইএলটিএস/টফেল পরীক্ষার প্রস্তুতি কমপক্ষে ৬-৯ মাস আগে শুরু করুন।কাঙ্খিত স্কোর (যেমন 6.5+/7.0+) পেতে প্রয়োজনে কোচিং বা প্রাইভেট টিউটর নিন।

🎓 ৬. স্ট্যান্ডার্ড টেস্ট (SAT, GRE, GMAT) প্রস্তুতি

SAT/ACT: আন্ডারগ্র্যাজুয়েট শিক্ষার্থীদের জন্য।GRE/GMAT: মাস্টার্স প্রোগ্রামের জন্য প্রয়োজন হতে পারে।সময়মতো প্রস্তুতি নিয়ে স্কোর নিশ্চিত করুন।

🧾 ৭. রেকমেন্ডেশন লেটার (LOR)

যেসব শিক্ষক বা সুপারভাইজার আপনাকে ভালো জানেন, তাদের কাছ থেকে ২-৩টি রিকমেন্ডেশন লেটার আগেই সংগ্রহ করুন।অফিসিয়াল প্যাডে সাইন ও স্ট্যাম্পসহ লেখা থাকতে হবে।

📝 ৮. স্টেটমেন্ট অফ পারপাস (SOP) লেখার প্রস্তুতি

SOP লেখা শুরু করুন কমপক্ষে ৬ মাস আগে।নিজের একাডেমিক পটভূমি, ভবিষ্যৎ পরিকল্পনা ও কেন ঐ দেশ/বিশ্ববিদ্যালয় বেছে নিয়েছেন এসব পরিষ্কারভাবে লিখুন।একাধিক ড্রাফট বানিয়ে সিনিয়র, মেন্টর বা কনসালট্যান্ট দিয়ে রিভিউ করিয়ে নিন।

🎯 ৯. সাবজেক্ট ও বিশ্ববিদ্যালয় নির্বাচন

আপনার একাডেমিক ব্যাকগ্রাউন্ড ও আগ্রহের সাথে মিলে এমন ৫-১০টি বিশ্ববিদ্যালয় ও কোর্স বেছে নিন।প্রতিটি বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিশন রিকয়ারমেন্ট, স্কলারশিপ অপশন ও আবেদন ডেডলাইন ভালোভাবে রিসার্চ করুন।

💸 ১০. ফিনান্সিয়াল প্ল্যানিং ও বাজেটিং

পড়াশোনার খরচ (টিউশন ফি, অ্যাকমোডেশন, জীবনযাপন) ও ভিসা প্রসেসিং খরচ মিলিয়ে বাজেট তৈরি করুন।ব্যাংক স্টেটমেন্ট প্রস্তুত রাখুন (ভিসার জন্য প্রয়োজন)স্পন্সর থাকলে, তার নির্ভরযোগ্যতা ও ব্যাংক ডকুমেন্ট প্রস্তুত রাখুন।

🤝 ১১. ভলান্টিয়ারিং ও এক্সট্রা-কারিকুলার অ্যাক্টিভিটিস

ইউনিভার্সিটির স্কলারশিপ বা ভিসা আবেদন সহজ করতে ভলান্টিয়ার ও সামাজিক কাজের অভিজ্ঞতা জোগাড় করুন।এর প্রমাণস্বরূপ সার্টিফিকেট/লেটার সংগ্রহ করুন।

🍳 ১২. রান্না শেখা

বাইরে যাওয়ার আগে নিজের জন্য সহজ রান্না শিখে নিন – যেমন ভাত, ডাল, সবজি, ডিম, নুডুলস।হোস্টেলে বা শেয়ার্ড অ্যাপার্টমেন্টে রান্না একান্ত দরকারি।

🚘 ১৩. ড্রাইভিং লাইসেন্স

দেশে ড্রাইভিং শিখে ড্রাইভিং লাইসেন্স তৈরি করে রাখুন।চাইলে ইন্টারন্যাশনাল ড্রাইভিং পারমিট (IDP) সংগ্রহ করতে পারেন।

💻 ১৪. কম্পিউটার স্কিল ডেভেলপমেন্ট

Microsoft Word, Excel, PowerPoint, Google Docs, Zoom ইত্যাদিতে দক্ষতা অর্জন করুন।

চাইলে কোর্স করে সার্টিফিকেট নিয়ে রাখুন।প্রেজেন্টেশন, এসাইনমেন্ট ও গ্রুপ ওয়ার্কে এসব খুব কাজে লাগবে।

🌐 ১৫. অনলাইন অ্যাপ্লিকেশন ও ইমেইল হ্যান্ডলিং স্কিল

ইউনিভার্সিটির ওয়েবসাইটে আবেদন করতে পারার মতো দক্ষতা অর্জন করুন।

Gmail ব্যবহার, পিডিএফ বানানো, ফাইল কমপ্রেস করা, ফর্ম ফিলআপ, Google Drive ব্যবহারে অভ্যস্ত হোন।

✉️ ১৬. আবেদন ও ভিসা ডেডলাইনের ট্র্যাক রাখা

প্রতি বিশ্ববিদ্যালয়ের অ্যাপ্লিকেশন ডেডলাইন, স্কলারশিপ ডেডলাইন ও ভিসা টাইমলাইনের জন্য একটা গুগল শিট বা নোটবুক রাখুন।সময় মতো ফাইল সাবমিশন নিশ্চিত করুন।

📂 ১৭. একাডেমিক পোর্টফোলিও বানানো (বিশেষ করে মাস্টার্সের জন্য)

নিজের সব একাডেমিক কাগজপত্র, কোর্সওয়ার্ক, প্রজেক্ট, রিসার্চ এক জায়গায় সাজিয়ে রাখুন।




যোগাযোগ:
*Address:*
Bangladesh
ইম্পেরিয়াল আইরিস কিংডম, ম৩,মেরুল বাড্ডা,গুলশান, ঢাকা ১২১২
+8801725252025
+8801886072025

*Malaysia*
39 A Jalan Lebuh Pudu 50050 Kuala Lumpur.
(Kotaraya Bangla Market)
+601117714450

জীবনটাকে উপভোগ করতে হবে।।।।।।
25/07/2025

জীবনটাকে উপভোগ করতে হবে।।।।।।

20/07/2025
04/07/2025

🇲🇾 মালয়েশিয়ায় অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদের জন্য সুখবর! 🇧🇩

🌏 এখন থাইল্যান্ড ভিসা আবেদন করুন খুব সহজেই!
থাইল্যান্ড ঘুরে আসুন.

বিস্তারিত জানতে
যোগাযোগ করুন:
হ্যালো ট্যুর এন্ড ট্রাভেলসে
39 A Jalan Lebuh Pudu 50050 Kuala Lumpur.
(Kotaraya Bangla Market)
+601117714450

🇧🇩 অনেকেই জানতে চান – ভাই, ফ্রেশ পাসপোর্টে কম খরচে কোথায় ঘুরতে যাওয়া যায়, যাতে ভিসার ঝামেলা না থাকে?অনেক ওয়েবসাইটে দেখা ...
04/07/2025

🇧🇩 অনেকেই জানতে চান – ভাই, ফ্রেশ পাসপোর্টে কম খরচে কোথায় ঘুরতে যাওয়া যায়, যাতে ভিসার ঝামেলা না থাকে?

অনেক ওয়েবসাইটে দেখা যায়, লেখা থাকে বাংলাদেশি পাসপোর্টে নাকি ৪০টা দেশে ভিসা ছাড়া যাওয়া যায়।
কিন্তু বাস্তবতা ভিন্ন। অনেক দেশে যাওয়া বাস্তবে কঠিন হয়ে পড়ে!

১. সরাসরি ফ্লাইটই নেই
২. ইমিগ্রেশনে ঝামেলা
৩. আবার অনেক দেশের বিমান ভাড়া এত বেশি, যাওয়া রীতিমতো কষ্টকর

অনেক সময় দেখা যায়, বাংলাদেশ থেকেই ইমিগ্রেশন পার হতে পারছেন না।
তবে তাই বলে কি ঘুরতে যাবেন না?
নিচে এমন ৪টা দেশের কথা বলছি, যেগুলাতে ভিসার আলাদা কোনো ঝামেলা নেই, আর সরাসরি ফ্লাইটও পাওয়া যায়।
নতুন ভ্রমণকারীদের জন্য এই দেশগুলো অনেকটাই সহজ

🇳🇵 ১. নেপাল
নেপালে যেতে আগে থেকে কোনো ভিসা করতে হয় না।
এয়ারপোর্টে গিয়ে একটা ফর্ম পূরণ করতে হবে, তারপর সেটার একটা ছবি তুলে ইমিগ্রেশনে গেলেই একটা স্টিকার দিয়ে দেবে – এটা দিয়েই ৩০ দিন থাকা যাবে।
প্রথমবার গেলে কোনো টাকা লাগে না, তবে দ্বিতীয়বার গেলে ২৫ ডলার ফি দিতে হয়।
ফ্লাইট ভাড়া রিটার্ন টিকিটসহ ৩২ থেকে ৪০ হাজার টাকার মধ্যে পড়ে।

🇧🇹 ২. ভুটান
ভুটানেও আগে থেকে ভিসা করতে হয় না। অন-অ্যারাইভাল ভিসা দেয়।
তবে সেখানে প্রতিদিন থাকার জন্য ১৫ ডলার করে চার্জ দিতে হয়।
সপ্তাহে দুই দিন সরাসরি ফ্লাইট চলে, Druk Air পরিচালনা করে।
ফ্লাইট ভাড়া রিটার্ন টিকিটসহ প্রায় ৪৮ থেকে ৫০ হাজার টাকার মতো পড়ে।

🇱🇰 ৩. শ্রীলংকা
শ্রীলংকা যেতে হলে আগে থেকেই ETA (Electronic Travel Authorization) নিতে হয়।
অনলাইনে খুব সহজে ফর্ম পূরণ করে, ডুয়েল কারেন্সি কার্ড দিয়ে কিছু ডলার পেমেন্ট করলেই ১০ মিনিটের মধ্যে ETA চলে আসে।
ETA থাকলেই শ্রীলংকা ভ্রমণ করতে পারবেন ইনশাআল্লাহ।
সরাসরি ফ্লাইটও আছে, ৩০-৫০ হাজার টাকার মধ্যেই রিটার্ন টিকিট মিলে যায়।

🇲🇻 ৪. মালদ্বীপ
মালদ্বীপ অন-অ্যারাইভাল ভিসা দেয়। আগে থেকে কোনো ভিসা করতে হয় না।
শুধু এরাইভাল ফর্মটা অনলাইনে পূরণ করে নিয়ে যেতে হয়।
US-Bangla সরাসরি ফ্লাইট চালায়, টিকিটের দাম ৪০-৫০ হাজার টাকার মধ্যে পড়ে।
চাইলেই ট্রানজিট ফ্লাইটেও যেতে পারেন।
যদি শ্রীলংকা ও মালদ্বীপ একসাথে প্ল্যান করেন, তাহলে এক রাউন্ডেই দুই দেশ ঘুরে ফেলা যাবে কম খরচে

নতুনদের জন্য প্রাথমিক ধারণা দেওয়ার চেষ্টা করলাম।
আরও বিস্তারিত যেমন খরচ, ইমিগ্রেশন, থাকার জায়গা ইত্যাদি জানতে চাইলে কমেন্ট বা ইনবক্সে জানাতে পারেন.
Hello Tour & Travels
Bangladesh Office
ইম্পেরিয়াল আইরিস কিংডম, ম৩,মেরুল বাড্ডা,গুলশান, ঢাকা ১২১২
+8801725252025
+8801886072025

Malaysia Office
39 A Jalan Lebuh Pudu 50050 Kuala Lumpur.
(Kotaraya Bangla Market)
+601117714450

✨অফার! ✨অফার! ✨অফার!✅০৪ রাত ০৫ দিনের প্যাকেজ পাচ্ছেন মাত্র-69999 টাকা(জনপ্রতি)।।🔥প্যাকেজে থাকছে- বিমান টিকেট (রাউন্ড-ট্র...
01/07/2025

✨অফার! ✨অফার! ✨অফার!
✅০৪ রাত ০৫ দিনের প্যাকেজ পাচ্ছেন মাত্র-69999 টাকা(জনপ্রতি)।।

🔥প্যাকেজে থাকছে- বিমান টিকেট (রাউন্ড-ট্রিপ),ট্যুর ট্রান্সপোর্টেশন,ব্যাংকক ও পাতায়ায় হোটেল বুকিং,এয়ারপোর্ট পিক এন্ড ড্রপ সার্ভিস।

আরো থাকছেঃ
চাওফ্রায়া নদীতে বাফেট ডিনারক্রুজ,সাফারি ওয়ার্ল্ড ভিজিট।

এই ট্রাভেল প্যাকেজ উপভোগ করতে, দিতে হবে ৫০% বুকিং মানি যা 35000 টাকা জনপ্রতি। বাকি ৫০% ট্রাভেল ডেইটের ১৫ দিন আগে প্রদান করতে পারবেন।

প্রয়োজনে আজই যোগাযোগ করুন
হ্যালো ট্যুর এন্ড ট্রাভেলসে
01725-252025

#থাইল্যান্ড #সাফারি_ওয়ার্ল্ড
#ভ্রমণ

🌍 Hello Tour & Travels × Probash Sheba 🇧🇩🇲🇾🤝আজকের এই সুন্দর মুহূর্তে আমাদের নতুন পার্টনারশিপের যাত্রা শুরু হলো!আমরা প্রত...
29/06/2025

🌍 Hello Tour & Travels × Probash Sheba 🇧🇩🇲🇾🤝
আজকের এই সুন্দর মুহূর্তে আমাদের নতুন পার্টনারশিপের যাত্রা শুরু হলো!

আমরা প্রতিশ্রুতিবদ্ধ প্রবাসীদের জন্য আরও সহজ, নির্ভরযোগ্য ও উন্নতমানের ভিসা এবং ট্রাভেল সেবা নিশ্চিত করতে।

📌 সেবা: ✔️ মালয়েশিয়া
✔️ এয়ার টিকিট
✔️ হোটেল বুকিং
✔️ গাইডেড ট্যুর প্যাকেজ

👉 আপনার যাত্রা শুরু হোক আমাদের সাথে!

27/06/2025

🧳 “পৃথিবীটা একটা বই, আর যারা ভ্রমণ করে না, তারা শুধু একটাই পৃষ্ঠা পড়ে।”

21/06/2025



14/06/2025

*Hello Tour & Travels*
Bangladesh $ Malaysia

মালয়শিয়া স্ত্রী বাচ্চা ১০০% প্রসেস

মালয়েশিয়ায় বউ বাচ্চা নিতে যোগাযোগ করুন

*প্রয়োজনীয় ডকুমেন্টস:*

*★★বউয়ের ডকুমেন্টস★★*
* পাসপোর্ট,
* এন আইডি
* কাবিন নামা ও মেরিজ সার্টিফিকেট ইংরেজি
* ব্যাংক স্টেটমেন্ট ও ব্যাংক সলভেন্সি ইংরেজি
* ছবি ৩৫/৫০ সাইজ সাদা।

*★★ছেলে ডকুমেন্টস★★*
* পাসপোর্ট
* ভিসা কপি
* লেটার
* এস এস এম
* আইসি
* কোম্পানি সাইনবোর্ড ছবি
* কাজের যায়গা ছবি

*বাচ্চার ক্ষেত্রে ডকুমেন্ট*
* পাসপোর্ট
* ছবি
* জন্মনিবন্ধন কপি।
* ⁠ভিসা রিজেক্ট হলে এপ্লিকেশন ফি অফেরতযোগ্য।

যোগাযোগ:
*Address:*
Bangladesh
ইম্পেরিয়াল আইরিস কিংডম, ম৩,মেরুল বাড্ডা,গুলশান, ঢাকা ১২১২
+8801725252025
+8801886072025

*Malaysia*
39 A Jalan Lebuh Pudu 50050 Kuala Lumpur.
(Kotaraya Bangla Market)
+601117714450

Address

Kuala Lumpur

Opening Hours

Monday 09:00 - 18:00
Tuesday 09:00 - 18:00
Wednesday 09:00 - 18:00
Thursday 09:00 - 18:00
Saturday 09:00 - 18:00
Sunday 09:00 - 18:00

Telephone

+8801725252025

Alerts

Be the first to know and let us send you an email when Hello Tour & Travels posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Hello Tour & Travels:

Featured

Share

Category