19/03/2025
ট্রানজিটে যাওয়ার আগে জেনে নেওয়া দরকার;
কখন ট্রানজিট দেশের ভিসা লাগে?
আসুন জেনে নেই বিস্তারিত তাহলে ট্রানজিটে কোন দেশে গেলে ভিসা লাগবে না।
১) আপনি যদি কোন দেশে দুইবার ট্রানজিট নেন ( যেমন: এয়ার ইন্ডিয়া ফ্লাইট ঢাকা টু কলকাতা যাবে সেখান ৩ ঘন্টা নেওয়ার পর, কলকাতা টু দিল্লি যাবে সেখানে ২ ঘন্টা অপেক্ষা করার পর দিল্লি টু সিঙ্গাপুর যাবে৷ এক্ষেত্রে আপনার ইন্ডিয়ার ট্রানজিট ভিসা লাগবে।
আর আপনার ফ্লাইট যদি ঢাকা টু কলকাতা এবং কলকাতা টু সিঙ্গাপুর হয় তাহলে আপনার ট্রানজিট দেশের ভিসা লাগবে না।)
তাই ইন্ডিয়ায় বা যেকোন দেশে ট্রানজিট নিলে খেয়াল রাখবেন ট্রানজিট যেনো এক শহরে থাকে। তাহলে আরামে গন্তব্যস্থলে চলে যেতে পারবেন।
২) আপনার ট্রানজিটের সময় যেনো ২৪ ঘন্টার বেশী না হয়।( উদাহরণ হিসেবে বলা যায়, আপনি ঢাকা টু তুরস্ক ট্রাননজিট নিবেন। তুরস্ক আপনার বিমান ২৪ ঘন্টা অপেক্ষা করে তুরস্ক টু লিথুনিয়া যাবে।
সেক্ষেত্রে আপনার তুরস্কের ট্রানজিট ভিসা লাগবে। আর যদি তুরস্ক ১৯ ঘন্টা অপেক্ষা করার পর লিথুনিয়ার উদ্দেশ্যে বিমান ছেড়ে যায় তাহলে ট্রানজিট ভিসা লাগবে না৷)
৩) আপনার এয়ারলাইনস যেনো চেঞ্জ না হয়৷ ( উদাহরণ হিসেবে বলা যায় আপনি ইন্দিগু দিয়ে ঢাকা টু কলকাতা যাবেন এরপর এয়ার ইন্ডিয়া দিয়ে কলকাতা টু সিঙ্গাপুর যাবেন। তাহলে আপনার ট্রানজিট ভিসা লাগবে৷
আপনি যদি ইন্দিগু দিয়ে কলকাতা যান এবং ইন্দিগু দিয়ে কলকাতা টু সিঙ্গাপুর যান তাহলে ট্রানজিট ভিসা লাগবে না।)
তাই দয়া করে ট্রানজিটে যাওয়া আগে খেয়াল রাখবেন, একই দেশে যেনো দুইবার ট্রানজিট না হয়, ট্রানজিটের সময় যেন ২৪ ঘন্টার কম হয়। বিমান যাতে চেঞ্জ না হয়৷ তাহলে ট্রানজিটে যেতে কোন সমস্যা হবে না।
ধন্যবাদ সবাইকে।
যেকোনো দেশের এয়ারটিকেট এর জন্য যোগাযোগ :
SkyDream Solutions
011-1115 1256