Kaji Tours & Travels

  • Home
  • Kaji Tours & Travels

Kaji Tours & Travels Kaji Tours & Travels

হ্যাঁ, "Tour" এবং "Travel" শব্দ দুটি প্রায়ই একে অপরের সাথে সম্পর্কিত হলেও তাদের মধ্যে সূক্ষ্ম পার্থক্য রয়েছে। যে কারণে অ...
08/01/2025

হ্যাঁ, "Tour" এবং "Travel" শব্দ দুটি প্রায়ই একে অপরের সাথে সম্পর্কিত হলেও তাদের মধ্যে সূক্ষ্ম পার্থক্য রয়েছে। যে কারণে অনেক এজেন্সি তাদের নামের শেষে "Tour & Travel" ব্যবহার করে। এই নামকরণের মাধ্যমে তারা পরিষেবার ভিন্ন ভিন্ন দিক বোঝাতে চায়। ব্যাখ্যাটি নিম্নরূপ:

১. Tour:
"Tour" শব্দটি সাধারণত একটি নির্দিষ্ট গন্তব্যে ঘুরে আসার জন্য একটি প্যাকেজ বা সংগঠিত ভ্রমণকে বোঝায়।
এটি গাইডসহ বা নির্দিষ্ট পরিকল্পিত কার্যক্রমের অংশ হতে পারে, যেমন একটি শহর বা দেশের বিশেষ আকর্ষণ পরিদর্শন।
উদাহরণ: সাইট সিইং ট্যুর, অ্যাডভেঞ্চার ট্যুর, হানিমুন ট্যুর ইত্যাদি।
২. Travel:
"Travel" শব্দটি সাধারণভাবে যেকোনো ধরনের ভ্রমণ বোঝায়, সেটা ব্যক্তি উদ্যোগে হোক বা এজেন্সির সাহায্যে।
এটি এক স্থান থেকে আরেক স্থানে যাতায়াতের প্রক্রিয়া বা যোগাযোগের মাধ্যমগুলোকেও নির্দেশ করে (যেমন ফ্লাইট, বাস, ট্রেন, বা নৌযান)।
উদাহরণ: টিকিট বুকিং, ভিসা প্রসেসিং, পরিবহন ব্যবস্থা ইত্যাদি।
"Tour & Travel" একসাথে ব্যবহার করার কারণ:
বিস্তৃত পরিষেবা বোঝানোর জন্য: নামের মাধ্যমে পরিষ্কার করা হয় যে এজেন্সিটি শুধুমাত্র ট্যুর আয়োজনই করে না, বরং যাতায়াত সংক্রান্ত অন্যান্য সেবা (যেমন টিকিট বুকিং বা ভিসা প্রসেসিং) প্রদান করে।
ব্র্যান্ডিং ও আকর্ষণীয়তা: "Tour & Travel" একসাথে ব্যবহার করলে এটি আরও পেশাদার এবং ব্যাপক সেবা প্রদানকারী হিসেবে এজেন্সিকে উপস্থাপন করে।
গ্রাহকের দৃষ্টিতে সহজবোধ্য: গ্রাহকরা সহজেই বুঝতে পারেন যে তারা যেকোনো ধরনের ভ্রমণ সংক্রান্ত সাহায্য এখানে পাবেন।
এ কারণে এটি অনেকের কাছে "অর্থের পুনরাবৃত্তি" মনে হলেও, এটি আসলে পরিষেবার বিস্তৃতি এবং বৈচিত্র্য বোঝাতে ব্যবহৃত হয়।

যারা ইউরোপে ভ্রমণ করতে যেতে চান, তাদের জন্য খুব কাজে আসবে এই পোস্টটা। সেইভ করে রাখতে পারেন।আমি আজ মাত্র ১৪ দিনের মধ্যে শ...
25/11/2024

যারা ইউরোপে ভ্রমণ করতে যেতে চান, তাদের জন্য খুব কাজে আসবে এই পোস্টটা। সেইভ করে রাখতে পারেন।

আমি আজ মাত্র ১৪ দিনের মধ্যে শেনজেন ভিসা পেয়েছি, যার মাধ্যমে ইউরোপের ২৭ টি দেশ ঘুরতে পারবো।

এখন অনেকেরই ভিসা হচ্ছে আবার অনেকের বিভিন্ন কারণে হচ্ছে না।

আমি এপ্লাই করার আগে, গুছিয়ে একজায়গায় সব ইনফরমেশনস কোথাও পাইনি। তাই ভাবলাম, গুছিয়ে লিখে দেই। সবার উপকারে আসবে।

গুরুত্বপূর্ণ তথ্য :

১. শেনজেন ভিসাতে এপ্লাই করার জন্য, বেশিরভাগ জায়গাতেই আপনার আগে Appointment নিতে হয়। আর এখন Appointment এর জন্যই অনেক ক্ষেত্রে ২-৩ মাস লেগে যায়।

তাই যারা ভ্রমণ করতে যেতে চাচ্ছেন, তাদের জন্য Sweden embassy বেশ ভালো চয়েস। Appointment এর কোনো ঝামেলা নাই। পাশাপাশি ১৪ দিনের মধ্যেই পজিটিভ বা নেগেটিভ মেসেজ দিয়ে জানিয়ে দিবে।

২. আমি কমেন্টস সেকশনে VFS Global Sweden এর website এর লিংক দিয়ে দিচ্ছি। Check list অনুযায়ী সব কাগজপত্র গুছিয়ে সোজা ওদের অফিসে চলে গেলেই হবে।

বনানী শেরাটন হোটেলের উল্টো দিকের বিল্ডিংয়ের (Borak Mehnur) ৭ম তলায় ওনাদের অফিস।

৩. সকাল ৯ টা থেকে Application জমা নেয়া হয়। কিন্তু বিল্ডিংয়ের বাইরে সকাল ৮ টা থেকেই সিরিয়াল পড়ে যায়। আর খুবই সুশৃঙ্খলভাবে ঐ সিরিয়াল মেইনটেইন করে সকাল ৯ টা থেকে লোকজন ভেতরে নেয়া হয়।

৪. বর্তমানে ভিসা ফিস প্রায় ১০,৩৫০ জন প্রতি। ক্যাশ টাকা নিয়ে যেতে হয়। কার্ডে পেমেন্ট হয় না। এইটা একটা ঝামেলা।

৫. একটা জিনিস খেয়াল রাখবেন, ৩৫x ৪৫ ছবি নতুন করে তুলে নিয়ে যাওয়া ভালো। আগে ভিসা পেয়েছেন এমন ছবি ব্যাবহার করা উচিৎ না।

৬. ভিসা ফর্ম আর কাভার লেটারটা খুব যত্ন করে করা উচিৎ।

কাভার লেটারটা খুব প্রফেশনাল হতে হবে। কোন কোন দেশের কোথায় কোথায় যাবেন, কবে যাবেন, কেন যাবেন সুন্দর করে উল্লেখ করতে হবে। আমি একটা টেম্পলেট দিয়ে দিবো দরকার হলে।

৭. মনে রাখবেন শেনজেন ভিসায় আপনি কবে যাবেন আর কবে ফিরে আসবেন, তা খুবই গুরুত্বপূর্ণ।

আপনি যদি উল্লেখ করেন যে, আপনি ১৫ দিন ইউরোপের বিভিন্ন দেশ ঘুরবেন, তাহলে ওরা ঠিক ১৫ দিনের জন্যই দিবে।

তাই খুব বুঝে শুনে এই তারিখ উল্লেখ করবেন।

চেষ্টা করবেন, যে দেশের এম্বাসি হয়ে এপ্লাই করছেন সেই দেশে বেশি সময় থাকার।

৮. বুকিং ডট কম থেকে যেখানে যেখানে যাবেন সব জায়গার হোটেল বুকিং দিয়ে সুন্দর করে প্রিন্ট করে নিতে হবে। ফ্রি কেন্সেলেশন আছে এমন হোটেল বুকিং দিতে পারেন। ভিসা হলে cancel করে দিতে পারেন, আপনার প্ল্যান অনুযায়ী।

৯. ইন্সুরেন্স কপিগুলো অবশ্যই এক সেট ফটোকপি করবেন। অরজিনালটা আপনার কাছেই থাকবে।

১০. আগের সব শেনজন ভিসার ফটোকপি জমা দিতে হবে।

১১. অবশ্যই বাচ্চাদের school থেকে ভ্রমণের তারিখ উল্লেখ করে একটা NOC নিতে হবে।

১২. আপনি যতদিন ভ্রমণের চিন্তা করেছেন, তার estimated cost অনুযায়ী আপনার Bank Statement এ সামঞ্জস্যপূর্ণ Amount থাকতে হবে।

১৩. আপনি যে দেশ দিয়ে ঢুকবেন, চাইলে অন্যদেশ দিয়ে ফেরত আসতে পারবেন। তাই ফ্লাইটের মেইন টিকেট বুকিং দেখালেই চলবে। Internal flight বা bus, train এর টিকেট না দেখালেও চলবে।

১৪. অবশ্যই আপনার আগের পাসপোর্টগুলো সাথে রাখবেন।

১৫. ১৪ দিন পর মেসেজ আসলে একই বিল্ডিংয়ে দুপুর ৩-৪ টার মধ্যে সিরিয়াল ধরেই কালেক্ট করতে হবে। ওরা একটা প্যাকেটের মধ্যে পাসপোর্ট ভরে ফেরত দিবে।

যদি প্যাকেটটির ভেতরে পাসপোর্টের পশাপাশি কোনো কাগজ আছে মনে হয়, তাহলে বুঝবেন ভিসা হয়নি। সেটি explanation letter . আর প্যাকেটে শুধু পাসপোর্ট থাকলে বুঝে নিবেন ভিসা হয়ে গেছে।

🇭🇷 ক্রোয়েশিয়ার জন্য যারা নেপাল যাবেন তাদের জন্য মহাগুরুত্বপূর্ণ তথ্য  🎖️যে সকল সদস্য ক্রোয়েশিয়ার ফাইল জমা দেওয়ার জন্য...
11/11/2024

🇭🇷 ক্রোয়েশিয়ার জন্য যারা নেপাল যাবেন তাদের জন্য মহাগুরুত্বপূর্ণ তথ্য

🎖️যে সকল সদস্য ক্রোয়েশিয়ার ফাইল জমা দেওয়ার জন্য নেপালে আসবেন তাদের কিছু করণীয় আমি বলে দিচ্ছি 👇

👉 ১! বাংলাদেশ ইমিগ্রেশন ->
এ্যাপয়োনমেন্ট +পারমিট+পাসপোর্ট কপি

👉 ২! নেপালে ইমিগ্রেশন ->
বিমান থেকে নেমে সোজা চলে যাবেন দেখবেন চার-পাঁচটা বুথ আছে। ৪/৫ কোট পরে মেয়ে দাঁড়ায় থাকবে আপনাকে সাহায্য করার জন্য।তাদের দিয়ে ৯০ দিনের ভিসা ফরম পূরণ করবেন ও তার ছবি তুলে নিবেন । তার পাশে ১২৫ ডলার জমা দিয়ে রিসিট নিয়ে নিবেন। তারপর সোজা ইমিগ্রেশন জমা দিবেন আপনাকে ৯০ দিনের ভিসা দিয়ে দিবে।
নেপাল এয়ারপোর্টে কোন প্রকার সিম ও রুপি কনভার্ট করবেন না। কাটমুন্ডু অথবা থামেল চলে আসবেন। লোকাল মানি এক্সচেঞ্জ থেকে টাকা কনভার্ট করাবেন বেশি টাকা পাবেন।
👉 ৩! বিএফএসে করণীয় ->
সম্পূর্ণ ডকুমেন্ট প্রিন করে নিয়ে আসবেন অথবা এখান থেকে কালার প্রিন্ট করাবেন। ছবি অবশ্যই বিএফএস এর সামনে থেকে তুলবেন ২০০ টাকা দিয়ে ৪ কপি। প্রত্যেকটা ডকুমেন্ট পাসপোর্ট এর সাথে মিলাবেন কোন প্রকার নামের ভুল আছে কিনা। তারপরে তারিখ অনুযায়ী জমা দিয়ে দিবেন। কাঠকুণ্ডাতে আসার পরে থেকে ১১/১২ হাজার টাকার ভিতর থাকা খাওয়া দুটোই পাবেন। যদি রান্না করে খান তাহলে আরো কমে থাকতে পারবেন।

👉 ৪! প্রয়োজনীয় ডকুমেন্ট ->
Visa form
appointment date
PermitGuaranty latterContract latter ticket
Insurance
nepal embassy visa
Police clarence Attested copy.Passport copy photo European size.
এম্বাসিতে টোটাল 26 হাজার রুপি লাগবে। যদি অ্যাপয়েন্টমেন্ট ডেট এর ৫ হাজার + জমা দিয়া দেন তাহলে ২০ হাজার রুপি লাগবে
ফাইল জমা দেওয়ার পরে ফিঙ্গারপ্রিন্ট দিবেন। অবশ্যই রিসিটের ছবি তুলে রাখবেন।
এরপরে নামাজ কালাম পড়বেন জিকির আজগার করবেন ঘুরে বেড়াবেন খাবেন ঘুমাবেন রেস্ট করবেন। 🇪🇺🇭🇷

 #মালয়েশিয়া_মাল্টিপল_এন্ট্রি_ভিসা_অফার𝑴𝒂𝒍𝒂𝒚𝒔𝒊𝒂 𝑴𝒖𝒍𝒕𝒊𝒑𝒍𝒆 𝑬𝒏𝒕𝒓𝒚 𝑻𝒐𝒖𝒓𝒊𝒔𝒕 𝒆𝑽𝒊𝒔𝒂 প্রসেসিংমাত্র 6,500/- টাকায় বর্তমানে 𝐌𝐚𝐥𝐚𝐲𝐬𝐢...
31/10/2024

#মালয়েশিয়া_মাল্টিপল_এন্ট্রি_ভিসা_অফার

𝑴𝒂𝒍𝒂𝒚𝒔𝒊𝒂 𝑴𝒖𝒍𝒕𝒊𝒑𝒍𝒆 𝑬𝒏𝒕𝒓𝒚 𝑻𝒐𝒖𝒓𝒊𝒔𝒕 𝒆𝑽𝒊𝒔𝒂 প্রসেসিং
মাত্র 6,500/- টাকায়

বর্তমানে 𝐌𝐚𝐥𝐚𝐲𝐬𝐢𝐚 ভিসা প্রাপ্তির সম্ভাবনা প্রায় ৯৯.৯৯% । প্রতিদিনই অসংখ্য ভিসা ডেলিভারি পাওয়া যাচ্ছে ।

(𝐌𝐚𝐥𝐚𝐲𝐬𝐢𝐚 𝐂𝐨𝐦𝐩𝐚𝐧𝐲 𝐈𝐧𝐯𝐢𝐭𝐚𝐭𝐢𝐨𝐧) সহ বর্তমানে মালয়েশিয়া ভিসা প্রদানের হার অন্যান্য সময়ের চেয়ে অনেক বেশি । আর এখন ভিসার মেয়াদও বেশি (৬মাস) ।
𝙈𝒂𝙡𝒂𝙮𝒔𝙞𝒂 𝑴𝙪𝒍𝙩𝒊𝙥𝒍𝙚 𝙀𝒏𝙩𝒓𝙮 𝙑𝒊𝙨𝒊𝙩 𝙑𝒊𝙨𝒂 পাচ্ছেন সবচেয়ে কম রেটে । মালয়েশিয়া থেকে আমরাই আমন্ত্রনপত্র (𝐈𝐧𝐯𝐢𝐭𝐚𝐭𝐢𝐨𝐧) নিয়ে ভিসা আবেদন করে দিবো ।

মালয়েশিয়া ই-ভিসার জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস
> মুল পাসপোর্ট (পুরাতন পাসপোর্টসহ)
> NID কার্ড কপি
> ছবি (ম্যাট প্রিন্ট ব্যাকগ্রাউন্ড সাদা)
> ব্যাংক স্টেটমেন্ট ৬ মাসের ও ব্যাংক সার্টিফিকেট
> ট্রেড লাইসেন্স কপি (ব্যবসায়ীকদের জন্য)
> কোম্পানির প্যাড ও ভিসিটিং কার্ড
> প্রফেশনাল আইডি কার্ড কপি (ছাত্র/ চাকুরী জীবিদের জনন্য)
> NOC কপি (চাকুরী জীবিদের জন্য)

বিস্তারিত জানতে যোগযোগ করুন
𝗛𝗲𝗹𝗽𝗹𝗶𝗻𝗲: 01710-942636
Kaji Tours & Travels
Office Address Ressors Full Paltan City, Level-10, Room #101
51/51, Purana Paltan Dhaka-1000. Bangladesh.
WhatsApp +8801710942636

Schengen Visa & Travel ♥️অনেকেই জানতে চেয়েছেন Schengen visa করতে কি কি Documents লাগে?*প্রথমেই আপনাকে নিজের মতো করে Tour...
23/10/2024

Schengen Visa & Travel ♥️

অনেকেই জানতে চেয়েছেন Schengen visa করতে কি কি Documents লাগে?

*প্রথমেই আপনাকে নিজের মতো করে Tour Itinerary প্রস্তুত করতে হবে।
*কাভার লেটারের প্রথম আপনি কেন______ দেশ ট্রাভেল করার জন্য সিলেক্ট করেছেন তা নিয়ে ২ লাইন লিখবেন।পরে আপনার অতীত ট্রাভেল করা দেশ সম্পর্কে ২ লাইন লিখবেন।আপনার বিজনেস /জব সম্পর্কে লিখবেন।ফেমেলি সম্পর্কে লিখতে পারেন।দেশে আপনাকে কেন ফেরত আসতে হবে সেই বেপারে গুছিয়ে লিখবেন।Schengen এর সকল আইন কানুন মেনে চলবেন সেই বেপারে একটা ডিক্লেয়ারেশন দিবেন😀

*নির্ভুল ভাবে ফর্ম পূরণ করতে হবে
* ভিসা ইন্সুইরেন্স (আমি সবসময় Swisscare থেকে করি)
* ব্যাংক স্টেটমেন্ট লাস্ট ৬ মাস
* ব্যাংক সলভেন্সি ( Balance show kore Euro তে কনভার্ট করে নেয়া ভালো)
*টিন সার্টিফিকেট
*টেক্স রিটার্ন সার্টিফিকেট ৩ বছরের( যদি থাকে )
*২৫০০০+ টেক্স পে করলে ভালো
* অনেকে টেক্স ,টিন,এসেট ভেলুয়েশন ছাড়া ভিসা পায়, কপাল ভাল তাই পায়😅
* অনেকেই Schengen Application এ Bank লেনদেনে Uk এর মতো গুরুত্ব দেয়না। আমার মতে Schengen এ আরো গুরুত্ব বেশি দেয়া দরকার।
* এসেট ভ্যালুয়েশন ( যদি থাকে )- অনেকেই বলে CA Evaluation করতে।তবে আমার এক্সপেরিয়েন্স থেকে আমি দেখেছি এইটা এক্সট্রা কোন প্রকার বেনিফিট দেয় না🙂ভিন্ন মতামত থাকতেই পারে।
* মেরেজ সার্টিফিকেট( বিবাহিত হলে)
*জন্মনিবন্ধন যদি ছেলে মেয়ে থাকে
*ট্রেড লাইসেন্স যদি বিজনেসম্যান হয়(English)
* যদি আপনার বিজনেস প্রফাইল হয় তাহলে অবশ্যই কারেন্ট+ সেবিংস একাউন্ট মেইনটেইন করতে হবে।
*এন ও সি যদি চাকরিজীবি হয়
*জব আইডি কার্ড
* হোটেল বুকিং ( নিজের ক্রেডিট কার্ড দিয়ে করতে পারলে ভালো )
* ফ্লাইট বুকিং
# আমি ফিনল্যান্ডের + সুইডেন ১১ দিনের আইটেনারি দিয়ে ভিসা নিয়েছিলাম😍
পরবর্তীতে Finland +France +Switzerland +Italy ঘুরে দেশে আসছিলাম 🔥

🇧🇩বাংলাদেশ থেকে Schengen visa পাওয়া আমার দেখা সকল দেশের থেকে টাফ🙃

%% যেকোনো পরামর্শ লাগলে কোন প্রকার সংকোচ না
করে কমেন্ট অথবা ইনবক্স করতে পারেন 😎

🇧🇩🇧🇩একটাই অনুরোধ থাকবে কেউ আমার পারসোনাল কাভার লেটার চাইবেন না🤓🤓
Collect - Juwel khan bhai

🇲🇾 মালয়েশিয়ার ভিসা এখন আরও সহজ, ঘরে বসেই আমাদের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারবেন ই-ভিসার জন্য। মাল্টিপল এন্ট্রি টুরিস্ট ভিস...
09/09/2024

🇲🇾 মালয়েশিয়ার ভিসা এখন আরও সহজ, ঘরে বসেই আমাদের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারবেন ই-ভিসার জন্য।
মাল্টিপল এন্ট্রি টুরিস্ট ভিসার জন্য মালয়েশিয়ার পূর্ববর্তী ভিসা থাকতে হবে।

---ফ্রেশ পাসপোর্টে কন্টাকে ভিসা হয় না----
‼️ এ ধরনের অবৈধ প্রস্তাব আইনত দণ্ডনীয় অপরাধ।

আবেদন করতে এখনই এই নাম্বারে যোগাযোগ করুন -
01710-942636
অথবা WhatsApp করতে পারেন এই নাম্বারে -
+8801710942636

Dhaka Office
🏢 54 রিসোর্সফুল পল্টন সিটি,পুরানা পল্টন, ঢাকা

Address


Telephone

+966575573520

Website

Alerts

Be the first to know and let us send you an email when Kaji Tours & Travels posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Travel Agency?

Share