
28/08/2025
📌 সৌদিতে ডিজিটাল ইকামা বনাম ফিজিক্যাল ইকামা
ইকামা দুই ধরণের হয়ে থাকে:
✅ ফিজিক্যাল ইকামা → প্লাস্টিক কার্ড (জাওয়াযাত থেকে পাওয়া যায়)
✅ ডিজিটাল ইকামা → আবশির অ্যাপের ভেতরে প্রদর্শিত কপি
✨ বর্তমানে বাস্তব অবস্থা
🔹 সৌদিতে এখন বেশিরভাগ কাজ অনলাইন নির্ভর, তাই অনেকেই ডিজিটাল ইকামার উপর ভরসা করেন।
🔹 তবে সব কাজ ডিজিটাল ইকামা দিয়ে হয় না। কিছু ক্ষেত্রে ফিজিক্যাল কার্ড বাধ্যতামূলক।
❗ যেখানে ফিজিক্যাল কার্ড লাগবেই:
🔷 সরাসরি ব্যাংকে গেলে ফিজিক্যাল ইকামা চাইবে।
🔷 সরকারি প্রতিষ্ঠানে সেবা নিতে গেলে ফিজিক্যাল কার্ড লাগবে।
🔷 অনেক কোম্পানির কাজে প্লাস্টিক কার্ড বাধ্যতামূলক।
🔷 সবচেয়ে বড় বিষয়: সব পুলিশ ডিজিটাল ইকামা মেনে নেয় না। যদি প্লাস্টিক কার্ড না থাকে, তারা আটক করে থানায় নিয়ে ফিঙ্গার রাখবে এবং এতে প্রায় ১০০০ রিয়াল জরিমানা হতে পারে।
⚠️ ডিজিটাল ইকামার সীমাবদ্ধতা:
নেটওয়ার্ক না থাকলে আবশির থেকে ডিজিটাল ইকামা শো করা যায় না।
কখনো কখনো আবশিরে টেকনিক্যাল সমস্যা থাকায় সমস্যায় পড়তে হয়।
🛑 ফিজিক্যাল ইকামা কার্ড কিভাবে পাবেন?
নতুন এলে → কফিল ইকামা করার পর জাওয়াযাত থেকে কার্ড বের করে দিবে।
কার্ড হারালে → কফিল "Lost" রিপোর্ট করে জাওয়াযাত থেকে নতুন কার্ড সংগ্রহ করবে।
বর্তমানে → জাওয়াযাত খেদমা ইলেকট্রোনিয়া নামে ফিজিক্যাল কার্ড দিচ্ছে।
এই কার্ডগুলোর মেয়াদ অনির্দিষ্টকাল (যত বছর খুশি চলবে, যদি ট্রান্সফার না হয়)।
কফিল পরিবর্তন (কাফালা) হলে → নতুন কার্ড জাওয়াযাত থেকে নিতে হবে।
✅ তাই নিরাপদে থাকতে সবসময় ফিজিক্যাল ইকামা কার্ড সাথে রাখার চেষ্টা করুন।
ℹ️ তথ্যটি উপকারী মনে হলে শেয়ার করতে ভুলবেন না।
Md Mahin Uddin