বিশ্ব ভ্রমণ গাইড, World Travel Guide for Bangladeshi Citizens.

বিশ্ব ভ্রমণ গাইড,  World Travel Guide for Bangladeshi Citizens. Do you want to visit your dream country? Then, follow my page. I will try to give you information about visa processing, visa fee & requirements documents

Sometimes making travel arrangements are simple. Sometimes it’s clear how to save money for your business travel. Sometimes it’s easy to find the best vacation package for your family.

যুক্তরাজ্যে ১০ বছরের ভিসার পাবেন যেভাবে। ১০ বছরের ভিসার জন্য আগে একবার United Kingdom ট্রাভেল করা থাকতে হয় 🛫🇬🇧🛬সাধারণ ৬ ...
01/26/2025

যুক্তরাজ্যে ১০ বছরের ভিসার পাবেন যেভাবে।

১০ বছরের ভিসার জন্য আগে একবার United Kingdom ট্রাভেল করা থাকতে হয় 🛫🇬🇧🛬

সাধারণ ৬ মাসের ভিসার জন্য যে সকল ডকুমেন্টস লাগে, সেগুলো দিয়েই আবেদন করতে হয়। শুধু কভার লেটারে স্পষ্টভাবে উল্লেখ করতে হবে যে আপনি ১০ বছরের ভিসার জন্য আবেদন করছেন + এপ্লিকেশন ফর্মে ১০ বছর সিলেক্ট করে পেমেন্ট করতে হবে💴

এছাড়া ভ্রমণের ইতিহাস, আর্থিক স্থিতিশীলতা, এবং বাংলাদেশে আপনার শক্তিশালী যোগসূত্র তুলে ধরা গুরুত্বপূর্ণ।

অনেকেই বলে থাকেন, আগের ভিসা থাকলে পরবর্তীবার UK ভিসা রিজেক্ট হয় না। কিন্তু এই ধারণাটি পুরোপুরি ভুল।আমার একজন নেতা ভাই ১০ বছরের জন্য এপ্লাই করে রিজেক্ট হয়েছেন।

একজন সনামধন্য ব্যক্তি বলেছিলেন, যেহেতু তার আগের ৩টি UK ভিসা রয়েছে, এবার ব্যাংক ট্রানজেকশন তেমন চেক করবে না; শুধু ব্যালেন্স ঠিক থাকলেই হবে। কিন্তু বাস্তবতা ভিন্ন—তার আবেদন রিজেক্ট হয়েছে।

⁉️ অনেকে ধারণা করেন, পাসপোর্টের পৃষ্ঠার দুই পাশ খালি না থাকলে ভিসা পাওয়া যাবে না, যেমন ৪২ এবং ৪৩ নম্বর পৃষ্ঠা—এটা সম্পূর্ণ ভুল ধারণা। আমার পাসপোর্টে ২৫, ৩৮ এবং ৪৩ নম্বর পৃষ্ঠা খালি ছিল, আমার ভিসা অ্যাপ্রুভ হতে কোন সমস্যা হয়নি

আমি আমার ৬ মাসের প্রথম ভিসার মেয়াদ শেষ হওয়ার ৩ সপ্তাহ আগেই পুনরায় আবেদন করেছিলাম। তবে, ট্যুর প্ল্যান দিয়েছিলাম এমনভাবে, যা আমার প্রথম ভিসার মেয়াদ শেষ হওয়ার পর শুরু হওয়ার কথা ছিল✈️

কাভার লেটারে এই লিখাটুকু এড করে দিতে পারেন

আগামী ১৭ থেকে ২৪ তারিখের মধ্যে আমি লন্ডন এবং প‍্যারিছ ভ্রমণের পরিকল্পনা করেছি। পাশাপাশি, ভবিষ্যতে যুক্তরাজ্যের প্রতিটি শহরের ইতিহাস, সংস্কৃতি ও প্রাকৃতিক সৌন্দর্য আবিষ্কার করার গভীর আগ্রহ রয়েছে। দীর্ঘমেয়াদী ভিসাটি আমাকে পর্যায়ক্রমে এই স্বপ্ন পূরণ করার সুযোগ দেবে🫠

👉 ভিসা ফি তালিকা:
• ৬ মাসের ভিসা ফি: ১১৫ ব্রিটিশ পাউন্ড
• ২ বছরের ভিসা ফি: ৪৩২ ব্রিটিশ পাউন্ড
• ৫ বছরের ভিসা ফি: ৭৭১ ব্রিটিশ পাউন্ড
• ১০ বছরের ভিসা ফি: ৯৬৩ ব্রিটিশ পাউন্ড

🗣️ ভিসার উপর সময়কাল ১৮০ দিন লেখা দেখে অনেকেই সুন্দর ভাষায় মন্তব্য করেছেন এবং ইনবক্সও করেছেন ১৮০ দিনে ১০ বছর হয় কিনা⁉️ ভিজিট ভিসার মেয়াদ যতদিনেরই হোক না কেন, প্রতি এন্ট্রিতে সর্বোচ্চ ১৮০ দিন থাকার অনুমতি দেওয়া হয়,আর সেটাই লিখা আছে।ভিসার মেয়াদ কতোদিন সেটা উপরের ডান পাশের কণারে লিখা আছে🤦‍♂️ এটি যুক্তরাজ্যের সকল ভিজিট ভিসার ক্ষেত্রেই প্রযোজ্য।

💳 ভিসা ফি পরিশোধ করার সহজ উপায় হলো নিজের ব্যাংকের কার্ড ব্যবহার করা।

ব্যাংকে কল করে বিস্তারিত জানালেই ব্যাংক থেকে পারমিশন দিয়ে দিভে

আমার ডকুমেন্টস সাবমিশন তালিকা:

1. ব্যাংক স্টেটমেন্ট (বিজনেস) ও সলভেন্সি সার্টিফিকেট

2. ব্যাংক স্টেটমেন্ট (পার্সোনাল) ও সলভেন্সি সার্টিফিকেট

3. সর্বশেষ তিনটি পাসপোর্টে থাকা ভিসা ও স্ট্যাম্পের স্ক্যান কপি

4. টিআইএন সার্টিফিকেট (TAX Identification Number)

5. সর্বশেষ চার বছরের ট্যাক্স রিটার্ন কপি

6. চারটি ট্রেড লাইসেন্সের কপি

7. শোরুমের দলিলের কপি

8. পার্টনারশিপ চুক্তির দলিলের কপি

9. ১২ দিনের ভ্রমণ পরিকল্পনা

10. কভার লেটার (Cover Letter)

11. রিটার্ন ফ্লাইট টিকিট বুকিংয়ের কপি

🗣️আরো কোন ইনফরমেশন জানার থাকলে কমেন্ট করতে পারেন🖊️ আমার জানা থাকলে শেয়ার করবো।

আপনাদের জন্য শুভকামনা রইলো।

🇲🇲 বাংলাদেশের পর্যটক'রা খুবই সহজে মাত্র তিন (৩) কর্মদিবসে মায়ানমার এর পর্যটক (টুরিস্ট) (স্টিকার) ভিসা পেতে পারেন মালয়েশি...
01/21/2025

🇲🇲 বাংলাদেশের পর্যটক'রা খুবই সহজে মাত্র তিন (৩) কর্মদিবসে মায়ানমার এর পর্যটক (টুরিস্ট) (স্টিকার) ভিসা পেতে পারেন মালয়েশিয়া এবং থাইল্যান্ড থেকে Malaysia 🇲🇾 🇹🇭 🇲🇲 ~

🪜১ম ধাপঃ
👉🏼 আপনার মতো সময় করে থাইল্যান্ডের ব্যাংকক অথবা মালয়েশিয়ার কুয়ালামাপুর অবস্থিত মায়ানমার দূতাবাসে চলে যান।

👉🏼 আপনি চাইলে বাংলাদেশ থেকেও মায়ানমার এর টুরিস্ট (স্টিকার) ভিসা করতে পারবেন। সেক্ষেত্রে থাইল্যান্ড এর মতো সমস্ত ডকুমেন্টস লাগবে।

👉🏼 মালয়েশিয়া'র কুয়ালামাপুরে অবস্থিত মায়ানমার এ্যাম্বেসি'র ঠিকানা ~
12, Jalan Keranji 2, Ampang Hilir, 55000 Kuala Lumpur, Wilayah Persekutuan, Kuala Lumpur, Malaysia.

👉🏼 থাইল্যান্ডের ব্যাংককে অবস্থিত মায়ানমারের এ্যাম্বেসি'র ঠিকানা ~
132 N Sathon Rd, Si Lom, Bang Rak, Bangkok 10500, Thailand.

🪜🪜২য় ধাপঃ
👉🏼 ভিসা অফিসার এর সাথে দেখা করে একটি ভিসা আবেদন ফর্ম চেয়ে নিন। সমস্ত তথ্য সঠিকভাবে পূরণ করুন।
👉🏼 স্বাভাবিক কিছু প্রশ্ন করতে পারে, যেমন কেন যাবেন, কোথায় থাকবেন ইত্যাদি। নরমাল-ই জবাব দিন।
👉🏼 সকালের শিফটে (০৯:০০-১২:০০) ভিসা জমা এবং বিকালের শিফট (০১:০০-০৩:০০) ভিসা ডেলিভারি দিয়ে থাকে।
👉🏼 আপনার আবেদনপত্রের সাথে দুই কপি পাসপোর্ট সাইজের সাদা ব্যাকগ্রাউন্ডের ছবি, পাসপোর্ট এর ফটোকপি হোটেল বুকিং এর ফটোকপি এবং আসা যাওয়ার বিমান টিকেট বুকিং এর ফটোকপি জমা দিয়ে, জমা রশিদ নিয়ে নিন।

🪜🪜🪜৩য় ধাপঃ
👉🏼 ইন্শাআল্লাহ্ তিন (৩) কর্মদিবসের মধ্যে-ই পেয়ে যাবেন, মায়ানমারের এর তিন (৩) মাস মেয়াদি, টুরিস্ট (স্টিকার) ভিসা।
👉🏼 অতঃপর তিন (৩) মাসের মধ্যে যেকোনো সময় টিকেট কেটে ঘুরে আসতে পারেন, বাংলাদেশ, ভারত, চায়না, লাওস এবং থাইল্যান্ডের মাঝখানে অবস্থিত, গৃহযুদ্ধে জর্জরিত অপরুপ সুন্দর দেশ মায়ানমার থেকে।

✈️ এক সঙ্গে থাইল্যান্ড/মালয়েশিয়া এবং মায়ানমার ভ্রমণের পরিকল্পনা রাখতে পারেন।
👉🏼 সেক্ষেত্রে তিন দেশের ভ্রমণ হিসেবে তুলনামূলক খরচ অনেক কম পরবে।
👉🏼 মায়ানমার এর বর্তমান পরিস্থিতি বিবেচনায় "ইয়াঙ্গুন" ও তার আশেপাশের এলাকা ছাড়া অন্য কোনো স্থানে ভ্রমণ না করাই সর্বোত্তম।
👉🏼 থাইল্যান্ড এবং মালয়েশিয়া থেকে মায়ানমারের এর বিমান টিকেট অন্য জায়গা'র তুলনায় অনেকটা সস্তায় পেয়ে যাবেন।

💵 বিশেষ দ্রষ্টব্যঃ মায়ানমারে ডলার এক্সচেঞ্জ রেইট আউট মার্কেটে-ই সবচেয়ে ভালো, কখনো কখনো সরকারি রেট থেকে দেড়/দুই গুণ বেশি পাওয়া যায়।

🥭🍇🍊 মায়ানমারে সকল দেশীয় তর তাজা ফল ও মাছ পাবেন এবং ইয়াঙ্গুনে গোল্ডেন পেগোডা এর পাশেই বড় একটা প্রাচীন বাঙ্গালী মসজিদ পাবেন।

👍🫶🏻🙏 পরিশেষে লাইক, কমেন্ট, শেয়ার এবং আইডি-টা ফলো করার অনুরোধ রইল।

#ইয়াঙ্গুন #রেঙ্গুন #বার্মা #মায়ানমার #মায়ানমারভ্রমন #মায়ানমারভিসা #মায়ানমারভ্রমণভিসা #মায়ানমারটুরিস্ট #মায়ানমারটুরিস্টভিসা

🇧🇩🇧🇩 ফিনল্যান্ডের কমন কিছু প্রশ্ন⁉️🇫🇮🇫🇮  I. 👉🏼 ফিনল্যান্ডের স্টুডেন্ট ভিসার জন্য কি IELTS লাগবে❓   🗣️ - আবশ্যক না। তবে প...
01/21/2025

🇧🇩🇧🇩 ফিনল্যান্ডের কমন কিছু প্রশ্ন⁉️🇫🇮🇫🇮

I. 👉🏼 ফিনল্যান্ডের স্টুডেন্ট ভিসার জন্য কি IELTS লাগবে❓
🗣️ - আবশ্যক না। তবে পৃথক এপ্লিকেশনের ক্ষেত্রে IELTS, Job experience এমনকি কিছু ক্ষেত্রে SAT স্কোরও দরকার হতে পারে।

II. 👉🏼 ফিনল্যান্ডে বাস করা কি ব্যয়বহুল ❓
🗣️ - অন্যান্য ইউরোপীয় দেশের তুলনায় মাঝারি খরচ, যা ৪০০-৬০০ ইউরো হতে পারে।

III. 👉🏼 আমি কি ফিনল্যান্ডে পড়াশোনা করার সময় কাজ করতে পারবো ❓
🗣️ - হ্যাঁ, প্রতি সপ্তাহে সর্বাধিক ৩০ ঘন্টা কাজের অনুমতি থাকবে। পড়াশোনা শেষে ফুল-টাইম কাজের অনুমতি পাবেন।

IV. 👉🏼 ফিনল্যান্ডে আবেদনের জন্য স্টাডি গ্যাপ কত বছর পর্যন্ত গ্রহনযোগ্য ❓
🗣️ - স্টাডি গ্যাপ কোনো ইস্যু না, ১০/১৫ বছরের গ্যাপেও এডমিশন ও ভিসা পাওয়া যায়।

V. 👉🏼 আমি কিভাবে ফিনল্যান্ডে পড়াশোনার জন্য আবেদন করতে পারি ❓
🗣️ - Studyinfo.fi পোর্টালের মাধ্যমে অনলাইনে আবেদন করা যায়।

VI. 👉🏼 ফিনল্যান্ডে পড়াশোনার খরচ কেমন ❓
🗣️ - টিউশন ফি বছরে ৫,০০০ থেকে ১৫,০০০ ইউরো পর্যন্ত হতে পারে।

VII. 👉🏼 অন্যান্য ইউরোপীয় দেশের তুলনায় ফিনল্যান্ডে স্যাটেল হওয়া কি সহজ ❓
🗣️ - হ্যাঁ, ফিনল্যান্ডে ওয়ার্ক পারমিট/PR/সিটিজেনশিপের জন্য পড়াশোনার ফিল্ড রিলেটেড চাকরি দরকার হয় না।

VIII. 👉🏼 আমি কি আমার বাবা-মাকে ফিনল্যান্ডে নিতে পারব ❓
🗣️ - হ্যাঁ, ভিজিট ভিসায়।

IX. 👉🏼 আমি কি আমার স্পাউস এবং বাচ্চাদের ফিনল্যান্ডে নিতে পারবো ❓
🗣️ - হ্যাঁ।

X. 👉🏼 আমি কি পার্ট টাইম চাকরির মাধ্যমে টিউশন ফি, থাকা খাওয়া সব ম্যানেজ করতে পারব ❓
🗣️ - এটা নির্ভর করবে আপনার টিউশন ফি, লিভিং এক্সপেন্স এবং শহরের উপর। বছরে ৮,০০০ ইউরো পর্যন্ত ম্যানেজ করা যায় সহজেই।

🇧🇩 🇧🇩 🇧🇩 🇧🇩 🇧🇩 🇧🇩 🇧🇩 🇧🇩 🇧🇩 🇧🇩 🇧🇩 বাংলাদেশী পাসপোর্ট নিয়ে যারা ফ্রি ভিসায় বিভিন্ন দেশে যেতে চান তাদের জন্য এই পোস্ট টা।বা...
01/21/2025

🇧🇩 🇧🇩 🇧🇩 🇧🇩 🇧🇩 🇧🇩 🇧🇩 🇧🇩 🇧🇩 🇧🇩 🇧🇩
বাংলাদেশী পাসপোর্ট নিয়ে যারা ফ্রি ভিসায় বিভিন্ন দেশে যেতে চান তাদের জন্য এই পোস্ট টা।
বাংলাদেশীদের জন্য যে সব দেশের ভিসা ফ্রি এবং আপনি সহজেই চলে যেতে পারিবেন চোখ বন্ধ করে।

বাংলাদেশী পাসপোর্ট হোল্ডারদের জন্য ৪২ দেশের ভিসা ফ্রি। আপনি চাইলেই টপ করে বাংলাদেশের পাসপোর্ট নিয়ে ৪২ টা দেশে চলে যেতে পারবেন।
এই পোস্টটা প্রায়ই চোখে পড়ছে বিভিন্ন গ্রুপে কিন্তু যারা আসলেই ট্রাভেলার তাদের একবার জিজ্ঞেস করে দেইখেন বংলাদেশের পাসপোর্ট নিয়ে আপনি ফ্রি ভিসায় কয়টা দেশে ঠিকভাবে যেতে পারবেন আর আপনারাও একটু গুগল করে দেখে নিয়েন কোন কোন দেশ গুলো। যাই হোক শুনেন একটা কথা.....

"বাংলাদেশী পাসপোর্ট নিয়ে ফ্রিতে ৪২ টা দেশ ভ্রমণ করতে পারবেন" এই কথাটা সম্পূর্ণ একটা "স্ক্যা ম"।

আর খুব শীঘ্রই হয়তো কিছু দু ষ্টু মানুষের জন্য বিভিন্ন দেশে বাংলাদেশের ট্রাভেলারদের ভিসা বন্ধ হয়ে যাবে যা শুরু হয়েছে।
সুতরাং ভালোভাবে ভ্রমণ করে দেশকে প্রতিনিধিত্ব করুন। ধন্যবাদ

যারা রোমানিয়া সহ অন্যান্য দেশ থেকে স্পেন যাওয়ার কথা ভাবতেছেন তাদের জন্য 🇪🇦🇪🇺স্পেনের বাস্তবতা কিছু পয়েন্ট 👉🏼 স্পেনে বিশেষ...
01/21/2025

যারা রোমানিয়া সহ অন্যান্য দেশ থেকে স্পেন যাওয়ার কথা ভাবতেছেন তাদের জন্য 🇪🇦🇪🇺

স্পেনের বাস্তবতা কিছু পয়েন্ট
👉🏼 স্পেনে বিশেষ করে বার্সেলোনা, মাদ্রিদ সহ বড় শহর গুলোতে কাজের বড়ই অভাব।নাই বললেই চলে।তার উপর শীত কালে কাগজ দ্বারীদের কিছুটা কাজের সংকট থাকে।
👉🏼 দুই বছর আগের তুলনায় খরচ অনেক বেশি।আগে যদিখানে রুম ভাড়া ছিল ১৩০ থেকে ১৫০ এখন সেখানে ১৭০ থেকে ২০০। খাবার দাম তুলনামূলক বেশি।
👉🏼 এখানে আত্মীয় না থাকলে আপনি স্বজাতি দ্বারা আবার প্রতারিত হবেন। প্রতি ধাপে ধাপে ঠকবেন।
👉🏼 ইদানিক অবৈধ লোকদের কাজ রত অবস্থায় ধরাএ জন্য মাঝে মধ্যেই পুলিশ দোকানে যাচ্ছে। যার ফলে মালিকরা রাখতে চাচ্ছে আ।
👉🏼 আগে বেতন ছিল মিনিমাম ৭০০ থেকে ৯০০ এখন যা ৫০০ থেকে ৬০০ ঘরে এসেছে।
👉🏼 আগে গ্লোব উবের পাওয়া গেলেও এখন তা সোনার হরিন।
👉🏼 কন্টাক্ট কেনা বিষয় তা এখন ওপেন সিক্রেট। মিনিমাম ৪০০০ থেকে ১১ হাজার ধরে রাখেন।

সুবিধা

👍 আগে যেখানে কাজের অনুমতি সহ কাগজ পেতে সময় লাগতো ৩ বছর ত এখন ২ বছর
👍 পরবর্তী কার্ড আগে হত ২ বছরের মেয়াদ,এখন তা প্রথম কার্ডের পর একেবারে ৪ বছর।সেই সাথে ব্যবসা করার সুবিধা। যা আগে ৫ বছরের আগে সম্ভব ছিল না।
👍 অন্য ইউরোপের তুলনায় নাগরিত্ব সহজি করন।
👍 কার্ড পাওয়ার পর যদি বিশেষ কোন কাজের উপর আপনার অভিজ্ঞতা থাকে তাহলে মিনিমান ১৪০০ থেকে ১৯০০ ইউরো জব করার সুযোগ।

এখন সিদ্ধান্ত আপনার। উপরের প্রতিকূল পরিবেশ মোকাবেলা করে যদি টিকে থাকতে পারনে আপনাকে ওয়েলকাম স্পেনে।

Malaysia 🇲🇾 Thailand  🇹🇭 Cambodia 🇰🇭 মালয়েশিয়া এবং থাইল্যান্ড থেকে বাংলাদেশের পর্যটক'রা খুবই সহজে, মাত্র তিন (৩) ঘন্টায় ...
01/21/2025

Malaysia 🇲🇾 Thailand 🇹🇭 Cambodia 🇰🇭 মালয়েশিয়া এবং থাইল্যান্ড থেকে বাংলাদেশের পর্যটক'রা খুবই সহজে, মাত্র তিন (৩) ঘন্টায় পেয়ে যাবেন কম্বোডিয়া'র টুরিস্ট (স্টিকার) ভিসা ~

🪜১ম ধাপঃ
🖊️ আপনার মতো সময় করে থাইল্যান্ডের ব্যাংকক অথবা মালয়েশিয়ার কুয়ালামাপুর অবস্থিত কম্বোডিয়া'র দূতাবাসে চলে যান।

🖊️ আপনি চাইলে বাংলাদেশ থেকেও কম্বোডিয়া'র বিজনেস এবং টুরিস্ট ই-ভিসা করতে পারবেন। সেক্ষেত্রে মনে রাখবেন এই যে, বাংলাদেশ থেকে কিছু দিন ভিসা চালু থাকে আবার কিছু দিন ভিসা বন্ধ থাকে।

🖊️ মালয়েশিয়া'র কুয়ালামাপুরে অবস্থিত কম্বোডিয়া'র এ্যাম্বেসি'র ঠিকানা ~
46, Jalan U Thant, Taman U Thant, 55000 Kuala Lumpur, Wilayah Persekutuan Kuala Lumpur, Malaysia.

🖊️ থাইল্যান্ড এর ব্যাংককে অবস্থিত কম্বোডিয়া'র এ্যাম্বেসি'র ঠিকানা ~
518, 4 Pracha Uthit Rd, Wang Thonglang,
Bangkok 10310, Thailand.

🪜🪜২য় ধাপঃ
👉🏼 ভিসা অফিসার এর সাথে দেখা করে একটি ভিসা আবেদন ফর্ম চেয়ে নিন। সমস্ত তথ্য সঠিকভাবে পূরণ করুন।
👉🏼 স্বাভাবিক কিছু প্রশ্ন করতে পারে, যেমন কেন যাবেন, কোথায় থাকবেন ইত্যাদি। নরমাল-ই জবাব দিন।
👉🏼 সকালের শিফটে (০৯:০০-১২:০০) ভিসা জমা এবং বিকালের শিফট (০১:০০-০৩:০০) ভিসা ডেলিভারি দিয়ে থাকে।
👉🏼 আপনার আবেদনপত্রের সাথে দুই কপি পাসপোর্ট সাইজের সাদা ব্যাকগ্রাউন্ডের ছবি, পাসপোর্ট এর ফটোকপি হোটেল বুকিং এর ফটোকপি এবং আসা যাওয়ার বিমান টিকেট বুকিং এর ফটোকপি জমা দিয়ে, জমা রশিদ নিয়ে নিন।

🪜🪜🪜 ৩য় ধাপঃ
👍 ইন্শাআল্লাহ্ তিন (৩) ঘন্টার মধ্যে-ই পেয়ে যাবেন, প্রথম ছবির মতো, কম্বোডিয়া'র এর তিন (৩) মাস মেয়াদি, টুরিস্ট (স্টিকার) ভিসা।
👍 অতঃপর তিন (৩) মাসের মধ্যে যেকোনো সময় টিকেট কেটে ঘুরে আসতে পারেন, লাওস, ভিয়েতনাম এবং থাইল্যান্ডের মাঝখানে অবস্থিত অপরুপ সুন্দর দেশ কম্বোডিয়া থেকে।
👍 উল্লেখ্য, কম্বোডিয়া এয়ারপোর্টে বর্তমানে এন্ট্রি এবং এক্সিট এর জন্য সিল এর বদলে স্টিকার লাগিয়ে দেয়।
👍 ইমিগ্রেশন করার সময় আপনার হাতে কম করে এক হাজার ডলার থাকতে হবে, ইমিগ্রেশন কর্তৃপক্ষ আপনার ডলার হাতে নিয়ে ‍দেখবেন যে কম করে এক হাজার বা তার বেশি ডলার আছে কিনা।

✈️ এক সঙ্গে থাইল্যান্ড, মালয়েশিয়া, ভিয়েতনাম এবং কম্বোডিয়া ভ্রমণের পরিকল্পনা রাখতে পারেন।
🛫 সেক্ষেত্রে তিন/চার দেশের ভ্রমণ হিসেবে তুলনামূলক খরচ অনেক কম পরবে।
🛫 থাইল্যান্ড, মালয়েশিয়া এবং ভিয়েতনাম থেকে কম্বোডিয়া'র বিমান টিকেট অন্য জায়গা'র তুলনায় অনেকটা সস্তায় পেয়ে যাবেন।

💵 কম্বোডিয়ায় সেখানকার লোকাল মুদ্রার পাশাপাশি ডলারেও স্বাভাবিক লেনদেন করতে পারবেন।

💆‍♂️ বিশেষ দ্রষ্টব্যঃ কম্বোডিয়া'র ম্যাসেজ পার্লারগুলোতে অনেক বেশি স্ক্যামিং চলে, তাই এ বিষয়ে সাবধানতা অবলম্বন করা উচিৎ।

👍🫶🏻🙏 পরিশেষে লাইক, কমেন্ট, শেয়ার এবং আইডি-টা ফলো করার অনুরোধ রইল।

#কম্বোডিয়া #কম্বোডিয়াভিসা #কম্বোডিয়াটুরিস্টভিসা

🇲🇳 বাংলাদেশের পর্যটক'রা খুবই সহজে মঙ্গোলিয়া'টুরিস্ট (স্টিকার) ভিসা করতে পারেন থাইল্যান্ড থেকে 🇲🇳 🪜 ১ম ধাপঃ🖊️ বাংলাদেশ থে...
01/20/2025

🇲🇳 বাংলাদেশের পর্যটক'রা খুবই সহজে মঙ্গোলিয়া'
টুরিস্ট (স্টিকার) ভিসা করতে পারেন থাইল্যান্ড থেকে 🇲🇳

🪜 ১ম ধাপঃ
🖊️ বাংলাদেশ থেকে থাইল্যান্ড যাওয়ার আগেই কনফার্ম হয়ে যাবেন আপনি মঙ্গোলিয়া'র ভিসা পাবেন কিনা।
🖊️ থাইল্যান্ড এর ব্যাংককে অবস্থিত মঙ্গোলিয়া'র কনসুলেট বরাবর [email protected] আপডেট ভিসা আবেদন ফর্ম চেয়ে মেইল করুন।
🖊️ দু একদিনের মধ্যেই উনারা ভিসা আবেদন ফর্ম এর লিংক পাঠিয়ে থাকেন।
🖊️ লিংকটি ডাউনলোড করে সতর্কতার সঙ্গে সঠিক তথ্য দিয়ে ফর্ম ফিলাপ করে নিন।
🖊️ এবার সম্পূর্ণ ফর্মটি স্ক্যান করে করে নিন। সাথে আপনার পাসপোর্ট এর ব্যাবহার করা সকল পেইজের এর কপি, সদ্য তোলা সাদা ব্যাকগ্রাউন্ডের পাসপোর্ট সাইজের ছবি, হোটেল বুকিং এর কপি এবং রিটার্ন সহ টিকেট বুকিং এর কপি সংযুক্ত করে কনসুলেট বরাবর মেইল করুন।
🖊️ সাত থেকে দশ (৭-১০) দিনের মধ্যে রিটার্ন মেইল পেয়ে যাবেন ইন্শাআল্লাহ্।
🖊️ আপনার ভিসা এ্যাপ্রুভ কিনা রিজেক্ট উনারা সব জানিয়ে দিবেন।
🪜🪜 ২য় ধাপঃ
👉🏼আপনার ভিসা এ্যাপ্রুভ হলে তবে ~
👉🏼আপনার মতো সময় করে থাইল্যান্ডের ব্যাংকক চলে যান। অবশ্যই মঙ্গোলিয়া'র ভিসা এ্যাপ্রুভ পাওয়ার এক (১) মাসের মধ্যে।
👉🏼ভিসা ফি - আপনাকে মোবাইল ব্যাংকিং অথবা ব্যাংকে গিয়ে নগদে মঙ্গোলিয়ান এ্যাম্বেসি'র নিজস্ব একাউন্টে জমা করতে হবে।
👉🏼এ্যাম্বেসি'তে নগদ প্রদানের কোন অপশন নেই।
👉🏼বাংলাদেশি পর্যটকদের জন্য একমাত্র অপশন হচ্ছে ব্যাংকে গিয়ে ভিসা ফি জমা করে, জমা রশিদ নিয়ে যাওয়া।
# ব্যাংক ডিটেইলসঃ
Siam Commercial Bank (Asoke Branch)
Account Name: Embassy of Mongolia
Account Number: 032-3-07554-8

🏦 ব্যাংকের ঠিকানাঃ
32/59-60, 29/30 Sukhumvit 21 Rd, Khlong Toei Nuea, Watthana, Bangkok 10110, Thailand.

💵 ভিসা ফি ~
এক্সপ্রেস - ৩১৭২.০৫ থাই বাথ। (১-৩ দিন)
রেগুলার - ১৬৬৯.৫০ থাই বাথ। (৫-৭ দিন)

🏬 থাইল্যান্ড এর ব্যাংককে অবস্থিত মঙ্গোলিয়া'র এ্যাম্বেসি'তে চলে যান।
# এ্যাম্বেসি'র ঠিকানা ~
Athenee Tower, 63 Witthayu Rd, Lumphini,
Pathum Wan, Bangkok 10330, Thailand.

🗣️ভিসা অফিসার এর সাথে দেখা করে আপনার ভিসা এ্যাপ্রুভ করা মেইল-টা দেখিয়ে, আপনার আবেদনপত্রের সাথে ভিসা ফি জমা'র ব্যাংক রশিদ, ছবি, পাসপোর্ট কপি, হোটেল বুকিং এবং রিটার্ন সহ টিকেট বুকিং এর ফটোকপি সহ সকল ডকুমেন্টস জমা করুন।

🧾 সমস্ত কিছু বুঝিয়ে দেওয়ার পর, কিছুক্ষণের মধ্যেই আপনার নাম এবং পাসপোর্ট নাম্বার উল্লেখিত একটি জমা রশিদ দিয়ে দিবে।
🪜🪜🪜 ৩য় ধাপঃ
💨 এক্সপ্রেস জমা'র ক্ষেত্রে ~
ইন্শাআল্লাহ্ এক (১) দিন পরে-ই পেয়ে যাবেন,
প্রথম ছবির মতো, মঙ্গোলিয়া'র পাঁচ (৫) মাস মেয়াদি, টুরিস্ট (স্টিকার) ভিসা।
📝রেগুলার জমা'র ক্ষেত্রে ~
ইন্শাআল্লাহ্ পাঁচ (৫) দিন এর মধ্যে-ই পেয়ে যাবেন, প্রথম ছবির মতো, মঙ্গোলিয়া'র পাঁচ (৫) মাস মেয়াদি, টুরিস্ট (স্টিকার) ভিসা।
✈️ অতঃপর পাঁচ (৫) মাসের মধ্যে যেকোনো সময় টিকেট কেটে ঘুরে আসতে পারেন, চায়না এবং রাশিয়ার মাঝখানে অবস্থিত চেঙ্গিস খান এর দেশ মঙ্গোলিয়া থেকে।
🛫🛬 এক সঙ্গে থাইল্যান্ড/চায়না/হংকং/রাশিয়া এবং মঙ্গোলিয়া ভ্রমণের পরিকল্পনা রাখতে পারেন,
সেক্ষেত্রে তিন/চার দেশের ভ্রমণ হিসেবে তুলনামূলক খরচ অনেক কম পরবে।
💺চায়না, হংকং এবং থাইল্যান্ড থেকে মঙ্গোলিয়া'র বিমান টিকেট অন্য জায়গা'র তুলনায় যথেষ্ট সস্তায় পেয়ে যাবেন।

🫶🏻👍🙏 পরিশেষে লাইক, কমেন্ট, শেয়ার এবং আইডি-টা ফলো করার অনুরোধ রইল।

#মঙ্গোলিয়া #মঙ্গোলিয়াভিসা #ভ্রমণ #মঙ্গোলিয়াভ্রমণ

থাইল্যান্ড যেতে ভিসা জটিলতায় বাংলাদেশি পর্যটকরাবাংলাদেশি পর্যটকদের আকৃষ্ট করতে অনলাইনে ভিসা পদ্ধতি চালু করেছে থাইল্যান্...
01/20/2025

থাইল্যান্ড যেতে ভিসা জটিলতায় বাংলাদেশি পর্যটকরা

বাংলাদেশি পর্যটকদের আকৃষ্ট করতে অনলাইনে ভিসা পদ্ধতি চালু করেছে থাইল্যান্ড। গত ২ জানুয়ারি থেকে চালু হওয়া নতুন এই পদ্ধতিতে মাত্র ১০ কর্মদিবসের মধ্যেই ভিসা পাওয়ার কথা ছিল। কিন্তু শেষ পর্যন্ত গোল বাঁধে ভিসা আবেদনের বিপরিতে অনলাইনে পেমেন্ট করতে গিয়ে। পেমেন্ট জটিলতার কারণে আটকে গেছে সব আবেদন।

মূলত জটিলতা তৈরি হয় থাই কর্তৃপক্ষ ভিসা পেমেন্টের জন্য ব্যাংক নির্দিষ্ট করে দেওয়া, পেমেন্টর জন্য মাত্র তিন ঘণ্টা সময় বেঁধে দেওয়া এবং দিনে সর্বোচ্চ ৪০০ ভিসা আবেদনের কোটা নির্ধারণ করে দেওয়ায়। এসব নিয়মের কারণে বাংলাদেশিরা আবেদন করতে পারছেন ঠিকই কিন্তু পেমেন্ট অপশনে গিয়ে আটকা পড়ছেন। ফলে আবেদন চূড়ান্ত হওয়ার আগেই মাঝপথে আটকা পড়ে যাচ্ছে। ফলে সহজে ভিসা পাওয়ার যে আশা থাই কর্তৃপক্ষ দেখিয়েছিল, তা পূরণ হচ্ছে না।

আগে বাংলাদেশিরা অনুমোদিত কেন্দ্রের মাধ্যমে পাসপোর্ট জমা দিয়ে থাই স্টিকার ভিসা পেতেন। দিনে গড়ে তখন ৮০০’র মতো ভিসা ইস্যু করা হতো বাংলাদেশিদের জন্য। তাতে অবশ্য আবেদনের পর থেকে একমাসের বেশি সময় লাগত। কিন্তু অনলাইনের আবদনের সুযোগ দেওয়ার পর সরাসরি আবেদন নেওয়া বন্ধ করে দেওয়া হয়।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, অনলাইনে দিনে মাত্র ৪০০ ভিসা আবেদন জমা দেওয়ার সুযোগ রেখেছে থাই কর্তৃপক্ষ। যার বিপরিতে জমা পড়ছে ১৭ হাজার-১৮হাজার আবেদন। এই বিপুল আবেদন যাচাই-বাছাইয়ের সক্ষমতা এখনও থাই কর্তৃপক্ষের তৈরি হয়নি। যার কারণে বিপাকে পড়েছেন ভিসা প্রত্যাশীরা।

ট্রাভেল এজেন্ট বি ফ্রেশের চেয়ারম্যান সামশুল ইসলামের মতে, নতুন এই পদ্ধতিতে ভিসা পেমেন্টের জন্য একটি বিদেশি ব্যাংক নির্ধারণ করা আছে। সেই ব্যাংকে অনলাইনে পেমেন্টের জন্য সকাল নয়টা থেকে তিন ঘণ্টা সময় বেঁধে দেওয়া হয়েছে। দেখা গেছে, আবেদনকারীরা কম্পিউটারের মাউসে আঙুল রেখে সকাল নয়টা থেকেই বসে থাকেন। কিন্তু তিন ঘণ্টা পর দেখা যায় তার ‘পেমেন্ট ফেইলড’। এই সময়ের আগে-পরে পেমেন্ট দেওয়া যায় না বলেই সব আবেদনকারী এক সময়ে ওয়েবসাইটটিতে প্রবেশ করেন। সেটাও বড় সংকট তৈরি করে।

ট্রেফেল ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের কর্মকর্তা মোহাম্মদ ইমাদে রাব্বানি সকাল সন্ধ্যাকে বলেন, “কবে নাগাদ এর সমাধান হবে কিংবা আদৌ সমাধান হবে কিনা তার সঠিক জবাব পাচ্ছি না। সবচেয়ে বড় বিষয় হচ্ছে স্টিকার ভিসার আবেদন বন্ধ করে রাখায় অফলাইন-অনলাইন সব পদ্ধতিতেই ভিসা মিলছে না। অফলাইন থাকলে অন্তত সেই সুযোগ কাজে লাগাতে পারতাম।”

দেখা গেছে, থাই ভিসা অনলাইনে আবেদনের প্রক্রিয়াটি দুটি ভাগে বিভক্ত। একটি অংশে লগইন করে সব ডকুমেন্ট আপলোড করতে হচ্ছে। যেখানে সময় লাগছে মাত্র ১০ মিনিট। এর পরের অংশ হলো পেমেন্ট, যেটির গেটওয়ে শ্রীলংকার কমার্শিয়াল ব্যাংক অব সিলন পিএলসি। যাদের বেঁধে দেওয়া তিন ঘণ্টা সময়ের মধ্যে আবেদন করতে গিয়েই পেমেন্ট গেটওয়েতে আটকা পড়ছেন গ্রাহকরা।

Saudi Arabia 🇸🇦 to  Portugal 🇵🇹 সৌদি থেকে পর্তুগালে ভিজিট ভিসায় যেতে যা যা লাগবেপর্তুগালসৌদি আরবের তিনটি লোকেশন রিয়াদ, জ...
01/20/2025

Saudi Arabia 🇸🇦 to Portugal 🇵🇹

সৌদি থেকে পর্তুগালে ভিজিট ভিসায় যেতে যা যা লাগবে

পর্তুগাল

সৌদি আরবের তিনটি লোকেশন রিয়াদ, জেদ্দা ও দাম্মামে ভিএফএস গ্লোবাল এর মাধ্যমে পর্তুগালের স্বল্পমেয়াদী ভিসার আবেদন জমা নিয়ে থাকে।

ভিএফএস এর জমা দেওয়ার আগে অনলাইনে আবেদন করে এ্যাপয়েন্টমেন্ট নিতে হয়। এই জন্য ভিএফএস দুই ধরনের চার্জ করে থাকে একটা স্টান্ডার্ড অন্যটা প্রিমিয়াম। স্টান্ডার্ড এর ফি ১৬৯ সৌদি রিয়াল বা ৪৫ ইউ এস ডলার। প্রিমিয়াম রেট আরও বেশি। ভিসা অথবা মাস্টার কার্ড দিয়ে ভিএসএস এর ফি পরিশোধ করে এ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিচের সবগুলো ডকুমেন্টস জমা দিতে হবে।

সব ডকুমেন্টস জমা দেওয়ার কম বেশি ১৫ দিনের মধ্যে এম্বাসি আপনার জমাকৃত ডকুমেন্টস যাচাই বাছাই করে ভিসা দেওয়া বা না দেওয়ার সিদ্ধান্ত নিবেন।
১. সেনজেন ভিসা আবেদন ফর্ম
২. পাসপোর্ট সাইজের দুই কপি ছবি
৩. স্পনসর এর চিঠি (ভ্রমণের খরচ যদি অন্য কেউ বহন করে সেক্ষেত্রে লাগবে। ভ্রমণের খরচ যদি আপনি নিজে বহন করেন তাহলে স্পনসর এর চিঠি লাগবে না)সেরা ট্যুর প্যাকেজ
৪. রিটার্ন সহ ফ্লাইট টিকেট
৫. হোটেল বুকিং
৬. ভ্রমণ বীমা
৭. পাসপোর্ট কপি এবং আগের ভিসার কপি
৮. চাকরির নিয়োগপত্র
৯. ইনভাইটেশন লেটার
১০. জাতীয় পরিচয় পত্র বা ইকামা কপি
১১. এক্সিট রিএন্ট্রি নন সৌদির নাগরিকদের জন্য
১২. সৌদিয়ানদের জন্য ৩ মাসের ব্যাংক স্টেটমেন্ট আর নন সৌদি লোকদের জন্য ৬ মাসের ব্যাংক স্টেটমেন্ট
উপরের এই ১২টি ডকুমেন্টস থাকলে আপনি সৌদি আরব থেকে ভ্রমণ ভিসা নিয়ে পর্তুগালে ভ্রমণ করতে যেতে পারবেন ।

🇬🇧 লন্ডনে আসার আগে/পরে যা যা করবেন -💥১. **ড্রাইভিং লাইসেন্স নিয়ে আসুন 🚗**  লন্ডনে আপনার দেশের ড্রাইভিং লাইসেন্স প্রথম **...
01/18/2025

🇬🇧 লন্ডনে আসার আগে/পরে যা যা করবেন -
💥১. **ড্রাইভিং লাইসেন্স নিয়ে আসুন 🚗**
লন্ডনে আপনার দেশের ড্রাইভিং লাইসেন্স প্রথম **১ বছর পর্যন্ত** বৈধ! এতে করে আপনি সহজেই অভ্যস্ত হতে পারবেন এবং এখানের ফুল ড্রাইভিং লাইসেন্স পাওয়ার পথ সহজ হবে।

**Pro Tip:** এখন থেকেই **ড্রাইভিং থিওরি পড়া** শুরু করুন (Google বা App Store-এ প্রচুর রিসোর্স আছে)।

✈️ ২. **পর্যাপ্ত টাকা ও পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট 💳🛂**

লন্ডনে আসার সময় **মিনিমাম ২ মাসের থাকা-খাওয়ার খরচ** নিয়ে আসুন।

বাংলাদেশ থেকে **পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট** নিয়ে আসা ভীষণ গুরুত্বপূর্ণ।

এটি পরবর্তী কাজের জন্য অনেক সাহায্য করবে।

✈️ ৩. **প্রবেশনাল লাইসেন্স নিতে দেরি করবেন না! 📝**
লন্ডনে আসার পরপরই **প্রবেশনাল ড্রাইভিং লাইসেন্স** সংগ্রহ করুন। এটি আপনার পরিচয়ের অন্যতম একটি অংশ হবে।

✈️ ৪. **নির্দিষ্ট ডকুমেন্টস দ্রুত সংগ্রহ করুন 📃**
আপনার দরকার হবে:
- **প্রবেশনাল লাইসেন্স**
- **BRP বা রাইট টু ওয়ার্ক কার্ড**
- **NI (National Insurance) নাম্বার**
- **Address Proof & Bank Details**

**টিপস:** এগুলো যত দ্রুত সম্ভব করে নিন, কারণ এগুলো ছাড়া কোনো কাজের আবেদন করা সম্ভব না।

✈️ ৫. **শুরুতে কাজের ব্যাপারে বাস্তববাদী হোন 🏢**
আপনার স্কিল কম থাকায় শুরুতে হয়ত ভালো কাজ পাবেন না। তবে, আপনি রেস্টুরেন্ট বা শপে সহজেই কাজ পেতে পারেন।

✈️ ৬. **সিকিউরিটি লাইসেন্স করুন 🎫**
একটি অসাধারণ অপশন হলো **SIA Door Supervisor লাইসেন্স**।
👉 **৬ দিনের ক্লাস** (£৩৫০ কোর্স ফি)
👉 **লাইসেন্স কার্ড ফি** (£১৮৪)
👉 **মোট সময়:** প্রায় **১ মাস**।

**ফলাফল:** সিকিউরিটি সেক্টরে ১০০% নিশ্চিত চাকরি 💼, যেখানে চাকরির চাহিদা সবসময় থাকে।

**টিপস:** যদি প্রয়োজন হয়, আমাকে জানান। সাহায্য করতে প্রস্তুত! 💪

✈️ ৭. **সুপারশপে কাজের সুযোগ 👩‍💻**
আপনি **Tesco, Asda, Aldi, Sainsbury’s** এর মতো সুপারশপে **নাইট শিফট** কাজ করতে পারেন।
👉 আবেদন করুন শুধু তাদের নিজস্ব **ওয়েবসাইট** থেকে।

✈️ ৮. **অনলাইন কোর্স করুন 🖥️📚**
আপনার স্কিল উন্নত করতে **Reed** থেকে সার্টিফিকেট কোর্স করুন।
👉 **৪,০০০+ পেশা** নিয়ে কোর্স আছে!
কিছু উদাহরণ:
- **Real Estate Job Skill**
- **Data Entry Training**
- **Care Home & Healthcare Training**

**ফলাফল:** এর সাহায্যে আপনি লন্ডনের উন্নত চাকরির জন্য সহজেই নিজেকে প্রস্তুত করতে পারবেন। 🎯

✈️ ৯. **মানসিকতা ঠিক রাখুন 💡**
লন্ডনে ব্রিটিশ নাগরিকদের মতোই আপনি কাজের সুযোগ পাবেন—সাধারণত যোগ্যতাই এখানে প্রধান। তাই আত্মবিশ্বাসী থাকুন!

✈️ 🔟 **নেতিবাচক মানুষের থেকে দূরে থাকুন 🙅‍♂️**
যারা নিজেরা সফল হয়নি, তারা আপনাকে নেতিবাচক মনোভাব দিতে পারে। তাদের থেকে দূরে থাকুন এবং নিজের পথ নিজেই তৈরি করুন।

**সবার জন্য শুভকামনা!** 🎉
লন্ডনের যাত্রা আপনার জন্য স্মরণীয় ও সাফল্যময় হোক। 💼🌟

🇪🇺🇩🇪জার্মানি স্টুডেন্টদের জন্য স্বর্গ💕🍁🇪🇺🇩🇪২০২৫ সালের জানুয়ারি থেকে জার্মানিতে মিনিজবের আয় সীমা বাড়ানো হচ্ছে: * নতুন সীম...
01/18/2025

🇪🇺🇩🇪জার্মানি স্টুডেন্টদের জন্য স্বর্গ💕🍁🇪🇺🇩🇪

২০২৫ সালের জানুয়ারি থেকে জার্মানিতে মিনিজবের আয় সীমা বাড়ানো হচ্ছে:

* নতুন সীমা: মাসে ৫৫৬ ইউরো (পূর্বে ৫৩৮ ইউরো ছিল)।

* কারণ: মিনিমাম বেতন বেড়ে ১২.৮২ ইউরো প্রতি ঘন্টা করা হয়েছে।

* ফলাফল: মিনিজবের সকল কিছু একই রকম রেখেই আরও কিছুটা বেশি আয় করতে পারবেন।

* কাজের ঘন্টা: মাসে সর্বোচ্চ ৪৩ ঘন্টা কাজ করা যাবে। তবে আয় যদি মিনিমাম বেতন থেকে বেশি হয়, তাহলে কাজের ঘন্টা কমতে পারে।

সহজ করে বললে: মিনিজব করে আগে যে পরিমান টাকা ইনকাম করছেন, এখন থেকে এই সেম আওয়ার কাজ করে একটু বেশি টাকা ইনকাম করতে পারবেন । তবে কাজের ঘন্টা আগের মতই থাকবে। মিনি জবের স্যালারিতে কোন ট্যাক্সও দিতে হয় না।🙂

বি দ্র: যারা আমার মতো ছোট শহরে থাকেন তাদের ঘরভাড়া মানে স্টুডেন্ট হোস্টেলের খরচ আর খাওয়া খরচ এই মিনি জবেই উঠে যায়।🙄
বাকি পার্ট টাইম জবের নূন্যতম ১০০০ ইউরো থেকে ইনসুরেন্সের খরচ আর আনুসাঙ্গিক সব মিলেয়ে ২০০/৩০০ ইউরো খরচ করে দিব্যি ৬০০-৭০০ ইউরো বাচানো যায় স্টুডেন্ট অবস্থায়। 🫠

জার্মানি আসলেই স্টুডেন্টদের জন্য স্বর্গ। স্টুডেন্ট অবস্থাতেই পড়াশোনার পাশাপাশি সব খরচ চালিয়েও এতো টাকা সেভিংস ইউরোপ / আমেরিকার কোথাও পাবেন না।

অন্য দেশে এই পরিমাণ টাকা বাচাতে গেলে আপনার পড়াশোনাটাই বাদ পড়ে যাবে।। ফলাফল স্বরূপ ভিসা হারিয়ে এদেশ ওদেশ করে বেড়াতে হবে।

এবার আপনারাই বলেন ,, টিউশন ফি ছাড়া পড়াশোনা করে প্রতি মাসে এতো টাকা সেভিং করতে পারলে আমি কেন সেই দেশকে স্টুডেন্টদের জন্য স্বর্গ বলবো না!!

আমি এখানে আমার স্টুডেন্ট থাকা অবস্থায় একটা খরচের হিসাব দিলাম মাত্র।
প্রতিটি মানুষ যেহেতু আলাদা তাই তার আয়, ব্যয়, সেভিং আলাদা হবে এটাই স্বাভাবিক।

বিঃদ্রঃ আমি একজন ট্রাভেলার, আমি গাইড দিতে পারবো কিন্তু কোন রকম সার্ভিস দেই না। আপনাকে নিজের উদ্যোগে চেষ্টা করতে হবে। দয়া করে দালালের খপ্পরে পড়বেন না।

✈️ বিদেশে এসেছেন? খুব দুশ্চিন্তায় আছেন? টাকা-পয়সা সেইভ করতে পারছেন না? এছাড়াও কি দুশ্চিন্তায় আছেন, যদি সেটেল হতে না পার...
01/18/2025

✈️ বিদেশে এসেছেন? খুব দুশ্চিন্তায় আছেন? টাকা-পয়সা সেইভ করতে পারছেন না? এছাড়াও কি দুশ্চিন্তায় আছেন, যদি সেটেল হতে না পারি তাহলে দেশে ফিরে কি করব? সত‍্যি সত‍্যি কি আপনি এমনটি ভাবছেন?

✈️ ক) তাহলে নিচের টিক্সগুলো আপনার কাজ দেবে। আপনি এগুলো আয়ত্বে আনতে পারেন:

১/ যাই রুজি করেন কখনো প্রয়োজন ছাড়া টাকা-পয়সা দেশে পাঠাবেন না। পরিবারের প্রয়োজনে যখন যতটুকু প্রয়োজন তখন ততটুকু টাকা-পয়সা পাঠান। এমনকি প্রয়োজন ছাড়া নিজেও বিদেশে টাকা-পয়সা খরচ করবেন না।

২/ অঢেল টাকা-পয়সার মালিক না হলে পারতপক্ষে দেশে অথবা বিদেশে কাউকে কোন টাকা-পয়সা ধার দেবেন না।

৩/ খুব প্রয়োজন ছাড়া কিছু কিনবেন না। কারণ খুব মিতব্যয়ী না হলে আপনি টাকা-পয়সা সেইভ করতে পারবেন না।

৪/ লোক দেখানোর জন‍্য কোথাও বড় অংকের টাকা-পয়সা খরচ করবেন না। বাংলাদেশে কোন সামাজিক অনুষ্ঠান অথবা পারিবারিক অনুষ্ঠানগুলো সহ সবকিছুতে অপরিহার্য খরচ থেকে বিরত থাকুন। এতে আপনি আপনার নিজের জন‍্য সঞ্চয়ের সুযোগ পাবেন।

৫/ বিদেশে এসে আপনি যে পেশায় আছেন সে পেশাটিকে এমনভাবে রপ্ত করুন যেন দেশে ফিরে আপনি এধরনের কিছু করে জীবন ও জীবিকা নির্বাহ করতে পারেন। বি স্ট্রং এন্ড পজিটিভ।

✈️ খ) যদি মনে করেন আজ অথবা কাল আপনাকে স্থায়ী ভাবে বাংলাদেশে ফিরতে হবে? তাহলে নিচের দুইটি বিষয়ের উপর খুব গুরুত্ব দিন:

১/ যতটুকু পারেন টাকা-পয়সা সেইভ করে নিজ এলাকায় অথবা স্থানীয় বাজারে অথবা উপজেলা শহরে অথবা শহরতলীর কোন মার্কেট অথবা স্থান যেখানে মানুষ সমাগম ঘটে সেখানে নিজ নামে ছোটখাটো কোন দোকান কিংবা বাসাবাড়ি কিনে রাখুন। দেশে ফিরলে এগুলো আপনাকে দু:সময়ে প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ দেবে।

২/ যতদিন বিদেশে আছেন ততদিন প্রতিমাসে রুটিন করে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা দেশে নিজ ব‍্যাংক একাউন্টে পাঠিয়ে মোটামুটি একটি সেভিংস দৃঢ় রাখুন। এই সেভিংস এর কোন তথ্য পারতপক্ষে পরিবারের কারো সাথে শেয়ার করবেন না। কারণ এটি একান্তই আপনার শেষ সম্বল হিসাবে দেশে ফেরার পর দুর্দিনের জন‍্য সঞ্চয় থাকবে।

উপসংহার: বিদেশে আসার পরে স্বচ্ছলতা এলে অনেকের বাংলাদেশে বিভিন্ন লিঙ্গের মানুষের সাথে বিভিন্ন ধরনের কানেকশন তৈরি হয়। এসব ভুয়া কানেকশনের পিছনে সময় এবং অর্থ কোনটিই ব‍্যয় করবেন না। কখনো না।

কারণ, এগুলো কাউকে দীর্ঘস্থায়ী সুখ অথবা শান্তি কোনটিই দিতে পারে না। যারা এগুলোর পেছনে সময় এবং শ্রম দেয় তাদের জীবন একসময় পুরোপুরি দু:খে পতিত হয়।

পশ্চিমা বিশ্বে একটি প্রবাদ আছে, সুসময়ে নিজের ভবিষ্যতের প্রতি যত্নবান না হলে আপনার সমাপ্তি হবে হসপিটালে। কথাটি সবাই স্মরণ রাখবেন। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন‍্য।

ন্যাশভিল, টেনেসি
মার্কিন যুক্তরাষ্ট্র

Address

45-23 45th Street
New York, NY
11104

Telephone

+1 646 600 8569

Website

Alerts

Be the first to know and let us send you an email when বিশ্ব ভ্রমণ গাইড, World Travel Guide for Bangladeshi Citizens. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share