Bhramone Bangla - ভ্রমণে বাংলা

  • Home
  • Bhramone Bangla - ভ্রমণে বাংলা

Bhramone Bangla - ভ্রমণে বাংলা Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Bhramone Bangla - ভ্রমণে বাংলা, Sightseeing Tour Agency, .

ভ্রমণে বাংলা
প্রাকৃতিক সৌন্দর্য, ইতিহাস আর সংস্কৃতির খোঁজে—আমরা ঘুরি বাংলার আনাচে-কানাচে।
লোকচক্ষুর আড়ালে থাকা গল্প, মাটির গন্ধ, নদীর ডাক—সব তুলে ধরি শব্দ আর ছবিতে।
ভ্রমণ আমাদের নেশা, বাংলা আমাদের ভালোবাসা। চলুন, আপনিও হাঁটুন আমাদের সঙ্গে—ভ্রমণে বাংলায়!

🔊 ঘোষণা! ঘোষণা!গরমের ছুটিতে পাহাড় ডাকছে? কিন্তু ট্রেনের টিকিট পাচ্ছেন না? চিন্তা কীসের!🏔️ হঠাৎ পাহাড়ে যাওয়ার ইচ্ছে ?🎫...
01/05/2025

🔊 ঘোষণা! ঘোষণা!
গরমের ছুটিতে পাহাড় ডাকছে? কিন্তু ট্রেনের টিকিট পাচ্ছেন না? চিন্তা কীসের!

🏔️ হঠাৎ পাহাড়ে যাওয়ার ইচ্ছে ?
🎫 ট্রেনের টিকিট কনফার্ম হলো না ?
এমন পরিস্থিতিতে অনেকেরই ট্যুর প্ল্যান বাতিল হয়ে যায়...

তবে এবার আর নয়!
বাস যাত্রা পছন্দ হলে – আপনার জন্য রইলো একদম পারফেক্ট সমাধান!

🚌 NBSTC ROCKET –
কলকাতা ➡️ শিলিগুড়ি রুটে
নিয়মিত ও নির্ভরযোগ্য বাস সার্ভিস

⏰ সময়: বিকেল ৫টা
💺 একদম আরামদায়ক যাত্রা
💸 টিকিট মূল্য মাত্র ₹৪৮৬
🌟 অভিজ্ঞতা? এক কথায় – দারুণ!

🎯 যারা খুঁজছেন –
✅ সস্তা
✅ আরামদায়ক
✅ নির্ভরযোগ্য ভ্রমণ মাধ্যম
তাদের জন্য NBSTC ROCKET হল সেরা পছন্দ !

📍 পরিবার বা বন্ধুবান্ধবদের নিয়ে নিশ্চিন্তে ঘুরে আসুন পাহাড়ের কোলে !

👉 এবার আর ট্যুর প্ল্যান বাতিল নয় — NBSTC ROCKET আছে তো !

পার্থেনিয়াম -  '        'পার্থেনিয়াম' সূর্যমুখী উপজাতির উদ্ভিদ যার জন্ম মেক্সিকোতে কিন্তু বর্তমানে বাংলা তথা সারা ভারত...
14/05/2024

পার্থেনিয়াম - '

'পার্থেনিয়াম' সূর্যমুখী উপজাতির উদ্ভিদ যার জন্ম মেক্সিকোতে কিন্তু বর্তমানে বাংলা তথা সারা ভারতের সর্বত্র ভয়ঙ্কর বিপদজনক ভাবে ছড়িয়ে পড়েছে।পার্থেনিয়াম গাছ বাঁচে তিন থেকে চার মাস। এই সময়ের মধ্যেই তিনবার ফুল ও বীজ দেয়। পার্থেনিয়ামের একটি গাছ ৪ থেকে ২৫ হাজার বীজের জন্ম দিতে পারে। এই বীজ এতই ছোট যে সাধারণত গবাদি পশুর গোবর, গাড়ির চাকার বা জুতা-স্যান্ডেলের তলার কাদামাটি, সেচের জল ও বাতাসের সঙ্গে এর বিস্তার ঘটে।

পার্থেনিয়ামে রয়েছে Sesquiterpene Lactones নামক টক্সিন বা বিষ যা মানুষসহ অন্যান্য প্রাণীদের জন্য ক্ষতিকর। পার্থেনিয়াম আগাছা ফসলি জমিতে থাকলে ফসলের উৎপাদন প্রায় চল্লিশ শতাংশ কমিয়ে দেয়। পার্থেনিয়াম আগাছাযুক্ত মাঠে গবাদি পশু চরানো হলে পশুর শরীর ফুলে যায়, তীব্র জ্বর, বদহজমসহ নানা রোগের উপসর্গ দেখা দেয়। পার্থেনিয়াম মানুষের হাতে-পায়ে লাগলে হাত-পা চুলকায়, লাল হয়ে যায় এবং পরে ত্বকের ক্যান্সারের সৃষ্টি করতে পারে। আক্রান্ত ব্যক্তি ঘনঘন জ্বর, অসহ্য মাথাব্যথা ও উচ্চ রক্তচাপে ভুগতে পারে। ১০ মিটার দূর থেকে পার্থেনিয়ামের ফুলের রেণু মানুষের এলার্জি, হাঁপানি, চর্মরোগ, ব্রঙ্কাইটিস সৃষ্টি করতে পারে। এই আগাছা ৭০ শতাংশ মানুষের চর্মরোগ, ৩০ শতাংশ মানুষের শ্বাসকষ্টজনিত রোগ সৃষ্টি করতে পারে। ভারতের পুনেতে পার্থেনিয়ামজনিত বিষক্রিয়ায় এ পর্যন্ত ১২ জন মারা গেছেন।

পার্থেনিয়াম গাছ ধ্বংস করার উপায় :

পার্থেনিয়াম গাছের গায়ে কেরোসিন স্প্রে করলে পার্থেনিয়াম খুব তাড়াতাড়ি মারা যায়। তবে এতে অনেক অসুবিধা আছে, যেমন- পদ্ধতিটি ব্যয়সাপেক্ষ, কেরোসিন জলাশয়ে ছড়িয়ে পড়লে জল নষ্ট হবে।
তাই খুব কম খরচে এটি বিনাশ করার সবচেয়ে ভালো উপায় হলো ৪ থেকে ৫ লিটার জলে ১ কেজি নুন ভালো করে মিশিয়ে গাছের পাতায় ও গোড়াতে স্প্রে মেশিনের সাহায্যে স্প্রে করলে ২ দিনের মধ্যে পার্থেনিয়াম গাছ মারা যাবে।

#সাবধানতা_অবলম্বন :

১. পার্থেনিয়াম গাছে কোনো ভাবেই হাত দেবেন না এবং বাচ্চাদের দূরে রাখুন।

২. পার্থেনিয়াম সাফাই অভিযানে সবসময় মুখে মাস্ক ও হাতে গ্লাভস পরে থাকবেন। এছাড়া ফুলহাতা জামা ও ফুলপ্যান্ট পরে থাকা ভালো।

৩. সাফাইয়ের পর জামাকাপড় ভালো করে ধুয়ে ফেলবেন ও নিজে স্নান করে বাড়িতে ঢুকবেন।

আমাদের অসচেতনতার সুযোগ নিয়েই পার্থেনিয়াম এত দ্রুত বংশবিস্তার করছে। তাই সকলের কাছে আমাদের অনুরোধ, আপনারা নিজেদের চারপাশ পার্থেনিয়াম মুক্ত রাখুন, এই বিষয়ে সচেতনতা ছড়ান ও নিজেরা সুস্থ থাকুন।
সংগৃহীত পোস্ট

27/11/2023
09/08/2023

*
উত্তরবঙ্গ ভ্রমণের জন্য রয়েছে দারুণ এক খুশির খবর। সম্প্রতি নতুন এক হোমস্টের যাত্রা শুরু হয়েছে কালিম্পং জেলার আরেকটা নতুন ঠিকানা পাশাবং। যারা পাহাড়, জঙ্গল ও নদীর তীরে ঘুরে বেড়াতে ভালোবাসেন তাঁদের কাছে এটা একটা আদর্শ গন্তব্য হবে বলে বিশ্বাস।

"Passabong HRT Homestay"
A homestay at offbeat destination in Westbengal. (Newly inaugurated)
Near Geetkhola,
Kalimpong



*Reserved

দার্জিলিং ভ্রমণ।
31/12/2022

দার্জিলিং ভ্রমণ।

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Bhramone Bangla - ভ্রমণে বাংলা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Travel Agency?

Share