TDAS-Tourism Development Association of Sylhet

  • Home
  • TDAS-Tourism Development Association of Sylhet

TDAS-Tourism Development Association of Sylhet Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from TDAS-Tourism Development Association of Sylhet, Tourist Information Center, .

আলহামদুলিল্লাহ, আমাদের "লতিফ হলিডেজ" এর নিজস্ব প্রমোদতরী "জলফড়িং" আজ টাঙ্গুয়ার হাওরের বুকে দৃশ্যমান। যদিও ডেকোরেশন এর টু...
20/09/2022

আলহামদুলিল্লাহ, আমাদের "লতিফ হলিডেজ" এর নিজস্ব প্রমোদতরী "জলফড়িং" আজ টাঙ্গুয়ার হাওরের বুকে দৃশ্যমান।

যদিও ডেকোরেশন এর টুকটাক কাজ এখনও কিছুটা বাকি আছে,তবুও এরই মাঝে বোটটি বেশ কিছু ট্রিপও দিয়ে ফেলেছে 💖 ।

ইনশাআল্লাহ, শীঘ্রই 'জলফড়ি' এর সাজসজ্জার কাজ সমাপ্ত হবে এবং দ্রুতই এটি হাওর বুকে স্বমহিমায় রাজত্ব করবে 💛💚। — at Latif holidays.

24/05/2022
19/05/2022
05/05/2022

৫৯ বছর ধরে বিশ্বস্ততার সাথে হজ্ব, উমরাহ, টিকেটিং ও অন্যান্য কাজ করে আসা লতিফ ট্রাভেলস ট্যুর/ট্রাভেল নিয়ে কাজ করছে "লতিফ হলিডেইজ" এর ব্যানারে।

কম বাজেটে দেশ-বিদেশে গ্রুপ ট্যুর, পিকনিক, কর্পোরেট ট্যুর ইত্যাদি সেবা পাবেন আমাদের থেকে।

সব ধরন এর ট্রাভেল সংক্রান্ত তথ্য ও বাজেট এবং ট্রাভেল রিভিউ দেখতে আমাদের গ্রুপে জয়েন করুন
https://www.facebook.com/groups/travelwithlatifholidays/?ref=share

01/05/2022

সবাই ঈদ-ঊল-ফিতরের শুভেচ্ছা
ঈদ মোবারক

___________________
জহিরুল কবির চৌধুরী (শিরু)
চেয়ারম্যান, হাব, সিলেট জোন
পরিচালক, সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি
পরিচালক, লতিফ ট্রাভেলস

🛩এয়ার টিকেট খুজছেন? Latif Travels আছে আপনার ভ্রমণের জন্য সব চাইতে সহজ সমাধান নিয়ে।🔷আপনার ট্রাভেল প্ল্যান আমাদেরকে জানান,...
05/04/2022

🛩এয়ার টিকেট খুজছেন?
Latif Travels আছে আপনার ভ্রমণের জন্য সব চাইতে সহজ সমাধান নিয়ে।

🔷আপনার ট্রাভেল প্ল্যান আমাদেরকে জানান, আমরা আপনার জন্য সেরা প্ল্যানটি খুজে বের করে দেবো। আমরা আপনার চাহিদা মত যেকোনো এয়ারলাইনস এ টিকেট এর বেবস্থা করে দিতে সব সময় আছি আপনাদের পাশে এই নাম্বারে 01711322244

✅আপনার পাসপোর্ট অথবা ভিসার ছবি তুলে পাঠিয়ে দিন, (01711322244)হোয়াটসঅ্যাপ/ভাইবার অথবা ইনবক্স করুন "Latif travels"পেজ এ।
✅ আমরা হোম সার্ভিসও দিয়ে থাকি। আপনার বাসা অথবা অফিস যেখানেই বলবেন সেখানে আপনার টিকেট পৌঁছে যাবে।
✅আপনার টিকেট হারিয়ে গেলেও চিন্তার কোন কারণ নেই Latif travelsআপনাকে দিচ্ছে "ই টিকেট" এর সুবিধা। এর মাধ্যমে আপনি আপনার ইচ্ছেমত যেকোনো জায়গা থেকেই আপনার কাঙ্ক্ষিত টিকেট টি বের করে নিতে পারবেন।
✅ পেমেন্ট করতে পারবেন Latif travelsএর ব্যাংক একাউন্টে বা বিকাশ একাউন্টে অথবা অফিসে এসে।
✅ টিকেট সম্পর্কিত যেকোনো তথ্যের জন্য আমাদেরকে ইনবক্স করুন অথবা যোগাযোগ করুন নিম্ন ঠিকানায়:

লতিফ ট্রাভেলস্
১০৪-১০৯ রোজ ভিউ কমপ্লেক্স (নীচ তলা), শাহজালাল উপশহর, সিলেট।
মোবাইল: 01705 444 117, 01705 444 120
E-MAIL : [email protected] / [email protected]
Web site : www.latiftravels.com / www.latiftravels.com.bd
page: https://www.facebook.com/latiftravelsroseview
Facebook id: https://www.facebook.com/travels.latif

📞 01711789041শিলং, চেরাপুঞ্জি ও ডাউকি গ্রুপ ট্যুর৩ দিন ২ রাতভ্রমন তারিখ:  ৪ মে ২০২২বর্ডার থাকতে হবে: ডাউকি পাকেজ মাত্র: ...
05/04/2022

📞 01711789041
শিলং, চেরাপুঞ্জি ও ডাউকি গ্রুপ ট্যুর
৩ দিন ২ রাত

ভ্রমন তারিখ: ৪ মে ২০২২
বর্ডার থাকতে হবে: ডাউকি
পাকেজ মাত্র: ৯,৫০০ টাকা
বুকিং এর শেষ সময়: ২০ এপ্রিল ২০২২
বুকিং মানি: ৩,০০০ টাকা মাত্র (অফেরতযোগ্য)
বিকাশে বুক করতে পারবেন এই নাম্বারে: 01708424441 (মার্চেন্ট)

🔸 কোভিড ভ্যাকসিনের কমপক্ষে ২ ডোজ নেওয়া থাকতে হবে।
🔸 যাদের ভিসা নেই অতি সত্তর যোগাযোগ করুন।
🔸 এছাড়া মাসের যেকোনো দিন আপনি চাইলেই ভ্রমন করতে পারেন।
🔸 চাহিদা অনুযায়ী গ্রুপ, কর্পোরেট, স্কুল ও কলেজের শিক্ষা সফরের এর জন্য যোগাযোগ করুন। ফামিলি নিয়ে ভ্রমনের জন্য উপযুক্ত। ঘুরে আসুন মেঘালয় এর রানী শিলং,চেরাপুঞ্জি ও ডাউকি ।

ভ্রমণের বিবরণঃ-
___________________________
১ম দিনঃ- ডাউকি বর্ডার - মেঘালয়
ডাউকি বর্ডারে ইমিগ্রেশন প্রক্রিয়া শেষ করে, সকালের নাস্তা শেষে কার/বাস/Swift Diser করে আমরা ডাউকি বর্ডার থেকে মাউলিনং এর উদ্দেশ্যে যাত্রা শুরু করব। বেলা ১.৩০ টার দিকে সিলেটের বিছানাকান্দি ভ্রমণের সময় যে ঝরনাটি আমরা দূর থেকে দেখি এবং পান্থুমাই নামে যেটিকে চিনি সেই বুরহিল ঝরনা ভ্রমণ । এরপর দুপুরের খাবার গ্রহণ শেষে বেলা ৩.৩০ টার দিকে মাউলিনং ভিলেজ (এশিয়ার সবচেয়ে পরিচ্ছন্ন গ্রাম) ও লিভিং রুট ব্রিজ ভ্রমণ করব। ভ্রমণ শেষে শিলং এর উদ্দেশ্যে যাত্রা শুরু, সন্ধ্যা নাগাদ শিলংয়ের পুলিশ বাজারে হোটেলে পৌঁছানো ও রাত্রি যাপন।

২য় দিনঃ- শিলং
সকালের নাস্তা শেষ করে আমরা , এলিফেন্ট ফলস, মদিনা মসজিদ, ক্যাথিড্রালচার্চ, লেডি হায়দারী পার্ক, গলফ কোর্স, ওয়ার্ডস লেক দেখব। বিকালে শপিং টাইম, (আপনারা চাইলে নিজের মতো করে সময় কাটাতে পারেন।
রাতে শিলং হোটেলে অবস্থান করবো।

৩য় দিনঃ- শিলং-চেরাপুঞ্জি
সকালের নাস্তা শেষে চেরাপুঞ্জির উদ্দেশ্যে রওনা করব। এই দিন আমরা মুয়েসমাই গুহা, নুকায়কালী ফলস, মাউকডক ভ্যালি, ইকো পার্ক, সেভেন সিস্টার ফলস, রামকৃষ্ণ মিশন এবং ওয়াকাবা ফলস ঘুরে দেখব। ডাউকি বর্ডারে ইমিগ্রেশন প্রক্রিয়া শেষ করে সন্ধ্যা ৬ টার মধ্যে সিলেট পৌছাবো।

✔️ প্যাকেজে যা যা অন্তভুক্তঃ-
- সম্পুর্ন যাতায়াত খরচ (সিলেট রোজ ভিউ অফিসের সামনে থেকে সিলেট পর্যন্ত)
- শিলংয়ে ২ রাত টুইন শেয়ার বেসিসে হোটেলে অবস্থান।
- সকালের খাবার
- সাইটসিয়িং (এন্ট্রি টিকেট সহ)
- সার্বক্ষণিক বাংলাদেশি গাইড
- ভিসা প্রোসেসিং সহযোগিতা
- ট্রাভেল ট্যাক্স ৫০০/-
- সকালের নাস্তা (চা, পুরি, সবজি, ডিম/পাউরুটি, মাখন, আলু পরটা)

❌ প্যাকেজের অন্তর্ভূক্ত নয়ঃ-
- কোভিড টেস্ট ফি (যদি লাগে)
- যেকোনো ধরনের ব্যক্তিগত খরচ
- দুপুর এবং রাতের খাবার

শিশু পলিসিঃ- ০ থেকে ৩ বছর পর্যন্ত শিশুদের কোন খরচ লাগবেনা (বাবা মার সাথে থাকবে ও বসবে,প্যাকেজ থেকে আলাদা কোন খাবার পাবেনা) ট্রাভেল ট্যাক্স ৫০০/- জমা দিলেই হবে।

📢 বিশেষ দ্রষ্টব্যঃ- প্রাকৃতিক দুর্যোগ কিংবা অপ্রীতিকর যেকোনো পরিস্থিতি এড়াতে লতিফ হলিডেইজ এই প্যাকেজটি পরিবর্তন করার অধিকার সংরক্ষন করে।
[মূল্য পরিবর্তনশীল]

বিস্তারিত
__________________
লতিফ হলিডেইজ
রোজ ভিউ কমপ্লেক্স (নিচ তলা), উপশহর, সিলেট।

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when TDAS-Tourism Development Association of Sylhet posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to TDAS-Tourism Development Association of Sylhet:

Shortcuts

  • Address
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Travel Agency?

Share