02/09/2023
বিমানের ঢাকা-নারিতা ফ্লাইটের শুভ উদ্বোধন
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ০১লা সেপ্টেম্বর ২০২৩ তারিখ থেকে ঢাকা হতে জাপানের নারিতায় সরাসরি ফ্লাইট পরিচালনা শুরু করেছে। বিজি৩৭৬ শুক্রবার স্থানীয় সময় রাত ১১:৪৫টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করে জাপানের নারিতা পৌঁছেছে স্থানীয় সময় শনিবার সকাল ০৯:০৫টায়। নারিতা থেকে প্রথম ফ্লাইট বিজি৩৭৭ নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ০২ সেপ্টেম্বর ২০২৩ তারিখ শনিবার সকাল ১১:০০টায় উড্ডয়ন করে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করেছে। ফ্লাইটটি ঢাকায় পৌঁছাবে আজ দুপুর ০৩:০০টায়।
নারিতা ফ্লাইটের উদ্বোধন উপলক্ষ্যে শুক্রবার রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামারিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব মোঃ মাহবুব আলী এমপি। অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব জনাব মোঃ তোফাজ্জল হোসেন মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত জাপানের মান্যবর রাষ্ট্রদূত জনাব ইওয়ামা কিমিনোরি, বিমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান জনাব মোস্তাফা কামাল উদ্দীন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব জনাব মোঃ মোকাম্মেল হোসেন, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোঃ মফিদুর রহমান, বিমান বোর্ড অব ডাইরেক্টরস এর সদস্য ও বিজিএমইএ- এর সভাপতি জনাব ফারুখ হাসান, বিমানের বোর্ড মেম্বার ব্যরিস্টার তানজিবুল আলম ও পর্যটন কর্পোরেশনের সম্মানিত চেয়ারম্যান জনাব মোঃ রাহাত আনোয়ার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব শফিউল আজিম। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন জাপানিজ ডেলিগেটস, মন্ত্রণালয়, সিভিল এভিয়েশন, বিমান ও সরকারি বিভিন্ন এজেন্সির কর্মকর্তাবৃন্দ এবং প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়া সাংবাদিকবৃন্দ।
বিমান ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট চালু করায় সম্মানিত অতিথিবৃন্দ বিমান কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। নতুন এই রুটটি চালুর মধ্যে দিয়ে বন্ধুপ্রতীম দেশ জাপানের সাথে আকাশপথে বাংলাদেশের সরাসরি যোগাযোগ স্থাপিত হলো। এর ফলে সম্মানিত যাত্রীবৃন্দের ট্রানজিট জনীত জটিলতার অবসান ঘটবে এবং দুই দেশের মধ্যে নিবীড় যোগাযোগ স্থাপিত হবে।
উল্লেখ্য, গত ২৫ জুলাই ২০২৩ তারিখ থেকে এই রুটের টিকেট বিক্রয় শুরু হয়। বিমানের বাণিজ্যিক ওয়েবসাইট www.biman-airlines.com, মোবাইল অ্যাপস, বিমানের যে কোন সেলস সেন্টার, বিমান কল সেন্টার ০১৯৯০৯৯৭৯৯৭ এবং বিমান অনুমোদিত ট্রাভেল এজেন্সি থেকে এ রুটের টিকেট ক্রয় করা যাচ্ছে। বিমানের ওয়েবসাইট ও অ্যাপস থেকে টিকেট ক্রয়ের ক্ষেত্রে প্রমোকোড NEWYEAR23 ব্যবহার করে মূল ভাড়ার উপর ৫% ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে।
ঢাকা থেকে সপ্তাহে প্রতি শুক্রবার, সোমবার ও বুধবার রাত ১১:৪৫টায় বিমানের ফ্লাইট নারিতার উদ্দেশ্যে যাত্রা করছে এবং নারিতা থেকে সপ্তাহে প্রতি শনিবার, মঙ্গলবার ও বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ১১:০০টায় ঢাকার উদ্দেশ্যে যাত্রা করছে। অত্যাধুনিক মডেলের বোয়িং ৭৮৭ ড্রিমলাইনারের মাধ্যমে নারিতা ফ্লাইট পরিচালিত হচ্ছে। এই রুটটি চালুর ফলে ঢাকার পাশাপাশি কাঠমান্ডু, দিল্লি ও কলকাতার যাত্রীগণও সুফল পাবেন।