14/06/2024
আজারবাইজানের রাজধানী বাকু এই প্রাচীন শহরটির সৌন্দর্যে মানুষ বিমোহিত হয়েছে অনেক দিন হয়ে গেছে। বাকু হল একটি জমজমাট মহানগর যা বিভিন্ন আকর্ষণ এবং কার্যকলাপের আবাসস্থল। আপনি কিছু দর্শনীয় স্থান, সাংস্কৃতিক অন্বেষণ, বা একটু দুঃসাহসিক কাজ খুঁজছেন না কেন, বাকু পর্যটন স্থানগুলিতে প্রত্যেকের জন্য কিছু আছে। পুরানো-বিশ্বের কবজ এবং আধুনিকতার অনন্য মিশ্রন আপনাকে অন্য যেকোনো অভিজ্ঞতার মতো অভিজ্ঞতা দেবে।
যখন বাকুতে যা করার কথা আসে, তখন শহরটি বিস্তৃত বিকল্পের অফার করে। আকর্ষণীয় ঐতিহাসিক ল্যান্ডমার্ক থেকে চিত্তাকর্ষক আধুনিক বিল্ডিং, শহরটি প্রত্যেকের জন্য কিছু অফার করে। আপনি সমস্ত অবিশ্বাস্য বিকল্পগুলির সাথে কোথায় শুরু করবেন তা আপনি জানেন না, তবে কখনই ভয় পাবেন না! আমরা আপনার পিছনে আছে
✅ আজারবাইজান গ্রুপ ট্যুর প্যাকেজ ৩ রাত/৪ দিন ১১৯৯ দিরহাম
ভ্রমনের তারিখ ১৮ জুলাই, বুকিংয়ের শেষ সময় ০৮ জুলাই
আগে থেকে ভিসা নেওয়ার প্রয়োজন নেই; আইডি'র মেয়াদ ৩ মাস থাকলেই যেতে পারবেন
ফ্লাইটঃ ১৮ জুলাই রাত ৯ টায় যাওয়া; ২১ জুন রাত ১ টায় ফেরার ফ্লাইট,
✅ প্যাকেজে যা যা পাবেনঃ
# আবুধাবী-বাকু শহরে যাওয়া-আসা ফ্লাইট টিকেট (শুধু হাত ব্যাগ পাবেন ১০ কেজি)
# ০৩ রাত বাকু শহরে ৩* হোটেলে থাকা ও সকালের নাস্তা
# বাকু এয়ারপোর্ট থেকে শহরের হোটেলে যাওয়া-আসা'র গাড়ি
# বাকু শহরে একদিন ফুল ডে সিটি ট্যুর
✅ সার্ভিসের খরচের বাইরেঃ
# দুপুর ও রাতের খাওয়া
# ব্যক্তিগত খরচ!ঔষধ বা কেনাকাটা ইত্যাদি।
# কোনো স্পটের এন্ট্রি ফি (যদি লাগে)।
# ভিসা খরচ ৩০ ডলার (১১০ দিরহাম সমপরিমান)
# প্যাকেজে উল্লেখিত নেই এমন কোনো খরচ।
🛄যা যা সাথে নিবেনঃ
১/ কাধেঁ ঝুলানো হাল্কা ট্রাভেল ব্যাগপ্যাক(৭-৮ কেজির বেশি নয়)।
২/ বাকু আবহাওয়া অনুযায়ী পোশাক, সানগ্লাস,ক্যাপ ইত্যাদি।
৩/ পাসপোর্ট ও এমিরেটস আইডি অরিজিনাল ও কপি (কমপক্ষে ৫টি)
৪/ যথাসম্ভব কম কাপড় ও ব্যক্তিগত সাধারণ ঔষধ (যদি লাগে)
🔵 সবচেয়ে বেশি দরকার একটি ভ্রমণ পিপাসু মন।
🔴🔴সতর্কতাঃ
কোনো প্রকার মাদক বহন অথবা খাওয়া যাবে না। প্রমাণিত হলে তৎক্ষণাৎ বহিষ্কার গ্রুপ থেকে।
** কারো সম্মান নষ্ট হয় এমন কোনো আচরন করা যাবে না।
** স্থানীয়দের সাথে কোনোভাবেই ঝামেলায় জড়ানো যাবে না।
** একা একা গ্রুপ লিডারের অনুমতি ছাড়া কোথাও যাওয়া যাবে না।
** যেহেতু গ্রুপ ট্যুর তাই সবার সাথে মানিয়ে নেওয়ার মন মানসিকতা থাকতে হবে।
** অবশ্যই অবশ্যই গ্রুপ লিডারের কথা মেনে চলার মন মানসিকতা থাকতে হবে।নিজে ইচ্ছা করলেই অনুমতি ছাড়া কোথাও যেতে পারবেন না।
** যেহেতু ভিন্ন দেশে যাচ্ছি,তাই সকল নিয়ম কানুন সঠিক ভাবে মেনে চলতে হবে।
** পাসপোর্ট ও এমিরেটস আইডির মেয়াদ কমপক্ষে ৬ মাস থাকতে হবে।
🛫বুকিং পলিসি: অর্ডার কনফার্ম করার শেষ দিন ০৮ জুলাই ২০২৪।
বাকু ট্যুরের জন্য ৫০০/- দিরহাম জমা দিয়ে রিটার্ন টিকিট বুকিং কনফার্ম করে নিতে হবে।এবং পরে বাকি টাকা দুবাই থেকে পরিশোধ করে হোটেল বুকিং ও ট্রাভেল ইন্সুইরেন্স সহ সমস্ত পেপার সংগ্রহ করে আবুধাবি এয়ারপোর্টে যাত্রা করবেন।
আমাদের সময় সংকুলানের উপর নির্ভর করে প্রতিটি স্পট ঘুরে দেখা হবে, সময় কমবেশির উপরে আমাদের স্পট কিছু বাদ দিতে বা যোগ হতে পারে,এক্ষেত্রে প্রধান প্রধান স্পট গুলো অবশ্যই ভ্রমণ করবো।
#ব্যাংক_একাউন্টের_মাধ্যমেও _বুকিং_দিতে_পারবেনঃ
#পেমেন্ট করে সাথে সাথে +971501831190 নম্বরে ফোন বা হোয়াটসঅ্যাপ করে নিজের নাম এবং Transaction Id জানাতে হবে। আর তখনই আপনার আসন কনফার্ম হবে।যেকোন অনাকংক্ষিত ভুল বোঝাবুঝি এড়ানোর জন্যেই এটা জরুরী।
* বুকিং মানি ছাড়া মৌখিক কনফার্মেশন গ্রহনযোগ্য নয়।
📌 সিটের সংখ্যা সীমিত, যারা যাবেন দ্রুত কনফার্ম করবেন✅
📌 অন্যান্য দেশের প্রবাসীরাও এই ট্যুরে অংশগ্রহণ করতে পারবেন।
✈️ আরও বিস্তারিত জানতে আমাদের অফিস ভিজিট করুন অথবা আমাদের ফোন করুন ⤵️
📞Call & WhatsApp
050 183 1190
Office Address
🏢304,Al Hawai Building,Al Rigga,Near Clock Tower,Deira Dubai-UAE.
বিঃদ্রঃ আমরা প্রতি মাসে টুরিস্ট আবেদনের পরিপ্রেক্ষিতে স্বল্প খরচে #মিশর #আজারবাইজান #আর্মেনিয়া #কাজাখস্তানের #উজবেকিস্তান #তুর্কেমেনিস্তান #তাজিকিস্তান ও #তুর্কিস্তান টুরিস্ট প্ল্যান করে থাকে, যা আপনার #ট্রাভেল_হিস্ট্রি উন্নত করতে এবং বিভিন্ন দেশের ইতিহাস সংস্কৃতি এবং ঐতিহ্য জানতে উপযুক্ত সুযোগ প্রদান করবে।
#বাংলাদেশীটুরিস্ট