FLYBD Business Management L.L.C

FLYBD Business Management L.L.C Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from FLYBD Business Management L.L.C, Tourist Information Center, Al Showaib building. Near Sharaf DG Matro Station, Exit 3, Opposite Al Fahidi Plaza. (Entrance 2) Bur Dubai, U. A. E, Dubai.

যে কোন অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বিমানের টিকেট,মধ্যপ্রাচ্য ও ইউরোপ,কানাডা,ইউএস সহকারে বিভিন্ন দেশের ভিজিট ভিসা প্রসেসিং। দুবাইয়ের ভিজিট, ফ্রিল্যান্স, বিজনেস ভিসা।
Air Ticket
Visa Procures
Tour Package
Holiday Package
Hotel Booking
Umrah Package

Thank You

আবারো সচল হয়ে গেল বঙ্গ দেশের সিন্ডিকেট বিশ হাজার টাকার সিঙ্গেল টিকেট বর্তমানে ৬০ হাজার থেকে ৭0 হাজার টাকা টিকেট সিন্ডিক...
29/07/2025

আবারো সচল হয়ে গেল বঙ্গ দেশের সিন্ডিকেট বিশ হাজার টাকার সিঙ্গেল টিকেট বর্তমানে ৬০ হাজার থেকে ৭0 হাজার টাকা
টিকেট সিন্ডিকেটে"র তো ভাই একটা সীমা থাকে এখন তারা এই সীমা অতিক্রম করে ফেলেছে...

দেশ থেকে দুবাই আসার সিঙ্গেল টিকেটের মূল্য ৬০-৭০ হাজার টাকা

ইউএস বাংলাকে ২৭ লাখ ডলার জরিমানা করেছে নেপাল....২০১৮ সালে কাঠমাণ্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে ইউএস-বাংলা এয়ারলাই...
26/07/2025

ইউএস বাংলাকে ২৭ লাখ ডলার জরিমানা করেছে নেপাল....

২০১৮ সালে কাঠমাণ্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে ইউএস-বাংলা এয়ারলাইনসের ফ্লাইট বিধ্বস্ত হয়ে প্রাণ হারান ৫১ জন।

দুর্ঘটনার সাত বছর পর ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর নেপালের কাঠমাণ্ডু জেলা আদালত ইউএস-বাংলাকে ২৭ লাখ ৪০ হাজার মার্কিন ডলার ক্ষতিপূরণ দিতে নির্দেশ দিয়েছেন।

ইন্সুরেন্স কম্পানীর বাইরে এয়ারলাইন্স কম্পানিকে এই অর্থদণ্ড দিয়েছে আদালত।

বাংলাদেশ কনস্যুলেট জেনারেল দুবাই ও উত্তর আমিরাত,বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, দুবাই-এর আওতাধীন বিভিন্ন আমিরাতে জরুরী কনস্য...
03/07/2025

বাংলাদেশ কনস্যুলেট জেনারেল দুবাই ও উত্তর আমিরাত,বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, দুবাই-এর আওতাধীন বিভিন্ন আমিরাতে জরুরী কনস্যুলার সেবার সময়সূচী....

19/06/2025

🌿নয়া ব্যাগেজ রুলে একজন প্রবাসী কি কি সুবিধা পাবেন (জুলাই'২০২৫ থেকে যা কার্যকর হবে)...................................................................................
🎇মোবাইল ফোন: নয়া ব্যাগেজ রুলের আওতায় একজন প্রবাসী নিজ ব্যবহারের ২টি মোবাইলের পাশাপাশি ট্যাক্স ছাড়া আরো ১টি নতুন মোবাইল ফোন সাথে আনতে পারবেন।
🎇স্বর্ন: একজন প্রবাসী ১শ গ্রাম পর্যন্ত স্বর্নালংকার ট্যাক্স ছাড়া বছরে একবার আনতে পারবেন। এছাড়া ট্যাক্স দিয়ে বছরে একবার ১১৭ গ্রাম ওজনের স্বর্নের বার আনতে পারবেন। (যার ট্যাক্স হবে প্রতি ভরিতে ৫হাজার টাকা)
🎇🎇ব্যাগেজ রুল সুবিধার বিস্তারিত নীচে দেয়া হলঃ

ব্যাগেজ রুল সুবিধায় ১৯ ধরনের পণ্য বিনা শুল্কে এবং ১১ ধরনের পণ্য শুল্ক–কর পরিশোধ করে আনা যায়। এ জন্য কোনো ঋণপত্র (এলসি) খুলতে হবে না।

১২ বছর বা এর চেয়ে বেশি বয়সী একজন যাত্রী ৬৫ কেজি ওজনের ব্যাগেজ শুল্ক-কর ছাড়া খালাস করতে পারবেন। তবে ১২ বছরের নিচের বয়সী যাত্রী ৪০ কেজি ব্যাগেজ বিনা শুল্কে খালাস করতে পারবে।
ব্যাগেজ রুল সুবিধায় ১৯ ধরনের পণ্য বিনা শুল্কে এবং ১১ ধরনের পণ্য শুল্ক–কর পরিশোধ করে আনা যায়।

১২ বছর বা এর চেয়ে বেশি বয়সী একজন যাত্রী ৬৫ কেজি ওজনের ব্যাগেজ শুল্ক-কর ছাড়া খালাস করতে পারবেন। তবে ১২ বছরের নিচের বয়সী যাত্রী ৪০ কেজি ব্যাগেজ বিনা শুল্কে খালাস করতে পারবে।
১২ বছর বা এর চেয়ে বেশি বয়সী একজন যাত্রী ৬৫ কেজি ওজনের ব্যাগেজ শুল্ক-কর ছাড়া খালাস করতে পারবেন। তবে ১২ বছরের নিচের বয়সী যাত্রী ৪০ কেজি ব্যাগেজ বিনা শুল্কে খালাস করতে পারবে।

👉বিনা শুল্কে যা আনতে পারবেন:
বর্তমান নিয়মে ১৯ ধরনের পণ্য শুল্কমুক্তভাবে আনা যাবে। এর মধ্যে রয়েছে—
★সর্বোচ্চ দুটি ব্যবহৃত মোবাইল ফোন ও একটি নতুন মোবাইল ফোন আনা যাবে।
★২৯ ইঞ্চি পর্যন্ত টেলিভিশন
★ল্যাপটপ, ডেস্কটপ, প্রিন্টার, স্ক্যানার, ভিডিও ক্যামেরা ও ডিজিটাল ক্যামেরা
★মাইক্রোওয়েভ, রাইস কুকার, প্রেসার কুকার, গ্যাস ওভেন, ব্লেন্ডার, কফি মেকারসহ বিভিন্ন কিচেন অ্যাপ্লায়েন্স
★সেলাই মেশিন, টেবিল ফ্যান, খেলাধুলার জিনিস
এক কার্টন সিগারেট
★১০০ গ্রাম পর্যন্ত সোনার গয়না
★মিউজিক সিস্টেম (সিডি ও স্পিকারসহ)
৫ বর্গমিটার আয়তনের কার্পেট

👉শুল্ক দিয়ে আনতে পারবেন যেসব পণ্য
★★শুল্ক-কর পরিশোধ করে ১১ ধরনের পণ্য আনার অনুমতি থাকছে। এগুলোর মধ্যে রয়েছে—

★সর্বোচ্চ ১১৭ গ্রাম ওজনের একটি সোনার বার (শুল্ক প্রতি ভরিতে ৫ হাজার টাকা)

২৩৪ গ্রাম বা ২০ তোলা রৌপ্যবার, ৩০ ইঞ্চির বেশি টেলিভিশন, হোম থিয়েটার
★রেফ্রিজারেটর, ডিপ ফ্রিজ, এয়ারকন্ডিশনার
★ঝাড়বাতি, এইচডি ক্যামেরা, ডিশ অ্যানটেনা
★ডিশওয়াশার, ওয়াশিং মেশিন ও ক্লথ ড্রায়া
👉এবারের বাজেটে বিদেশ থেকে ফেরার সময় বছরে একবার
★ সর্বোচ্চ ১১৭ গ্রাম ওজনের একটি করে সোনার বার আনতে পারবেন। সোনার বার আনার ক্ষেত্রে প্রতি ভরিতে (১১ দশমিক ৬৬৪ গ্রাম) শুল্ক ৫ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
আগে একজন যাত্রী বিদেশ থেকে দেশে ফেরার সময় যতবার খুশি ততবার ১০০ গ্রাম ওজনের সোনার গয়না বিনা শুল্কে আনতে পারতেন। এখন থেকে একজন যাত্রী বছরে কেবল একবার মোট ১০০ গ্রাম স্বর্ন শুল্ক ছাড়া আনতে পারবেন।

Copy post.....

ছবিতে প্রতীক জোশী ছয় বছর ধরে লন্ডনে থাকতেন। তিনি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। বহুদিন ধরেই স্বপ্ন দেখতেন—স্ত্রী আর তিনটি ...
13/06/2025

ছবিতে প্রতীক জোশী ছয় বছর ধরে লন্ডনে থাকতেন। তিনি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। বহুদিন ধরেই স্বপ্ন দেখতেন—স্ত্রী আর তিনটি ছোট সন্তানকে নিয়ে লন্ডনে সুন্দর জীবন গড়বেন। তখন তার পরিবার ছিল ভারতে।

বহু বছরের কষ্ট, কাগজপত্রের ঝামেলা আর অপেক্ষার পরে অবশেষে সেই স্বপ্ন পূরণের সময় এসেছিল। মাত্র দুই দিন আগে, তার স্ত্রী ডা. কোমি ভারতে থাকা চাকরি ছেড়ে দেন। সব ব্যাগ গুছিয়ে ফেলা হয়, প্রিয়জনদের বিদায় জানানো হয়। নতুন জীবনের পথে যাত্রা প্রস্তুত।

আজ সকালে, আনন্দ আর আশা নিয়ে প্রতীক, তার স্ত্রী এবং তিন সন্তান এয়ার ইন্ডিয়া ফ্লাইট ১৭১-এ ওঠেন লন্ডনের উদ্দেশে। তারা একটি সেলফি তোলে, আত্মীয়দের পাঠায়। নতুন জীবনের শুরু।

কিন্তু তারা আর পৌঁছাতে পারেনি।উড্ডয়নের কিছুক্ষণ পরেই ২৪২ জন যাত্রী এবং ক্রু নিয়ে বিমানটি বিদ্ধস্ত হয়ে একটা মেডিকেল কলেজের হোস্টেলে আঘাত করে । বিমানে থাকা একজন ছাড়া বাকি ছবির এই পাঁচজনসহ সবার সলিলসমাধি হয়। এবং কলেজের ৫জন ছাত্র-ছাত্র-শিক্ষক নিহত হন।

মাত্র কয়েক সেকেন্ডে সব শেষ। একটা জীবনভর স্বপ্ন মুহূর্তেই ছাই হয়ে যায়। এটা আমাদের কঠিনভাবে মনে করিয়ে দেয়—জীবন ভীষণ ভঙ্গুর। আমরা যা গড়ি, যাকে ভালোবাসি, সবই এক সুতোয় ঝুলে থাকে। তাই যতদিন বাঁচি, বাঁচার মতো বাঁচি, ভালোবাসি, যতটা পারি সুখ খুঁজি। কারণ কাল কী হবে, কেউ জানে না।

(দ্যা স্কিন ডক্টরের থেকে বঙ্গানুবাদ করা)

ভারতে বিমান দুর্ঘটনায় অলৌকিকভাবে বেঁচে যান এক যাত্রী। তার কাছে থাকা টিকিট নম্বর 11-AOne man miraculously survived the Ai...
12/06/2025

ভারতে বিমান দুর্ঘটনায় অলৌকিকভাবে বেঁচে যান এক যাত্রী। তার কাছে থাকা টিকিট নম্বর 11-A

One man miraculously survived the Air India plane crash in Ahmedabad after jumping from the emergency exit.

সফলভাবে ১০০ কোটি যাত্রী বহন করার পর ঘটল প্রথম দুর্ঘটনা এই প্রথম বোয়িং ৭৮৭ এভাবে ভেঙ্গে পড়ল,আহমেদাবাদের আগে কখনও বোয়িং ...
12/06/2025

সফলভাবে ১০০ কোটি যাত্রী বহন করার পর ঘটল প্রথম দুর্ঘটনা

এই প্রথম বোয়িং ৭৮৭ এভাবে ভেঙ্গে পড়ল,

আহমেদাবাদের আগে কখনও বোয়িং ৭৮৭ বিমান এভাবে ভেঙ্গে পড়ে নি।

প্রায় ১৪ বছর আগে এই মডেলটি বাজারে এনেছিল বোয়িং সংস্থা

ছয় সপ্তাহ আগে ড্রিমলাইনার মডেলের বিমানে ১০০ কোটি যাত্রী বহন করার মাইল ফলক অর্জন করে বোয়িং কোম্পানি।

সেই উপলক্ষ্যে বোয়িং জানিয়েছিল যে, তাদের তৈরি ১১৭৫ টি বোয়িং ৭৮৭ বিমান ৫০ লাখ উড়ান অপারেট করেছে, বিমানগুলো আকাশে উড়েছে তিন কোটি ঘন্টা।

এই ঘটনাটি বোয়িং সংস্থাকে এত বড় ধাক্কা দিল এমন একটা সময়ে, যখন সংস্থাটি ৭৩৭ বিমান একের পর এক ভেঙ্গে পড়া সহ নানা সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে।

আহমেদাবাদের ঘটনার পরে সংস্থাটি এক বিবৃতিতে জানিয়েছে যে, তারা ঘটনার ব্যাপারে প্রাথমিক রিপোর্ট পেয়েছে এবং চেষ্টা করছে আরও তথ্য জানতে। তারা আরো জানিয়েছে যে, সব তথ্য বিস্তারিত মানুষের সামনে উপস্থাপন করা হবে।

12/06/2025

২৪২ যাত্রী নিয়ে এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজ ভারতের আহমেদাবাদে বিধ্বস্ত। কেউ বেঁচে না থাকার শঙ্কা।

দুবাইয়ের এই ভিসায় সাধারণ কেউ আসতে পারবে না। তবে বাংলাদেশে আরব আমিরাতের যে দূতাবাস অবস্থিত সেখান থেকে বিশেষ পক্রিয়ার মাধ্...
04/05/2025

দুবাইয়ের এই ভিসায় সাধারণ কেউ আসতে পারবে না। তবে বাংলাদেশে আরব আমিরাতের যে দূতাবাস অবস্থিত সেখান থেকে বিশেষ পক্রিয়ার মাধ্যমে কিছু ভিসা হচ্ছে যারা দেশে ব্যবসায় করে বা কোটি টাকার মালিক। এবং ওনারা এসে আবার দেশে চলে যাবে। জনসাধারণের জন্য ভিজিট ভিসা খুলে দেয়নি।আর যারা বিশেষ কোনো প্রক্রিয়ায় আসবে,তারাও নিজেরা দুবাইতে ভিসা লাগাতে পারবেন না।🚫 এমনও হতে পারে আপনি দুবাই এয়ারপোর্টে বিড়ম্বনার পড়তে পারেন।

সতর্ক থাকুন!⚠️
লেনদেন থেকে বিরত থাকুন।
ভুল সিদ্ধান্ত নিয়ে আর্থিক ক্ষতির শিকার হবেন না।

সচেতন হোন,নিরাপদ থাকুন।শেয়ার করুন
পরবর্তী আপডেট পেতে পেইজটি ফলো করুন......

দুবাইয়ের ভিসা নিয়ে সতর্কতা পোস্ট....ঢাকায় সংযুক্ত আরব আমিরাত দূতাবাস থেকে দীর্ঘদিন ধরে বিশেষ অনুরোধে কিছু বিশেষ ক্যাটাগর...
04/05/2025

দুবাইয়ের ভিসা নিয়ে সতর্কতা পোস্ট....

ঢাকায় সংযুক্ত আরব আমিরাত দূতাবাস থেকে দীর্ঘদিন ধরে বিশেষ অনুরোধে কিছু বিশেষ ক্যাটাগরিতে দুবাইয়ের ভিজিট ভিসা দেওয়া হচ্ছে। তাছাড়া,কর্মসংস্থান ভিসা সাধারণত এখনো খোলা হয় নাই,বিশেষ কিছু ক্ষেত্রে এটা সব সময় খোলা থাকে।এর অর্থ এই নয় যে ভিসা জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়ে গেছে......

তবে হ্যাঁ আশা করা যাচ্ছে সময়ের সাথে সাথে ভিসা জটিলতা সহজ করা হবে"

তাই দয়া করে এতো দ্রুত না বুঝে কিছু দুষ্টু ভিসা দালালের ফাঁদে পা দেবেন না!সময় নিন বুঝে শুনে সিদ্ধান্ত নিন......

✨ Unlock Your Future in the UAE! ✨Get your 2-Year Freelance Visa for just 7499 AED with FLYBD Business Management L.L.C....
27/04/2025

✨ Unlock Your Future in the UAE! ✨
Get your 2-Year Freelance Visa for just 7499 AED with FLYBD Business Management L.L.C.

🌍 Open to Applicants From:
🇵🇭 Philippines | 🇹🇭 Thailand | 🇮🇩 Indonesia | 🇳🇵 Nepal | 🇪🇺 Europe | 🌍 Africa

📍 Location:
AL SHOWEB BUILDING, Near Sharaf DG Metro Station Exit 3, Bur Dubai.

📲 WhatsApp Us Today to Start Your Journey!
☎️ Contact: wa.me/+971501423875



🔥 Hashtags:

24/04/2025

ভিজিট ভিসা কিংবা আউট সাইড ভিসা এখনো হচ্ছে না,এই সংক্রান্ত বিষয় নিয়ে কারো সাথে লেনদেন থেকে বিরত থাকুন.....

Address

Al Showaib Building. Near Sharaf DG Matro Station, Exit 3, Opposite Al Fahidi Plaza. (Entrance 2) Bur Dubai, U. A. E
Dubai
00000

Alerts

Be the first to know and let us send you an email when FLYBD Business Management L.L.C posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to FLYBD Business Management L.L.C:

Share