
26/08/2025
Circular
Subject: Requests to Issue or Renew an Establishment Card for Farms (Ezbah)
With reference to the above topic, all service providers are hereby informed that when submitting applications for issuing or renewing an Establishment Card for farms (Ezbah), they must provide an official letter from the Wild Affairs Region Department stating that there is no objection. This letter must also be valid.
গুরুত্বপূর্ণ সার্কুলার
বিষয়: খামার (Ezbah) এর জন্য Establishment Card ইস্যু বা নবায়ন সংক্রান্ত অনুরোধ
উপরের বিষয়টির প্রেক্ষিতে সকল সার্ভিস প্রোভাইডারদের অবগত করা যাচ্ছে যে—
• যখন কোনো আবেদনকারী খামার (Ezbah) এর জন্য Establishment Card ইস্যু বা নবায়ন এর আবেদন করবেন,
• তখন আবেদনের সঙ্গে Wild Affairs Region Department (বন্যপ্রাণী বিষয়ক আঞ্চলিক বিভাগ) থেকে প্রদত্ত একটি অফিশিয়াল/সরকারি চিঠি সংযুক্ত করতে হবে।
• উক্ত অফিসিয়াল চিঠিতে স্পষ্টভাবে উল্লেখ থাকতে হবে যে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো আপত্তি নেই (No Objection)।
• এছাড়া, এই No Objection Letter অবশ্যই বৈধ মেয়াদের (Valid) হতে হবে।
অতএব, খামারের Establishment Card ইস্যু বা রিনিউ করার জন্য Wild Affairs Region Department থেকে বৈধ 'No Objection Letter' ছাড়া কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না।