এ টি সি এয়ার টিকেটিং

এ টি সি এয়ার টিকেটিং We Provide All Kind of Visa , Manpower , Air Ticketing and Another Travel Agency service !!

জাতীয় শোক বার্তা গতকাল ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুলে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমানের মর্মান্তিক দুর্ঘটনায় নিহত হওয়া সক...
22/07/2025

জাতীয় শোক বার্তা

গতকাল ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুলে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমানের মর্মান্তিক দুর্ঘটনায় নিহত হওয়া সকল শিক্ষার্থী, শিক্ষক ও পাইলটের আত্মার মাগফিরাত কামনা করছি।

এই দুর্ঘটনা আমাদের জাতির হৃদয়ে এক গভীর দাগ কেটে দিয়েছে। শিশুদের কান্না, পরিবারগুলোর শূন্যতা আর জাতির অপূরণীয় ক্ষতির এই মুহূর্তে আমরা বাকরুদ্ধ, শোকাহত।

ATC Air Ticketing এর পক্ষ থেকে আমরা গভীর শোক প্রকাশ করছি এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।

01/07/2025

বিপুল বিদেশি শ্রমিক নিয়োগে এটি তার দ্বিতীয় পদক্ষেপ।

🇰🇼 কুয়েত ভিসার সুখবর! ✈️আলহামদুলিল্লাহ! ATC Air Ticketing & Travel Agency থেকে এই মাসে একটি গ্রুপের কুয়েত ভিসা সফলভাবে হ...
16/06/2025

🇰🇼 কুয়েত ভিসার সুখবর! ✈️
আলহামদুলিল্লাহ! ATC Air Ticketing & Travel Agency থেকে এই মাসে একটি গ্রুপের কুয়েত ভিসা সফলভাবে হাতে পেয়েছি আমরা! 🎉
গ্রাহকদের আস্থা ও বিশ্বাসে আমরা প্রতিনিয়ত এগিয়ে চলছি।
✅ কুয়েত ভিসা প্রসেসিং
✅ হাই রেশিও
✅ দ্রুত ও নিরাপদ সার্ভিস
✅ এক্সপার্ট কনসালটেন্সি
আপনিও যদি কুয়েত যেতে আগ্রহী থাকেন — এখনই যোগাযোগ করুন আমাদের সাথে। আমরা আছি আপনার পাশে, যাত্রার প্রতিটি ধাপে।
📞 যোগাযোগ: Banani Office : 62 , Kamal Ataturk Avenue , Habib Mansion ( 3rd Floor ) , Banani Dhaka!

Meherpur Office : Abdullah Plaza , Nimtola Bus Stand , Meherpur - 7100.
E - mail : [email protected]

📞 01400-448438

📞01400-448439

📩 ইনবক্স করুন এখনই — স্লট লিমিটেড!
ATC Air Ticketing & Travel Agency "আপনার ভ্রমণের সেরা সঙ্গী" 🌍✈️

তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম(আল্লাহ আমাদের ও আপনাদের পক্ষ থেকে কবুল করুন।)ঈদ মোবারক! অন্তরে সম্প্রীতির দীপ্তি আর ...
07/06/2025

তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম
(আল্লাহ আমাদের ও আপনাদের পক্ষ থেকে কবুল করুন।)
ঈদ মোবারক!
অন্তরে সম্প্রীতির দীপ্তি আর মানবতার মহত্ত্ব ধারণ করে উদযাপিত হোক আমাদের ঈদ।
লৌকিকতা ও বাহ্যিক প্রদর্শনেচ্ছা পরিহার করে ঈদ হোক ভ্রাতৃত্ব, ভালোবাসা ও সামাজিক সংহতির অনন্য প্রতীক।
একটি নির্মল হৃদয়, একটুকু সহানুভূতি, আর একটি সহমর্মিতার হাতই হোক এ উৎসবের প্রকৃত সৌন্দর্য।
আসুন, ঈদের এই পবিত্র দিনে আমরা বিভাজন নয়, বন্ধন গড়ি—ভালোবাসা ছড়িয়ে দিই সবার মাঝে।
এটিসি এয়ার টিকেটিং ট্রাভেল এজেন্সির পক্ষ থেকে সবাইকে ঈদ মোবারক!

🌙✨ ঈদ মোবারক! ✨🌙এটিসি এয়ার টিকেটিং ট্রাভেল এজেন্সি-র পক্ষ থেকে সকল প্রিয় গ্রাহক, শুভানুধ্যায়ী ও  প্রবাসী দের জানাই পবিত্...
06/06/2025

🌙✨ ঈদ মোবারক! ✨🌙
এটিসি এয়ার টিকেটিং ট্রাভেল এজেন্সি-র পক্ষ থেকে সকল প্রিয় গ্রাহক, শুভানুধ্যায়ী ও প্রবাসী দের জানাই পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা।
আসুন, ত্যাগের মহান আদর্শকে ধারণ করে ঈদের আনন্দ একসঙ্গে ভাগাভাগি করি।
✈️ দেশ–বিদেশে যাত্রা হোক আরও সহজ, ঝামেলামুক্ত এবং আনন্দময় –
আমাদের মাধ্যমে পাচ্ছেন বিশ্বস্ত ও নির্ভরযোগ্য সেবা!
ঈদ হোক আনন্দময়, ট্রাভেল হোক ঝামেলামুক্ত – এটিসি এয়ার টিকেটিং-এর সঙ্গে!

একটি শোক সংবাদ গভীর শোক ও দুঃখের সাথে জানানো যাচ্ছে যে—মরহুম তাছিরউদ্দিন বিশ্বাসের ছোট ছেলে এবং মোঃ অরিক আহম্মেদ বস-এর ছ...
01/06/2025

একটি শোক সংবাদ
গভীর শোক ও দুঃখের সাথে জানানো যাচ্ছে যে—মরহুম তাছিরউদ্দিন বিশ্বাসের ছোট ছেলে এবং মোঃ অরিক আহম্মেদ বস-এর ছোট চাচা মোঃ মাহাবুল ইসলাম(ছোট বাবু) আজ দুপুর ১২:৪৫ মিনিটে ইহকাল ত্যাগ করেছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
জানাজার নামাজ আজ রাত ১০.০০ টার সময় শহীদ শামসুজ্জাহা পার্কে অনুষ্ঠিত হবে।
সকলের প্রতি অনুরোধ,মরহুমের রূহের মাগফিরাত কামনায় দোয়া করবেন।আল্লাহ তাআলা যেন তাঁকে জান্নাতুল ফিরদাউসের উচ্চ মাকাম দান করেন।আমিন।

📢 হারানো পাসপোর্টের বিজ্ঞপ্তি"এতদ্বারা জানানো যাচ্ছে যে, ম্যানপাওয়ার অফিস থেকে পাসপোর্ট সংগ্রহ করার পর, তা দুর্ঘটনাবশত ড...
29/05/2025

📢 হারানো পাসপোর্টের বিজ্ঞপ্তি"
এতদ্বারা জানানো যাচ্ছে যে, ম্যানপাওয়ার অফিস থেকে পাসপোর্ট সংগ্রহ করার পর, তা দুর্ঘটনাবশত ডেলিভারি ম্যানের কাছ থেকে ম্যানপাওয়ার অফিসেই পড়ে যায়।
এই পাসপোর্টটি এখনো খুঁজে পাওয়া যায়নি। বিষয়টি সম্পর্কে ম্যানপাওয়ার অফিসে অভিযোগ এবং স্থানীয় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
🛂 পাসপোর্ট তথ্য:
নাম: WOLIUR RAHMAN GAZI
পাসপোর্ট নম্বর: A09081563
📌 বিশেষ দ্রষ্টব্য : পাসপোর্টের পিছনে এটিসি সম্মিলিত স্টিকার লাগানো আছে, যেখানে নাম্বার ও ঠিকানা উল্লেখ রয়েছে।
🎁 পুরস্কার: যে ব্যক্তি বা এজেন্সি পাসপোর্টটি খুঁজে পেয়ে আমাদের অফিসে হস্তান্তর করবেন, তাকে ১০,০০০ টাকা পুরস্কার প্রদান করা হবে।
📞 যোগাযোগের জন্য অনুরোধ: যদি কেউ পাসপোর্টটি পেয়ে থাকেন, দয়া করে অবিলম্বে আমাদের অফিসে যোগাযোগ করুন এবং এই নাম্বারে ফোন করুন:01400-544093

29/05/2025

১ লাখ বাংলাদেশিকে নিয়োগ দেবে জাপান।

আলহামদুলিল্লাহ আজ আমাদের এটিসি ট্রাভেল এজেন্সির প্রতিষ্ঠাতা মো:অরিক আহম্মেদের ছোট রাজপুত্র এসেছে —মা এবং ছেলে দুজনেই আল্...
28/05/2025

আলহামদুলিল্লাহ আজ আমাদের এটিসি ট্রাভেল এজেন্সির প্রতিষ্ঠাতা মো:অরিক আহম্মেদের ছোট রাজপুত্র এসেছে —মা এবং ছেলে দুজনেই আল্লাহর রহমতে ভাল আছে!
তার প্রতিটি নিঃশ্বাস হোক শান্তিময়,
তার প্রতিটি দিন হোক রহমতে ভরা।"
সবাই দোয়া করবেন!

আপডেট।মালয়েশিয়া কর্মী পাঠানোর প্রক্রিয়া স্বচ্ছতা নিশ্চিত করা হবে। কোন অনিয়ম ও বৈষম্যের সুযোগ রাখা হবে না। আজ বুধবার (২১ ...
21/05/2025

আপডেট।
মালয়েশিয়া কর্মী পাঠানোর প্রক্রিয়া স্বচ্ছতা নিশ্চিত করা হবে। কোন অনিয়ম ও বৈষম্যের সুযোগ রাখা হবে না। আজ বুধবার (২১ মে) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বাংলাদেশি কর্মী পাঠাতে দুই দেশের যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠকের উদ্বোধনী অধিবেশন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী।

তিনি আরো বলেন, ‘বাংলাদেশে অধিক সংখ্যক রিক্রুটিং এজেন্সি থাকায় মালয়েশিয়া সরকার সীমিত রিক্রুটিং এজেন্সির মাধ্যমে কর্মী নিতে আগ্রহী। তাই আজকের জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের মিটিং এ স্বচ্ছতা বজায় রাখতে প্রয়োজনে সমঝোতা স্মারক সংশোধন করার আলোচনা হবে।’
শ্রমবাজার ইস্যুতে কোন শর্ত মালয়েশিয়া দেয়নি জানিয়ে লুৎফে সিদ্দিকী বলেন, ‘মালয়েশিয়া সরকার অতীতে যারা সিন্ডিকেট করেছে তাদের মামলা প্রত্যাহারসহ কোন শর্ত দেয়নি।’

তিনি বলেন, ‘বাংলাদেশী কর্মীদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা দেয়ার বিষয়ে মালয়েশিয়া সরকার আন্তঃ মন্ত্রণালয় বৈঠক করছে। মালয়েশিয়া সরকার খুবই আন্তরিকভাবে দেখছে কর্মী নেয়ার বিষয়টি। দুই পক্ষই স্বচ্ছতা বজায় রাখতে চায়।’

বৈঠকে মালয়েশিয়ার সাত সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছে দেশটির মানব সম্পদ মন্ত্রণালয়ের ডেপুটি সেক্রেটারি জেনারেল ড. ম. শাহরিন বিন উমর। বৈঠকে দেশটিতে কর্মী পাঠানোর প্রক্রিয়া চূড়ান্ত হওয়ার কথা রয়েছে।

বাংলাদেশি কর্মী পাঠাতে দুই দেশের যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠকের উদ্বোধনী অধিবেশন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন প্রধান উপদেষ...
21/05/2025

বাংলাদেশি কর্মী পাঠাতে দুই দেশের যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠকের উদ্বোধনী অধিবেশন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী

    মালয়েশিয়া কর্মী পাঠানোর প্রক্রিয়া স্বচ্ছতা নিশ্চিত করা হবে। কোন অনিয়ম ও বৈষম্যের সুযোগ রাখা হবে না। আজ বুধবার ...

**ট্রাভেল এজেন্সি নিয়োগ বিজ্ঞপ্তি**ফিমেল নিয়োগ দেওয়া হবে   ১ জন! পদ: মার্কেটিং এক্সিকিউটিভ(মহিলা)  অফিস: ATC TRAVEL AGEN...
20/05/2025

**ট্রাভেল এজেন্সি নিয়োগ বিজ্ঞপ্তি**
ফিমেল নিয়োগ দেওয়া হবে ১ জন!
পদ: মার্কেটিং এক্সিকিউটিভ(মহিলা)
অফিস: ATC TRAVEL AGENCY
ঠিকানা: বনানী

প্রয়োজনীয় যোগ্যতা:
- এইচএসসি/স্নাতক।
- কম্পিউটার ও অনলাইন এর সিস্টেমে দক্ষতা।
- যোগাযোগ ও নেগোশিয়েশন স্কিল ভালো হতে হবে।
- পূর্ব অভিজ্ঞতা (২-৩)বছরের ম্যানপাওয়ার উপরে থাকলে অগ্রাধিকার পাবেন। ( প্রয়োজন নেই)

*ট্রাভেল এজেন্সি হিসেবে আমরা আমাদের টিমে আপনাকে স্বাগত জানাতে আগ্রহী!*
*বিঃদ্রঃ চাকরির ধরন ও বেতন কাঠামো অভিজ্ঞতা ও দক্ষতার উপর নির্ভরশীল।*

আবেদন প্রক্রিয়া:
আগ্রহী প্রার্থীগণ আমাদের অফিসে এবং নিচের নাম্বারে যোগাযোগ করুন!
📞 ০১৪০০-৫৪৪০৯৩
📞০১৪০০-৪৪৮৪৩৮
📞০১৪০০-৪৪৮৪৩৯

Address

Banani Model Town

Telephone

+8801400448438

Website

Alerts

Be the first to know and let us send you an email when এ টি সি এয়ার টিকেটিং posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to এ টি সি এয়ার টিকেটিং:

Share

Category